মূল্য পরিশোধের টেকসই কৌশল নিয়ে আলোচনা করবেন ব্রিকস নেতারা
২৬ জুলাই ২০২৩, ০৭:৫৯ পিএম | আপডেট: ২৬ জুলাই ২০২৩, ০৭:৫৯ পিএম
আগস্টে অনুষ্ঠিতব্য সম্মেলনে ব্রিকস দেশগুলোর আলোচনায় গুরুত্ব পাবে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে দীর্ঘমেয়াদে মূল্য পরিশোধের একটি কৌশল প্রণয়ন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ খবর জানিয়েছে।
বিদ্যমান বিশ্বপরিস্থিতে বিষয়টি নিয়ে আসন্ন সম্মেলনে ব্রিকসভুক্ত দেশগুলোর নেতারা আলোচনা করবেন বলে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। আগামী ২২ থেকে ২৪ আগস্ট দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিতব্য সম্মেলনকে ইঙ্গিত করে শুক্রবার (২১ জুলাই) মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।
আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে মূল্য পরিশোধে দেশগুলোর নিজস্ব মুদ্রার ব্যবহার বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। স্থানীয় মুদ্রার রূপান্তরযোগ্যতার সীমাবদ্ধতা এবং ইউএস ডলারের বিপরীতে এসব মুদ্রার ওপর আস্থার অভাবের মতো বিষয় এর পেছনে কারণ হিসেবে কাজ করছে। তবে ব্রিকস-এর জন্য একটি অভিন্ন মুদ্রার প্রচলনের প্রক্রিয়াটি বেশ ‘কঠিন’ হবে বলেও সরকার স্বীকার করেছে।
অবরোধের কারণে পশ্চিমের অর্থনৈতিক ব্যবস্থা থেকে রাশিয়ার বিচ্ছিন্নতার কারণে ডলার বর্জনের প্রবণতা বাড়ার পর থেকে নিজেদের মধ্যে বাণিজ্যের ক্ষেত্রে ব্রিকসভুক্ত দেশগুলোও অনেকদিন ধরেই ইউএস ডলারের পরিবর্তে ভিন্ন মাধ্যম খুঁজছে। ব্রিকস-এর সদস্য চীন, ভারত, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকাসহ উন্নয়নশীল অনেকগুলো দেশ বাণিজ্যের ক্ষেত্রে ভিন্ন মুদ্রার ব্যবহার শুরুর দিকে ঝুঁকেছে।
২২-২৪ আগস্ট ১৫তম ব্রিকস সম্মেলনের আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা। দেশটির জোহানেসবার্গের স্যান্ডটনের স্যান্ডটন কনভেনশন সেন্টারে এ সম্মেলন হবে।
এ বছরের ১ জানুয়ারি থেকে ব্রিকসের সভাপতির দায়িত্ব পালন করছে দক্ষিণ আফ্রিকা। ওই সময় থেকে এর থিম বা প্রতিপাদ্য : ‘ব্রিকস অ্যান্ড আফ্রিকা : মিউচুয়ালি একসেলারেটেড গ্রোথ, সাসটেইনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড ইনক্লুসিভ মাল্টিলেটারেলিজম’।
দক্ষিণ আফ্রিকা প্রথমে জানিয়েছিল, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্মেলনে যোগ দিতে দেশটিতে যাবেন না। পরে ক্রেমলিন জানায়, পুতিন ভার্চুয়ালি সম্মেলনে যোগ দেবেন।
আনুষ্ঠানিক এক বিবৃতিতে বলা হয়েছে, এবারের থিম সভাপতি রাষ্ট্রের ২০২৩ সালের জন্য পাঁচটি অগ্রাধিকার সম্পর্কে ধারণা দেয়—সবার জন্য ন্যায্য জাস্ট ট্রানজিশনের সুযোগ রেখে অংশীদারিত্বের সৃষ্টি; ভবিষ্যতের জন্য শিক্ষার রূপান্তর এবং দক্ষতা সৃষ্টি; আফ্রিকান কন্টিনেন্টাল ফ্রি ট্রেড এরিয়ার মাধ্যমে নতুন নতুন সুযোগ সৃষ্টি; মহামারি-পরবর্তী আর্থ-সামাজিক সংকট কাটিয়ে ওঠার ব্যবস্থা জোরদারকরণ এবং টেকসই উন্নয়নের ২০৩০ সালের এজেন্ডা অর্জন; বৈশ্বিক শাসনব্যস্থার সত্যিকার সংস্কারের লক্ষ্যে কাজ করা এবং শান্তি প্রক্রিয়ায় নারীর অর্থপূর্ণ অংশগ্রহণকে জোরদার করাসহ বহুপাক্ষিকতা শক্তিশালীকরণ।
প্রথম ব্রিকস সম্মেলন ২০০৯ সালে রাশিয়ায় অনুষ্ঠিত হয়েছিল। ব্রিকস গঠনের পর ২০১০ সালে দক্ষিণ আফ্রিকাকে এতে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়।
১৪তম ব্রিকস সম্মেলন ২০২২ সালের জুন মাসে ভার্চুয়ালি হয়। এর থিম ছিল— ‘ফস্টার হাই-কোয়ালিটি ব্রিকস পার্টনারশিপ, উশার ইন আ নিউ এরা ফর গ্লোবাল ডেভেলপমেন্ট’।
সূত্র: দ্য ইকোনমিক টাইমস
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে
লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে
১৫ নারী ও শিশুকে হস্তান্তর
আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে
মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি
কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব
অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক
সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সবুজ গালিচায় হলুদের সমারোহ
আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত লুইজি
কিউবায় সমাবেশ