ঢাকা   রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪ | ৭ আশ্বিন ১৪৩১

এই দিনে সংসদ প্রাঙ্গণে রক্তাক্ত হয়েছিলেন ফারুক

Daily Inqilab অনলাইন ডেস্ক

০৬ জুলাই ২০২৩, ০৮:৪৪ এএম | আপডেট: ০৬ জুলাই ২০২৩, ০৮:৪৪ এএম

জয়নাল আবদিন ফারুক। বাংলাদেশের গত কয়েক দশকের রাজনৈতিক পথপরিক্রমায় রাজপথের লড়াই সংগ্রাম আর আন্দোলনে এক পরিচিত নাম।

বিএনপি তথা চার দলীয় জোট সরকারের সময়সহ বিভিন্ন মেয়াদের ধানের শীষ প্রতীকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হওয়া নোয়াখালীর এই সন্তান দেশের অন্যতম জনপ্রিয় ও তুখর রাজনৈতিক ব্যক্তিত্ব।

তবে তার লড়াকু রাজনৈতিক ক্যারিয়ারে ১১ সালের ৬ জুলাই দিনটি ছিল সবচেয়ে বীভৎস্য ও বেদনাদায়ক।

আজ থেকে প্রায় ১২ বছর আগে এই দিনেই সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ে পুলিশের লাঠি পেটায় গুরুতর আহত হয়েছিলেন তৎকালীন বিরোধী দলীয় চীফ হুইপ জয়নুল আবেদিন ফারুক।

বিরোধীদলীয় সংসদ সদস্যদের সঙ্গে ধস্তাধস্তিতে তৎকালীন পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার হারুন তার উপর চড়াও হোন।

সাবেক চীফ হুইপ ওই দিনের ঘটনা বর্ণনা করতে গিয়ে ইনকিলাবকে বলেন, ২০১১ সালের আজকের এই দিনে সকাল ৬ টার দিকে জয়নাল আবদিন ফারুকের নেতৃত্বে বিরোধী দলের ১৫-২০ জন সংসদ সদস্য মানিক মিয়া এভিনিউয়ের সামনে জড়ো হোন। ভোরবেলা তারা হেটে সংসদ ভবন এলাকা থেকে ফার্মগেট এলাকায় পৌঁছান। পরে ফার্মগেট থেকে তারা আবার মানিক নিয়ে এভিনিউয়ে ফিরে যান। এ সময় হঠাৎ করে একটি বাস লক্ষ্য করে ঢিল ছোড়া হয়।

পরে তৎকালীন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ডিসি ইমাম হোসেন, সহকারি উপকমিশনার হারুনুর রশিদ ও মোহাম্মদপুর অঞ্চলের সহকারী কমিশনার বিপ্লব কুমার সরকার সংসদ সদস্যদের সামনে গিয়ে তাদের থামানোর চেষ্টা করেন। এ সময় পুলিশের সঙ্গে জয়নাল আবদিন ফারুকের কথা কাটাকাটি হয়। পুলিশের ডিসিকে উদ্দেশ্য করে ফারুক বলেন, 'তুই কে তুই? কি করবি? এ সময় পুলিশ জয়নাল আবদিন ফারুকের দিকে তেরে যায়। আরো কয়েকজন পুলিশ তার দিকে এগিয়ে গেলে ধস্তাধোস্তি শুরু হয় এবং তিনি পড়ে যান। পুলিশের কয়েকজন সদস্য তাকে লাথি মারেন এবং তাকে ধরে টানা হ্যাচরা করতে থাকেন। এ সময় ফারুকের গেঞ্জি খুলে যায়। একপর্যায়ে একজন পুলিশ সদস্যের লাঠির আঘাতে তার মাথা ফেটে যায়। সকাল থেকে ফারুকের ডান হাতে ব্যান্ডেজ থাকলেও পরে ধস্তাধস্তির সময় সেটি খুলে যায়।

ফারুকের মাথায় রক্ত দেখে নারী সংসদ সদস্যরা তাকে নিয়ে ন্যাম ভবনের দিকে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ আবার এগিয়ে এলে জয়নাল আবেদিন আত্মরক্ষায় ন্যাম ভবনের দিকে দৌড় দেন। পুলিশ ও তার পিছু নিয়ে আবার সেখানে গিয়ে উপর হামলা চালায়। পুলিশ জয়নাল আবদিন ফারুককে চ্যাং দোলা করে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তিনি জ্ঞান হারিয়ে রাস্তায় পড়ে যান।

