ঢাকা   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৫ আশ্বিন ১৪৩১
চট্টগ্রামে ১৬টি আসনে ৭২ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

নির্বাচনে সহিংসতার শঙ্কা

Daily Inqilab রফিকুল ইসলাম সেলিম

০৫ জানুয়ারি ২০২৪, ১২:১২ এএম | আপডেট: ০৫ জানুয়ারি ২০২৪, ১২:১২ এএম

বিএনপি, জামায়াতসহ অধিকাংশ রাজনৈতিক দলের বর্জনের মধ্যে একতরফা নির্বাচনেও চট্টগ্রামে সংঘাত সহিংসতার আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে নৌকার বিরুদ্ধে শক্ত স্বতন্ত্র প্রার্থী থাকা আসনগুলোতে ভোটের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা রয়েছে বেশি। এসব আসনে ভোটের প্রচার শুরুর পর থেকেই সহিংসতার ঘটনা ঘটে আসছে। নির্বাচন কমিশনের তরফে, ১৬টি সংসদীয় আসনের দুই হাজার ২৩টি ভোটকেন্দ্রের মধ্যে এক হাজার ৪৬৩টিকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। শতাংশের হিসেবে যা ৭২ শতাংশের বেশি। যদিও ঝুঁকিপূর্ণের বদলে গুরুত্বপূর্ণ কেন্দ্র বলছে নির্বাচন কমিশন। জেলায় ১০১৩টি কেন্দ্র এবং নগরীতে ৪৫০টি কেন্দ্র গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। এসব কেন্দ্রের নাম ও তালিকা নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। সে হিসেবে প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা।

দক্ষিণ চট্টগ্রামের পটিয়া আসনে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘাত সহিংসতার অব্যাহত আছে। নৌকার মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বর্তমান সংসদ সদস্য ও হুইপ সামশুল হক চৌধুরী। তার অভিযোগ, নৌকার প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরীর সমর্থকেরা প্রতিনিয়তই তার প্রচার কর্মকাÐে হামলা করছে। তিনি নিজেই একাধিকবার আক্রান্ত হয়েছেন। তার প্রচারবহরে নৌকার সমর্থকদের হামলায় তার বোন ও ভাইও আহত হয়েছেন। এ পর্যন্ত ২২ বারের অধিক তার প্রচারে হামলা করেছেন নৌকার সমর্থকেরা। ভোটের দিন এ আসনে সংঘাত সহিংসতা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এর ফলে ভোটার উপস্থিতি স্বাভাবিকের চেয়ে কম হবে বলেও ধারণা করছেন স্থানীয়রা।

সাতকানিয়া-লোহাগাড়া আসনেও মুখোমুখি নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা। সর্বশেষ গতকালও লোহাগাড়ায় স্বতন্ত্র প্রার্থী আবদুল মোতালেবের নির্বাচনী ক্যাম্পে আগুন দেয়া হয়েছে। এজন্য নৌকার প্রার্থী আবু রেজা নদভীর সমর্থকদের দায়ী করা হচ্ছে। ভোটের প্রচার শুরু হওয়ার পর থেকে এ আসনে উভয় পক্ষের পাল্টাপাল্টি গুলিবর্ষণ, প্রচার মিছিলে হামলার ঘটনাও ঘটেছে একাধিকবার। একইচিত্র বাঁশখালী আসনেও। নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমান ও স্বতন্ত্র জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুজিবুর রহমানের সমর্থকদের মধ্যে একাধিকবার সহিংস ঘটনা ঘটেছে। নৌকার সমর্থক চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী ভোটের দিন স্বতন্ত্র প্রার্থী মুজিবুরের কোন এজেন্টকে কেন্দ্রে ঢুকতে না দেওয়ার হুমকি দিয়ে রেখেছেন। চন্দনাইশ আসনেও স্বতন্ত্র প্রার্থী আবদুল জব্বার ও নৌকার নজরুল ইসলাম চৌধুরীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে।

মহানগরীর বন্দর-পতেঙ্গা আসন এবং হালিশহর-ডবলমুরিং আসনেও মুখোমুখি নৌকা বনাম স্বতন্ত্র প্রার্থীরা। মীরসরাই আসনে স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিনের অভিযোগ, নৌকার সমর্থকরা তার সমর্থকদের উপর প্রতিনিয়ত হামলা করছে। নৌকার প্রার্থী মাহবুব রহমান রুহেল অভিযোগ অস্বীকার করে নৌকার সমর্থকদের উপর স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হামলার পাল্টা অভিযোগ করেছেন। ফটিকছড়িতেও আওয়ামী লীগের নৌকার প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনির বিরুদ্ধে শক্ত প্রতিদ্ব›িদ্বতা গড়ে তুলেছেন সাবেক উপজেলা চেয়ারম্যান হুসাইন মো. আবু তৈয়ব। সেখানেও দুই পক্ষ মুখোমুখি। তবে হাটহাজারী, রাঙ্গুনিয়া, রাউজান, আনোয়ারা, বোয়ালখালী-চান্দগাঁও এবং নগরীর কোতোয়ালী আসনে নৌকার প্রার্থীদের বিরুদ্ধে দলীয় স্বতন্ত্র কিংবা শক্ত কোন প্রতিদ্ব›িদ্ব না থাকায় একতরফা ভোটের প্রচার চলছে। এসব এলাকায় পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক রয়েছে।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন, ভোটের আগে কিংবা ভোটের দিন সহিংস ঘটনা ঘটলে ভোটার উপস্থিতিতে তার প্রভাব পড়তে পারে। আর এ কারণে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোকে ঘিরে নজরদারি বাড়ানো হয়েছে।
জানা গেছে, এমনিতেই একতরফা ভোটে সাধারণ ভোটারদের তেমন আগ্রহ নেই। বিএনপি, জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলের নেতাকর্মীরাও ভোট বর্জন করে চলেছেন। সাধারণ মানুষকেও প্রহনের এ নির্বাচন বর্জনের আহŸান জানানো হচ্ছে। মহানগর এবং জেলার প্রত্যন্ত অঞ্চলে বিএনপির নেতাকর্মীরা গণসংযোগ ও লিফলেট বিতরণ করছে। এর ফলে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলোর কর্মী, সমর্থকসহ ভোটারদের বিশাল অংশ ভোটকেন্দ্রমুখী হবেন না এটা প্রায় নিশ্চিত। এর মধ্যে যেসব আসনে নিয়মিত সংঘাত সহিংসতার ঘটনা ঘটছে সেসব আসনে ভোটারের উপস্থিতি কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

পরিপত্র অনুসারে, চট্টগ্রাম জেলার সাধারণ ভোট কেন্দ্রগুলোতে দুইজন করে অস্ত্রধারী পুলিশ ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে তিন জন করে অস্ত্রধারী পুলিশ থাকবেন। এছাড়া প্রতিটি কেন্দ্রে ১০ জন আনসার-ভিডিপি সদস্য, এক অথবা দুইজন করে গ্রাম পুলিশ সদস্য থাকবেন। নগরীর সাধারণ ভোটকেন্দ্রগুলোতে তিন জন করে এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে চারজন করে অস্ত্রধারী পুলিশ মোতায়েন থাকবেন। এসব কেন্দ্রেও ১০ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন থাকবেন। অন্যদিকে, নগরী ও জেলায় পুলিশের মোবাইল টহল টিম এবং স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করবে। পাশাপাশি ৬ ও ৭ জানুয়ারি অতিরিক্ত মোবাইল স্ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে। এছাড়া বিজিবি ও আনসারের দল দায়িত্ব পালন করবে। চট্টগ্রামের ১৬টি আসনে এখন ভোটার সংখ্যা ৬৫ লাখ ৭৬ হাজার ৯২৫ জন। এর আগে একাদশ সংসদ নির্বাচনে এই সংখ্যা ছিল ৫৬ লাখ ৩৭ হাজার ৪৬১ জন। এবার ভোটার বেড়েছে ৯ লাখ ৩৯ হাজার ৪৬৪ জন।

 


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

গাজীপুরে ছুটির দিনেও ২৫ শতাংশ কারখানা খোলা ছিল

গাজীপুরে ছুটির দিনেও ২৫ শতাংশ কারখানা খোলা ছিল

ছাত্র-জনতার অভ্যুত্থানের বীরত্বগাথা জাতিসংঘে তুলে ধরবেন প্রধান উপদেষ্টা

ছাত্র-জনতার অভ্যুত্থানের বীরত্বগাথা জাতিসংঘে তুলে ধরবেন প্রধান উপদেষ্টা

তিন জেলাসহ সাত বিভাগের ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ

তিন জেলাসহ সাত বিভাগের ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ

তিন পার্বত্য জেলার পরিস্থিতি নিয়ে আইএসপিআর এর বিবৃতি

তিন পার্বত্য জেলার পরিস্থিতি নিয়ে আইএসপিআর এর বিবৃতি

দুই দিনেই পরাজয়ের ধ্বনি শুনছে বাংলাদেশ

দুই দিনেই পরাজয়ের ধ্বনি শুনছে বাংলাদেশ

ছাত্রআন্দোলনে শহীদ ছাত্রদলনেতা ওয়াসিমের কবর জিয়ারতে কেন্দ্রীয় নেতারা

ছাত্রআন্দোলনে শহীদ ছাত্রদলনেতা ওয়াসিমের কবর জিয়ারতে কেন্দ্রীয় নেতারা

অনেক সচিবসহ কর্মকর্তারা নাশকতা করার চেষ্টা করছে:রিজভী

অনেক সচিবসহ কর্মকর্তারা নাশকতা করার চেষ্টা করছে:রিজভী

রাজধানীতে ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

আইন-শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে ফিরে আসছে: উপদেষ্টা নাহিদ

আইন-শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে ফিরে আসছে: উপদেষ্টা নাহিদ

কমলা হ্যারিস জিতলে বিনিয়োগ তুলে নেয়ার হুমকি প্রস্তুতি নিচ্ছেন ওয়ারেন বাফেটও: ইলন মাস্ক

কমলা হ্যারিস জিতলে বিনিয়োগ তুলে নেয়ার হুমকি প্রস্তুতি নিচ্ছেন ওয়ারেন বাফেটও: ইলন মাস্ক

বান্দরবানের রুমায় অস্ত্র গোলাবারুদ জ্যামার উদ্ধার

বান্দরবানের রুমায় অস্ত্র গোলাবারুদ জ্যামার উদ্ধার

প্রথমবারের মতো ছুটির দিনেও চলছে মেট্রো

প্রথমবারের মতো ছুটির দিনেও চলছে মেট্রো

বিচারবহির্ভূত হত্যাকান্ড বন্ধ ও বিচারের দাবীতে খুলনায় মানববন্ধন

বিচারবহির্ভূত হত্যাকান্ড বন্ধ ও বিচারের দাবীতে খুলনায় মানববন্ধন

শেখ হাসিনার দলবলকে আগলে রেখেছে বর্তমান প্রশাসন: সেলিমা রহমান

শেখ হাসিনার দলবলকে আগলে রেখেছে বর্তমান প্রশাসন: সেলিমা রহমান

রাজনীতি নিষিদ্ধের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

রাজনীতি নিষিদ্ধের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩০০ জনে

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩০০ জনে

অনতিবিলম্বে ভিসি নিয়োগ না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী ইবি শিক্ষার্থীদের

অনতিবিলম্বে ভিসি নিয়োগ না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী ইবি শিক্ষার্থীদের

৩শ' আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জামায়াত: অধ্যাপক মুজিবুর রহমান

৩শ' আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জামায়াত: অধ্যাপক মুজিবুর রহমান

বরিশালে রাইজিং স্কলার অ্যাওয়ার্ড ২০২৪ অনুষ্ঠিত

বরিশালে রাইজিং স্কলার অ্যাওয়ার্ড ২০২৪ অনুষ্ঠিত

ঈশ্বরদীতে সাপের কামড়ে ১ ব্যাক্তির মৃত্যু

ঈশ্বরদীতে সাপের কামড়ে ১ ব্যাক্তির মৃত্যু