আওয়ামী লীগের পালাবার জায়গা নেই
২৯ আগস্ট ২০২৩, ১০:৫৪ পিএম | আপডেট: ৩০ আগস্ট ২০২৩, ১২:০১ এএম
মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, বর্তমানে শুধু দেশের মানুষ নয়, সারা বিশ্ব এখন বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায়। এই চাওয়াটা এখন শুধু কয়েকজন বিশ্বনেতার মধ্যে সীমাবদ্ধ নেই। সেটা এখন ১৬০ জন বিশ্ব নেতার মধ্যে আলোচিত হচ্ছে। চট্টগ্রামের গর্ব নোবেল বিজয়ী ড. মুহম্মদ ইউনুসের হয়রানীমূলক মামলা স্থগিত করে দেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য চিঠি দিয়েছেন। আওয়ামী লীগের পালাবার জায়গা নেই। তারা দেশের জনগণের জন্য কিছুই করেনি। জনগণের টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। বিদেশে অট্টালিকা বানিয়েছেন। এগুলোর হিসাব দেশের মানুষের কাছে আছে। কড়ায় গন্ডায় হিসাব দিতে হবে। কাউকে ক্ষমা করা হবে না।
তিনি আগামী শুক্রবার বিএনপির র্যালি ও শনিবার বিকাল ৩টায় কাজীর দেউরী সমাদর কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম মহানগর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা সফল করার আহ্বান জানান।
তিনি গতকাল মঙ্গলবার বিকালে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের মাঠে আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করার লক্ষে মহানগর বিএনপির প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের মানুষ যখন একজন শিল্পপতি ব্যবসায়ীর বিদেশে টাকা পাচারের কথা শুনতে শুনতে পত্রিকার খবর গরম হয়ে ওঠেছিল, এর মধ্যে সালমান এফ রহমান সবার চোখকে ফাঁকি দিয়ে জনতা ব্যাংক থেকে ২২ হাজার কোটি টাকা নিয়ে গেল। তিনি আগেও শেয়ারবাজার লুটপাট করেছিল। এদের একটা সিন্ডিকেট আছে। এরা হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। বিদ্যুতের কুইক রেন্টালের নামে লুটপাট করে সংসদে আবার এর দায়মুক্তি আইন করে করেছে, যাতে তাদের বিচার করতে না পারে। সবকিছু জায়েজ করার জন্য তারা সংবিধান কাটাকাটি করতে পারে। সংবিধান এখন শুধু তত্ত্বাবধায়ক সরকারের জন্য সীমাবদ্ধ। আমরা বলতে চাই, সংবিধানের সুস্পষ্ট ভাবে লেখা আছে দেশের সঙ্কটকালে রাষ্ট্রপতি চাইলে সংসদ ভেঙ্গে দিলে সংসদ সদস্যদের আর কোনো কাজ থাকবে না। স্বয়ংক্রিয়ভাবে মন্ত্রিসভা ভেঙে যাবে। তখন নতুন মন্ত্রিসভা গঠন করতে পারে। একটি অন্তর্বতীকালীন সরকার সংবিধানের মধ্যে দিয়ে সৃষ্টি হতে পারে। কিন্তু আওয়ামী লীগ গায়ের জোরে ক্ষমতায় থাকতে চায়।
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাসেম বক্কর বলেন, দেশের এক কঠিন সময়ে আমরা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছি। শত বাধা বিপত্তি, চড়াই উতরাই পেরিয়ে বিএনপি আজকে জনগণের শক্তি, জনগণের দল হিসেবে সারা বিশ্বের কাছে পরিচিত পেয়েছে। তারেক রহমানের নেতৃত্বে মাফিয়া সরকারের বিরুদ্ধে এক দফার আন্দোলন করছে। আজকে সারা বিশ্ব বাংলাদেশের নির্বাচনের দিকে তাকিয়ে আছে। আগামী শুক্রবার বিএনপির র্যালি হবে আন্দোলনের অংশ হিসেবে প্রতিপাদের মধ্য দিয়ে। শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে আমাদের লড়াই চলবে।
চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম উদ্দীন, এস এম সাইফুল আলম, শফিকুর রহমান স্বপন, ইয়াছিন চৌধুরী লিটন, মো. শাহ আলম, ইসকান্দর মির্জা, আবদুল মান্নান, আহ্বায়ক কমিটির সদস্য জয়নাল আবেদীন জিয়া, হাজী মো. আলী, মাহবুব আলম, নিয়াজ মো. খান, ইকবাল চৌধুরী, আশরাফ চৌধুরী, আর ইউ চৌধুরী শাহীন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, আনোয়ার হোসেন লিপু, গাজী মো. সিরাজ উল্লাহ, মন্জুর আলম চৌধুরী মন্জু, মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, বিভাগীয় শ্রমিকদলের সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহার, মহানগর বিএনপি নেতা জিএম আইয়ুব খান, এস এম জি আকবর, থানা বিএনপির সভাপতি মো. আজম, হাজী মো. সালাউদ্দীন, আবদুল্লাহ আল হারুন, ডা. নুরুল আবছার, থানা সাধারণ সম্পাদক জাকির হোসেন, মনির আহম্মেদ চৌধুরী, আবদুল কাদের জসিম, রোকন উদ্দিন মাহমুদ প্রমুখ।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
ইসরায়েলি বর্বরতা চলছেই, গাজায় নিহত বেড়ে প্রায় সাড়ে ৪৫ হাজার
সচিবালয়ের সামনের সড়কে যান চলাচল বন্ধ, নিরাপত্তা জোরদার
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে নিখোঁজ দুই কিশোরের মরদেহ উদ্বার
পশ্চিম তীরে ইসরাইলের ড্রোন হামলা, নারীসহ ৮ ফিলিস্তিনির মৃত্যু
সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে জড়িতদের বিন্দু পরিমাণ ছাড় নয়: আসিফ মাহমুদ
ভারতে শঙ্করাচার্যের সাথে সাক্ষাৎ করে হস্তক্ষেপ চাইলেন একদল বাংলাদেশি হিন্দু
অবশেষে সচিবালয়ে লাগা আগুন নিয়ন্ত্রণে
হাসিনাকে ভারত কি ফেরত পাঠাবে, আলজাজিরার প্রতিবেদন কি বলছে
সচিবালয়ে সেনাবাহিনী-বিজিবি মোতায়েন
কানু দেশবিরোধী ষড়যন্ত্র করছে, দ্রুত গ্রেপ্তারের দাবি
বাংলাদেশ থেকে নথি না আসাতেই জামিন পিকে হালদারের?
সময় টিভির সাংবাদিক বরখাস্ত: এএফপির প্রতিবেদন নিয়ে যা বললেন হাসনাত
আগুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আট ও নয়তলা
লক্ষ্মীপুরে পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নিলো স্থানীয়রা
গাজীপুরে ছাত্রলীগ নেতা মাসুদ গ্রেফতার
সচিবালয়ের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি, কাজ করছে ফায়ার সার্ভিস
ফ্যাসিবাদের সময় উত্তরবঙ্গে বৈষম্য করা হয়েছে: নীলফামারীতে উপদেষ্টা আসিফ
সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ট্রাকচাপায় নিহত ফায়ার ফাইটার সোহানুর
সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০ ইউনিট