নির্বাচনের আগে শেষ কর্মদিবসেও আদালত বর্জন করলেন আইনজীবীরা

Daily Inqilab স্টাফ রিপোর্টার

০৫ জানুয়ারি ২০২৪, ১২:১৩ এএম | আপডেট: ০৫ জানুয়ারি ২০২৪, ১২:১৩ এএম

গণতন্ত্র ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা এবং বিচারের নামে অবিচার বন্ধের দাবিতে বিএনপি, জামায়াত ও সরকারবিরোধী আইনজীবীরা আদালত বর্জন করেছেন গতকালও। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, ঢাকা আইনজীবী সমিতিসহ দেশের জেলা আইনজীবী সমিতিতে কর্মসূচি পালিত হয়। সুপ্রিমকোর্ট বারে তৃতীয় দিনের মতো আদালত বর্জন কর্মসূচি পালিত হয়। ঢাকা বার সহ অন্যান্য জেলা বারগুলোতে বর্জন কর্মসূচি পালিত হয়েছে ৪র্থ দিনের মতো।

গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে কয়েক শ’ আইনজীবী অবস্থান নিয়ে আদালত বর্জন কর্মসূচি পালন করেন। এছাড়াও আইনজীবীদের মাঝে তারা আদালত বর্জনের লিফলেট বিতরণ করেন এবং সরকারবিরোধী বিভিন্ন শ্লোগান দেন।

বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও শ্রম আদালতে দÐিত নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের ছবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে, বসে অবস্থান করে, বিক্ষোভ মিছিল ও সমাবেশের মধ্য দিয়ে আইনজীবীরা পালন করেন বর্জন কর্মসূচি। তবে আদালত বর্জন কর্মসূচি চলাকালে গতকাল ঢাকা বারে প্রথম দিনের মতো নির্বাচন বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করে চরমোনাই পন্থি আইনজীবীদের সংগঠন ‘ইসলামী আইনজীবী পরিষদ’।

এর আগে গত ২৭ ডিসেম্বর আদালত বর্জনর কর্মসূচি ঘোষণা করে বিএনপিপন্থি আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। ১ থেকে ৭ জানুয়ারি আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগসহ সারাদেশে আদালত বর্জনের ঘোষণা দেন তারা। পরে ৩১ ডিসেম্বর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে এক সংবাদ সম্মেলনে একই কর্মসূচির ঘোষণা দেয় জামায়াতে ইসলামী সমর্থিত আইনজীবীদের সংগঠন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল।

এসব দাবিতে বিএনপি ঐক্যফ্রন্টভুক্ত অ্যাডহক কমিটি প্রধান বিচারপতির কাছে আদালত বর্জনের চিঠি দেন। নির্বাচনের আগে শেষ কর্মদিবসে গতকাল আদালত বর্জন কর্মসূচি পালন করেন সরকারবিরোধী সকল আইনজীবী সংগঠন।

সকাল থেকে আদালতের কার্যক্রমে অংশ না নিয়ে বিকেল ৪টা পর্যন্ত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে কয়েকশ’ বিএনপিপন্থী ও সরকার বিরোধী আইনজীবীরা অবস্থান নিয়ে নির্বাচন বাতিলের দাবিতে এবং সরকার বিরোধী বিভিন্ন শ্লোগান দেন। তারা আদালতের কার্যক্রমে অংশ না নিতে সাধারণ আইনজীবীদের মধ্যে লিফলেটও বিতরণ করেন।

সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে আদালত বর্জন কর্মসূচিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদীন, বিএনপির আইন সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, সুপ্রিম কোর্ট বারের এডহক কমিটির আহŸায়ক অ্যাডভোকেট মহসিন রশিদ, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ, বিএনপি’র যুগ্ম-মহাসচিব ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার রূহুল কুদ্দুস কাজল, হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী, সুপ্রিম কোর্ট আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি আবদুল জব্বার ভূইয়া, সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, ইউনাইটেড লইয়ার্ ফ্রন্টের (ইউএলএফ)র কো-চেয়ারম্যান অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সমন্বয়ক সৈয়দ মামুন মাহবুব, সুপ্রিম কোর্ট ইউনিটের সমন্বয়ক মোহাম্মদ আলী, অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ চৌধুরী আলালসহ কয়েক শ’ আইনজীবী অংশ নেন।

আদালত বর্জন কর্মসূচিতে অংশ নিয়ে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, আমরা মনে করছি দেশের বিচার বিভাগের প্রতি আঘাত আসছে। বিচার বিভাগ আমাদের প্রাণ। এখানে যদি আঘাত আসে এবং বিচার বিভাগ যদি দুর্বল হয়, তাহলে আমরা ও দুরবল হয়ে যাব। বিচার বিভাগ শক্তিশালী হলে ২৮ অক্টোবর বিএনপির শন্তিপূর্ণ সমাবেশে হামলা হত না। বিচার বিভাগ শক্তিশালী থাকলে গণতন্ত্রের এ অবস্থা হতো না। আওয়ামী লীগ জগাখিচুড়ির একটি নির্বাচন করছে। সংবিধান বহির্ভূত ও আইন বহির্ভূত। এই নির্বাচন হতো না। দেশে অনির্বাচিত সরকার থাকতো না। আমরা বিচার বিভাগকে শক্তিশালী করতে চাই। বিচার বিভাগকে শক্তিশালী করার জন্যই আমাদের আজকের এই আন্দোলন। বিচার বিভাগ শাক্তিশালী হলেই দেশের গণতন্ত্র শক্তিশালী হবে। দুর্নীতি বন্ধ হবে।

এদিকে চতুর্থ দিনের মতো আদালত বর্জন কর্মসূচি পালন করেছেন ঢাকা বারের সরকারবিরোধী আইনজীবী সংগঠনগুলো। এ সময় তারা বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং ড. মুহাম্মদ ইউনূসের ছবি সম্বলিত প্ল্যাকার্ড বহন করেন। বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন।

সরকারের পদত্যাগ, গণতন্ত্র, আইনের পুনঃপ্রতিষ্ঠা এবং বিচারের নামে অবিচার বন্ধের দাবিতে বিএনপির চলমান অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে এ কর্মসূচি পালন করেন তারা।
আদালত বর্জনের পাশাপাশি বিক্ষোভ মিছিল বের করেন আইনজীবীরা। মিছিলটি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ও মহানগর দায়রা জজ আদালত প্রদক্ষিণ করে ঢাকা আইনজীবী সমিতির সামনে গিয়ে শেষ হয়। এসময় তারা ‘ডামি নির্বাচন’ বন্ধের দাবিতে নানান শ্লোগান দেন আইনজীবীরা।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, ঢাকা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহসীন মিয়া, ইকবাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ মিয়া আলম, মোসলেহ উদ্দিন জসিম, ওমর ফারুক ফারুকী, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল’র নেতা অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন, আব্দুর রাজ্জাক প্রমুখ।

এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বন্ধ ও জাতীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলনপন্থি (চরমোনাই) আইনজীবীদের সংগঠন ইসলামী আইনজীবী পরিষদ।
গতকাল বেলা আড়াইটার দিকে ঢাকার নিম্ন আদালত এলাকায় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন সংগঠনটির আইনজীবীরা।

ঢাকা আইনজীবী সমিতির সামনে থেকে মিছিলটি শুরু হয়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে গেলে পুলিশ সড়কে নামার মূল ফটক বন্ধ করে দেয়। এরপর মিছিলটি ঢাকা মহানগর ও জেলা দায়রা জজ আদালত প্রদক্ষিণ করে আইনজীবী সমিতির সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে ইসলামী আইনজীবী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ হানিফ মিয়া বলেন, মীরজাফরকে সবাই ঘৃণা করে। কারো পুত্র সন্তান হলে তার নাম মীরজাফর রাখা হয় না। পক্ষান্তরে নবাব সিরাজউদ্দৌলাকে আজও সবাই স্মরণ করে। আজ আপনি (প্রধানমন্ত্রী) যেভাবে বাংলার মানুষকে প্রত্যাখ্যান করে নির্বাচন করছেন তাতে একদিন বাংলার মানুষও আপনাকে শাদ্দাদ, নমরূদ, হিটলারের মতো প্রত্যাখ্যান করবে। বাংলার মানুষ আপনাকে কেউ মনে রাখবে না।

ইসলামী আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ হানিফ মিয়া, অ্যাডভোকেট মোশিউর রহমান, অ্যাডভোকেট শওকত আলী, অ্যাডভোকেট মিলন প্রমুখ বক্তৃতা করেন।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

রামু বিএনপির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

রামু বিএনপির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যা, তিন পুলিশ সদস্য কারাগারে

ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যা, তিন পুলিশ সদস্য কারাগারে

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সমর্থন করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সমর্থন করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র

আন্দোলনে আহতের দেখতে ঢাকা পঙ্গু ও চক্ষু হাসপাতালে এমপি কায়কোবাদ

আন্দোলনে আহতের দেখতে ঢাকা পঙ্গু ও চক্ষু হাসপাতালে এমপি কায়কোবাদ

চাঁদপুর মেঘনায় মাটিবহনকারী দুটি বাল্কহেডসহ আটক ৯

চাঁদপুর মেঘনায় মাটিবহনকারী দুটি বাল্কহেডসহ আটক ৯

রামগঞ্জে নিখোঁজের চার দিন পর খাল থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

রামগঞ্জে নিখোঁজের চার দিন পর খাল থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

২০২৪ সালে বিলিয়নিয়ারদের সম্পদ তিনগুণ বৃদ্ধি,অক্সফামের চাঞ্চল্যকর তথ্য

২০২৪ সালে বিলিয়নিয়ারদের সম্পদ তিনগুণ বৃদ্ধি,অক্সফামের চাঞ্চল্যকর তথ্য

দিল্লি ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয় হয়ে উঠেছে: রিজভী

দিল্লি ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয় হয়ে উঠেছে: রিজভী

ভোটের অধিকার রক্ষায় জনপ্রতিরোধ গড়ে তোলতে হবে: সিইসি

ভোটের অধিকার রক্ষায় জনপ্রতিরোধ গড়ে তোলতে হবে: সিইসি

ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশের আয়োজনে বিল্ডিং ম্যাটেরিয়ালস মার্কেটিং ফেস্ট অনুষ্ঠিত

ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশের আয়োজনে বিল্ডিং ম্যাটেরিয়ালস মার্কেটিং ফেস্ট অনুষ্ঠিত

বিরলে জুলাই আগষ্ট অভুত্থানে নিহত

বিরলে জুলাই আগষ্ট অভুত্থানে নিহত

সিআইপির খাল সমূহ পুনঃখনন কার্যক্রম অব্যাহত রাখা সহ সাত দফা দাবি

সিআইপির খাল সমূহ পুনঃখনন কার্যক্রম অব্যাহত রাখা সহ সাত দফা দাবি

চীনে গাড়ি হামলা-হত্যার দায়ে দুই অপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর

চীনে গাড়ি হামলা-হত্যার দায়ে দুই অপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর

বিজিবির জন্য সাউন্ড গ্রেনেড-টিয়ারশেল কেনা হচ্ছে

বিজিবির জন্য সাউন্ড গ্রেনেড-টিয়ারশেল কেনা হচ্ছে

শহীদ আসাদের আত্মত্যাগেই আজকের বাংলাদেশ- খোকন

শহীদ আসাদের আত্মত্যাগেই আজকের বাংলাদেশ- খোকন

লিটনের ব্যাটে ঢাকার বড় সংগ্রহ

লিটনের ব্যাটে ঢাকার বড় সংগ্রহ

পীরগঞ্জের ৯ জন শিক্ষার্থী'র চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণ

পীরগঞ্জের ৯ জন শিক্ষার্থী'র চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণ

জাতীয় প্রতিরক্ষা ইস্যুতে ইরানের দৃঢ় অবস্থান

জাতীয় প্রতিরক্ষা ইস্যুতে ইরানের দৃঢ় অবস্থান

বঙ্গোপসাগরে নিষিদ্ধ পদ্ধতিতে মাছ আহরণ, ভেস্তে যাচ্ছে উৎপাদন

বঙ্গোপসাগরে নিষিদ্ধ পদ্ধতিতে মাছ আহরণ, ভেস্তে যাচ্ছে উৎপাদন

‘জুলাই বিপ্লবের’ মাধ্যমে ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ এসেছে : সিইসি

‘জুলাই বিপ্লবের’ মাধ্যমে ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ এসেছে : সিইসি