সাবেক ধর্মমন্ত্রী মতিউর রহমানের ইন্তেকালে গভীর শোক
২৮ আগস্ট ২০২৩, ০২:২৮ পিএম | আপডেট: ২৮ আগস্ট ২০২৩, ০২:২৮ পিএম
সাবেক ধর্মমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডিলীর সদস্য প্রিন্সিপাল মতিউর রহমান (৮১) গতকাল রাত পৌনে ১২টায় ময়মনসিংহ নগরীর ধোপাখোলা নেক্সাস কার্ডিয়াক হাসপাতালে বার্ধক্যজনিত অসুস্থতায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ময়মনসিংহ জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে সাবেক ধর্মমন্ত্রীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে একনজর তাকে দেখার জন্য শত শত নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক, পেশাজীবী ও সব শ্রেণিপেশার মানুষ হাসপাতালে ভিড় জমান।
এতে সেখানে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মরহুমের ছেলে মোহিত-উর রহমান শান্ত জানান, আজ বাদ আসর মরহুমের নামাজে জানাজা আঞ্জুমান ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। বর্ষীয়ান এ নেতার মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ছুটে যান ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠানসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতারা। প্রবীণ সমাজ সেবক ও রাজনীতিবিদ প্রিন্সিপাল মতিউর রহমান ১৯৪২ সালের ৮ ফেব্রুয়ারি ময়মনসিংহ সদরের আকুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আবদুর রেজ্জাক এবং মায়ের নাম মেহেরুন্নেসা খাতুন। মহান মুক্তিযুদ্ধ চলাকালে ভারতের মেঘালয় রাজ্যের ঢালু যুব শিবিরের ইনচার্জ ছিলেন। ১৯৭১ সালের ১০ ডিসেম্বর ময়মনসিংহ পাক-হানাদার মুক্ত হওয়ার দিনে শহরের সার্কিট হাউজ মাঠে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন প্রিন্সিপাল মতিউর রহমান।
সাবেক ধর্ম মন্ত্রীর ইন্তেকালে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান গভীর শোক প্রকাশ করে তার রূহের মাগফিরাত কামনা করেন। তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। তিনি বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা প্রিন্সিপাল মতিউর রহমান জাতির একজন শ্রেষ্ঠ সন্তান। গৌরবময় মহান স্বাধীনতা সংগ্রামের সফল সংগঠক ও সাহসী ব্যক্তিত্ব মতিউর রহমান ছিলেন একজন বরেণ্য রাজনীতিবিদ ও শিক্ষাবিদ। দেশ ও জাতি গঠনে তার ভূমিকা বাঙালি জাতি নিশ্চয়ই সুদীর্ঘকাল স্মরণে রাখবে।’ মরহুমের ইন্তেকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থাান মন্ত্রী ইমরান আহমদ এমপি গভীর শোক প্রকাশ করে বলেন, প্রিন্সিপাল মতিউর রহমান মহান মুক্তিযুদ্ধে একজন সংগঠক ও সম্মুখযোদ্ধা ছিলেন। তিনি আজীবন বঙ্গবন্ধুর আদর্শ ও বিশ্বাসে অবিচল ছিলেন। তার মৃত্যুতে জাতি একজন অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা ও বঙ্গবন্ধুর আদর্শের সৈনিককে হারালো। মন্ত্রী এক শোকবার্তায় মরহুমের রূহের মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। হাব সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম সাবেক ধর্মমন্ত্রীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে তার রূহের মাগফিরাত কামনা করেছেন। এছাড়া মরহুমের ইন্তেকালে ইসলামিক ফাউন্ডেশনের পরিবার গভীরভাবে শোকাহত এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মহাম্মদ বশিরুল আলম সাবেক ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ
তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!
সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,
গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা
দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ
চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১
ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ
চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫
বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড
ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রকারী বিএনপির ক্ষতি করতে পারবে না : আমিনুল হক
যায়যায়দিন পত্রিকায় নির্বাহী সম্পাদক হলেন খুরশীদ আলম
জুলাই বিপ্লবে ম্যাজিস্ট্রেটের গাড়ির চাকার পিষ্ট হয়ে নিহত মাহবুব আলমের পরিবারের পাশে তারেক রহমান