বাধা দিয়ে নির্বাচন ঠেকানো যায় না, আবারও প্রমাণিত ওবায়দুল কাদের

জয় হয়েছে গণতন্ত্রের

Daily Inqilab স্টাফ রিপোর্টার

০৮ জানুয়ারি ২০২৪, ১২:১৮ এএম | আপডেট: ০৮ জানুয়ারি ২০২৪, ১২:১৮ এএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্রের জয় হয়েছে বলে মনে করে আওয়ামী লীগ। দিন ভর ভোটার উপস্থিতি সন্তোষজনক দাবি করে দলটির নেতারা বলছেন, বিএনপির ‘অপপ্রচার, জনমনে আতঙ্ক’ সৃষ্টির অপচেষ্টার’ পরো ভোট সুষ্ঠু হয়েছে। আর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাধা দিয়ে নির্বাচন ঠেকানো যায় না, বাংলাদেশে এটা আবারও প্রমাণিত।

সকাল ১০টায় নিজ নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ এর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামের উদয়ন প্রি-ক্যাডেট একাডেমীতে ভোট দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বাধা দিয়ে নির্বাচন ঠেকানো যায় না, বাংলাদেশে এটা আবারও প্রমাণিত। নির্বাচনবিরোধীরা আন্দোলনেও ব্যর্থ হয়েছে, ট্রেনে আগুন দিয়ে শিশুসহ মানুষ পুড়িয়ে মেরেও ওরা পরাজিত হবে। তিনি আরো বলেন, আমি এ পর্যন্ত ঢাকায় খবর নিয়েছি এবং আমার নির্বাচনী এলাকায় বিপুল সংখ্যক নারী পুরুষ স্বতঃস্ফ‚র্ত ও উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে তা প্রমাণ করে বিএনপি ও তাদের সমমনা দলগুলো আন্দোলনে পরাজিত হয়ে ভোট বর্জন করেছে। ভোটাররাই তাদেরকে বর্জন করেছে।

তিনি আরও বলেন, প্রচÐ শীত উপেক্ষা করেও মা-বোনেরা বিপুল সংখ্যক ভোটার ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে উৎসবমূখর পরিবেশে ভোট দিচ্ছেন। তা দেশী-বিদেশি পর্যবেক্ষক, সাংবাদিকরাও দেখতে পাচ্ছেন।
ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্রের প্রাণ ও সৌন্দর্য হচ্ছে নির্বাচন। এতদিন সকলে শুনেছেন নির্বাচনে অংশগ্রহণমূলক, ফ্রী ও ফেয়ার হবে না। এখন সকলে দেখতে পাচ্ছেন জনগণের স্বতঃস্ফুর্ত ও কনকনে শীত উপেক্ষা করে নির্বাচনে ভোট দিতে এসেছেন। এটাই নির্বাচনের স্বার্থকতা, গণতন্ত্রের সৌন্দর্য। সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে তাঁর পিতা-মাতার কবর জিয়ারত করেন ওবায়দুল কাদের।

দুপুরে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক বিফ্রিংয়ে দলের পক্ষ থেকে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ কথা বলেন। আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপির নির্বাচনবিরোধী অপপ্রচার, জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টার পরও সারা দেশে ভোটার উপস্থিতি সন্তোষজনক। এটা গণতন্ত্রের জয়। নিরপেক্ষ নির্বাচন করার যে ঘোষণা প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশন দিয়েছিল, সেটা বাস্তবায়ন হয়েছে। বিপ্লব বড়ুয়া বলেন, কোথাও কোনও কারচুপি নেই, নির্বাচনবিরোধী চক্রের আগাম অভিযোগ সঠিক নয়। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এখন পর্যন্ত ভোট সুষ্ঠু সুন্দর হচ্ছে।
নির্বাচনের বিরুদ্ধে সক্রিয় থাকা চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, শীতের কারণে সকালে ভোটার উপস্থিতি কম ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়ছে। ঢাকার ভোটাররা ছুুটি পেয়ে অনেকেই গ্রামে গেছেন, অনেকেই ঘুরতে গেছেন। তাই ঢাকায় ভোটার উপস্থিতি কম।

সকালে বাদশা ফয়সল ইন্সটিটিউটে সকাল ৯টায় নিজের ভোট প্রদান করে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও ঢাকা-১৩ সংসদীয় আসনে নৌকার প্রার্থী জাহাঙ্গীর কবির নানক। এ সময় তিনি আশা প্রকাশ করে বলেন, ভোট উৎসব অনুষ্ঠিত হবে। ৫০ শতাংশ ভোট পড়বে বলে আশাবাদ ব্যক্ত করে এ নানক বলেন, অভ‚তপূর্ব, সুষ্ঠু সুন্দর ও শান্তিপ‚র্ণ পরিবেশ। ভোটাররা আসছেন। ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা আছে। তারা আমাকে বলেছেন, এত সুন্দর পরিবেশ দেখে আমরা অবাক হয়ে গেছি। সকালে ভোটের উপস্থিতি নিয়ে আওয়ামী লীগের সভাপতিমÐলীর এই সদস্য বলেন, শীতের সকাল, আমি নিশ্চিত বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের সংখ্যা আরও বেড়ে যাবে। এ এলাকায় একটি ভোট উৎসব অনুষ্ঠিত হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনার দেখতে পারছেন লম্বা লাইন। যারা ভোটের বিরোধীতা করছে তারা গণতন্ত্রের বিরোধীতা করছে। জনগন তাদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে।

সকালে রাজধানীর আবুজর গিফারী কলেজ কেন্দ্রে পরিদর্শনে শেষে সাংবাদিকদের ঢাকা- ৮ আসনে নৌকার প্রার্থী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম দাবি করে বলেন, এই নির্বাচনে মানুষের আগ্রহ অনেক বেশি।

তিনি বলেন, আমি জীবনে বহু নির্বাচন দেখেছি এবং অংশগ্রহণ করেছি। কিন্তু এই নির্বাচনে মানুষের আগ্রহ অনেক বেশি। এটি হলো নৈরাজ্য, অগ্নি সন্ত্রাস ও মানুষ পুড়িয়ে মারার বিপক্ষে মানুষের আগ্রহ। আমরা সকলকেই ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের মধ্য দিয়ে সন্ত্রাস, নৈরাজ্য ও দুর্নীতিকে না বলি। তিনি বলেন, সব জায়গায় নির্বাচনকে ঘিরে মানুষের ভিতরে স্বতঃস্ফূর্ততা আছে। বয়স্ক মানুষরাও ভোট দিতে চলে এসেছে। এ শীতের সকাল তাদের আটকাতে পারেনি। তরুণেরা অনেকেই আমাকে বলেছে তারা এবার প্রথম ভোট দিচ্ছে। তরুণদের মধ্যে যে উৎসাহ ও উদ্দীপনা এটি চমৎকার।

নিজ কেন্দ্রে ৯৭ ভাগ ভোট পেলেন সাকিব
স্টাফ রিপোর্টার মাগুরা থেকে
সাকিব আল হাসান প্রথম ভোট দিলেন নিজের কেন্দ্র দরি মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। গতকাল সকাল ৮টায় ভোট দেন তিনি। প্রিসাইডিং কর্মকর্তা প্রদীপ কুমার মজুমদার জানান, এই কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট পড়েছে ১ হাজার ৪৪৪টি। যা মোট ভোটের ৫৩ শতাংশ। এর মধ্যে সাকিব পেয়েছেন ১ হাজার ৪০৭টি ভোট। সে হিসাবে বাক্সে জমা পড়া ব্যালটের ৯৭ শতাংশের বেশি ভোট পেয়েছেন তিনি।
এ ভোটকেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৮১৮ জন। যেখানে নারী ১ হাজার ৫২৫ ও পুরুষ ভোটার ১ হাজার ৩৯৩ জন।

কেন্দ্রের ভোট গণনা শেষে প্রিসাইডিং কর্মকর্তা প্রদীপ কুমার মজুমদার বলেন, ‘সাকিব ভোট দিয়েছেন সকাল ৮টায়। প্রচÐ শীত থাকায় তখন ভোটার উপস্থিতি ছিল কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বেড়েছিল। সাইদুর রহমান, মাগুরা।

 


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

ভারত থেকে এলো পৌনে ৬ হাজার টন চাল
৬ সংস্কার কমিশনের মেয়াদ বেড়েছে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত
‘ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে মানবাধিকার ও গণতন্ত্রের যাত্রা সুসংহত করবে বিচার বিভাগ’
এবার মেডিকেলে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের ফল স্থগিত
অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ অনির্দিষ্টকাল হতে পারে না: ড. মোশাররফ
আরও

আরও পড়ুন

গফরগাঁওয়ে অসহায় হতদরিদ্রদের মধ্যে দেয়া হলো কম্বল

গফরগাঁওয়ে অসহায় হতদরিদ্রদের মধ্যে দেয়া হলো কম্বল

আত্মীয়ের জানাজায় যাওয়ার পথে বাস চাপায় নিজেই লাশ হলেন মোস্তফা

আত্মীয়ের জানাজায় যাওয়ার পথে বাস চাপায় নিজেই লাশ হলেন মোস্তফা

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প

ভারত থেকে এলো পৌনে ৬ হাজার টন চাল

ভারত থেকে এলো পৌনে ৬ হাজার টন চাল

ভারতের সঙ্গে আমাদের সীমান্ত সমস্যার সমাধান হবে আলোচনায় : পররাষ্ট্র মন্ত্রণালয়

ভারতের সঙ্গে আমাদের সীমান্ত সমস্যার সমাধান হবে আলোচনায় : পররাষ্ট্র মন্ত্রণালয়

ট্রাম্পের শপথ অনুষ্ঠানের অনুষ্ঠানিকতা শুরু

ট্রাম্পের শপথ অনুষ্ঠানের অনুষ্ঠানিকতা শুরু

ঐতিহ্যবাহী ওষুধ পরীক্ষায় তৃতীয় স্থানে ইরান

ঐতিহ্যবাহী ওষুধ পরীক্ষায় তৃতীয় স্থানে ইরান

একই গাড়িতে শপথ অনুষ্ঠানে পৌঁছলেন ট্রাম্প ও বাইডেন

একই গাড়িতে শপথ অনুষ্ঠানে পৌঁছলেন ট্রাম্প ও বাইডেন

সৌদি আরবে ব্যাপক ধরপাকড়, ২১ হাজার অভিবাসী গ্রেপ্তার

সৌদি আরবে ব্যাপক ধরপাকড়, ২১ হাজার অভিবাসী গ্রেপ্তার

শেরপুরে ৪ মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবু কারাগারে

শেরপুরে ৪ মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবু কারাগারে

শপথের আগে ট্রাম্পকে অভিনন্দন জানালেন পুতিন

শপথের আগে ট্রাম্পকে অভিনন্দন জানালেন পুতিন

গোরাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

গোরাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আবু সাঈদ হত্যা বেরোবির ৫৬ শিক্ষার্থীকে বহিষ্কার, ১৫ জনের বিরুদ্ধে হবে মামলা

আবু সাঈদ হত্যা বেরোবির ৫৬ শিক্ষার্থীকে বহিষ্কার, ১৫ জনের বিরুদ্ধে হবে মামলা

বিরলে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

বিরলে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

ঈশ্বরগঞ্জে তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ঈশ্বরগঞ্জে তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ট্রাম্প ভাঙলেও রীতি রক্ষা করলেন বাইডেন

ট্রাম্প ভাঙলেও রীতি রক্ষা করলেন বাইডেন

লক্ষ্মীপুরে কৃষি জমির মাটি কাটায় লাখ টাকা জরিমানা

লক্ষ্মীপুরে কৃষি জমির মাটি কাটায় লাখ টাকা জরিমানা

হোয়াইট হাউসে ট্রাম্প, স্বাগত জানালেন বাইডেন

হোয়াইট হাউসে ট্রাম্প, স্বাগত জানালেন বাইডেন

চকরিয়ায় বসতবাড়িতে সন্ত্রাসী হামলা, লুটপাট, ব্যবসায়ীকে গুলির ঘটনায় ১৬ জনের বিরুদ্ধে মামলা

চকরিয়ায় বসতবাড়িতে সন্ত্রাসী হামলা, লুটপাট, ব্যবসায়ীকে গুলির ঘটনায় ১৬ জনের বিরুদ্ধে মামলা

৬ সংস্কার কমিশনের মেয়াদ বেড়েছে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত

৬ সংস্কার কমিশনের মেয়াদ বেড়েছে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত