স্বতন্ত্র প্রার্থীর হিড়িক
০১ ডিসেম্বর ২০২৩, ১২:২৭ এএম | আপডেট: ০১ ডিসেম্বর ২০২৩, ১২:২৭ এএম
শেষ দিনে রাজধানী ঢাকাসহ জেলায় জেলায় স্বতন্ত্রসহ অন্য প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার ভিড়
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে না পেয়ে গতকালই স্বতন্ত্র নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামী লীগের অনেক নেতা। এর আগেও মনোনয়ন জমা দিয়েছেন অনেকে। মূলত বিএনপি নির্বাচনে না আসায় এবং দলীয় সভাপতি স্বাতন্ত্র প্রার্থী হওয়ার নির্দেশনা দেয়ার পর সারাদেশে আওয়ামী লীগ নেতাদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী হওয়ার হিড়িক পড়েছে।
দলীয় সূত্র বলছে, এ ক্ষেত্রে যথেষ্ট কৌশল অবলম্বন করবে আওয়ামী লীগ। দলীয় সূত্রে জানা গেছে, সব জায়গায় ‘ফ্রি স্টাইলে’ স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে ছাড় দেবে না আওয়ামী লীগ। যে সকল আসনে দলের স্বতন্ত্র প্রার্থীদের জয়লাভ করার মত তাদের কিছু কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হতে পারে। আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত এ জন্য অপেক্ষা করতে চায় আওয়ামী লীগের কেন্দ্র।
এবার প্রতি আসনে গড়ে নৌকার প্রার্থী হতে মনোনয়ন চেয়েছিলেন ১১ জন। তার মধ্যে একজন করে গত রোববার জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮টি আসনে ‘নৌকার মাঝি’ দেয় আওয়ামী লীগ। এর আগে একই দিনে দলীয় ৩ হাজার ৩শ ৬২জন মনোনয়ন প্রত্যাশীর সঙ্গে বৈঠক করে বিভিন্ন আসনে ‘ডামি’ প্রার্থী দেওয়ার নির্দেশনা দেন দলীয় প্রধান শেথ হাসিনা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণার কয়েক ঘণ্টা আগে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময়ে শেখ হাসিনা অনেক আসনে স্বতন্ত্র প্রার্থীদের দাঁড়ানোর বিষয়ে ছাড় দেওয়া হবে এমন ‘সবুজ সংকেত’ দেন। ওই সভায় মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, যেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ নির্বাচিত হতে না পারে। সে ক্ষেত্রে একাধিক ডামি প্রার্থী রাখতে মত দেন দলীয় প্রধান। শেখ হাসিনা বলেন, প্রার্থীর নির্বাচনি প্রচার-প্রচারণায় যেন বাধা দেওয়া না হয় সে জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে সরকার।
দলীয় সূত্রগুলো বলছেন, এর আগে দলীয় প্রার্থীর বিরুদ্ধে দাঁড়ালে দলে বিদ্রোহী বিবেচনা করে দল থেকে বহিস্কারের মত সিদ্ধান্তও এসেছিল। তবে ২০১৪ সালের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচন করে অনেক নেতা সংসদ সদস্য হন। এ বিষয়টি নিয়ে দেশে বিদেশে ব্যাপক সমালোচনার মধ্যে পরতে হয়েছিল আওয়ামী লীগ সরকারকে। অপর দিকে বিএনপির মত বড় দল নির্বাচনে আসছে না এসব বিবেচনায় নিয়েই আওয়ামী লীগ এবার স্বতন্ত্র প্রার্থী হওয়ার কৌশলে গিয়েছে। এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও আসে নি। আগামী ১৭ ডিসেম্বরের পরই এমব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে আওয়ামী লীগ।
জানা গেছে, আওয়ামী লীগের বেশ আগে থেকেই বলে আসছেন কৌশলগত নির্বাচনে এবার স্বতন্ত্র প্রার্থী হতে ছাড় দেবে আওয়ামী লীগ। দলের এমন সবুজ সংকেত পাওয়ার পর থেকেই আওয়ামী লীগের মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার ধুম পরে যায়। গতকাল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন জেলা জেলায় স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন।
আওয়ামী লীগের নীতি নির্ধারণী সূত্র জানিয়েছে, নির্বাচনকে প্রতিদ্বন্দ্বীতাশীল করতে সে সকল আসনে দল স্বতন্ত্র প্রার্থী রাখতে চাইবে শুধু সে সকল আসনেই স্বতন্ত্র প্রার্থীদের রাখা হবে। বাকিদের সাংগঠনিকভাবে চাপ প্রয়োগ করে বসিয়ে দেওয়া হতে পারে। এ ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থাও নিতে পারে আওয়ামী লীগ। এ ছাড়া দলীয় হাইকমান্ডের নির্দেশনা অনুসারে কয়েকটি শরিক দল ও অন্যান্য দলের নেতাদের জয়ী করে আনার নির্দেশনে কয়েকটি আসনে ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। এসব আসনে স্বতন্ত্র প্রার্থীর বিষয়ে কড়াকড়ি নির্ধারণ করবে আওয়ামী লীগ।
তবে আওয়ামী লীগের তৃণমূল বলছেন, অনেক প্রার্থী ইতিমধ্যে স্বতন্ত্র নির্বাচন করার জন্য উপজেলা চেয়ারম্যান পদ থেকেও সরে দাঁড়িয়েছেন। তাদের অনেকে শেষ মূহুর্তে যদি দল বসে যেতে বলেন তারা দলীয় সেই নির্দেশনা নাও মানতে পারেন। এ ছাড়া দলীয়ভাবে নির্দেশনা পেয়ে অনেক দিন থেকে দলের মনোনয়ন প্রত্যাশীরা ‘নৌকা’ পেতে মাঠে ছিল। আগে থেকেই নিজ নিজ এলাকায় ব্যাপক জনসংযোগ করেছেন নেতারা। এতে মনোনয়ন না পেলেও অনেকের মাঠে একটি স্বচ্ছ ভাবমূর্তি তৈরী হয়। তাদের কর্মী ও সমর্থকরা তাদের শেষ মূহুর্তে দলীয় সিদ্ধান্ত মানতে নাও বাধ্য করতে পারেন। সে ক্ষেত্রে দলের মধ্যেই বিশৃঙ্খলা তৈরী হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।
আওয়ামী লীগের একটি সূত্র বলছেন, অনেক জায়গায় এবার দলীয় প্রার্থীর বাইরে জয় লাভ করতে পারেন এমন প্রার্থী রয়ে গেছেন যারা এতদিন মাঠে থেকে নিজেরে একটি মাঠ প্রস্তুত করতে সক্ষম হয়েছেন। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হলে তারা জয়লাভ করতেও সক্ষম। তবে এমন স্বতন্ত্র প্রার্থীরা দলের এবার যারা ‘নৌকার মাঝি’ হিসেবে নতুন মুখ তাদের জন্য চ্যালেঞ্জ হতে যাচ্ছেন। আবার বর্তমান সংসদের ৭১ জন সদস্য নৌকার মনোনয়ন হারিয়েছেন। তাঁদের কেউ কেউ মনে করছেন, নৌকার বিপক্ষে লড়েও জয় পেতে পারেন তাঁরা। তাই তাঁরাও এবার লড়তে যাচ্ছে নৌকার বিপক্ষে।
আওয়ামী লীগের নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ালে বিশৃঙ্খলা হবে কিনা এ বিষয়ে গত মঙ্গলবার সাংবাদিকরা জানতে চাইলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, আমরা দেখছি কারা কারা (নির্বাচনে অংশ নিতে) চাইছে। আমাদের কৌশলগত সিদ্ধান্ত আছে, ১৭ তারিখ পর্যন্ত সময় আছে। এর ভেতরে আমরা পরিবর্তন, সংশোধন করতে পারবো। আমাদের কৌশলগত দিক থাকবে। এর আগের দিন গত সোমবার সকালে শহীদ ডা. মিলন দিবসে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে দল থেকে বিষয়ে নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ প্রসঙ্গে বলেন, নতুন নতুন সময়ে নতুন নতুন কৌশলও দলকে গ্রহণ করতে হয়। এ সময়ে যে কৌশল দরকার, নেত্রী সে কৌশল ঠিক করেছেন। দলের অবস্থান অনুযায়ী, ভবিষ্যৎ মাথায় রেখে দলীয় নেতৃত্ব সিদ্ধান্ত নেন এবং দেন। দলের সভাপতি শেখ হাসিনা যে গাইডলাইন দিয়েছেন, সেটা অনুসরণ করে প্রার্থী হতে বাধা নেই।
বিভিন্ন আসনে আওয়ামীলীগের একাধিক স্বতন্ত্র প্রার্থী প্রসঙ্গে আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগের যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করছে, তারা জানে-১৭ তারিখ পর্যন্ত আরও অনেক কিছু ঘটতে পারে। তাই আগামী ১৭ ডিসেম্বরের আগে এ বিষয়ে কিছু বলা যাবে না।
সারা দেশের বিভিন্ন উপজেলায় গতকাল নির্বাচনের তসফিল অনুসারে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন অনেক স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন জমা দেন। এদের মধ্যে ময়মনসিংহ-১১ আসনের জন্য মনোনয়ন জমা দেন জেলা আ’লীগের সহ-সভাপতি এম এ ওয়াহেদ (সতন্ত্র), উপজেলা আ,লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা (স্বতন্ত্র) ও জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি হাজী আব্দুর রহমান (স্বতন্ত্র)। সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সুরঞ্জিত সেন গুপ্তেরন্ত্রী বর্তমান সংসদ সদস্য ড. জয়া সেন গুপ্তার পক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন মনোনয়ন জমা দেন। ওই আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ। গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় সংসদের প্রয়াত ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়ার কন্যা ফারজানা রাব্বী বুবলী। নৌকার মনোনয়ন না পেয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তিনি গাইবান্ধার ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে নৌকা প্রতীকের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামী লীগ নেতা মাহমুদ হাসান সুমন। সংসদ সদস্য পদে লড়তে এরই মধ্যে উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন তিনি। মাহমুদ হাসান সুমন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। মাহমুদ হাসান সুমন বলেন, উপজেলা চেয়ারম্যানের পদে আমি জনগণের প্রত্যক্ষ ভোটে টানা দুইবার চেয়ারম্যান হয়েছি। দুবারই বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছি। সারাদেশ উন্নয়নের মহাসড়কে উন্নিত হলেও ঈশ্বরগঞ্জ আসনটিতে বহিরাগত এমপি ফখরুল ইমাম কোন উন্নয়ন কাজ করেনি। আমি বারবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান হয়ে এলাকার অনেক উন্নয়ন করেছি। ঈশ্বরগঞ্জের সর্বস্তরের মানুষ ও নেতাকর্মীরা আরও উন্নয়নের জন্য আমাকে এমপি হিসেবে দেখতে চায়। ইতিমধ্যে আমি মনোনয়নপত্র জমা দিয়েছি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছি। আশাকরি আমাদের জয় হবে ইনশাআল্লাহ। হবিগঞ্জ-১ আসনে মনোনয়ন জমা দিয়েছেন দুই স্বতন্ত্র প্রার্থী। এরা হলেন- আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের সাবেক সংরক্ষিত সংসদ সদস্য আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া এবং কেন্দ্রীয় যুবলীগের সদস্য গাজী মোহাম্মদ শাহেদ। ঢাকা-২০ আসনে ওই সাবেক সংসদ সদস্য ও ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তযোদ্ধা আলহাজ এম এ মালেক ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন মনোনয়ন জমা দেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
শেরপুরে ফুটপাত কাম ড্রেন, ইউনিক সোল্ডার ও সড়কবাতি কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
মানববন্ধন থেকে অতিরিক্ত ভ্যাট প্রত্যাহারের দাবি খেলাফত আন্দোলনের
মাদারীপুরে আইনজীবীদের শীতকালীন ক্রিকেট খেলা
কমলনগরে হার্ভেস্টার মেশিনের ধাক্কায় শিশু নিহত
পদ ফিরে পেলেন মির্জাপুর উপজেলা কৃষক দল আহ্বায়ক জাহাঙ্গীর মৃধা
রেস্তোরাঁর নামেও এস আলম ঋণ নেয় ২৩৪ কোটি টাকা
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই এসএসসি পরীক্ষার্থী নিহত
টিউলিপের পদত্যাগ: এবার তোপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী
দৌলতপুরে ইউসুফ হত্যা মামলায় গ্রেফতার ২
চবি প্রশাসনের শুভবুদ্ধি কামনায় 'হেদায়েত' সভা
যুক্তরাষ্ট্রে সরকার পরিবর্তনে আমাদের সম্পর্ক হোঁচট খাবে না: পররাষ্ট্র উপদেষ্টা
বাগমারায় বাঁইগাছা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মানববন্ধনে হামলা
ভুয়া ‘ব্র্যাড পিট’-এর প্রেমে পড়ে ৯ কোটি টাকা খোয়ালেন ফরাসি মহিলা
কসবায় পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটিতে কিশোর খুন
সাবেক প্রেমিকের ছুরিকাঘাতে বর্তমান প্রেমিক খুন
ইবি শিক্ষার্থীকে মারধর, গড়াই ও রূপসা পরিবহনের পাঁচ বাস আটক
বেনাপোলে বিজিবি-বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে সমন্বয় সভা
পুতুলকে ডব্লিউএইচও থেকে অপসারণে অনলাইনে স্বাক্ষর গ্রহণ চলছে, ব্যাপক সাড়া
বরেন্দ্র অঞ্চলে কৃষি, সেচ ও সার্বিক উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সোনারগাঁও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার