এক দফা দাবিতে বিএনপির দ্বিতীয় দিনের পদযাত্রা সমাপ্ত
১৯ জুলাই ২০২৩, ০৮:০৯ পিএম | আপডেট: ২০ জুলাই ২০২৩, ১২:০১ এএম
বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের এক দফা দাবিতে ঢাকা মহানগর বিএনপির দুই দিনের পদযাত্রা শেষ হয়েছে। বুধবার (১৯ জুলাই) বেলা ১১টায় দ্বিতীয় দিনের মতো কর্মসূচি শুরু হয়।
এ সময় পদযাত্রা আবদুল্লাহপুর থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে বিকেল ৫টার দিকে যাত্রাবাড়ীতে পৌঁছায়। সেখানে সমাপনী সমাবেশের মাধ্যমে এ পদযাত্রার সমাপ্তি ঘোষণা করা হয়। এর মাধ্যমে বিএনপির এক দফা দাবিতে প্রথম কর্মসূচির সমাপ্তি ঘটল।
প্রথম দিন অর্থাৎ মঙ্গলবারের পদযাত্রায় মিরপুর বাঙলা কলেজের সামনে বিএনপি ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটলেও বুধবার কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আব্দুল্লাহপুর থেকে বিএনপির পদযাত্রাটি শুরু হয়ে বিমানবন্দর, কুড়িল বিশ্বরোড, নতুন বাজার, বাড্ডা, রামপুরা ব্রিজ, আবুল হোটেল, খিলগাঁও, বাসাবো, মুগদাপাড়া, সায়েদাবাদ, যাত্রাবাড়ী (চৌরাস্তা) গিয়ে শেষ হয়।
পদযাত্রা সমাপনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। পদযাত্রাকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা দেখা যায়। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। তারা এই সরকারের অধীনে নির্বাচন নয়, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান। অনেক নেতাকর্মীকে পিকআপে করে সাউন্ডবক্সে দলীয় গান বাজাতে দেখা যায়।
দেখা যায়, পদযাত্রায় অংশ নেওয়া কর্মীরা তীব্র গরমে হেঁটে যান। কেউ কেউ ছাতা মাথায় ধরে পদযাত্রার সঙ্গে চলেন। মাঝে মাঝে তারা বিশ্রাম নেন ছায়ার নিচে। কাউকে কাউকে অনেক ক্লান্ত দেখা যায়। অল্প সময়ের বিশ্রাম শেষ করে আবার ছোটেন পদযাত্রায়।রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন, জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে পদযাত্রায় যোগ দেন। এ সময় তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, সরকারের পদত্যাগ এবং সরকারবিরোধী বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।
এ কর্মসূচিকে কেন্দ্র করে সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেজন্য পুলিশকে সতর্ক অবস্থায় দেখা গেছে। মঙ্গলবার গাবতলী থেকে দয়াগঞ্জ পর্যন্ত পদযাত্রা করে বিএনপি। অপরদিকে, মৎস্য ভবন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন থেকে ধানমন্ডি পর্যন্ত শোভাযাত্রা পালন করে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে দুদিনের পদযাত্রা কর্মসূচির ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক