শ্রমিকদের মাসিক বেতন কত বাড়বে, জানা যাবে নভেম্বরের মাঝামাঝিতে
০১ নভেম্বর ২০২৩, ০৪:৩৫ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৩, ০৪:৩৫ পিএম
গার্মেন্টস শ্রমিকদের বেতন কত টাকা বাড়ছে তা চলতি মাসের (নভেম্বর) মধ্যে জানা যাবে বলে জানিয়েছে মালিক, শ্রমিক ও মজুরি বোর্ড। তবে ঠিক কত টাকা বাড়বে তা পরিষ্কার করেনি। বুধবার (১ নভেম্বর) রাজধানীর তোপখানা রোডে ন্যূনতম মজুরি বোর্ডের পঞ্চম সভায় এ তথ্য জানান মজুরি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লা। সভায় একই তথ্য জানান মালিক প্রতিনিধি ও বিজিএমই সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান খান এবং শ্রমিক সংগঠনের প্রতিনিধি সিরাজুল ইসলাম রনি।
সকাল ১১টায় শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলা বৈঠকে ন্যূনতম কত মজুরি হবে, তা নিয়ে একমত হতে পারেনি বোর্ড। প্রস্তাবিত ১০ হাজার ৪০০ টাকা থেকে আরো বাড়ানো হবে বলে নিশ্চিত করেন মালিক প্রতিনিধি। তবে শ্রমিক প্রতিনিধি এটা আরো বেশি দাবি করেছেন। ঠিক কত টাকা বাড়ানো হবে তা আজকের সভায় চূড়ান্ত করা যায়নি। যদিও শ্রমিক প্রতিনিধি ২০ হাজার ৩৯৯ টাকার প্রস্তাব আগেই দিয়ে রেখেছিল। এর মধ্যে শ্রমিকরা রাজধানীর বিভিন্ন জায়গায় আন্দোলন করছে।
বৈঠকে ন্যূনতম মজুরি বোর্ডের সচিব রাইসা আফরিনসহ শ্রমিক, মালিক ও মজুরি বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সভা শেষে এক ব্রিফিংয়ে বিজিএমই সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান জানান, আমরা নতুন প্রস্তাব দেব। সেজন্য মালিকদের সঙ্গে বসে নতুন প্রস্তাব মজুরি বোর্ডে পাঠানো হবে। আশা করি এই প্রস্তাবে শ্রমিকরা সন্তুষ্ট হবেন। মজুরি বোর্ডের চেয়ারম্যান জানান, আজকে পঞ্চম বোর্ডের সভা হয়েছে। সেখানে সর্বসম্মতভাবে শ্রমিকদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। মালিকপক্ষ নতুন একটি প্রস্তাব দেবে। সেই প্রস্তাবের ওপর আলোচনা করে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ চূড়ান্ত একটি বেতন ঘোষণা করা হবে। কত টাকা হবে, তখন জানা যাবে। তিনি আরও জানান, ডিসেম্বর মাসে নতুন মজুরি কার্যকর হবে এবং জানুয়ারি মাসে বর্ধিত হারে বেতন পাবেন শ্রমিকরা। তবে কত টাকা বাড়বে পরিষ্কার করেননি মালিক, মজুরি বোর্ড ও শ্রমিক প্রতিনিধি।
মালিকপক্ষের প্রতিনিধি ও বিজিএমইএ সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, মালিকদের সঙ্গে বসে নতুন প্রস্তাব মজুরি বোর্ডে পাঠাবো। আশা করি ভালো পরিমাণে বেতন বাড়বে। তারপরও সরকার যদি চায় তবে সেটা আরো বাড়াতে পারেন। তার মানে শ্রমিকদের বেতন বাড়ছে এটা নিশ্চিত এবং ভালো পরিমাণে বাড়বে। আশা করি শ্রমিক ভাইয়েরা সন্তুষ্ট হবে। শ্রমিকরা কেন আন্দোলনে- প্রশ্ন রেখে তিনি বলেন, এর পেছনে তৃতীয় পক্ষের ইন্ধন আছে। সবাইকে এসব ইন্ধনে কান না দেওয়ার অনুরোধ জানাচ্ছি।
বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম রনি বলেন, আমরা মালিকপক্ষের প্রস্তাবের অপেক্ষায় আছি। আশা করি তারা বর্তমান বাজারের সঙ্গে সঙ্গতি রেখে একটি বেতন প্রস্তাব দেবেন। একই শ্রমিকদের উদ্দেশ্য তিনি বলেন, এমন কোনো বেতন দাবি করা যাবে না যেটা মালিকদের পক্ষে দেওয়া সম্ভব না। কারণ বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে এই শিল্পের অবস্থাও আমাদের দেখতে হবে। তবে একজন শ্রমিক যেন সংসার নিয়ে ভালোভাবে চলতে পারে সেই বেতন যেন বাড়ে সেই দাবি করেছি।
অন্যান্য সংগঠনের ২৩ হাজার বা ২৫ হাজার দাবি প্রসঙ্গে রনি বলেন, দাবি করতেই পারে। কিন্তু বাস্তবতার আলোকে যেন হয় সেটা খেয়াল রাখতে হবে। সাম্প্রতিক আন্দোলন নিয়ে তিনি বলেন, ২৩ হাজার টাকা নিয়ে অনেকে শ্রমিক আন্দোলন করছেন। একটা প্রস্তাব দেওয়া হয়েছে সেখান থেকে কি আবার ২৩ হাজার টাকা করতে পারি? তিনি বলেন, আমরা যৌক্তিক শ্রমিক আন্দোলনকে সমর্থন করি। কিন্তু কোনো ভাঙচুর-বিশৃঙ্খলাকে সমর্থন করি না। সাম্প্রতিক আন্দোলনে অন্য কোনো পক্ষের ইন্ধন থাকতে পারে। আমার শ্রমিক ভাই-বোনেরা কোনো কারখানা ভাঙচুরের সঙ্গে জড়িত না।
মজুরি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লা বলেন, আমরা মালিক ও শ্রমিক পক্ষের বক্তব্য শুনেছি এবং আশা করছি ভালো বেতন বাড়বে। কত টাকা বেতন বাড়বে তা জানতে পারব নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে। তাই এই কয়টা দিন ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। চেয়ারম্যান বলেন, আন্দোলনে তৃতীয় পক্ষ সুযোগ নিচ্ছে। আপনারা নিজের সম্পদ নষ্ট করবেন না। কারণ এ শিল্প নষ্ট হলে আপনারাই অসুবিধায় পড়বে।
এর আগে সাধারণ শ্রমিকদের পক্ষে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা বিবেচনায় নিয়ে মজুরি ২৩ থেকে ২৫ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছিল। সেইসব প্রস্তাবও লিখিত আকারে মজুরি বোর্ডের কাছে জমা হয়। আর বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) শ্রমিকদের জীবন-মান মূল্যায়ন করে ন্যূনতম মজুরি ১৭ হাজার ৫৬৫ টাকা করার প্রস্তাব দিয়েছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
দিল্লিতে দূষণ-কুয়াশার কারণে ভ্রমণ ব্যবস্থা বিপর্যস্ত ,যাত্রীদের ভোগান্তি
বাগেরহাটে লখপুর গ্রুপের কর্মহীন শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ
নিকলীতে দশ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
‘গণঅভ্যুত্থানে আহত ১১ জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে, আরও যাবেন ২৮ জন’
১০ কোটিতে মাল্টার পাসপোর্ট নেওয়ার চেষ্টা টিউলিপের চাচীর
জামিন বাতিল করে সাদপন্থিদের কার্যক্রম নিষিদ্ধের দাবি
পাকিস্তানকে ছেড়ে ভারতের দিকে ঝুঁকছে তালেবান?
টাঙ্গাইলে জিয়া মঞ্চে ৩১ দফা নিয়ে লিফলেট বিতরণ
পলাতক ওসিকে গ্রেপ্তারে রেড অ্যালার্ট জারি, অভিযানে সেনাবাহিনী-পুলিশ-র্যাব
কানাডার লিবারেল পার্টি ৯ মার্চ নতুন নেতা নির্বাচন করবে
স্বৈরাচারের সহযোগীদের রাজনৈতিক দলে ঢোকালে প্রতিরোধ করা হবে : ড. রিপন
দশ বছর পর ফের পুরষ্কৃত মালালা, ফিরছেন পাকিস্তান
ভারতে এক মাসে এক গ্রাহক পেলেন ২১০ কোটির বিদ্যুৎ বিলের কপি
সাতক্ষীরায় ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরী নিহত
সীমান্তে অতন্দ্র প্রহরী জনগণ, রাজনৈতিক দলের কোনো ভূমিকা নেই
চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস, মৃদু শৈত্য প্রবাহের কবলে গোট জেলা
খলনায়ক এআই, একধাক্কায় বেকার হতে চলেছেন ২ লাখ কর্মী
মক্কায় বন্যার পানিতে ভেসে গেল গাড়ি, ৪ জনের মৃত্যু
পাকিস্তানে অস্ত্রের মুখে ১৭ সরকারি কর্মীকে অপহরণ
যুক্তরাষ্ট্রে দাবানল নেভানোর কাজে এবার নামানো হলো কারাবন্দিদের