একতরফা নির্বাচনকে না বলুন : নজরুল ইসলাম খান
২৯ ডিসেম্বর ২০২৩, ১২:১৮ এএম | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৩, ১২:১৮ এএম
দেশে গণতন্ত্রের নামে প্রহসন চলছে, নির্বাচনী খেলা চলছে, ‘আমরা আর ডামিরা’ নির্বাচন চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, এই নির্বাচনে জনগণের মতপ্রকাশের কোনো সুযোগ নেই, এই নির্বাচনে কোনো বিরোধীদল অংশগ্রহন করছে না। কাজেই এই নির্বাচন জনমতের কোনো প্রতিফলন হবে না। যেহেতু সরকার বিরোধী কোনো প্রার্থী এই নির্বাচনে নেই সেহেতু নির্বাচনে ভোট দেয়ার কোনো গুরুত্ব নেই, কোনো সুযোগ নেই। সেজন্য দেশের জনগণ তার গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্যই এই নির্বাচন বর্জন করবে। আপনারা (দেশবাসী) তাদেরকে ‘না’ বলুন, আপনারা তাদের বিরুদ্ধে অবস্থান নিন এবং এই নির্বাচনী খেলা ব্যর্থ করে দিন।
গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নেতা-কর্মীদের নিয়ে ভোট বর্জনের আহ্বান সম্বলিত লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।
দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানাই যে, আপনার পছন্দের প্রার্থী বাছাইয়ের সুযোগ যেহেতু এই নির্বাচনে নেই, অতএব এই নির্বাচন বর্জন করুন। এই নির্বাচন একটা অবৈধ সরকার, একটা দুর্নীতিবাজ দেশের অর্থ সম্পদ লুটকারী এবং দেশের মানুষের অধিকার হরণকারী একটা সরকারের মেয়াদ বৃদ্ধির অপচেষ্টা মাত্র। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার যে লড়াই সেই লড়াইয়ে আপনারা শামীল হোন এবং একটা নির্দলীয় সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যে লড়াই সেই লড়াইকে বিজয় করুন। আসুন গণতন্ত্রের লড়াইকে বিজয়ী করে আমরা এমন এক বাংলাদেশ প্রতিষ্ঠা করি যে বাংলাদেশ হবে আমাদের বাংলাদেশ, জনগণের বাংলাদেশ।
আওয়ামী লীগ ঘোষিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহারের সমালোচনা করে তিনি বলেন, নির্বাচনের নামে যে খেলা আমরা দেখছি সেই খেলার অংশ হিসেবে বুধবার ক্ষমতাসীন রাজনৈতিক দল একটা ইশতেহার ঘোষণা করেছে। এতে অনেক বড় বড় কথা আছে। কিন্তু বুধবারই বাংলাদেশের এই ঢাকা মহানগর ছিলো বায়ু দুষণে সারা দুনিয়াতে শীর্ষে। তারা বলে যে, দেশ উন্নয়নের রোল মডেল হয়েছে। কি উন্নয়ন হলো তাহলে এতো বছরে যে, আমরা ঢাকা শহরকে বায়ু দুষণে বিশ্বের শীর্ষ করেছি। আমরা এই বাংলাদেশের জনগনের লক্ষ-হাজার-কোটি টাকা লুট হতে দেখলাম, আমরা জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ হতে দেখলাম, বিনা ভোটে এমপি হতে দেখলাম, রাতের ভোটে সরকার গঠন দেখলাম, এসব কি কোনো কিছু রোল মডেল কারো জন্য?
নজরুল ইসলাম খান বলেন, হ্যাঁ যারা গণতন্ত্র মানে না, যাদের কাছে ক্ষমতাই মুখ্য, যাদের কাছে লুটপাটই পেশা, তাদের কাছে এটা মডেল। কিন্তু বাংলাদেশের জনগণ এটাকে মডেল মনে করে না। বাংলাদেশের জনগণ মুক্তিযুদ্ধের চেতনায় উদ্দিপ্ত হয়ে সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ, সত্যিকারের সমৃদ্ধ বাংলাদেশ, সকলের জন্য উন্নয়নের বাংলাদেশের স্বপ্ন দেখে। আমরা সেই স্বপ্ন পুরণের লড়াইয়ে আছিৃ ইনশাল্লাহ এই লড়াইয়ে আমরাই বিজয়ী হবো, বাংলাদেশের জনগণ বিজয় হবে।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য পথচারীসহ যানবাহনের চালক ও যাত্রীদের লিফলেট তুলে দেন। এ সময়ে বিএনপির কেন্দ্রীয় নেতা জয়নাল আবেদীন, মোস্তাফিজুর রহমান বাবুল, তাইফুল ইসলাম টিপুসহ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুকের নেতৃত্বে মৎস্যজীবী দল, কাফরুল ও উত্তরা এলাকায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, নিউ মার্কেটের কাছে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম ও গোপীবাগ রেলগেইটে মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ইশরাক হোসেনের নেতৃত্বে নেতা-কর্মীরা লিফলেট বিতরণ করে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বছরের প্রথম ম্যাচেই মেসির গোল
জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে গাবতলীতে ছাত্রদলের দোয়া মাহফিল
‘যে সন্মান অর্জন করেছেন, তা এইভাবে নষ্ট কইরেন না’
নতুন ভূগর্ভস্থ নৌ ঘাঁটি উন্মোচন ইরানের
সম্পর্ককে বাণিজ্য সহযোগিতায় রূপান্তরের জন্য আর্জেন্টিনার প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
গ্রেফতারকৃত এসকে সুরের বাসায় দুদকের অভিযান, ১৭ লাখ টাকা উদ্ধার
চাল আমদানির সময় বাড়ল ২৭ দিন: দুইমাসে ৯,৬৬২ টন চাল আমদানি হলেও প্রভাব নেই বাজারে
সিরিয়ার আসাদ সরকারের মাদক বাণিজ্যের ভয়াবহ চিত্র প্রকাশ
হাইকোর্টে চিন্ময়ের জামিন আবেদন, শুনানি সোমবার
পুলিশ লাইন্সে ফ্যানের সঙ্গে নারী কনস্টেবলের লাশ ঝুলছিল
দাউদকান্দির গৌরীপুর চররায়পুর আসমানিয়া সড়কে বড় বড় গর্ত, জনদুর্ভোগ চরমে
লৌহজংয়ে যানবাহন চলাচলে জন্য বালিগাঁও সেতু উন্মুক্ত করা হয়েছে
নারায়ণগঞ্জে পাওয়ার প্ল্যান্টের ৩৬০ মেট্রিকটন তেল ডাকাতি, ৮ ডাকাত গ্রেপ্তার
ভারতের প্রথম মহিলা নৃবিজ্ঞানী ইরাবতী কারভে, সাহসী গবেষক ও সংস্কারক
মুজিবনগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালন
ভয়ঙ্কর প্রেমের ফাঁদ!
মিডিয়া থেকে ইসলামফোবিয়া কবে যাবে? সারজিস আলম
যুদ্ধবিরতি স্থগিত করে গাজায় হামলা অব্যাহত রাখল ইসরাইল
দাউদকান্দিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত
টেকনাফমুখী ৪টি পণ্যবাহী জাহাজ এখনো ছাড়েনি আরাকান আর্মি