প্রধান বিচারপতির সঙ্গে আইজিপি’র সাক্ষাৎ
২৩ জুলাই ২০২৩, ০৬:৫৪ পিএম | আপডেট: ২৩ জুলাই ২০২৩, ০৬:৫৪ পিএম
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সঙ্গে সাক্ষাৎ করেছেন মহা-পুলিশ পরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। আজ (রোববার) বিকেল ৩টায় তিনি এ সাক্ষাৎ করেন। এ সাক্ষাতে দু’জনের মধ্যে আধঘন্টা ব্যাপি বৈঠক হয়েছে বলে জানা গেছে। নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে এ তথ্য।
তবে আপিল বিভাগের রেজিস্ট্রার ও মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান এ প্রতিবেদককে জানান, আগামি ২৮ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুপ্রিম কোর্টে আসবেন। ওইদিন সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণের নির্মিত স্মারক স্তম্ভ উদ্বোধনের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। মূলত: ওই অনুষ্ঠানকে সামনে রেখে গৃহিত নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করতেই পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন সুপ্রিম কোর্টে আসেন। বিকেল ৩টার দিকে তিনি সুপ্রিম কোর্ট কম্পাউন্ডে আসেন। এখানে নিরাপত্তার প্রয়োজনে গৃহিত ব্যবস্থাদি পরিদর্শন করেন। নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে তিনি কথা বলেন। এ সময় তিনি প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সঙ্গেও সাক্ষাৎ করেন। তবে এ সাক্ষাতে কি কথা হয়েছে-এ বিষয়ে জানাতে পারেননি এ কর্মকর্তা। সাক্ষাৎকালে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মো: গোলাম রাব্বানী, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মশিয়ার রহমানসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে স্বাধীনতার ৫ দশক পর সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মারক স্তম্ভ নির্মিত হয়েছে। আগামি ২৮ জুলাই এটি উদ্বোধন করবেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা। ১৯৭২ সালে সুপ্রিম কোর্ট উদ্বোধনের দিন বঙ্গবন্ধু যে স্থানটিতে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিলেন ঠিক ওই স্থানেই নির্মাণ করা হয়েছে ‘বঙ্গবঙন্ধু স্মারক স্তম্ভ। স্মারক স্তম্ভে স্থান পেয়েছে মহান মুক্তিযুদ্ধে শহীদ ৬৯ জন আইনজীবীর নামের তালিকা।
গত বছর ১৮ ডিসেম্বর সুপ্রিম কোর্ট ইনার গার্ডেনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মারক স্তম্ভের নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। পরে গত কয়েক মাস ধরে বিরামহীনভাবে চলেছে এর নির্মাণ কাজ। স্মারক স্তম্ভ নির্মাণের সঙ্গে জড়িত শ্রমিক-কর্মচারীরা জানান, স্মারক স্তম্ভের কাজ দ্রুত সম্পন্ন করতে ঈদ উল আজহার ছুটির সময়ও তাদের রাতদিন কাজ করতে হয়েছে।
স্মারক স্তম্ভে ১৯৭২ সালের ১৪ ডিসেম্বর সংবিধানে স্বাক্ষররত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি এবং ১৯৭২ সালের ১৮ ডিসেম্বর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে দাঁড়িয়ে বক্তৃতারত ছবি মুর্যাল হিসেবে উপস্থাপন করা হয়েছে।
বঙ্গবন্ধুর ওপর নির্মিত স্মারক স্তম্ভে সংবিধানের প্রস্তবনা এবং সংবিধানের ৯৪ এবং ৯৫ অনুচ্ছেদ উদ্ধৃত করা হয়েছে।
এছাড়া স্মারক স্তম্ভে নাম থাকা মুক্তিযুদ্ধে শহিদ ৬৯ আইনজীবী হলেন, যশোরের এম মশিউর রহমান, কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত, পাবনার মুহাম্মদ আমিন উদ্দিন, ঢাকার আবদুল আহাদ, এ কে এম সিদ্দিক ( হেনা মিঞা), খন্দকার আবু তালেব, দীনেশ চন্দ্র রায় মৌলিক, মো: মফিজুর রহমান, সৈয়দ আকবর হোসেন (বকুল মিয়া), দেওয়ান মাহবুব আলী, বাবু লাল মোহন শিকদার, মোহাম্মদ ইছহাক, চট্টগ্রামের রায় সাহেব কামিনী কুমার ঘোষ, আবুল হোসেন, নজমুল হক সরকার, বীরেন্দ্রনাথ সরকার, মোহাম্মদ তসলিম উদ্দিন, গোলাম মোস্তফা খানসহ ৬৯ জন শহীদের নাম উৎকীর্ণ রয়েছে।
প্রসঙ্গত: ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে স্বাধীন নিজ দেশের মাটিতে ফিরে আসেন। পরদিন ১১ জানুয়ারি ‘দি প্রভিশনাল কন্সটিটিউশন অব বাংলাদেশ অর্ডার, ১৯৭২’ জারি করা হয়। ওই আদেশের অনুচ্ছেদ ৯-এ উল্লেখ করা হয় যে, বাংলাদেশে একটি হাইকোর্ট থাকবে যা একজন প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতি যারা সময়ে সময়ে নিয়োগপ্রাপ্ত হবেন তাদের সমন্বয়ে গঠিত হবে। ওইদিনই বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে বঙ্গবন্ধু শখ মুজিবুর রহমান বিচারপতি এ এস এম সায়েমকে বাংলাদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি নিয়োগ দেন। তাকে প্রধান বিচারপতি হিসেবে শপথবাক্য পাঠ করান। ১৭ জানুয়ারি প্রেসিডেন্টের ৫ নম্বর আদেশ অর্থাৎ ‘দ্য হাইকোর্ট অব বাংলাদেশ অর্ডার, ১৯৭২’ জারি করা হয়। প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ হাইকোর্ট।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক
জমকালো আয়োজনে পালিত হলো বান্দরবান সেনাবাহিনীর ৬৯ ব্রিগেডের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী
সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ
বিহারীরা কেমন আছে
ব্রাহ্মণপাড়ায় ধর্ষণের শিকার হতদরিদ্র প্রতিবন্ধী যুবতীর সন্তান প্রসব! আতংকে ভুক্তভোগী পরিবার
মোরেলগঞ্জে উপজেলা বিএনপির সাবেক সভাপতির ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত