নীলনকশার তফসিল জনগণ ঘৃণাভরে প্রত্যাখান করেছে
১৭ নভেম্বর ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ১৭ নভেম্বর ২০২৩, ১২:০৪ এএম
ঘোষিত নির্বাচনী তফসিল ঘোষণার প্রতিবাদে এবং একতরফা তফসিল প্রত্যাখান করে গতকাল বৃহস্পতিবার সারাদেশে জেলা ও মহানগরীতে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। কোন কোন জেলায় বিক্ষোভ সমাবেশ করলেও মিছিল করতে দেয়নি পুলিশ। কোথাও কোথাও বাধার সম্মুখীন হয়েছে জেলা নেতৃবৃন্দ। বিক্ষোভ সমাবেশগুলোতে জেলা নেতৃবৃন্দ বলেন, মাজাভাঙ্গা নির্বাচন কমিশন জনবিচ্ছিন্ন সরকারকে রাতের আধারে পুনরায় ক্ষমতায় বসাতে জনমতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফরমায়েশী তফসিল ঘোষণা করেছে। দেশব্যাপী জনগণ এই নীলনকশার তফসিল ঘৃণাভরে প্রত্যাখান করেছে। তারা বলেন, বিরোধী দলকে বাইরে রেখে কোনভাবেই নির্বাচন হতে দেশের জনগণ দেবে না। কমিশনকে অবশ্যই সমঝোতায় আসতে হবে। ১৪ ও ১৮ এর মতো নিশিরাতের ভোটের মাধ্যমে সরকারকে ক্ষমতায় বসানোর সুযোগ দিবে না। প্রয়োজনে ভোটাধিকার রক্ষায় দেশের জনগণ বাঁশের লাঠি নিয়ে পাহারা বসাবে। তবুও ফরমায়েশী নির্বাচন করতে দেওয়া হবে না। নেতৃবৃন্দ বলেন, স্বাধীনতার ৫২ বছর পরও দেশের জনগণ ভোটাধিকারের জন্য মিছিল মিটিং করছে, যা জাতি হিসেবে আমরা লজ্জিত। নির্বাচনী তফসিল বাতিল করে জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে জাতীয় সরকারের দাবি মেনে নিতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
গতকাল বিকেলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটে ইসলামী আন্দোলন ঢাকা জেলা দক্ষিণের উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে দলের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, একতরফা নির্বাচনী তফসিল দেশবাসী ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।এই সরকার দেশ ধ্বংস হয়ে গেলেও ক্ষমতা ছাড়তে চায় না। এরা দুর্নীতিতে চ্যাম্পিয়ান, বিদেশে টাকা পাচারে চ্যাম্পিয়ান, ভোট চুরিতে চ্যাম্পিয়ান এবং উন্নয়নের নামে লুটপাটে চ্যাম্পিয়ান। তিনি বলেন, এতো উন্নয়ন করে থাকলে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে ভয় কেন ? তিনি বলেন, সিইসি একতরফাত তফসিল ঘোষণা করে দেশটাকে রক্তপাতের দিকে ঠেলে দিচ্ছে। তিনি একতরফা তফসিল বাতিলের দাবিতে আজ বাদ জুমা দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি সফল করার আহবান জানান। হাফেজ মাওলানা জয়নাল আবেদীনের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন ও জহিরুল ইসলাম।
যে সকল জেলায় একযুগে এ কর্মসূচি পালিত হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে নারায়ণগঞ্জ জেলা ও নারায়ণগঞ্জ মহানগর, কিশোরগঞ্জ, গাজীপুর মহানগর, গাজীপুর জেলা, গোপালগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, শরীয়তপুর, রাজবাড়ী, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ মহানগর, ময়মনসিংহ উত্তর, মোমেনশাহী দক্ষিণ, রাজশাহী মহানগর, রাজশাহী জেলা, জয়পুরহাট, বগুড়া, পাবনা পূর্ব, পাবনা পশ্চিম, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, নওগাঁ, চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম উত্তর, চট্টগ্রাম দক্ষিণ, চট্টগ্রামপূর্ব, চট্টগ্রাম পশ্চিম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, নোয়াখালী উত্তর, নোয়াখালী দক্ষিণ, লক্ষীপুর, ফেনী, চাঁদপুর, কুমিল্লা মহানগর, কুমিল্লা উত্তর, কুমিল্লা দক্ষিণ, কুমিল্লা পশ্চিম, বি-বাড়ীয়া, খুলনা মহানগর, খুলনা জেলা, ঝিনাইদহ, যশোর, নড়াইল, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, বাগেরহাট, সাতক্ষীরা, রংপুরমহানগর, রংপুর জেলা, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, ঠাকুরগাঁও, দিনাজপুর উত্তর, দিনাজপুর দক্ষিণ, গাইবান্ধা, পঞ্চগড়, পিরোজপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী। নীলনকশার নির্বাচনী তফসিল ঘোষণার প্রতিবাদে এবং ঘোষিত একতরফা তফসিল প্রত্যাখান করে দেশব্যাপী জেলা ও মহানগরে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ সমাবেশ ও মিছিল সফল করায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই
জেলা নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট সকলকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন জানিয়েছেন। এদিকে, একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদে খেলাফত মজলিসের উদ্যোগে আজ বাদ জুমা দেশব্যাপী বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হবে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা : বহিস্কার হলেন শাবির ২৯ শিক্ষার্থী
জনপ্রশাসন সংস্কার কমিশনের মেয়াদ বাড়লো ১৬ দিন
সাতক্ষীরা সীমান্তে ধান চাষে বিএসএফের বাধা, পতাকা বৈঠক অনুষ্ঠিত
পিলখানা হত্যাকাণ্ডের নায়কদের শাস্তি ও ৩ দফা দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন
ইরানের নতুন আত্মঘাতী ড্রোনে আতঙ্কে ইসরাইল!
চাকুরিচ্যুত বিডিআরদের চাকুরিতে পুনর্বহালের দাবি ডিসিকে স্মারক লিপি
গোপালগঞ্জে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন
পটুয়াখালী প্রেসক্লাবের আহবায়ক কমিটিকে “আমরা -৮৪”-বন্ধুদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা
বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্যে সাক্ষাৎ
কেরানীগঞ্জে স্বেচ্ছাসেবকদল সভাপতির বিরুদ্ধে মার্কেট দখলের অভিযোগ
সরকারী ট্রেনের শিডিউল বিপর্যয়ের সুবিধা নিচ্ছে বেসরকারি ট্রেন কোম্পানি
একযুগ পর জাপান প্রবাসী দূলাল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছায় বরণ করলো এলাকাবাসী
কিশোরগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে ইউনিয়ন বিএনপির সভাপতি নিহত আহত ৫
নতুন করে ভ্যাট আরোপ হবে সরকারের নির্দয় সিদ্ধান্ত : জিএম কাদের
সিকৃবির কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের নবীন বরণ সম্পন্ন
আশুলিয়া থানা জমিয়তের কমিটি গঠন
আশুলিয়া থানা জমিয়তের কমিটি গঠন
জনগণের ওপর কর্তৃত্ব নয় : সিনিয়র সচিব
তারাকান্দায় কালিয়ান নদীর অবৈধ দখল উচ্ছেদে এলাকাবাসীর মানববন্ধন
চিরিরবন্দরে ধর্ষণ মামলা ধামাচাপা দিতে পুড়িয়ে মারার চেষ্টা