সুইডেনে পবিত্র কোরআনে অগ্নিসংযোগ- জাতিসংঘকে কার্যকরি ব্যবস্থা নিতে হবে
০১ জুলাই ২০২৩, ১০:০৪ পিএম | আপডেট: ০২ জুলাই ২০২৩, ১২:০০ এএম
পবিত্র ঈদুল আজহার দিন সুইডেনে পবিত্র কোরআনে অগ্নিসংযোগের ঘটনার গোটা মুসলিম বিশ্বে প্রতিবাদের ঝড় উঠেছে। বাংলাদেশের বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ পৃথক পৃথক বিবৃতিতে সুইডেনে পবিত্র কোরআনে অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুইডেনের সকল পণ্য বর্জন এবং দেশটির বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা নিতে জাতিসংঘের প্রতি আহবান জানানো হয়েছে। নেতৃবৃন্দ বলেন, মুসলিম বিশ্বের কাছে সুইডেন সরকারকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
খেলাফত মজলিস : সুইডেনে সালওয়া মোমিকা নামক এক পাপিষ্ট স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে পবিত্র কোরআনে অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত আমীর মাওলানা আবদুল বাছিত আজাদ ও মহাসচিব ড: আহমদ আবদুল কাদের। এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, পবিত্র ঈদুল আজহার দিন সুইডেনে পবিত্র কোরআনের অবমাননার মধ্য দিয়ে বিশে^র দেড়শ’ কোটি মুসলমানর হৃদয়ে চরম আঘাত হানা হয়েছে। এ জন্য দোষী ব্যক্তিকে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্য ধর্মের মানুষের হৃদয়ে আঘাত প্রদান কোনভাবেই মতপ্রকাশের স্বাধীনতা হতে পারে না। সুইডেনের যে আদালত ঐ পাপিষ্ঠ বক্তিকে কোরআন অবমানার মত ঘৃণ্য কাজের অনুমতি দেয়েছে তাদের কর্মকাÐও অত্যন্ত নিন্দনীয়। এর আগেও সুইডেনে ইসলাম ও কোরআন অবমাননার ঘটনা ঘটেছে। সুইডনে বারবার পবিত্র কোরআনের অবমাননা কোন ভাবেই বরদাস্ত করা যায় না। সুইডেন সরকার যদি পবিত্র কোরআন- ইসলাম বিদ্বেষী কর্মকান্ড বন্ধ করতে না পারলে সুইডেনকে কঠিন মূল্য দিতে হবে।
বিবৃতিতে নেতৃতদ্বয় অবিলম্বে কোরআন অবমাননাকারী পাপিষ্ট সালওয়া মোমিককে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং সুইডেন সরকারকে বিশ^ মুসলিমের কাছে ক্ষমা চাইতে হবে। নতুবা মুসলিম বিশ্ব সুইডেনকে বয়কট করতে বাধ্য হবে।
পীর সাহেব চরমোনাই ঃ সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। আজ শনিবার এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, মত প্রকাশের স্বাধীনতার নামে মুসলমানদের পবিত্র মূল্যবোধ ও ধর্মীয় প্রতীককে অপমান একটি জঘন্য কাজ। যা কোনভাবেই মেনে নেয়া যায় না। তিনি বলেন, গোটা দুনিয়ার মুসলমানরা যখন তাদের ধর্মীয় উৎসব ঈদুল আজহা এবং পবিত্র হজ্জব্রত পালনে মগ্ন। তখন এধরনের ঘটনা পুরো মুসলিম উম্মাহকে ব্যথিত ও মর্মাহত করেছে। সুইডেন বার বার উস্কানিমূলক কাজের মাধ্যমে তাদের ইসলাম ও কোরআনবিরোধী মনোভাব প্রকাশ করছে।
তিনি বলেন, এ ঘটনায় সমগ্র মুসলিম বিশ্বের অন্তরে আজ রক্তক্ষরণ হচ্ছে। পবিত্র কোরআনে আগুন দিয়ে অশান্তির দাবানল ছড়িয়ে দেওয়া হয়েছে। কোরআন অবমাননা বিশ্ববাসীর জন্য হুমকি। সুইডেন রাষ্ট্রদূতদের তলব করে প্রতিবাদ জানাতে হবে সরকারকে।
পীর সাহেব চরমোনাই সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বার্থে এ ধরনের উস্কানিমূলক কর্মকাÐ বন্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘসহ সংশ্লিষ্ট সবার প্রতি আমরা জোরালো আহŸান জানান। পীর সাহেব বলেন, সেইসাথে সুইডেন পণ্য বর্জনসহ সুইডেনকে বয়কট করতে হবে।
