জাল ভোট দেওয়ার অভিযোগে চার জেলায় আটক ২৫
০৮ জানুয়ারি ২০২৪, ১২:১৮ এএম | আপডেট: ০৮ জানুয়ারি ২০২৪, ১২:১৮ এএম
চার জেলায় জাল ভোট দেওয়ার অভিযোগে ২৫ জনকে আটক করা হয়েছে। এরমধ্যে ব্রাহ্মণবাড়িয়ার দুটি সংসদীয় আসনের কয়েকটি কেন্দ্রে জালভোট দেওয়ার অভিযোগে ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও সোনাগাজী উপজেলার নবাবপুর অ্যাডভোকেট বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনিয়মের অভিযোগে প্রিজাইডিং অফিসার আমির হোসেনকে অব্যাহতিসহ ১৫ জনকে আটক করা হয়েছে। এছাড়া নেত্রকোণার পূর্বধলা উপজেলার বিশকাকুনি ইউনিয়নের বাদে পুটিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দিতে আসা তিন কিশোরকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। অপরদিকে কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে নৌকা প্রার্থীর পক্ষে জাল ভোট দেয়ার অভিযোগে মাহাতাব হোসেন রুদ্র (২২) নামের এক কর্মীকে ৫ বছরের কারাদন্ড ও ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে দায়িত্ব অবহেলার অভিযোগে প্রিজাইডিং অফিসারকে অব্যহতি দেয়া হয়। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে প্রতিবেদন-
নেত্রকোণা জেলা সংবাদদাতা জানান, নেত্রকোণার পূর্বধলা উপজেলার বিশকাকুনি ইউনিয়নের বাদে পুটিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দিতে আসা তিন কিশোরকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। আটককৃতরা হলো রাজন, মাহমুদুল হাসান নাইম ও তৈয়ব উল্লাহ।
কুড়িগ্রাম জেলা সংবাদদাতা জানান, কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে নৌকা প্রার্থীর পক্ষে জাল ভোট দেয়ার অভিযোগে মাহাতাব হোসেন রুদ্র (২২) নামের এক কর্মীকে ৫ বছরের কারাদÐ ও ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদÐ প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে দায়িত্ব অবহেলার অভিযোগে প্রিজাইডিং অফিসারকে অব্যহতি দেয়া হয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উলিপুরের বড়াবুড়ি ইউনিয়নের মন্ডলের হাট উচ্চ বিদ্যালয় ১১১ নং কেন্দ্রে দুপুর সাড়ে ১২টার দিকে এই জাল ভোটের ঘটনা ঘটে। ভয়ভীতি প্রদর্শন করে উলিপুরের রামেশ্বর গ্রামের ওহিয়ার রহমানের পুত্র মাহাতাব হোসেন রুদ্র নৌকা মার্কায় জাল ভোট দিতে গেলে পুলিশ আটক করে। খবর পয়ে তাৎক্ষণিক বিচার আদালত, নির্বাচন এলাকা ২৭ কুড়িগ্রাম-৩ এর বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লিটন চন্দ্র রায় ঘটনাস্থলে এসে আদালত বসিয়ে বিচার কার্যক্রম পরিচালনা করেন।
আদালতের সামনে দোষ স্বীকার করায় বিচারক মাহাতাব হোসেনকে ৫ বছরের কারাদন্ড ও ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদÐাদেশ প্রদান করেন। একই সঙ্গে ঐ কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা মোখলেছুর রহমান কে প্রত্যাহার করা হয়েছে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মুর্তজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত মাহাতাব হোসেন রুদ্র এবং প্রত্যাহারকৃত প্রিজাইডিং কর্মকর্তা পুলিশ হেফাজতে রয়েছে।
এ ব্যাপারে জেলা প্রশাসনের মুখপাত্র অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিপিন চন্দ্র বিশ্বাসের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, জাল ভোট দেয়ার অভিযোগে তিন কিশোরকে আটক করা হয়েছে।
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়ার) উপজেলা সংবাদদাতা জানান, ব্রাহ্মণবাড়িয়ার দুটি সংসদীয় আসনের কয়েকটি কেন্দ্রে জালভোট দেওয়ার অভিযোগে ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদÐ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাদেরকে ৭দিন থেকে দুই বছর করে কারাদন্ড প্রদান করা হয়েছে। এসময় অপ্রাপ্ত বয়স্কের এক কিশোরকে আটক করা হয়। গতকাল রোববার ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের বিভিন্ন কেন্দ্রে অভিযান চালিয়ে তাদের কারাদন্ড দেয়া হয়।