এরপরে ফারুককে উদ্ধার করে নারী এমপি পাপিয়া আশরাফিয়ার ন্যাম ভবনের বাসায় নিয়ে যান। এরপর কয়েক ঘন্টা পর সকাল দশটার দিকে এম্বুলেন্সে করে তাকে গুলশান ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়।

১৯৪৯ সালের ১০ ডিসেম্বর নোয়াখালীর সেনবাগ উপজেলা জন্মগ্রহণ করেন জয়নাল আবদিন ফারুক। নোয়াখালী ২ ও নোয়াখালী ১ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন তিনি। ধারাবাহিকভাবে ১৯৯১ সালে পঞ্চম ১৯৯৬ সালের ষষ্ঠ ১৯৯৬ সালের জুন মাসের সপ্তম ২০০১ সালে অষ্টম ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে মোট পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন জয়নাল আবদিন ফারুক।

২০০৯ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি বিরোধীদলের চিফ হুইপ নিযুক্ত হন।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের প্রতিবাদসহ বেশ কয়েকটি দাবিতে ১০১১ সালের ৪৮ ঘন্টা হরতালের ডাক দেয় সংসদের তৎকালীন প্রধান বিরোধী দল বিএনপি। হরতালের প্রথম দিন ৬ জুলাই সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিয়ে বিক্ষোভ চলাকালে পুলিশের হামলায় গুরুত্ব আহত হন ফারুক।

বিরোধীদলীয় সংসদ সদস্যদের সঙ্গে ধস্তাধস্তিতে পুলিশের তৎকালীন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার রশিদ আহত হন।

এ ঘটনায় ফারুককে মারধর ও হত্যার অভিযোগ এনে পুলিশের বিরুদ্ধে বাদি হয়ে মামলা করেন তৎকালীন বিরোধী দলীয় সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজাম। ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে দায়ের করা মামলায় ৩০ জন পুলিশ সদস্যকে আসামী করা হয়। মামলার তদন্তকারীরা ফারুককে দোষারোপ করে তদন্ত প্রতিবেদন জমা দিলে মহানগর হাকিম আদালত বরখাস্ত করে দেন।

এরপর সরকার বিরোধী বিক্ষোভে পুলিশের করা নাশকতার অভিযোগে ২০১৩ সালের ৩ জুলাই গ্রেফতার হন ফারুক এর দশ দিন পর ১৩ই জুলাই ফারুককে তিন মাসের আগাম জামিন দেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে বিদেশ ভ্রমণের কোনো রকমের বাধা না দেওয়ার নির্দেশ দেন আদালত।

২০১৫ সালে বিএনপি'র হরতাল অবরোধ চলাকালে নাশকতার অভিযোগে জয়নাল আবদিন ফারুক এর বিরুদ্ধে পৃথক ছয়টি মামলা দায়ের করা হয়। ১৭ সালের ২ জুলাই দুটি মামলায় তাকে জামিন দেওয়া হয়। অপর চারটি মামলায় তার জামিন আবেদন নাচোক করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নূর নাহার ইয়াসমিনের আদালত।

২০১৭ সালের ১৮ই জুলাই ওই চার মামলায় হাইকোর্ট থেকে জামিন নিয়ে ২০ জুলাই কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন ফারুক।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার সময় ২০১৮ সালের ৬ ডিসেম্বর নোয়াখালী ২ আসনের ধানের শীষ প্রার্থী এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুকের গাড়ি বহরে হামলা চালানো হয়। ফারুক হামলার অল্পের জন্য বেঁচে গেলেও সেনবাগ উপজেলা চেয়ারম্যান সহ বিএনপি ভাঙচুর করা হয়।

এত সবকিছুর পরেও এই প্রতিকূল রাজনৈতিক সময়ে বিএনপি নেতাদের মধ্যে রাজপথের লড়াই সংগ্রামে বরাবরের মতোই অগ্রণী ভূমিকা রেখে চলেছেন জয়নাল আবেদিন ফারুক। দীর্ঘ দিন দল ক্ষমতার বাইরে থাকলেও দাপটের সঙ্গেই দেশের রাজনীতিতে বিরাজমান তিনি।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

দ্বিতীয় ওয়ানডেতেও অজিদের অনায়স জয়

দ্বিতীয় ওয়ানডেতেও অজিদের অনায়স জয়

প্লটবঞ্চিত পূর্বাচলের আদিবাসিন্দাদের ৩শ’ ফুট সড়কে অবস্থান : বিক্ষোভ অব্যাহত

প্লটবঞ্চিত পূর্বাচলের আদিবাসিন্দাদের ৩শ’ ফুট সড়কে অবস্থান : বিক্ষোভ অব্যাহত

দেশে সংস্কার  ও জবাবদিহি প্রতিষ্ঠার আহ্বান

দেশে সংস্কার ও জবাবদিহি প্রতিষ্ঠার আহ্বান

ছাত্রলীগের হামলার শিকার শিক্ষার্থীদের মামলা করতে বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ

ছাত্রলীগের হামলার শিকার শিক্ষার্থীদের মামলা করতে বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ

উম্মাহর কল্যাণে মুসলমানদের ঐক্যের বিকল্প নেই

উম্মাহর কল্যাণে মুসলমানদের ঐক্যের বিকল্প নেই

বৈরুতে ইসরাইলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারসহ নিহত ১৪

বৈরুতে ইসরাইলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারসহ নিহত ১৪

পুলিশের লুট হওয়া অস্ত্র অপরাধে ব্যবহারের আশঙ্কা

পুলিশের লুট হওয়া অস্ত্র অপরাধে ব্যবহারের আশঙ্কা

মস্কোয় হামলার উপযুক্ত ক্ষেপণাস্ত্র কিয়েভে পাঠাবে না জার্মানি

মস্কোয় হামলার উপযুক্ত ক্ষেপণাস্ত্র কিয়েভে পাঠাবে না জার্মানি

জিয়ার ভূমিকাকে অবহেলা করায় পাহাড়ে সমস্যা হচ্ছে : জামায়াত নেতা শাহজাহান চৌধুরী

জিয়ার ভূমিকাকে অবহেলা করায় পাহাড়ে সমস্যা হচ্ছে : জামায়াত নেতা শাহজাহান চৌধুরী

মানুষের প্রত্যাশা পূরণ করতে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই: তারেক রহমান

মানুষের প্রত্যাশা পূরণ করতে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই: তারেক রহমান

বিচার বিভাগে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা প্রধান বিচারপতির

বিচার বিভাগে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা প্রধান বিচারপতির

একদিনে ৮৪৩ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ১

একদিনে ৮৪৩ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ১

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে সুগার মিলের নিরাপত্তা প্রহরীর মৃত্যু

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে সুগার মিলের নিরাপত্তা প্রহরীর মৃত্যু

সাজেক ভ্রমণে আটকা পড়েছেন ৮০০ পর্যটক

সাজেক ভ্রমণে আটকা পড়েছেন ৮০০ পর্যটক

‘শুধু সংস্কারে থেমে থাকলেই চলবে না, অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে’ : তারেক রহমান

‘শুধু সংস্কারে থেমে থাকলেই চলবে না, অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে’ : তারেক রহমান

যে কোনো ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত: বিএনপির স্থানীয় কমিটির সদস্য ডা. জাহিদ

যে কোনো ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত: বিএনপির স্থানীয় কমিটির সদস্য ডা. জাহিদ

ভোলায় ঝড়ের কবলে পড়ে ১০ ট্রলারডুবি, নিখোঁজ ১

ভোলায় ঝড়ের কবলে পড়ে ১০ ট্রলারডুবি, নিখোঁজ ১

ছাত্ররাজনীতিতে গুণগত সংস্কার প্রয়োজন : শিবির সেক্রেটারী

ছাত্ররাজনীতিতে গুণগত সংস্কার প্রয়োজন : শিবির সেক্রেটারী

মতলবে ছেলের ইটের আঘাতে মায়ের মৃত্যু : আটক ছেলে

মতলবে ছেলের ইটের আঘাতে মায়ের মৃত্যু : আটক ছেলে

মব জাস্টিসের প্রতিবাদে চবিতে মানববন্ধন

মব জাস্টিসের প্রতিবাদে চবিতে মানববন্ধন