নির্বাচন বর্জনের দাবিতে বিভিন্ন স্থানে বিএনপির লিফলেট বিতরণ

Daily Inqilab ইনকিলাব ডেস্ক

২৯ ডিসেম্বর ২০২৩, ১২:১০ এএম | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৩, ১২:১০ এএম

আওয়ামী সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে মাদারীপুর, ঝালকাঠি, ভোলা, মঠবাড়িয়াসহ বিভিন্ন স্থানে একতরফা নির্বাচনে বর্জন ও অসহযোগ আন্দোলনে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বিএনপি। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে’র প্রতিবেদন-
স্টাফ রির্পোটার, মাদারীপুর থেকে জানান, ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের জনমত তৈরির লক্ষে মাদারীপুর জেলা বিএনপি ও অঙ্গসংগঠন লিফলেট গতকাল সকালে মাদারীপুর শহরে এক বিক্ষোভ মিছিল বের করে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন। বিক্ষোভ মিছিলটি লেকেরপাড় থেকে শুরু করে পুলিশ লাইন সড়কের গিয়ে শেষ হয় এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহানও যুগ্ম-আহবায়ক অ্যাড. জামিনুর হোসেন মিঠু গাউছ-উর রহমান সহ প্রমুখ নেতৃবৃন্দ। এদিকে মাদারীপুর জেলা বিএনপির আইনজীবীরা সকালে মাদারীপুর আইনজীবী সমিতির চত্বরে লিফলেট বিতরণ করেন এতে অংশগ্রহণ করেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম লিটু কৃষকদলের আহবায়ক অ্যাড. অলিউর রহমান দর্জি সদস্য সচিব মনিরুজ্জামান ফকু, এবিএম দুলাল বেপারী সহ নেতৃবৃন্দ ।
ঝালকাঠি জেলা সংবাদদাতা জানান, ঝালকাঠি জেলা যুবদল ও নলছিটি উপজেলা বিএনপির পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়। জেলা যুবদলের সদস্যসচিব অ্যাড. আনিসুর রহমান ও যুবদল নেতা রবিউল হোসেন তুহিনের নেতৃত্বে শহরের চৌমাথা, প্রধান বাজার ও কালিবাড়ি সড়কে লিফলেট বিতরণ করা হয়। এসময় যুবদলের নেতৃবৃন্দ ৭ জানুয়ারি ভোট কেন্দ্রে না যাওয়ার অনুরোধ করেন সাধারণ মানুষকে। এদিকে নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম গাজীর নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন বিএনপির নেতাকর্মীরা।
ভোলা জেলা সংবাদদাতা জানান, ভোলায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুরে শহরের যুগীরঘোল ও সদর হাসপাতাল গেট এলাকায় লিফলেট বিতরণ ও নির্বাচন বর্জনের আহ্বানে গণসংযোগ করেন সংগঠনটির নেতাকর্মীরা। জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিনে নেতৃত্বে এ লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়। জেলা ছাত্রদল নেতা নূর মোহাম্মদ রুবেলের তত্ত্বাবধানে লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল নেতা বশির খন্দকার, ভোলা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক নূরুল ইসলাম বাপ্পি, ভোলা পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ ইব্রাহিম, সদর উপজেলা ছাত্রদলের সদস্য তারেক শিকদার, জামিল রায়হান শুভ সহ ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী বৃন্দ। লিফলেট বিতরণকালে ছাত্রদলের নেতারা ডামি নির্বাচন প্রত্যাখ্যান করে ভোটকেন্দ্রে ভোটারদের না যাওয়ার জন্য আহ্বান জানান এবং জনসাধারণকে অসহযোগ আন্দোলনকে সমর্থন দেওয়ার অনুরোধ জানান তারা।
মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা জানান, বিএনপির নেতাকর্মীরা বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন স্থানে প্রচারপত্র বিলি করেছেন। প্রচারপত্র বিলির দ্বিতীয় দফার শেষ দিন পৌর শহর, গুলিসাখালী বাসস্ট্যান্ড, গুলিসাখালী বাজার ও বান্দবপাড়া বাজারে উপজেলা বিএনপি›র আহবায়ক আলহাজ্ব মো. রুহুল আমিন দুলাল ও মঠবাড়িয়া পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব কেএম হুমায়ুন কবীরের নেতৃত্বে সরকারের পতনের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে অসহযোগ আন্দোলন এবং ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য ব্যবসা প্রতিষ্ঠানসহ জনসাধারণের মাঝে গণ সংযোগ করেন। এসময় মঠবাড়িয়া পৌর বিএনপি-র সিনিয়র যুগ্ম আহবায়ক মো. মিজানুর রহমান, ফেরদৌস রহমান বাবুসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ৫টি দাবী সম্বলিত প্রচারপত্র বিলিতে অংশ নেন। উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মো. রুহুল আমিন দুলাল জানান, ভাগাভাগির একতরফা নির্বাচনে জনগণ যাতে ভোট দিতে কেন্দ্রে না যায় সে বিষয়ে অবহিত করে সচেতনতা সৃষ্টি করা হয়। ইতোমধ্যে তারেক রহমান অসহযোগ কর্মসূচির ঘোষণা দিয়েছেন। যে সকল র্কমসূচি আসবে তা আমরা মাঠে নেতা কর্মীদের নিয়ে বাস্তবায়ন করবো।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা জানান, সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও অবৈধ নির্বাচনী তফসিল বাতিলের দাবি ও নির্বাচনে ভোট বর্জনের আহ্বান জানিয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকেলে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান ময়মনসিংহ জেলা (উত্তর) বিএনপির সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু›র পক্ষে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে মাইজবাগ বাজার এলাকায় ওই লিফলেট বিতরণ ও মিছিল করা হয়। ময়মনসিংহ জেলা বিএনপির সদস্য আমিরুল ইসলাম ভূইয়া মনির নেতৃত্বে লিফলেট ও মিছিলে পুলিশ বাঁধা দিলে সেই বাঁধা উপেক্ষা করে লিফলেট বিতরণ ও মিছিল করে ফেলে উপস্থিত নেতাকর্মীরা। এসময় পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম জিকুকে আটক করে পুলিশ। লিফলেট বিতরণ ও মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাজেদুর রহমান বলেন, খবর পেয়ে স্পটে গিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। সেখান থেকে একজনকে আটক করা হয়েছে।
কমলনগর (লক্ষ্মীপুর) উপজেলা সংবাদদাতা জানান, কমলনগরে বিএনপি ও জাতীয় সমাজ তান্ত্রিক দল-জেএসডি’র উদ্যোগে বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে কমলনগর উপজেলার লরেন্স বাজারে সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপি›র সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজানের নেতৃত্বে এ লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেন। এসময় হাজার হাজার দলীয় নেতাকর্মী ও সমর্থকরা বিক্ষোভ করেন। এর আগে রামগতির আলেকজান্ডার বাজারে জাতীয় সমাজ তান্ত্রিক দল- জেএসডি›র সহসভাপতি ও আ.স.ম আবদুর রব পতœী তানিয়া রব বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ করেন। মিছিল থেকে ‹ডামি নির্বাচন› বর্জন এবং অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গড়তে সেøাগান দেওয়া হয়। এ সময় রামগতিতে উপস্থিত ছিলেন, জেএসডির কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফারজানা দিবা, রামগতি উপজেলা জেএসডির সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবলু, যুব পরিষদের সভাপতি মো. হান্নান হাওলাদার ও স্বেচ্ছাসেবক পরিষদের আহবায়ক আব্দুল্লাহ আল নোমান। কমলনগরে লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা বিএনপি›র আহ্বায়ক আবদুল কাদের, সদস্য সচিব নুরুল হুদা চৌধুরীসহ যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীরা।

 

 


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

জিয়ার জন্মদিন উপলক্ষে গাবতলীতে ছাত্রদলের দোয়া মাহফিল

জিয়ার জন্মদিন উপলক্ষে গাবতলীতে ছাত্রদলের দোয়া মাহফিল

যে সন্মান অর্জন করেছেন তা এইভাবে নষ্ট কইরেন না

যে সন্মান অর্জন করেছেন তা এইভাবে নষ্ট কইরেন না

নতুন ভূগর্ভস্থ নৌ ঘাঁটি উন্মোচন ইরানের

নতুন ভূগর্ভস্থ নৌ ঘাঁটি উন্মোচন ইরানের

সম্পর্ককে বাণিজ্য সহযোগিতায় রূপান্তরের জন্য আর্জেন্টিনার প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

সম্পর্ককে বাণিজ্য সহযোগিতায় রূপান্তরের জন্য আর্জেন্টিনার প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

গ্রেফতারকৃত এসকে সুরের বাসায় দুদকের অভিযান, ১৭ লাখ টাকা উদ্ধার

গ্রেফতারকৃত এসকে সুরের বাসায় দুদকের অভিযান, ১৭ লাখ টাকা উদ্ধার

চাল আমদানির সময় বাড়ল ২৭ দিন: দুইমাসে ৯,৬৬২ টন চাল আমদানি হলেও প্রভাব নেই বাজারে

চাল আমদানির সময় বাড়ল ২৭ দিন: দুইমাসে ৯,৬৬২ টন চাল আমদানি হলেও প্রভাব নেই বাজারে

সিরিয়ার আসাদ সরকারের মাদক বাণিজ্যের ভয়াবহ চিত্র প্রকাশ

সিরিয়ার আসাদ সরকারের মাদক বাণিজ্যের ভয়াবহ চিত্র প্রকাশ

হাইকোর্টে চিন্ময়ের জামিন আবেদন, শুনানি সোমবার

হাইকোর্টে চিন্ময়ের জামিন আবেদন, শুনানি সোমবার

পুলিশ লাইন্সে ফ্যানের সঙ্গে নারী কনস্টেবলের লাশ ঝুলছিল

পুলিশ লাইন্সে ফ্যানের সঙ্গে নারী কনস্টেবলের লাশ ঝুলছিল

দাউদকান্দির গৌরীপুর চররায়পুর আসমানিয়া সড়কে বড় বড় গর্ত, জনদুর্ভোগ চরমে

দাউদকান্দির গৌরীপুর চররায়পুর আসমানিয়া সড়কে বড় বড় গর্ত, জনদুর্ভোগ চরমে

লৌহজংয়ে যানবাহন চলাচলে জন্য বালিগাঁও সেতু উন্মুক্ত করা হয়েছে

লৌহজংয়ে যানবাহন চলাচলে জন্য বালিগাঁও সেতু উন্মুক্ত করা হয়েছে

নারায়ণগঞ্জে পাওয়ার প্ল্যান্টের ৩৬০ মেট্রিকটন তেল ডাকাতি, ৮ ডাকাত গ্রেপ্তার

নারায়ণগঞ্জে পাওয়ার প্ল্যান্টের ৩৬০ মেট্রিকটন তেল ডাকাতি, ৮ ডাকাত গ্রেপ্তার

ভারতের  প্রথম মহিলা  নৃবিজ্ঞানী ইরাবতী কারভে, সাহসী গবেষক ও সংস্কারক

ভারতের প্রথম মহিলা নৃবিজ্ঞানী ইরাবতী কারভে, সাহসী গবেষক ও সংস্কারক

মুজিবনগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালন

মুজিবনগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালন

ভয়ঙ্কর প্রেমের ফাঁদ!

ভয়ঙ্কর প্রেমের ফাঁদ!

মিডিয়া থেকে ইসলামফোবিয়া কবে যাবে? সারজিস আলম

মিডিয়া থেকে ইসলামফোবিয়া কবে যাবে? সারজিস আলম

যুদ্ধবিরতি স্থগিত করে গাজায় হামলা অব্যাহত রাখল ইসরাইল

যুদ্ধবিরতি স্থগিত করে গাজায় হামলা অব্যাহত রাখল ইসরাইল

দাউদকান্দিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত

দাউদকান্দিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত

টেকনাফমুখী ৪টি পণ্যবাহী জাহাজ এখনো ছাড়েনি আরাকান আর্মি

টেকনাফমুখী ৪টি পণ্যবাহী জাহাজ এখনো ছাড়েনি আরাকান আর্মি

বাঁওড়ের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

বাঁওড়ের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন ও সমাবেশ