নান্দাইলে পিস্তল উঁচিয়ে নৌকার মিছিল : জনমনে আতঙ্ক, গ্রেফতার ১
২৯ ডিসেম্বর ২০২৩, ১২:০৬ এএম | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৩, ১২:০৬ এএম
ময়মনসিংহ-৯ নান্দাইল নির্বাচনী এলাকায় এক যুবককে দুই হাতে দুটি অস্ত্র উচিয়ে নৌকার মিছিল করতে দেখা গেলে এলাকায় আতঙ্ক দেখা দেয়।
গত বুধবার সন্ধ্যায় নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের আনন্দ বাজারে নৌকার মিছিলে ঘটনাটি ঘটে। এ ঘটনায় পুলিশ মো. ওয়াহিদুজ্জামান তানভীর নামে অস্ত্রধারী ওই যুবকে গ্রেফতার করেন। তিনি উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের ধুরুয়া গ্রামের উসমান আলীর ছেলে। জানা যায়, চন্ডিপাশা ইউনিয়নের ধুরুয়া গ্রামে আনন্দ বাজারে নৌকার প্রার্থী মেজর জেনারেল (অব.) আব্দুস সালামের নির্বাচনী ক্যাম্প হয়েছে। প্রতিদিন সন্ধ্যায় এলাকার লোকজন সেখানে জড়ো হয়। গত বুধবার সন্ধ্যায় তানভীরের নেতৃত্বে একটি মিছিল নির্বাচনী ক্যাম্পে জড়ো হয়। সেখানে প্রকাশ্যে অস্ত্র উচিয়ে সেøাগান দিতে দেখা যায় তাকে। পরে মিছিল শেষে নিজেরাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও প্রকাশ করেন। এতে করে এলাকায় আতঙ্ক সৃষ্টি হলে বিষয়টি সবার নজরে আসে এবং পুলিশের দৃষ্টি গোচর হয়। পরবর্তী সময়ে ঐদিন গভীর রাতে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাসুম আহম্মেদ ভূঁইয়ার নির্দেশে নান্দাইল মডেল থানা ও ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে অস্ত্র প্রদর্শনকারী তানভীরকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। সে ময়মনসিংহ দিঘারকান্দা গ্রামের নূর নবীর পুত্র শাহ আলমের সহযোগি। গ্রেফতারকৃত যুবকের স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়ির পাশে বাঁশঝাড় থেকে দুটি আগ্নেয়াস্ত্র (পিস্তল) সাদৃশ বস্তু উদ্ধার করে পুলিশ।
চন্ডিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবউদ্দিন ভূঁইয়া বলেন, এই ছেলেটিকে আমি একদিন এক মিটিংয়ে দেখেছি। তার সঙ্গে কোনো যোগাযোগ নেই। সে আমাদের দলের পদে নেই, আর নৌকার পক্ষে মিছিল করেছে কিনা তা আমার জানা নেই।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বলেন, তানভীর অল্প বয়সেই আগ্নেয়াস্ত্র নিয়ে চলাফেরা করে। এর আগেও তার বিরুদ্ধে অস্ত্র প্রদর্শনের অভিযোগ উঠেছে।
এদিকে গতকাল দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সুমন মিয়া এক প্রেস বিফ্রিংয়ে বলেন, গ্রেফতারকৃত ওয়াহিদুজ্জামান তানভীরকে জিজ্ঞাসাবাদে ওই দিন ভোররাতে আগ্নেয়াস্ত্র (পিস্তল) সাদৃশ বস্তু দুটি তার নিজের বলে স্বীকার করে এবং মিছিলে অংশগ্রহণকারী শাহ আলম অস্ত্র দুটি তার হাতে প্রদর্শন করেছেন। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, প্রাথমিকভাবে উদ্ধারকৃত পিস্তল সাদৃশ বস্তু দুটি লাইটার। এটি আগ্নেয়াস্ত্র নয়, খেলনা পিস্তল। অস্ত্র প্রদর্শনকারী যুবক শাহ আলমকে গ্রেফতারে জোর পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যাপারে নান্দাইল মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে গাবতলীতে ছাত্রদলের দোয়া মাহফিল
‘যে সন্মান অর্জন করেছেন, তা এইভাবে নষ্ট কইরেন না’
নতুন ভূগর্ভস্থ নৌ ঘাঁটি উন্মোচন ইরানের
সম্পর্ককে বাণিজ্য সহযোগিতায় রূপান্তরের জন্য আর্জেন্টিনার প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
গ্রেফতারকৃত এসকে সুরের বাসায় দুদকের অভিযান, ১৭ লাখ টাকা উদ্ধার
চাল আমদানির সময় বাড়ল ২৭ দিন: দুইমাসে ৯,৬৬২ টন চাল আমদানি হলেও প্রভাব নেই বাজারে
সিরিয়ার আসাদ সরকারের মাদক বাণিজ্যের ভয়াবহ চিত্র প্রকাশ
হাইকোর্টে চিন্ময়ের জামিন আবেদন, শুনানি সোমবার
পুলিশ লাইন্সে ফ্যানের সঙ্গে নারী কনস্টেবলের লাশ ঝুলছিল
দাউদকান্দির গৌরীপুর চররায়পুর আসমানিয়া সড়কে বড় বড় গর্ত, জনদুর্ভোগ চরমে
লৌহজংয়ে যানবাহন চলাচলে জন্য বালিগাঁও সেতু উন্মুক্ত করা হয়েছে
নারায়ণগঞ্জে পাওয়ার প্ল্যান্টের ৩৬০ মেট্রিকটন তেল ডাকাতি, ৮ ডাকাত গ্রেপ্তার
ভারতের প্রথম মহিলা নৃবিজ্ঞানী ইরাবতী কারভে, সাহসী গবেষক ও সংস্কারক
মুজিবনগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালন
ভয়ঙ্কর প্রেমের ফাঁদ!
মিডিয়া থেকে ইসলামফোবিয়া কবে যাবে? সারজিস আলম
যুদ্ধবিরতি স্থগিত করে গাজায় হামলা অব্যাহত রাখল ইসরাইল
দাউদকান্দিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত
টেকনাফমুখী ৪টি পণ্যবাহী জাহাজ এখনো ছাড়েনি আরাকান আর্মি
বাঁওড়ের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন ও সমাবেশ