কারাদÐপ্রাপ্ত ছয়জনের মধ্যে দুইজনের নাম পাওয়া গেছে। তারা হলেন- জেলা শহরের মধ্যপাড়া শান্তিবাগের মো. শাকিকুল ইসলাম অনন্ত ও একই এলাকার মো. ইউসুফ। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জালাল উদ্দিন তাদেরকে দুই বছর করে কারাদন্ড প্রদান করেছেন।
জানাগেছে, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের আশুগঞ্জ দুর্গাপুর ইউনিয়নের খড়িয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জাল ভোট দিতে যাওয়া একজনকে করে আটক করে সাতদিন, একই আসনের একটি কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় এক অপ্রাপ্ত বয়স্কের ভোটারকে আটক করা হয়েছে। একই আসনের সরাইল উপজেলার বাড়িউড়া থেকে দুইজনকে আটক করে ১ মাস, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের বিজয়নগর উপজেলার শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে একজনকে আটক করে ৭ দিনের কারাদÐ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, দুপুর ১টা পর্যন্ত জাল ভোট দেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার দুটি আসনে ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদÐ দেওয়া হয়েছে। অপ্রাপ্ত বয়স্কের হওয়ায় একজনকে আটক করা হয়েছে।
সোনাগাজী (ফেনী) উপজেলা সংবাদদাতা জানান, সোনাগাজী উপজেলার নবাবপুর অ্যাডভোকেট বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনিয়মের অভিযোগে প্রিজাইডিং অফিসার আমির হোসেনকে অব্যাহতি দেওয়া হয়েছে। ওই সময়ে জাল ভোটের অভিযোগে ১৪ জনকে আটক করা হয়েছে। অন্য দিকে ৫ নম্বর চর দরবেশ ইউনিয়নের দক্ষিণ চর সাহাভিকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ১ জনকে আটক করে পুলিশ।
ওই বিষয়ে স্বতন্ত্র প্রার্থী হাজী রহিম উল্লাহ বলেন, প্রিজাইডিং অফিসার উপরের নির্দেশে জাল ভোট দিচ্ছে। ফেনী ৩ আসনের তৃণমূলের প্রার্থী সোনালী আশ প্রতীকের আজিম উদ্দিন জানান, প্রায় প্রতিটি কেন্দ্রে জাল ভোট ও অনিয়মের হয়েছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
গফরগাঁওয়ে অসহায় হতদরিদ্রদের মধ্যে দেয়া হলো কম্বল
আত্মীয়ের জানাজায় যাওয়ার পথে বাস চাপায় নিজেই লাশ হলেন মোস্তফা
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প
ভারত থেকে এলো পৌনে ৬ হাজার টন চাল
ভারতের সঙ্গে আমাদের সীমান্ত সমস্যার সমাধান হবে আলোচনায় : পররাষ্ট্র মন্ত্রণালয়
ট্রাম্পের শপথ অনুষ্ঠানের অনুষ্ঠানিকতা শুরু
ঐতিহ্যবাহী ওষুধ পরীক্ষায় তৃতীয় স্থানে ইরান
একই গাড়িতে শপথ অনুষ্ঠানে পৌঁছলেন ট্রাম্প ও বাইডেন
সৌদি আরবে ব্যাপক ধরপাকড়, ২১ হাজার অভিবাসী গ্রেপ্তার
শেরপুরে ৪ মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবু কারাগারে
শপথের আগে ট্রাম্পকে অভিনন্দন জানালেন পুতিন
গোরাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
আবু সাঈদ হত্যা বেরোবির ৫৬ শিক্ষার্থীকে বহিষ্কার, ১৫ জনের বিরুদ্ধে হবে মামলা
বিরলে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত
ঈশ্বরগঞ্জে তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ট্রাম্প ভাঙলেও রীতি রক্ষা করলেন বাইডেন
লক্ষ্মীপুরে কৃষি জমির মাটি কাটায় লাখ টাকা জরিমানা
হোয়াইট হাউসে ট্রাম্প, স্বাগত জানালেন বাইডেন
চকরিয়ায় বসতবাড়িতে সন্ত্রাসী হামলা, লুটপাট, ব্যবসায়ীকে গুলির ঘটনায় ১৬ জনের বিরুদ্ধে মামলা
৬ সংস্কার কমিশনের মেয়াদ বেড়েছে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত