ঢাকা   রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪ | ৭ আশ্বিন ১৪৩১
অনিশ্চয়তা ও ঝুঁকির মুখে পড়েছেন রেলের যাত্রীরা

রাতে বন্ধ পাঁচ ট্রেন

Daily Inqilab একলাছ হক

২৩ ডিসেম্বর ২০২৩, ১২:০১ এএম | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৩, ১২:০১ এএম

বাংলাদেশ রেলওয়েতে নতুন করে ২৭০০ আনসার নিয়োগ
বাংলাদেশ রেলওয়েতে হাজার হাজার কর্মকর্তা-কর্মচারী কর্মরত। তারপরও রেল স্বাভাবিকভাবে চলছে না, রেলের নিরাপত্তা বিঘিœত হচ্ছে। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনের সময় ট্রেনে আগুন লাগানোর ঘটনায় ঝুঁকির মুখে পড়েছেন রেল যাত্রীরা। যাত্রীদের ভীতি আতঙ্ক নিরসনে রেলওয়ের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন করে ২ হাজার ৭শ’ আনসার সদস্য নিয়োগ দেয়া হয়েছে। তারপরও রেল যাত্রা নিরাপদ মনে করছেন না যাত্রীরা। পরিস্থিতি বুঝতে পেরে নিরাপত্তাহীনতার কারণে রাতে চলাচল করা পাঁচ ট্রেন বন্ধ করে দেয়া হয়েছে।
জানতে চাইলে ঢাকা বিভাগীয় রেলওয়ে ম্যানেজার শফিকুর রহমান বলেন, নাশকতা এড়াতে ঢাকা থেকে প্রতিটি ট্রেন চালুর আগে একটি টহল ইঞ্জিন চালু করা হবে। রেলের নিরাপত্তায় ২৭০০ আনসার নিয়োগ করা হয়েছে। এরইমধ্যে তারা কাজ শুরু করেছেন। ২০০০ আনসার রেলওয়ে পুলিশ ও ৭০০ জন আনসার রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) অধীনে নিয়োগ করা হয়েছে।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে রেলে ৮টি নাশকতার ঘটনায় প্রায় ৯ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। নাশকতা ঠেকাতে রাতের ৫ জোড়া ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে। এসব ট্রেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। দেশের ৩৮০০ কিলোমিটার রেলপথের মধ্যে ১২টি স্পটকে নাশকতার আশঙ্কায় ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে কর্তৃপক্ষ।

একের পর এক ট্রেন দুর্ঘটনার শিকার হচ্ছে। রাজনৈতিক পরিস্থিতিতে রেলপথ ঘিরে নাশকতা বেড়েছে। এতে ক্ষতি বাড়ছে রেলের। নিরাপদ বাহন রেল এখন আর্থিক ক্ষতিতে পড়ছে। প্রতিনিয়ত দুর্ঘটনায় প্রাণহানীসহ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে রেল। প্রতিনিয়তই এসব দুর্ঘটনায় রেল কর্তৃপক্ষ যেন নিরাপত্তায় ব্যর্থ। বর্তমানে যেসব রেল পুলিশ ও আনসার রেলের নিরাপত্তায় কাজ করছে তারা কিছুতেই ঠেকাতে পারছে না নাশকতা। তাই বাড়তি নিরাপত্তায় আরো আনসার নিয়োগ দিচ্ছে রেলওয়ে। দুর্ঘটনা প্রতিরোধে রেলের রাতের ট্রেনগুলোতে গতি কমিয়ে আনা হয়েছে। রেল পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর টহল বাড়ানের মতো দৃশ্যমান কিছু পদক্ষেপ নিয়েছে রেলওয়ে। সম্প্রতি বেশ কয়েকটি দুর্ঘটনায় রেলের আগুনে পুড়ে গেছে একাধিক কোচ। লাইনচ্যুত হয়েছে ইঞ্জিন। এতে আগুনে পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে রেলের বলে জানিয়েছে রেলওয়ে।

বাংলাদেশ রেলওয়ের অতিঃ মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী ইনকিলাবকে বলেন, সাম্প্রতিক সময়ে রেলে দুর্ঘটনায় কি পরিমাণ ক্ষতি হয়েছে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। আগুনে রেলের কোচ ও ইলেক্টিক্যাল ক্ষতি হয়েছে। তবে এ ব্যাপারে তদন্ত কমিটি ও কর্মকর্তারা কাজ করছেন।
এদিকে, চলমান হরতাল-অবরোধে নাশকতা এড়ানোর লক্ষ্যে রাতে চলাচলরত ৫টি ট্রেন বন্ধ করা হয়েছে। এরমধ্যে ৪টি লোকাল, মেইল ও কমিউটার ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে এবং আন্তঃনগর যমুনা এক্সপ্রেসের যাত্রা সংক্ষিপ্ত করেছে বাংলাদেশ রেলওয়ে। গতকাল শুক্রবার কমলাপুর রেলস্টেশনে ঢাকা রেলস্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার এ তথ্য জানান।

তিনি বলেন, রাতের বেলা যে ট্রেনগুলো চলাচল করে এবং যে সমস্ত রুটে ঝুঁকিপূর্ণ স্পট বেশি সে ট্রেনগুলো সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হবে। এরইমধ্যে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ রাজশাহী থেকে পার্বতীপুর পর্যন্ত চলাচলরত মেইল ট্রেন উত্তরা এক্সপ্রেস এবং ঈশ্বরদী থেকে রহনপুর পর্যন্ত কমিউটার ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করেছে। একইসঙ্গে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের নারায়ণগঞ্জ কমিউটার এর শেষ ট্রিপ, ময়মনসিংহ-ভূয়াপুর রুটে চলাচলকারী লোকাল ট্রেন বন্ধ হয়েছে বলে জানান তিনি। ঢাকা-তারাকান্দি রুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেন যমুনা এক্সপ্রেস আংশিক বন্ধ হয়েছে। আগে এটা ঢাকা থেকে ছেড়ে তারাকান্দি পর্যন্ত গেলেও এখন জামালপুর পর্যন্ত চলবে।

প্রধান পরিকল্পনা কর্মকর্তা সলিমুল্লাহ বাহার বলেন, দুর্ঘটনা রোধে বাংলাদেশ রেলওয়ে চারটি পদক্ষেপ নিয়েছেন। এই চার পদক্ষেপ হচ্ছে- অটোমেটিক সিমুলেশন সিস্টেম, প্রধান শাখা ডাবল লাইন করা হবে, মনিটর করার জন্যে অনলাইন পদ্ধতি চালু করা হবে এবং চালকদের ট্রেন চালনায় আধুনিক প্রযুক্তিতে প্রশিক্ষণ দেওয়া হবে। অটোমেটিক সিমুলেশন সিস্টেমের মাধ্যমে কী পদক্ষেপ নেয়া হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ট্রেন লাইন কেটে ফেললে স্বয়ংক্রিয়ভাবে ট্রেন বন্ধ হয়ে যাবে। ফলে দুর্ঘটনা এড়ানো যাবে। একইসাথে এ ব্যবস্থায় অভ্যস্ত করতে চালকদেরও প্রশিক্ষণ দেওয়া হবে।

রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন ইতোমধ্যে বলেছেন, রাজনৈতিক সন্ত্রাস ও নাশকতা নিরাপদ রেল চলাচলের জন্য হুমকি। রাজনৈতিক কর্মসূচির নামে যোগাযোগ ব্যবস্থায় যে প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল সেখানে একমাত্র রেল চলাচল স্বাভাবিক ছিল। এখন রেল যোগাযোগ ব্যবস্থায় পরিকল্পিতভাবে সন্ত্রাসী কর্মকা- পরিচালিত হচ্ছে। নাশকতা ও সন্ত্রাসী কর্মকান্ডের মধ্যে দিয়ে নিরাপদ রেলযাত্রাকে অস্থিতিশীল করা হচ্ছে। রেলকে সন্ত্রাসী কর্মকান্ডের মধ্যে ফেলে হুমকি তৈরি করেছে এটা গ্রহণযোগ্য নয়। যাত্রী হয়ে ট্রেনে উঠে নিরাপদ রেলে ঘটনা ঘটাচ্ছে। বাসের বদলে ট্রেনকেই এখন প্রধান হাতিয়ার করা হচ্ছে এবং পরিকল্পিত দুর্ঘটনা ঘটাতে ফিশপ্লেট খুলে দিচ্ছে ।

তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেসে দুর্ঘটনা সম্পর্কে তিনি বলেন, বিমানবন্দর স্টেশন ছেড়ে তেজগাঁও আসলে ট্রেনে আগুন ধরিয়ে দেওয়া হয়। তিনটি কোচ পুড়ে যায়, আর এখন পর্যন্ত ৪ জন মারা গিয়েছে। রেলের নিরাপত্তা বাহিনী, পুলিশের সাথে কথা বলেছি। রেলপথের ব্যাপারে সহযোগিতা করে সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে কথা বলেছি, বৈঠক হয়েছে, সন্ত্রাসীরা এ ধরণের কর্মকান্ড করে যেন রেল চলাচলে বিঘœ ঘটাতে না পারে।

মন্ত্রী বলেন, রেলপথে সরাসরি আক্রমনের প্রথম ঘটনা ঘটে ১৬ নভেম্বর। টাঙ্গাইল কমিউটার ট্রেনের ২টি কোচে ব্যাপক ক্ষতি হয়েছে। এরপর ১৯ নভেম্বর জামালপুরের সরিষাবাড়িতে যমুনা এক্সপ্রেসে পরিকল্পিত নাশকতা করা হয়েছে। এ দুই ঘটনায় কোন প্রাণহানি না হলেও বড় ক্ষয়ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেন রেলমন্ত্রী। ২২ নভেম্বর সিলেটে উপবন এক্সপ্রেসে আগুণ ধরানো হয়। ১৩ ডিসেম্বর গাজীপুরের রাজেন্দ্রপুরে বিশফুট রেলওয়ে ট্রাক কেটে ফেলা হয়। এ ঘটনায় ১ জন যাত্রী মারা যায়, ৫০ জন আহত হয়। ঘন কুয়াশার জন্যে আস্তে চলছিলো তা না হলে আরো বড় ধরনের ক্ষতির সম্ভাবনা ছিল।

 


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

পশ্চিমবঙ্গ রাজ্য কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরীর পদত্যাগ

পশ্চিমবঙ্গ রাজ্য কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরীর পদত্যাগ

হেলিকপ্টারের তেল শেষ! ভোটপ্রচারে যেয়ে বিপাকে ভারতের প্রতিরক্ষামন্ত্রী

হেলিকপ্টারের তেল শেষ! ভোটপ্রচারে যেয়ে বিপাকে ভারতের প্রতিরক্ষামন্ত্রী

নির্বাচনের পর শ্রীলঙ্কায় কারফিউ জারি

নির্বাচনের পর শ্রীলঙ্কায় কারফিউ জারি

রামাল্লায় ভারী অস্ত্র নিয়ে আল জাজিরা অফিসে ইসরাইলি সেনাদের হানা

রামাল্লায় ভারী অস্ত্র নিয়ে আল জাজিরা অফিসে ইসরাইলি সেনাদের হানা

শান্ত-সাকিবের সাবধানী শুরু

শান্ত-সাকিবের সাবধানী শুরু

ট্রাম্পের সঙ্গে আবারো মুখোমুখি হতে চ্যালেঞ্জ কমলার

ট্রাম্পের সঙ্গে আবারো মুখোমুখি হতে চ্যালেঞ্জ কমলার

পরিচারককে অপমান! মেয়েকে ‘শিক্ষা’ দিতে গিয়ে বিপাকে রণবীরের বোন

পরিচারককে অপমান! মেয়েকে ‘শিক্ষা’ দিতে গিয়ে বিপাকে রণবীরের বোন

হার্ট অ্যাটাক করেছেন মাহমুদুর রহমান মান্না, হাসপাতালে ভর্তি

হার্ট অ্যাটাক করেছেন মাহমুদুর রহমান মান্না, হাসপাতালে ভর্তি

দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধে অচল তিন পার্বত্য জেলা

দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধে অচল তিন পার্বত্য জেলা

যুক্তরাষ্ট্র পৌঁছে প্রথম দিনেই বাইডেনের সঙ্গে বৈঠকে যে আলোচনা হলো মোদির

যুক্তরাষ্ট্র পৌঁছে প্রথম দিনেই বাইডেনের সঙ্গে বৈঠকে যে আলোচনা হলো মোদির

পাগড়ি বিতর্কে সাফাই দিয়ে বিজেপিকে তোপ রাহুলের

পাগড়ি বিতর্কে সাফাই দিয়ে বিজেপিকে তোপ রাহুলের

ড. ইউনূসকে মার্কিন চার সিনেটরের চিঠি, যা জানা গেল

ড. ইউনূসকে মার্কিন চার সিনেটরের চিঠি, যা জানা গেল

পাকিস্তান সফরে যাচ্ছেন ড. জাকির নায়েক

পাকিস্তান সফরে যাচ্ছেন ড. জাকির নায়েক

খালেদা জিয়া মানসিকভাবে অনেক শক্ত : মুশফিকুল আনসারী

খালেদা জিয়া মানসিকভাবে অনেক শক্ত : মুশফিকুল আনসারী

স্ত্রীকে কুপিয়ে হত্যার পর থানায় স্বামীর আত্মসমর্পণ

স্ত্রীকে কুপিয়ে হত্যার পর থানায় স্বামীর আত্মসমর্পণ

বৈরুতে ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৩৭

বৈরুতে ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৩৭

গাজায় ইসরায়েলি বর্বরতায় নিহত আরও শতাধিক ফিলিস্তিনি

গাজায় ইসরায়েলি বর্বরতায় নিহত আরও শতাধিক ফিলিস্তিনি

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে কুমারা দিসানায়েকে

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে কুমারা দিসানায়েকে

ড. ইউনূস-জো বাইডেন বৈঠক হবে নিউইয়র্কে

ড. ইউনূস-জো বাইডেন বৈঠক হবে নিউইয়র্কে

ফ্রিজের ভেতর থেকে মিলল তরুণীর ৩০ টুকরা লাশ

ফ্রিজের ভেতর থেকে মিলল তরুণীর ৩০ টুকরা লাশ