ঢাবির ট্যুরিজম বিভাগ সাত লাখ টাকা লোপাট কর্মচারীর, নিরব চেয়ারম্যান
০৮ নভেম্বর ২০২৩, ০৭:২১ পিএম | আপডেট: ০৮ নভেম্বর ২০২৩, ০৯:৫৬ পিএম
রাহাদ উদ্দিন
গুরতর আর্থিক অনিয়মে জড়িত থাকার পরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের (টিএইচএম) বিভাগের অফিস সহায়ক ফুয়াদ মিয়াকে রহস্যজনক কারণে কোন ধরণের শাস্তির মুখোমুখি হতে হয়নি। ২০২০ সালে বিভাগ ও শিক্ষার্থীদের প্রায় সাত লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠে ফুয়াদের বিরুদ্ধে। কিন্তু পরবর্তীতে সেই টাকা ভিন্নভাবে ফেরত পাওয়া গেছে দাবি করে তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি। গত ২০২২ সালের অক্টোবর মাসে ফের চেক জালিয়াতির মাধ্যমে প্রায় ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠে ওই কর্মচারির বিরুদ্ধে। এ ঘটনার পর গত এক বছর আর বিভাগে আসেননি ফুয়াদ। তবে দীর্ঘ এই সময়টাতে বেতন, বোনাস, ইনক্রিমেন্টসহ বিশ্ববিদ্যালয় প্রদত্ত সব সুযোগ সুবিধাই পেয়ে গেছেন ফুয়াদ। এত অপরাধের পরেও ফুয়াদের কোন ধরণের জবাবদিহিতার মুখোমুখি না হওয়ার এবং 'রাজকীয়' ভাবে চাকরি চালিয়ে যাওয়ার পেছনে বিভাগের চেয়ারম্যান সন্তোষ কুমার দেবের নিরব ভূমিকাকে দায়ী করছেন বিভাগের শিক্ষকেরা।
খোঁজ নিয়ে জানা গেছে, বিভাগটিতে ২০১৩ সালে খণ্ডকালীন কর্মচারী হিসেবে যোগ দিয়েছিলেন ফুয়াদ। ২০১৪ সালে তার চাকরি স্থায়ী হয়। নানান ঘটনাক্রমে ধীরে ধীরে তিনি সন্তোষ কুমারের অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে উঠে। ২০২০ সালে ফুয়াদ বিভাগের সান্ধ্যকালীন কোর্সে (ইএমবিএ) ভর্তি হওয়া শিক্ষার্থীদের প্রায় সাত লাখ টাকা ব্যাংকে জমা না দিয়ে নিজের কাছে রেখে দেন। এ সময় ফুয়াদ ভুয়া স্লিপ বানিয়ে বিভাগে জমা দিত বলে বিভাগের একটি সূত্র ইনকিলাবকে নিশ্চিত করেছে। সেই সময় ইএমবিএর ডিরেক্টর ছিলেন বর্তমান চেয়ারম্যান সন্তোষ কুমার দেব। বিষয়টি অবগত হওয়ার পরেও এ নিয়ে সে সময় তিনি দৃশ্যমান কোন পদক্ষেপ নেননি। পরে বিষয়টি জানাজানি হলে বিভাগের শিক্ষকদের ভিন্ন উপায়ে টাকা ফেরত পাওয়া গেছে বলে জানান সন্তোষ কুমার দেব। তবে ফুয়াদের বিরুদ্ধে শাস্তিমূলক কোন ব্যবস্থা নেয়া হয়নি।
এমনকি বিষয়টি বিভাগের নিয়মিত একাডেমিক কাউন্সিলের মিটিংয়েও তোলা হয়নি। এ বিষয়ে বিভাগের শিক্ষকেরা কিভাবে টাকা ফেরত পাওয়া গেল জানতে চাইলে সন্তোষ কুমার জানান বিভাগের সাবেক এক শিক্ষক তার হয়ে টাকাটা পরিশোধ করেছেন। তবে তার হয়ে কেন একজন সাবেক শিক্ষক এত বড় অংকের টাকা পরিশোধ করতে যাবেন কিংবা করলেও তার তথ্য প্রমাণ কোন মিটিংয়ে উপস্থাপন করা হয়নি বলে শিক্ষকেরা অভিযোগ করেন।
বিনা শাস্তিতে এত বড় অপরাধে পার পেয়ে যাওয়া ফুয়াদ ২০২২ সালের অক্টোবর মাসে চেয়ারম্যানেরই চেক জালিয়াতির মাধ্যমে বিভাগের ৪৩ হাজার টাকা বাগিয়ে নেন। এরপরেও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি। গত বছরের ৮ নভেম্বরের পরে তিনি আর অফিসে আসেননি। অভিযোগ উঠেছে চেয়ারম্যানের পরামর্শে তিনি সে বছর নভেম্বর মাস থেকে তিনি অফিস করা থেকে বিরত রয়েছেন। একাধিকবার অপরাধে জড়িত থাকার পরেও তাকে চাকরিচ্যুতের সুপারিশ না করে প্রশাসনিক ভবনে বদলির সুপারিশ করে বিভাগীয় চেয়ারম্যান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছেন বলে জানা গেছে। এসব বিষয়ে বিভাগের শিক্ষকেরা একাধিকবার জিজ্ঞাসা করেলও তাদের পরিষ্কার কিছু না জানিয়ে একই রকম ধোঁয়াশায় রেখেছেন চেয়ারম্যান।
অভিযোগের ব্যাপারে জানতে ফুয়াদের মুঠোফোনে একাধিকারবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া মেলেনি। এই ঘটনায় কোন ধরনের বিচার না হওয়ার সুযোগে বিভাগের মাহফুজ নামে আরও এক কর্মচারী বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের মোটা অংকের টাকা নিয়ে বেশ কয়েক মাস ধরে লাপাত্তা রয়েছেন।
ফুয়াদের অর্থ আত্মসাতে নিরব ভূমিকার পাশাপাশি চেয়ারম্যান সন্তোষ কুমারের বিরুদ্ধে একাডেমিক কার্যক্রম পরিচালনায় স্বেচ্ছাচারিতার অভিযোগ করেছেন বিভাগের বেশ কয়েকজন শিক্ষক। একাডেমিক কমিটিকে পাশ কাটিয়ে নিয়োগ কমিটি অনুমোদনের চেষ্টা, নিয়ম না মেনে কমিটি গঠন, অর্থ আত্মসাতে অভিযুক্ত কর্মচারীদের বাঁচানোর চেষ্টা, আর্থিক অস্বচ্ছতা, একাডেমিক কাউন্সিলের মিটিংয়ের রেজুলেশন পরিবর্তন, বিভাগের সহকর্মীদের সঙ্গে অসহযোগিতাপূর্ণ আচরণসহ নানা অভিযোগ উঠেছে সন্তোষ কুমারের বিরুদ্ধে।
গত বছর বিভাগে ল্যাব এ্যাটেনডেন্ট পদে নিয়োগের জন্য জন্য ইউজিসি থেকে নির্দেশনা আসে। একই সঙ্গে আসা সেই নির্দেশনায় ব্যবসায় শিক্ষা অনুষদের আরেক বিভাগ ম্যানেজম্যান্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) নিয়োগ প্রক্রিয়া অনেক আগেই সম্পন্ন করলেও টিএইচএম বিভাগ গত মাসে আগে নিয়োগ কমিটি গঠন করেছে। তবে সেখানেও আছে বির্তক। এ ধরনের কমিটি সব সময় বিভাগের সব শিক্ষককে নিয়ে গঠিত একাডেমিক কাউন্সিলে পাশ করা হলেও এবার সেটি 'সি এন্ড ডি' (বিভাগের এক তৃতীয়াংশ সিনিয়র শিক্ষক নিয়ে গঠিত) কমিটিতে পাশ করা করানো হয়।
কমিটি গঠনের ক্ষেত্রেও মানা হয়নি প্রচলিত নিয়ম। পাঁচ সদস্য বিশিষ্ট নিয়োগ কমিটিতে বিভাগের চার সিনিয়র শিক্ষক ও বাকি একজন রেজিস্টার কিংবা তার প্রতিনিধি (এক্সটার্নাল) নিয়ে গঠিত হয়। তবে এবার বিভাগ থেকে তিনজন এবং দুইজন বাইরের সদস্য নিয়ে কমিটি গঠন করা হয়। যার মধ্যে একজন রেজিস্ট্রার প্রতিনিধি অন্যজন কম্পিউটার এক্সপার্ট। তবে চতুর্থ শ্রেণীর এই পদের নিয়োগে আদৌ কোন বিশেষজ্ঞ দরকার আছে কিনা এই প্রশ্ন তুলেছেন বিভাগের শিক্ষকেরা। তাদের সন্দেহ একজন প্রফেসর মর্যাদার শিক্ষককে বাদ দিয়ে এক্সটার্নাল অন্তর্ভুক্তি নিয়োগ কমিটির স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করবে। পরে এ নিয়ে শিক্ষকরা ঘোর আপত্তি তুললে চেয়ারম্যান এ বিষয়ে পরামর্শ চাইতে রেজিস্টার বিল্ডিংয়ে গত মাসে চিঠি পাঠিয়েছেন বলে জানান। তবে তিনি দ্রুত নিয়োগ কার্য সম্পাদন না করে প্রক্রিয়াকে বিলম্বিত করছেন বলে অভিযোগ করেছেন নিয়োগ প্রত্যাশীরা।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. সন্তোষ কুমার দেব মুঠোফোনে কথা বলতে রাজি হননি। তিনি এই প্রতিবেদককে তার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে বলেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার দ্বিবার্ষিক নির্বাচনে শেখ সাদী সভাপতি, আবুল হোসেন মহাসচিব নির্বাচিত
সভাপতি মিজানুর ও সা. সম্পাদক আ. হাই নির্বাচিত
মাদরাসা শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের ভূমিকা অগ্রগণ্য- মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী
চট্টগ্রামে ম্যারাথন অনুষ্ঠিত
নির্দিষ্ট সময়েও শেষ হয়নি রাস্তার কাজ, নিম্নমানের সামগ্রী ব্যবহার
কেরানীগঞ্জে বন্ধুকে হত্যার ঘটনায় ঘাতক বন্ধু আল আমিন গ্রেফতার
সস্ত্রীক লন্ডনে গেলেন মির্জা আব্বাস
চট্টগ্রাম ইপিজেডে শ্রমিক সংঘর্ষে আহত অর্ধশত
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে অন্তর্বর্তী সরকার: রিজভী
পটুয়াখালীতে ইমামের উপর সাদপন্থিদের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
দেশ গড়ার কাজে অন্তর্বর্তী সরকার অভিজ্ঞ নয় : মান্না
ভৈরবে ট্রেনের টিকেটসহ দুই কালোবাজারিকে আটক
গণিতের জগতে মেয়েদের জায়গা তৈরিতে ড. অ্যাঞ্জেলার মিশন
জাতীয় ঐক্যে অনেকেই ফাটল ধরানোর চেষ্টা করছে : মির্জা ফখরুল
মাভাবিপ্রবিতে লাইফ সায়েন্স বিষয়ক ইন্টারন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত
নিউজিল্যান্ডকে গুড়িয়ে হোয়াইটওয়াশ এড়ালো শ্রীলঙ্কা
শ্রীনগর থানা থেকে যুবদল নেতাকে ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে মহাসড়কে বৈষম্য বিরোধীদের ব্লকেড কর্মসূচি পালন
‘মিছিল-স্লোগান কিংবা ডিম ছোড়ার মতো ঘটনা দেশের ব্র্যান্ডিংয়ে নেতিবাচক প্রভাব ফেলছে’
আওয়ামী লীগ কর্মীর চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
রাশিয়া বিরোধী নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে