মোটাদাগে আচরণবিধি লঙ্ঘন ও সহিংসতা খুব বেশি না : সিইসি
২৯ ডিসেম্বর ২০২৩, ১২:১৮ এএম | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৩, ১২:১৮ এএম
ভোট দিতে না চাইলে, তাকে বাধ্য করা আচরণবিধির লঙ্ঘন : মানবাধিকার চেয়ারম্যান
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, মোটাদাগে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও সহিংসতার খুব বেশি ঘটনা ঘটেছে বলে মনে করেন না। আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে খুব বেশি অভিযোগও নির্বাচন কমিশন পায়নি বলেন তিনি। তবে কিছু কিছু ক্ষেত্রে সহিংসতা, ধাওয়া–পাল্টা ধাওয়া, পোস্টার ছেঁড়ার মতো ঘটনা ঘটেছে।
গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সিইসি। এর আগে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে জাতীয় মানবাধিকার কমিশন। সরকারি দলের প্রত্যেক প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করছেন, সহিংসতা হচ্ছে, ইসি কেন আচরণবিধি মানাতে পারছে না, এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, এটা আমি স্বীকার করি না। নির্বাচনী মাঠে আমরা অনেক জায়গায় (এক্সটেনসিভলি) ঘুরে বেড়িয়েছি। আমরা প্রার্থীদের সঙ্গে সভা করেছি। প্রশাসনের সঙ্গে সভা করেছি। তাদের কাছ থেকে খুব বেশি অভিযোগ আমরা পাইনি। কিছু কিছু ক্ষেত্রে সহিংসতা, কিছু কিছু ক্ষেত্রে ধাওয়া-পাল্টা ধাওয়া, পোস্টার ছেঁড়া হয়েছে। কিন্তু মোটাদাগে খুব বেশি ঘটনা ঘটেছে বলে মনে হয় না। তবে সহিংসতা একেবারে হয়নি সে কথা বলছি না। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কথা বলেছেন উল্লেখ করে সিইসি বলেন, নির্বাচনে ভোটাররা আসবেন, এটি অবাধ হতে হবে। প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলে তাতে মৌলিক মানবাধিকার অবশ্যই বিঘিœত হবে। সেই লক্ষ্যে মানবাধিকার কমিশন ও ইসি যৌথভাবে কাজ করে যাওয়ার বিষয়ে সহমত পোষণ করেছে। তিনি বলেন, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মনে করেন রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থা কম। রাজনৈতিক দলের মধ্যে পারস্পরিক আস্থা থাকা দরকার।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান গণমাধ্যমের ভূমিকার কথাও বলেছেন উল্লেখ করে সিইসি বলেন, গণমাধ্যমের ভূমিকাটাও বস্তুনিষ্ঠ হওয়া প্রয়োজন। অনেক সময় গণমাধ্যম ঠিক তার যে অংশটুকু প্রয়োজন ওইটুকু কেটে নিয়ে আগে এবং পিছে বাদ দিয়ে মানুষকে বিভ্রান্ত করে। এটাও সকল সময় না মাঝে মাঝে এটা করে মানুষকে বিভ্রান্ত করে। বৈঠক শেষে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, ভোট দেওয়া এবং ভোটে অংশগ্রহণ করা একটি অধিকার। তেমনি ভোট না দেওয়া এবং ভোটে অংশগ্রহণ না করাও একটা অধিকার। তবে ভোটে বাধা দেওয়ার অধিকার কারও নেই। এটি আইনের বরখেলাপ, মানবাধিকার লঙ্ঘন। আবার কেউ যদি ভোট দিতে না চায়, তাকে বাধ্য করাও আচরণবিধির লঙ্ঘন। সাংবিধানিকভাবে ভোটাধিকার প্রয়োগ প্রত্যেকের একটি অধিকার বলেন কামাল উদ্দিন। সেই অধিকারটি যাতে সঠিকভাবে প্রয়োগ করা যায় এবং দেশে জাতীয় একটি সুন্দর নির্বাচন সম্পন্ন হয়, সে বিষয়ে আলোচনার জন্য তাঁরা এসেছিলেন বলে জানান।
কামাল উদ্দিন আহমেদ বলেন, নির্বাচনের সময়ে অনেক সময় অনেক ধরনের উত্তেজনা সৃষ্টি করা হয়। বিশেষ করে যাঁরা সংখ্যালঘু, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্য অথবা পঙ্গু বা অন্যান্য প্রতিবন্ধী ব্যক্তি, তাঁদের ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা সৃষ্টি হয়। সেগুলো যাতে না হয় এবং প্রত্যেক প্রার্থী ও ভোটাররা যাতে নিজের ভোট নিজে দিতে পারেন, সে বিষয়টি নিশ্চিত করার কথা তাঁরা বলেছেন। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে যথাযথ ভূমিকা পালন করে, সে বিষয়টি ইসিকে স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি বলেন, আমরা জাতীয় নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে রয়েছি। আগামী কয়েকদিনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সাংবিধানিকভাবে ভোটাধিকার প্রয়োগ প্রত্যেকের অধিকার। নির্বাচন করা এবং নির্বাচিত হওয়া দেশের নাগরিকের অধিকার। সেই অধিকারটি যাতে সঠিকভাবে প্রয়োগ করা যায় এবং একটি সুন্দর নির্বাচন সম্পন্ন হয় সে বিষয়ে আলোচনার জন্য আমরা আজকে এসেছিলাম। প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য নির্বাচন কমিশনারের সাথে আমাদের সুন্দর মতবিনিময় হয়েছে। সেখানে আমরা মূলত নির্বাচন পূর্বকালীন সময়ের আচরণ এবং কার্যক্রম, নির্বাচন সময়কার আচরণ এবং নির্বাচন পরবর্তীকালের আচরণের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বছরের প্রথম ম্যাচেই মেসির গোল
জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে গাবতলীতে ছাত্রদলের দোয়া মাহফিল
‘যে সন্মান অর্জন করেছেন, তা এইভাবে নষ্ট কইরেন না’
নতুন ভূগর্ভস্থ নৌ ঘাঁটি উন্মোচন ইরানের
সম্পর্ককে বাণিজ্য সহযোগিতায় রূপান্তরের জন্য আর্জেন্টিনার প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
গ্রেফতারকৃত এসকে সুরের বাসায় দুদকের অভিযান, ১৭ লাখ টাকা উদ্ধার
চাল আমদানির সময় বাড়ল ২৭ দিন: দুইমাসে ৯,৬৬২ টন চাল আমদানি হলেও প্রভাব নেই বাজারে
সিরিয়ার আসাদ সরকারের মাদক বাণিজ্যের ভয়াবহ চিত্র প্রকাশ
হাইকোর্টে চিন্ময়ের জামিন আবেদন, শুনানি সোমবার
পুলিশ লাইন্সে ফ্যানের সঙ্গে নারী কনস্টেবলের লাশ ঝুলছিল
দাউদকান্দির গৌরীপুর চররায়পুর আসমানিয়া সড়কে বড় বড় গর্ত, জনদুর্ভোগ চরমে
লৌহজংয়ে যানবাহন চলাচলে জন্য বালিগাঁও সেতু উন্মুক্ত করা হয়েছে
নারায়ণগঞ্জে পাওয়ার প্ল্যান্টের ৩৬০ মেট্রিকটন তেল ডাকাতি, ৮ ডাকাত গ্রেপ্তার
ভারতের প্রথম মহিলা নৃবিজ্ঞানী ইরাবতী কারভে, সাহসী গবেষক ও সংস্কারক
মুজিবনগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালন
ভয়ঙ্কর প্রেমের ফাঁদ!
মিডিয়া থেকে ইসলামফোবিয়া কবে যাবে? সারজিস আলম
যুদ্ধবিরতি স্থগিত করে গাজায় হামলা অব্যাহত রাখল ইসরাইল
দাউদকান্দিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত
টেকনাফমুখী ৪টি পণ্যবাহী জাহাজ এখনো ছাড়েনি আরাকান আর্মি