ইসলামিক মুভমেন্ট বাংলাদেশ : ইসলামিক মুভমেন্ট বাংলাদেশের চেয়ারম্যান অ্যাডভোকেট খায়রুল আহসান এক বিবৃতিতে সুইডেন সরকারের সহায়তায় এক ব্যক্তির মসজিদের সামনে প্রকাশ্যে পবিত্র কোরআন শরীফ পড়ানোর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন , উক্ত ঘটনায় সারাবিশ্বের মুসলিমদের হৃদয়ে রক্ত ক্ষরণ হচ্ছে। ইহা মুসলিমদের ধর্মীয় অনুভ‚তিতে চরম আঘাত হেনেছে। বাক স্বাধীনতার নামে কারো ধর্মের অবমাননা করার অধিকার কারো নেই। তিনি মুসলিম রাষ্ট্রগুলো ও ওআইসিকে এই ন্যাক্কারজনক ঘটনার জন্য সুইডেন সরকারের উপর চাপ তৈরি করার জন্য এবং জাতিসংঘকে এর জন্য নিন্দা প্রস্তাব তোলার আহŸান জানান।
তাহাফফুজে খতমে নবুওয়ত সউদী আরব শাখা ঃ সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে আজ শনিবার এক বিবৃতিতে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত সউদী আরবের আহবায়ক সাইয়্যেদ মাওলানা রফিকুল ইসলাম মাদানী বলেন, পবিত্র কোরআন পোড়ানোর পুনরাবৃত্তির ঘটনা এবং সম্প্রতি কিছু ইউরোপীয় দেশে ইসলামোফোবিয়া এবং ধর্মের অবমাননার অপরাধ বৃদ্ধির বিষয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা সুইডেনে কোরআন অবমাননার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি আরো বলেন, ধর্মীয় গ্রন্থ পুড়িয়ে ফেলা চরম অসম্মানজনক ও আঘাতমূলক। এই ঘটনা বিশ্বের সকল মুসলমানের হৃদয়ে চরম আঘাত করেছে। বিদ্বেষপূর্ণ চরমপন্থী কর্মকাÐের মাধ্যমে বিশ্বজুড়ে মুসলমানদের অনুভ‚তিকে ইচ্ছাকৃতভাবে উসকে দেয়া হচ্ছে। মত প্রকাশের স্বাধীনতার নাম দিয়ে ইসলামবিরোধী কর্মকাÐ কখনো গ্রহণযোগ্য নয়। এই ধরনের ধৃষ্টতা দেখেও চোখ ফিরিয়ে থাকার অর্থ হল এই ঘটনাকে সমর্থন দেয়া। এই ধরনের কর্মকান্ড বন্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘসহ সংশ্লিষ্ট সকলের প্রতি জোড়ালো আহ্বান জানাচ্ছি
বাংলাদেশ খেলাফত মজলিস : সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নুরপুরী ও ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, পবিত্র কোরআন শরীফ পোড়ানোর অনুমতি দিয়ে সুইডিশ সরকার মুসলিম উম্মাহের হৃদয়ে চরম আঘাত দিয়েছে। সুইডেনে গত কয়েক বছরে অনেক বার পবিত্র কোরআনে অগ্নিসংযোগ করা হয়েছে। সুইডেনের এ ঘটনা মুসলিম উম্মাহ কোনোভাবেই মেনে নিবে না। নেতৃদ্বয় মুসলিম দেশগুলোকে সুইডেন সরকারের সাথে ক‚টনৈতিক সম্পর্ক ছিন্ন এবং তাদের পণ্য বর্জন করার আহবান জানান।
।
ইসলামী ঐক্য জোট ঃ ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা অ্যাডভোকেট আব্দুর রকিব পবিত্র কোরআন পোড়ানোর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক বিবৃতিতে বলেন, সুইডেন নিজেদেরকে সভ্য, উন্নত ও বাকস্বাধীনতায় উদারনীতির দেশ দাবি করাটা তাদের মূখের বুলি। মূলত: এর আড়ালে তারা ইসলাম ধর্মের বিরুদ্ধে নিজেদের চরমপন্থী প্রমাণ করার হিসেবে এজেন্ডা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। বাতিল প্রতিরোধ পরিষদ ঃ বাতিল প্রতিরোধ পরিষদের সভাপতি ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের যুগ্ম মহাসচিব হাজী জালাল উদ্দিন বকুল এক বিবৃতিতে সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, বিগত চার বছরে সুইডেনে পবিত্র কোরআন অব¥াননার এ ঘৃন্য কাজ তিনবার সংঘটিত হয়েছে। এদেশটিতে প্রকাশ্যে কোরআন অবমাননার ঘটনা সংঘটিত হলেও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি সুইডেন সরকার। ফলে এ নিকৃষ্ট ঘটনার পুনরাবৃত্তি যেনো ধারাববাহিকার রুপ নিয়েছে সুইডেনে। তিনি এধরনের নিকৃষ্ট কর্মকান্ড বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে জাতিসংঘ, ওআইসি, আরবলীগসহ সকল মুসলিম দেশের নেতৃবৃন্দ ও শান্তিকামী মানুষের প্রতি আহ্বান জানানোর পাশাপাশি বাংলাদেশ সরকারের রাষ্ট্রীয় বিবৃতি প্রদান এবং সুইডেনের রাষ্ট্রদূতকে তলব করে নিন্দা জানানোর আহবান জানান।
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ঃসুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর তীব্র নিন্দা-প্রতিবাদ ও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ইসলাম বিদ্বেষী জঘন্য কর্মকান্ড বন্ধে জাতিসংঘসহ বিশ্ব মুসলিম নেতৃবৃন্দের প্রতি আহবান জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চেয়ারম্যান মাওলানা এম এ মতিন ও মহাসচিব মাওলানা স উ ম আবদুস সামাদ।এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সারা বিশ্বের মুসলমানগণ যখন ঈদুল আজহা পালন করছে ঠিক সে মূহুর্তে পুলিশি প্রহরায় সুইডেনে পবিত্র কোরআন মাজিদ পোড়ানোর ঘটনা মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে।এ ঘৃণ্য কর্মকান্ডে বিশ্ব মুসলিম জনতার ন্যায় বাংলাদেশের মুসলিম জনগণও ক্ষুব্ধ প্রতিকারের দাবিতে প্রতিবাদ মূখর।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
ঢাকার বায়ুমানে উন্নতির কোনো লক্ষণ নেই, বিপজ্জনকের কাছাকাছি
উগ্রবাদী সন্ত্রাসী 'সাদ' পন্থীদের কর্মকান্ডের বিরুদ্ধে সাতক্ষীরায় মানববন্ধন
বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক ড্রোন মোতায়েন ভারতের
নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে ছাত্রদলকর্মী নিহত
সিনেটে প্রার্থী হতে সরে দাঁড়ালেন লারা ট্রাম্প
আমাদেরকে আর স্বৈরাচার হতে দিয়েন না : পার্থ
মার্চের মধ্যে রাষ্ট্র-সংস্কার কাজ শেষ হবে : ধর্ম উপদেষ্টা
জামালপুরে দুই ইজিবাইকের চাপায় সাংবাদিক নুরুল হকের মৃত্যু
বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইনের সামরিক সদর দফতরের দখল নিয়েছে আরাকান আর্মি
ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩২
নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ সিরিয়ায়
ঘনকুয়াশায় ৩ ঘন্টা পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি সার্ভিস চালু
গাজায় যুদ্ধবিরতির আলোচনা চূড়ান্ত পর্যায়ে
কনসার্ট মঞ্চে স্বৈরাচার হাসিনার বিচার দাবি
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১৪ ফিলিস্তিনি
ঘনকুয়াশায় আরিচা-কাজিরহাট, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
আওয়ামী লীগ যা করেছে, বিএনপি তার বিপরীত কাজ করে সুন্দর সমাজ গড়বে: ইয়াকুব চৌধুরী
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
বিলুপ্তির পথে মাটির ঘর