সামনের সময়টা দেশের জন্য অনেক কঠিন : শামীম ওসমান
০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৭ পিএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:০২ এএম
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, সামনের সময়টা অনেক কঠিন। এখানে আপনারা যারা আছেন তারা আমার চেয়ে বেশি জ্ঞানী, আপনারা হয়তো আমার চেয়ে ভালো জানেন। এই সময়টা যে আওয়ামী লীগের জন্য খারাপ তা না, এই সময়টা দেশের জন্যই খারাপ।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশ আয়োজিত কমিউনিটি পুলিশিংয়ের সমাবেশে তিনি এসব কথা বলেন।
শামীম ওসমান বলেন, ক্ষমতাসীন সরকার ব্যাপক উন্নয়ন করছে। রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, স্কুল-কলেজ হয়েছে। এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হয়েছে, ফ্লাইওভার করা হয়েছে। মানুষ অবশ্যই এসব দেখতে চায়। মানুষ তার বাড়ির সামনে আরসিসি ঢালাই করা পাকা রাস্তা দেখতে চায়। মানুষ যেমন উন্নতি চায়, পাশাপাশি শান্তিও চায়। এই দেশের মানুষ কখনোই সন্ত্রাসীদের সহিংসতা দেখতে চায় না। রাস্তা-ঘাটে প্রকাশ্যে মাদক বিক্রি দেখতে চায় না। কিশোর গ্যাং দেখতে চায় না। গণতন্ত্রের আন্দোলনের নামে সাংবাদিকদের রাস্তায় ফেলে বেধড়ক পেটানো হচ্ছে, মানুষ এগুলো দেখতে চায় না।
স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, রাজনীতিবিদ থেকে সাংবাদিকদের সবাই যে পারফেক্ট তা কিন্তু না। ভালো মন্দ মিলে-মিশে আছে সব পেশাতে। আমি আপনাদের কাছে হাত জোড় করে একটা জিনিস ভিক্ষা চাই। আপনার এগিয়ে আসুন, আমরা আপনাদের পাশে আছি। এই মাদক যদি বন্ধ না হয় তবে আমাদের উন্নয়নের সুফল ভোগ করবে কারা? প্রধানমন্ত্রী আমাদের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছেন, মেডিকেল কলেজ করে দিচ্ছেন। আমাদের সন্তানদের যদি মাদকের ছোবল থেকে রক্ষা না করতে পারি তবে এসব উন্নয়ন ভোগ করবে কারা? এই সন্তানগুলোতো আওয়ামী লীগ বা বিএনপির সন্তান না। ওরা আমাদের ভবিষ্যৎ, এরা এই দেশের সন্তান। মাদক বন্ধ করা শুধু এই পুলিশের একার পক্ষে সম্ভব না। সমাজের সব ভালো মানুষদের এগিয়ে আসতে হবে।
প্রশাসনকে উদ্দেশ করে শামীম ওসমান বলেন, আপনারা মাদক ও সন্ত্রাস দমনে দিন রাত কাজ করে যাচ্ছেন। আপনারা এই কাজ করতে যেয়ে কখনো দেখবেন না যে দুর্বৃত্তরা কার লোক। কে কোন দল করে দেখবেন না। আপনাদের জন্য এই নারায়ণগঞ্জের মানুষ যেন নিরাপদে থাকতে পারে, শান্তিতে ঘুমাতে পারে, আমাদের মেয়েরা যেন সুন্দর পরিবেশে বেড়ে উঠতে পারে, সেই লক্ষ্যে কাজ করবেন। এই নারায়ণগঞ্জের মানুষ দুই হাত তুলে আপনাদের জন্য দোয়া করবে। আমরা রাজনীতিকে এবাদত মনে করি। কোনো চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী কোনো কিশোর গ্যাং লিডার কিংবা সন্ত্রসীদের প্রশ্রয় দেই না। আপনারা নারায়ণগঞ্জবাসীর স্বার্থে অপরাধ দমনে কাজ করুন, আমরা আপনাদের পাশে আছি।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম। নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এবং পাট ও বস্ত্রমন্ত্রী গাজী গোলাম দস্তগীর, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা প্রমুখ।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
ঘণকুয়াশায় আরিচা-কাজিরহাট, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
আওয়ামী লীগ যা করেছে, বিএনপি তার বিপরীত কাজ করে সুন্দর সমাজ গড়বে- কেন্দ্রীয় শ্রমিক দলের নেতা ইয়াকুব চৌধুরী
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে
লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে
১৫ নারী ও শিশুকে হস্তান্তর
আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে
মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি
কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব
অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক
সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সবুজ গালিচায় হলুদের সমারোহ
আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত