তারেক-জোবাইদার সাজা এক দলীয় স্বৈরশাসন কায়েমের নীল নকশা: ড্যাব
০২ আগস্ট ২০২৩, ০৫:৪৫ পিএম | আপডেট: ০২ আগস্ট ২০২৩, ০৫:৪৫ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিনী ডা. জোবাইদা রহমানকে সাজা দিয়ে সরকার একদলীয় স্বৈরশাসন কায়েমের নীল নকশা বাস্তবায়ন করছে বলে অভিযোগ করেছে চিকিৎসকদের সংগঠন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। সংগঠনটির সভাপতি ডা. হারুন আল রশীদ মহাসচিব ডা. মো. আব্দুস সালাম বুধবার এক বিবৃতিতে এই অভিযোগ করেন।
তারেক রহমান ও জোবাইদা রহমানকে সাজা প্রদানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নেতৃদ্বয় বলেন, দুদক এখন সরকারের অন্যতম আজ্ঞাবহ প্রতিষ্ঠান হয়ে দাড়িয়েছে। ইতোপূর্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে। তিনি বর্তমানে অসুস্থ অবস্থায় কারান্তরীণ। আইনগতভাবে জামিন প্রাপ্তির অধিকার থাকলেও তাঁকে সেই অধিকার থেকেও বঞ্চিত করা হয়েছে। গত ১৪ বছরে গায়েবী মামলা সহ বিভিন্ন মামলায় লাখ লাখ বিরোধী মতের লোকদের আসামী করা হয়েছে। হাজার হাজার লোককে শাস্তি দেওয়া হয়েছে।
বিবৃতিতে ড্যাব নেতৃদ্বয় বলেন, বর্তমান এই শ^াসরুদ্ধকর অবস্থা থেকে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে উদ্ধারে, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে যিনি নের্তৃত্ব দিচ্ছেন তিনি তারেক রহমান। তার আহŸানে দেশের দলমত নির্বিশেষে সমস্ত মানুষ শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে এই সরকারকে হঠানোর এক দফা আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে আছে। ঠিক এমন সময়ে অত্যন্ত দ্রæত নজীরবিহীন গতিতে তারেক রহমান ও তাঁর সহধর্মিনী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে আয়কর মামলায় সাজা দেওয়া হলো। যে মামলা চলার মতো কোন আইনগত উপাদান নেই। কেননা তারেক রহমান ২০০৭ সালের সম্পদ বিবরণীতে বর্ণিত সম্পদের বিপরীতে আয়কর পুরোপুরি জমা দিয়েছিলেন। পাশাপাশি ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে আনীত অভিযোগ ৩৫ লাখ টাকা এফডিআর, উক্ত এফডিআর মামলা দায়েরের পূর্বেই (২০০৫-২০০৬) অর্থবছরে এর ট্যাক্স রিটার্ন দেওয়া হয়েছিল।
তারা বলেন, তারেক রহমান ১৯৮২ সাল থেকে শুরু করে ২০০৬ সাল পর্যন্ত উনার সম্পদের বিবরণী প্রদান করেন। সেই সম্পদের বিবরণীর একটি অংশে দুদক আপত্তি প্রদান করে সেটার ভিত্তিতে ঢাকার কাফরুল থানায় ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর ৫২(৯) ০৭ নং মামলা দায়ের করে বলা হয় ডা. জোবাইদা রহমানের নামে থাকা ৩৫ লাখ থাকার এফডিআর উনি স্বামী তারেক রহমানের টাকায় করেছেন।
বিবৃতিতে আরো বলা হয়, সম্পদ বিবরণীতে উল্লেখ ছিল, এই এফডিআরের টাকা ডা. জোবাইদা রহমানের মাতা সৈয়দা ইকবাল মান বানু তাদের সম্পত্তি ও বাড়ি ভাড়ার আয় থেকে মেয়েকে প্রদান করেছিলেন। উল্লেখ্য যে, ডা. জোবাইদা রহমানের কোন ভাই নেই এবং উনারা দুই বোন। সুতরাং উত্তরাধিকার সূত্রে তাদের বিপুল সম্পত্তি থেকে যে আয় হয়, তার একটি অংশ উনার প্রাপ্য এবং সেই টাকা দিয়েই ডা. জোবাইদা রহমানের নামে এফডিআর করা হয়েছিল।
ড্যাব অভিযোগ করে দুদক এই মর্মে মামলা করে যে, এই এফডিআরের টাকা তারেক রহমানের কাছ থেকে ডা. জোবাইদা রহমান নিয়ে এফডিআর করেছেন আর তাতে সহযোগিতা করেছেন তার মাতা সৈয়দা ইকবাল মান বানু। এটা অত্যন্ত হাস্যকর ব্যাপার। নিয়ম অনুযায়ী, কোন সম্পদের তথ্য যদি হিসাব বিবরণীতে ভুলক্রমে না দেখানো হয়, তাহলে সেটা আয়কর আইনের আওতায় আসবে, কোনভাবেই দুদকের আইনের আওতায় না। দুদক এই মামলার মাধ্যমে পক্ষপাতীত্বমূলক অতি উৎসাহী আচরণ এর প্রমাণ দিয়েছে।
ড্যাব সভাপতি হারুন আল রশীদ ও মহাসচিব মো. আব্দুস সালাম বলেন, ডা. জোবাইদা রহমান পেশায় একজন স্বনামধন্য কার্ডিয়োলজিস্ট। তার পিতা রিয়ার এডমিরাল মাহবুব আলী খান বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান এবং সাবেক মন্ত্রী ছিলেন। তারেক রহমান ও ডাঃ জোবাইদা রহমান এর বিরুদ্ধে এহেন সাজা প্রদান প্রমাণ করে বর্তমান শাসকগোষ্ঠী তারেক রহমানের জনপ্রিয়তায় ভীত এবং জিয়া পরিবারের প্রতি প্রতিহিংসাপরায়ণ। বাংলাদেশে একদলীয় শাসন কায়েম এর পথে জিয়া পরিবার এক বিরাট বাধা। সে কারণেই প্রথমে খালেদা জিয়া, শহীদ জিয়াউর রহমান, পরবর্তীতে তারেক রহমান এবং সর্বশেষে ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে এই ষড়যন্ত্রমূলক মামলা এবং শাস্তি প্রদানের মাধ্যমে তাদের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপকৌশল করা হয়েছে।
তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জোবাইদা রহমান এর বিরুদ্ধে সরকারের আজ্ঞাবহ আদালত কর্তৃক ঘোষিত রায়কে ফরমায়েশী উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ। যৌথ বিবৃতিতে সরকারকে এই ধরনের ন্যাক্কারজনক কাজ থেকে বিরত থাকার জন্য আহŸান জানিয়েছেন হারুন আল রশীদ ও মো. আব্দুস সালাম। নতুবা, বাংলাদেশের চিকিৎসক সমাজ ও সাধারণ জনগণকে সাথে নিয়ে ড্যাব রাজপথে দুর্বার গণআন্দোলন গড়ে তুলে এই সরকারের পতন নিশ্চিত করবে বলে হুশিয়ারী দিয়েছেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
কাপ্তাই লেকে জেগে ওঠা ভাসামান তীরে সবুজ ফসলের সমারোহ
বেনাপোলে ভারতগামী পাসপোর্ট যাত্রীর টাকা ছিনতাই, ৩ দালাল আটক
ভাতা বৃদ্ধির দাবিতে শাহবাগ অবরোধ করলেন বিএসএমএমইউয়ের চিকিৎসকরা
বাধা না থাকলেও গণহত্যাকারী ফ্যাসিবাদকে মানুষ নির্বাচনে আসতে দেবে না : আখতার হোসেন
সালথায় প্রতিপক্ষকে ফাঁসাতে চলছে ডাকাতির নাটক, বিব্রত পুলিশ!
শিল্পকলায় শুরু হয়েছে মাসব্যাপী ভাস্কর্য প্রদর্শনী
এনআইডির তথ্য বেহাত, কম্পিউটার কাউন্সিলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো ইসি
সোনারগাঁও বুরুমদী উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী উদযাপন
ঈশ্বরগঞ্জ পৌরসভার পাওনা টাকা পরিশোধ না করলে মামলা- পৌর প্রশাসক ইকবাল হোসাইন
সাদপন্থী তাবলীগের মুখপাত্র মুয়াজের ৩ দিনের রিমান্ড মঞ্জুর
পূর্বাচলে বুয়েট ছাত্রের মৃত্যু : তিন আসামি ২ দিনের রিমান্ডে
লক্ষ্মীপুরে সরকারি রাস্তা কেটে যুবলীগ নেতার চাষাবাদ, প্রতিবাদে মানববন্ধন
কলাপাড়ায় গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক চোর
এবার পানামা খাল নিয়ন্ত্রণে নেওয়ার হুমকি ট্রাম্পের
মাগুরায় গ্রামবাসির সংঘর্ষে নিহত যুবদল নেতা শরিফুলের বাড়িতে বিএনপি নেতারা
সিমকার্ডের আড়ালে সীমান্তে বেড়েছে চোরাচালান
কিশোরগঞ্জের আব্দুল কাহার আকন্দ কোথায়? কেউ জানে না!
হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড নোটিশ জারির অনুরোধ
যুক্তরাষ্ট্র ও লন্ডনে ৩শ’ কোটি টাকা পাচারের অভিযোগে হাসিনা-জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
রাজশাহী মহানগরীতে ঘন কুয়াশা