২০ জেলায় ৪২ প্রার্থীর ভোট বর্জন
০৮ জানুয়ারি ২০২৪, ১২:১৭ এএম | আপডেট: ০৮ জানুয়ারি ২০২৪, ১২:১৭ এএম
ভোটকেন্দ্রে অনিয়ম- কারচুপি, জালিয়াতি, জালভোট প্রদান, কেন্দ্র দখল ও এজেন্টদেরকে জোরপূর্বক কেন্দ্র থেকে বের করে দেওয়াসহ বিভিন্ন অভিযোগে ২০ জেলায় ৪২ প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। গতকাল রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে এসব ঘোষণা আসে দেশের বিভিন জায়গা থেকে। এরমেধ্যে চকরিয়া-পেকুয়া আসনের আ. লীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী এমপি জাফর আলম, কক্সবাজার-৩ (কক্সবাজার সদর-ঈদগাঁও-রামু) আসনের ঈগল প্রতীকের প্রার্থী ব্যারিস্টার মিজান সাঈদ, উখিয়া-টেকনাফে আ. লীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী নুরুল বশর ও উখিয়া-টেকনাফ আসনে জাতীয় পার্টির প্রার্থীর অধ্যাপক নুরুল আমিন ভ‚ট্টো, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে জাতীয় পার্টির প্রার্থী এনায়েত হোসেন মন্ডল এবং ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের তৃণমূল বিএনপির প্রার্থী ডক্টর আব্দুল মালেক ফরাজি, ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট কায়সার আহাম্মদ এবং ড. আবুল হোসেন দীপু, কুমিল্লা-৭ চান্দিনা আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুনতাকিম আশরাফ টিটু, গণফ্রন্ট প্রার্থী মো. এমদাদুল হক, কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনের ফুলকপি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান মিজান, কুমিল্লা-১ দাউদকান্দি আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার নাঈম হাসান ও লাঙ্গল প্রতীকের জাতীয় পার্টির মোহাম্মদ আমির হোসেন, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমান, সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ) এর তৃণমূল বিএনপির প্রার্থী আবুল হোসেন, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভ‚ঞাপুর) আসনের আওয়ামী লীগের স্বতন্ত্র (ঈগল প্রতীক) প্রার্থী ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু, সিলেট-২ আসনের চার প্রার্থী, ভোলা-৩ আসনের (লালমোহন-তজুমুদ্দিন) স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) মো. জসিম উদ্দিন, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে লাঙল প্রতীকের মো. এনায়েত হোসেন, মুন্সীগঞ্জের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. সোহানা তাহমিনা, ঠাকুরগাঁও-১ আসনের জাতীয় পার্টির প্রার্থী রেজাউর রাজী স্বপন চৌধুরী ও ফেনী-৩ স্বতন্ত্র প্রার্থী, সিলেট-৪ আসনের তৃণমূল বিএনপির প্রার্থী আবুল হোসেন, সিলেট-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. ইততেশামুল হক চৌধুরী দুলাল, চট্টগ্রাম-১২ আসনের প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)র প্রার্থী এম.এয়াকুব আলী, ঢাকা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের ডা. হাবিবুর রহমান, নারায়ণগঞ্জ-২ আসনের জাতীয় পার্টির প্রাথী আলমগীল শিকদার লোটন। খুলনা-১ এবং খুলনা-২, খুলনা-৩ আসনের স্বতন্ত্র ফাতেমা জামান সাথী, যশোর-১ স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) আশরাফুল আলম লিটন, নড়াইল-২ আসনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মনোনীত হাতুড়ি প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান ও ঈগল প্রতীকের প্রাথী নূর ইসলাম। মৌলভীবাজার-২ আসনের স্বতন্ত্র প্রার্থী একেএম সফি আহমদ সালমান এবং তৃণমূল বিএনপি’র এমএম শাহীন, বাগেরহাট-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী জামিন হোসাইন, চাঁদপুর-৪ আসনে জাতীয় পার্টির প্রার্থী সাজ্জাদ রশিদ, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনএম প্রার্থী (নোঙ্গর প্রতীক) মাওলানা আব্দুল মতিন, পাবনা-২ আসনের বিএনএমের প্রাথী ডলি সায়ন্তনী, পাবনা-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী পাঞ্জাব আলী বিশ্বাস ও পাবনা-৫ আসনে ওয়ার্কার্স পার্টির প্রার্থী মো. জাকির হোসেন, লালমনিরহাট-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী দেলোয়ার হোসেন ভোট বর্জনের ঘোষণা দেন। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে বিস্তারিত প্রতিবেদনÑ
কক্সবাজার ব্যুরো জানায়, কক্সবাজার-৩ (কক্সবাজার সদর-ঈদগাঁও-রামু) আসনের ঈগল প্রতীকের প্রার্থী ব্যারিস্টার মিজান সাঈদ ভোট গ্রহণের দিন বেলা ২টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গণমাধ্যমকর্মীদের ব্রিফিং করে তিনি এ ঘোষণা দেন। এর আগে ভোট স্থগিত চেয়ে রিটার্নিং কর্মকর্তা বরাবরে আবেদন দিয়েছেন।
আবেদনে তিনি, গুরুতর অনিয়ম, ভোট জালিয়াতি ও কারচুপির কারণে ২৯৬, (কক্সবাজার-৩) আসনের চলমান নির্বাচন স্থগিত করে পুনঃনির্বাচন অনুষ্ঠানের দাবি করেন। তিনি অভিযোগ তুলে বলেন, আসনের ১৬৭ কেন্দ্রেই অনিয়ম করা হয়েছে।
এদিকে উখিয়া-টেকনাফ আসনের আ. লীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র ঈগলের প্রার্থী নুরুল বশর উখিয়া-টেকনাফ আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী অধ্যাপক নুরুল আমিন ভ‚ট্টো নির্বাচনে কারচুপি, সন্ত্রাস ও প্রহসনের অভিয়োগ এনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
অপর দিকে চকরিয়া-পেকুয়া আসনের আ. লীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী এমপি জাফর আলম নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। নির্বাচন চলাকালে দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।
ময়মনসিংহ ব্যুরো ও তারাকান্দা উপজেলা সংবাদদাতা জানান, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে জাতীয় পার্টির প্রার্থী এনায়েত হোসেন মন্ডল এবং ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের তৃণমূল বিএনপির প্রার্থী ডক্টর আব্দুল মালেক ফরাজি ভোট বর্জন করেছেন। অপরদিকে ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট কায়সার আহাম্মদ এবং ড. আবুল হোসেন দীপু অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জন করেছেন। এ সময় গফরগাঁওয়ে মদিনাতুল উলুম কওমী মাদ্রাসা ১০৭ নম্বর ভোট কেন্দ্রে অনিয়মের অভিযোগে সংশ্লিষ্ট প্রিজাইডিং ইলিয়াস উদ্দিনসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সহকারি প্রিজাইডিং অফিসার ও গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শফিকুল ইসলাম।
এ বিষয়ে জেলা রিটার্নিং অফিসার ও ময়মনসিংহের জেলা প্রশাসক দিদার আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, অনিয়ম করায় গফরগাঁওয়ের একটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তবে স্বতন্ত্র প্রার্থীদের ভোট বর্জনের বিষয়ে কোন তথ্য নেই।
স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে জানান, নৌকার বিরুদ্ধে কেন্দ্র দখল, জাল ভোট ও এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ এনে কুমিল্লার কয়েকটি আসনের স্বতন্ত্র প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়ে এসব আসনে পুনঃনির্বাচনের দাবি জানিয়েছেন। গতকাল রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলাকালে কুমিল্লা-৭ চান্দিনা আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুনতাকিম আশরাফ টিটু দুপুর ১২টার দিকে সংবাদ সম্মেলন করে ৮৯টি কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ করেন। তিনি ভোট বর্জন ঘোষণা দিয়ে ওই আসনে পুনঃনির্বাচন দাবি করেন। এদিকে একই সংবাদ সম্মেলনে গণফ্রন্ট প্রার্থী মো. এমদাদুল হক অভিযোগ করেন তিনি নিজের ভোট দিতে পারেন নি। তার কেন্দ্রে সকালেই ব্যালট শেষ হয়ে গেছে।
এদিকে দুপুরের দিকে ভোট বর্জনের ঘোষণা দেন কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনের ফুলকপি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান মিজান। এছাড়াও কুমিল্লা-১ দাউদকান্দি আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার নাঈম হাসান ও লাঙ্গল প্রতীকের জাতীয় পার্টির মোহাম্মদ আমির হোসেন ভোট বর্জনের ঘোষণা দেন।
কুমিল্লার ১১টি আসনে সকাল ৮টা থেকে কম ভোটারের উপস্থিতির মধ্য দিয়ে ভোটগ্রহণ শুরু হলেও বেলা ১১টার পর থেকে বেশিরভাগ ভোটকেন্দ্রই ফাঁকা হয়ে পড়ে। এ সুযোগে কেন্দ্রগুলোতে জাল ভোটের মহোৎসব শুরু হয়। অপরদিকে অনেক কেন্দ্রে ভোট শুরুর ঘণ্টাখানেকের মধ্যেই জালভোট ও এজেন্টদের বের করে দেওয়ার ঘটনা ঘটতে থাকে।
মুন্সীগঞ্জ জেলা সংবাদদাতা জানান, মুন্সীগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী জেরা আওয়ামী লীগের সভাপতি মো. মহিউদ্দিনের সহধর্মীনি জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. সোহানা তাহমিনা বিভিন্ন অভিযোগে ভোট বর্জন করেছেন।
ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা জানান, জালভোটের অভিযোগে ঠাকুরগাঁও-১ আসনের জাতীয় পার্টির প্রার্থী রেজাউর রাজী স্বপন চৌধুরী ভোট বর্জন করেছেন।
বালাগঞ্জ ও কোম্পানীগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা জানান, সিলেট-২ আসনের গণফোরাম প্রার্থী বর্তমান এমপি মোকাব্বির খান, স্বতন্ত্র মেয়র মুহিবুর রহমান, সাবেক এমপি জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ইয়াহইয়া চৌধুরী ইয়াহ, তৃণমূল বিএনপির প্রার্থী আব্দুর রব মল্লিক, সিলেট-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. ইততেশামুল হক চৌধুরী দুলাল। গতকাল ২টায় স্থানীয় ওসমানীনগর উপজেলার গোয়ারাবাজার একটি হোটেলে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা করেন।
এদিকে সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ) এর তৃণমূল বিএনপির প্রার্থী আবুল হোসেন নির্বাচন বর্জন করেছেন। গতকালদুপুর ১টায় তার ফেইসবুক লাইভে এসে এ ঘোষণা দেন তিনি। এ সময় তিনি বলেন অনেক আশ্বাস নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে যখন দেখতে পেলাম বিভিন্ন কেন্দ্রে অনিয়ম হচ্ছে। আওয়ামী লীগ নেতা-কর্মীরা একেকজন একাধিক ভোট দিচ্ছেন আর আমার এজেন্টদের বের করে দিচ্ছেন। তাই আমি নির্বাচন বর্জন করি।
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা জানান, ভোটের সময় শেষ হওয়ার ২৪ মিনিট আগে নির্বাচন প্রত্যাখান করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমান। বেলা ৩টা ৩৪ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে তিনি নির্বাচন প্রত্যাখান করার কথা জানান।
ফিরোজুর রহমান লাইভে এসে বলেন, ‘অত্যন্ত দুখের সঙ্গে জানাচ্ছি নির্বাচন আমি প্রত্যাখান করলাম। নির্বাচন স্থগিত করে পুনরায় নির্বাচনের জন্য নিবেদন জানাই। আপনারা দেখেছেন সুষ্ঠু ভোটের আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় কেউ আমাকে সহযোগিতা করে নাই। এটা কি একটা খেলা খেললো বুঝতে পারি নাই। আমাদেরকে মাঠে নামায় দিয়া তারা তাদের কাজ করছে। আমি ঘৃণা জানাচ্ছি। ঘৃণা ভরে প্রত্যাখান করছি এ নির্বাচনকে।’
তিনি অভিযোগ করে বলেন, ‘এমন কোনো জায়গা নাই। কোনো জায়গাতেই আমরা দাঁড়াতে পারি নাই। প্রশাসন যে বলছিলো সহযোগিতা করবে তারা কিছু করে নাই। আমার জীবনে ১৪টি নির্বাচন দেখলাম। মানুষ নেতা হতে চায়। এমন জঘন্যভাবে হতে চায় ভাষায় প্রকাশ করা যায় না। আমার লোকজনকে মারধর করলো। বের করে দিলো। আমি গিয়ে ধরলাম পুরো বই ছাপালো। ছিঃ! এরকম নির্বাচন দিবে ভাবতেও পারি নাই। জেলা প্রশাসকের কাছে বন্ধ করতে বলছি। ওনি করে নাই। এটা জাতির জন্য বিরাট কলঙ্ক হয়ে গেলো। আপনারা যেহেতু সুষ্ঠু নির্বাচন চান বন্ধ করেন। এইভাবে জনপ্রতিনিধি হলে তাদের কাছ থেকে জাতি কি আশা করতে পারে। আমরা বিশ্বাস ছিল নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন দিবে।’
ভ‚ঞাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা জানান, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভ‚ঞাপুর) আসনের আওয়ামী লীগের স্বতন্ত্র (ঈগল প্রতীক) প্রার্থী ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু জাল ভোট, এজেন্টদের ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়া ও মারধরসহ বিভিন্ন অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
গতকাল রোববার দুপুরে গোপালপুর উপজেলার ঝাওয়াইল বাজার প্রচার-প্রচারণার নির্বাচন অফিসে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি।
ভোলা জেলা সংবাদদাতা জানান, ভোট বর্জন করেছেন ভোলা-৩ আসনের (লালমোহন-তজুমুদ্দিন) স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) মো. জসিম উদ্দিন। তিনি ওই আসন থেকে ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন।
সোনাগাজী (ফেনী) উপজেলা সংবাদদাতা জানান, ফেনী-৩ আসনে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাজী রহিম উল্লাহ।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
গফরগাঁওয়ে অসহায় হতদরিদ্রদের মধ্যে দেয়া হলো কম্বল
আত্মীয়ের জানাজায় যাওয়ার পথে বাস চাপায় নিজেই লাশ হলেন মোস্তফা
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প
ভারত থেকে এলো পৌনে ৬ হাজার টন চাল
ভারতের সঙ্গে আমাদের সীমান্ত সমস্যার সমাধান হবে আলোচনায় : পররাষ্ট্র মন্ত্রণালয়
ট্রাম্পের শপথ অনুষ্ঠানের অনুষ্ঠানিকতা শুরু
ঐতিহ্যবাহী ওষুধ পরীক্ষায় তৃতীয় স্থানে ইরান
একই গাড়িতে শপথ অনুষ্ঠানে পৌঁছলেন ট্রাম্প ও বাইডেন
সৌদি আরবে ব্যাপক ধরপাকড়, ২১ হাজার অভিবাসী গ্রেপ্তার
শেরপুরে ৪ মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবু কারাগারে
শপথের আগে ট্রাম্পকে অভিনন্দন জানালেন পুতিন
গোরাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
আবু সাঈদ হত্যা বেরোবির ৫৬ শিক্ষার্থীকে বহিষ্কার, ১৫ জনের বিরুদ্ধে হবে মামলা
বিরলে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত
ঈশ্বরগঞ্জে তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ট্রাম্প ভাঙলেও রীতি রক্ষা করলেন বাইডেন
লক্ষ্মীপুরে কৃষি জমির মাটি কাটায় লাখ টাকা জরিমানা
হোয়াইট হাউসে ট্রাম্প, স্বাগত জানালেন বাইডেন
চকরিয়ায় বসতবাড়িতে সন্ত্রাসী হামলা, লুটপাট, ব্যবসায়ীকে গুলির ঘটনায় ১৬ জনের বিরুদ্ধে মামলা
৬ সংস্কার কমিশনের মেয়াদ বেড়েছে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত