বেড়েই চলেছে শীতের তীব্রতা : ব্যাহত স্বাভাবিক জীবনযাত্রা
১২ জানুয়ারি ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ১২ জানুয়ারি ২০২৪, ১২:০৫ এএম
শীতের তীব্রতা বেড়েই চলেছে। কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশা কাবু কুড়িগ্রাম, দিনাজপুর ও সুনামগঞ্জের মানুষ। ব্যাহত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। যদিও কুড়িগ্রামে ঘন কুয়াশার দাপট কম থাকলেও রাতে বৃষ্টির ফোঁটার মতো পড়ছে কুয়াশা। ঠান্ডায় শিশু ও বৃদ্ধরা নানা রোগে আক্রান্ত হচ্ছে।
কুড়িগ্রাম জেলা সংবাদদাতা জানান, কুড়িগ্রামে আজ ঘন কুয়াশার দাপট কম থাকলেও কনকনে ঠান্ডায় কাবু হয়ে পড়েছে মানুষজন। দুইদিন থেকে সূর্যের দেখা না মেলায় ঠান্ডা বেশি অনুভ‚ত হচ্ছে এ অঞ্চলে।
গতকাল সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। দিনের তাপমাত্রা কমে রাতের কাছাকাছি হওয়ায় দুপুর পর্যন্ত বেশি ঠান্ডা অনুভ‚ত হচ্ছে। কনকনে ঠান্ডা উপেক্ষা করে দিন মজুর ও নিম্ন আয়ের মানুষজন কাজে বের হলেও প্রয়োজনীয় গরম কাপড়ের অভাবে কষ্টে রয়েছে তারা। বিশেষ করে উত্তরীয় হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় কাহিল হয়েছে পড়েছে নদ-নদী তীরবর্তী চর ও দ্বীপ চরের মানুষগুলো। কাজে যেতে না পারায় কষ্টে পড়েছে শ্রমজীবীরা। অপর দিকে স্থানীয় হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডা জনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা।
সদরের যাত্রাপুর ইউনিয়নের পোড়ার চরের জহুরুল ইসলাম বলেন, আমাদের চরে কয়েকদিন থেকে খুব ঠান্ডা। ঘর থেকে বাহির হওয়া যাচ্ছে না। নদীর পাড়ে সমসময় বাতাস থাকে। বাতাসের কারণে ঠান্ডা বেশি।
সদরের যাত্রাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আব্দুল গফুর বলেন, আমার ইউনিয়নটি নদী বেষ্টিত। এখানে অনেক বেশি ঠান্ডা অনুভুত হয়। নির্বাচনের আগে সরকারি ভাবে মাদরাসার বাচ্চাদের জন্য ৪০০ কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল মাত্র ৮০টি কম্বল বিভিন্ন এলাকায় বিতরণ করা হয়। এ অবস্থায় সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন এগিয়ে আসলে চরের মানুষ উপকৃত হতো।
কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, তাপমাত্রা আরো দুই একদিন এমন থাকবে। পরে একটু উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া এ মাসে আরো একটি শৈত্যপ্রবাহ এ জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে।
কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুশফিকুল আলম হালিম জানান, সদর উপজেলায় শীত নিবারনে ৪ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। এই মুহূর্তে শীতবস্ত্র মজুদ নেই। বরাদ্দ চাওয়া হয়েছে। পেলে বিতরণ করা হবে।
হিলি (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা জানান, হিমেল হাওয়া, ঘন কুয়াশা আর তীব্র শীতের কারণে স্থবির হয়ে পড়েছে দিনাজপুরের হিলির জনজীবন। প্রচÐ ঠাÐার কারণে দুর্ভোগে পড়েছেন কর্মজীবি ও ছিন্নমূল মানুষরা। শীতবস্ত্রের অভাবে মানবেতর জীবনযাপন করছেন অনেকে। কুয়াশার কারণে ট্রেন-বাসসহ অন্যান্য যানবাহনগুলো দিনের বেলাও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। রোদের অভাবে ধান শুকাতে পারছেন না মিল মালিকরা। কাজের সন্ধানে বের হয়েও কাজ পাচ্ছেন না খেটে খাওয়া মানুষজন। দোকানপাট খুলছে দেরিতে। বেশি কষ্টে আছেন কর্মজীবি ও ছিন্নমূল মানুষরা। শীতবস্ত্রের অভাবে বাড়ির বাহিরে বের হতে পারছেন না তারা। হিমেল বাতাস আর কনকনে ঠাÐার কারণে বিপাকে পড়েছেন শ্রমজীবী ও সাধারণ মানুষজন।
ভ্যান চালক দুলাল বলেন, প্রচÐ ঠাÐা আর খুব বাতাস বয়ে যাচ্ছে। সকালে বের হয়েছি এখন দুপুর ২ টা বাজে মাত্র ১০০ টাকার কাজ করেছি। ঠাÐায় মানুষ বের হচ্ছে না। তাই কাজ কমে গেছে। ইনকামও কম। সবজি ব্যবসায়ী তারেক রহমান বলেন, কয়েক দিন থেকে খুব কুয়াশা আর ঠাÐা পড়ায় বেচাকেনা কমে গেছে। হাটবারেও বাজারে মানুষ খুবই কম। আবহাওয়া ভালো থাকলে বেচাকেনা একটু বেশি হয়। অটোবাইক চালক ফিজু বলেন, জীবিকার সন্ধানে অটোবাইক নিয়ে বের হয়েছি। ঘরে বাজার নেই। পেটের দায়ে রাস্তায় নেমেছি। খুব ঠাÐা পড়েছে। তীব্র ঠাÐার কারণে যাত্রীও সঙ্কট। হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, হাসপাতালে শীতজনিত রোগীর সংখ্যা দিনদিন বাড়ছে। আবহাওয়া অফিস বলছে, গতকাল দিনাজপুর জেলায় ১১ ডিগ্রী তাপমাত্রা বিরাজ করছে।
দিরাই (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, সুনামগঞ্জের দিরাইয়ে শীতের তীব্রতা বেড়েই চলেছে। গতকাল পুরো দিনই ছিল কুয়াশায় ঢাকা। তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস। শীতের তীব্রতার পাশাপাশি বৃষ্টির মতো পানি, দমকা বাতাসের কারণে মানুষজন প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হয়নি। এমনকি গৃহপালিত গবাদি পশুদের বের করা হচ্ছে না ঘর থেকে।
শীত ও ঠাÐায় নানা রোগ ব্যাধি দেখা দিচ্ছে। বিশেষ করে বৃদ্ধ ও শিশুরা এ সময়ে খুবই কষ্টে থাকেন। এই সময়ে বিশেষজ্ঞ ডাক্তারগণ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়া ও পর্যাপ্ত পরিমাণ শীতবস্ত্র গায়ে ব্যবহার করাা পরামর্শ দিচ্ছেন। গতকাল সারাদিন উপজেলার কোথাও সূর্যের দেখা মেলেনি। তীব্র ঠাÐার সাথে দমকা বাতাসে হাড় কাঁপানো শীত অনুভ‚ত হয়। শীত সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে দিনমজুর শ্রেণির লোকজনের জিবনে। তারা ঠিকমতো কাজে যেতে পারছেন না। ফলে পরিবার-পরিজন নিয়ে অতি কষ্টে দিন পার করছেন তারা। এই মুহূর্তে সরকারের সহযোগিতাও কামনা করেছেন তারা।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
মাগুরায় ৬ ইটভাটায় অভিযান: ১৩ লাখ টাকা জরিমানা, ২টি ভাঙ্গচুর
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে মাস্কের বিতর্কিত ইশারা নিয়ে তীব্র সমালোচনা
লাখ লাখ ভারতীয় হারাতে যাচ্ছেন মার্কিন নাগরিকত্ব
শরীয়তপুর পৌরসভার খাল উদ্ধার অভিযান শুরু
কলাপাড়ায় গভীর রাতে বসত ঘরে প্রবেশ করে গৃহবধূকে হত্যা করে দুর্ধর্ষ ডাকাতি
নির্বাচন ব্যবস্থা সংস্কারে ‘সুপারিশ’ নিয়ে যা বললেন বদিউল আলম মজুমদার
আমাদের একমাত্র লক্ষ্য আমেরিকার শত্রুদের পরাজিত করা: ট্রাম্প
সড়ক থেকে সরেছেন প্রবাসীরা, স্বাভাবিক হয়েছে যান চলাচল
হিজাববিহীন তাওয়াফ! কে এই পাকিস্তানি নারী?
চীনের যে অস্ত্রের ভয়ে কাঁপছে ভারত আমেরিকা
প্রথম সামাজিক অনুষ্ঠানে নাচলেন ট্রাম্প-মেলানিয়া
ফেসবুকে যা লিখলেন আলোচিত অভিনেতা জয়
শিল্পী সমিতি থেকে ফ্যাসিস্ট নিপুণের স্থায়ী বহিষ্কার
অভিবাসন নিয়ন্ত্রণে ট্রাম্পের কঠোর পদক্ষেপ, সিবিপি ওয়ান অ্যাপ বাতিল
টিকা না পেয়ে সড়ক অবরোধ করেছেন প্রবাসীরা
তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় মানসিক অপ্রকৃতস্থ যুবকের মৃত্যু
সরকারী চাকুরীর প্রলোভনে টাকা আত্মসাৎ, ভুক্তভোগীকে মামলায় হেনস্থার অভিযোগ
ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিলেন
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে এক ফ্রেমে এক ট্রিলিয়ন ডলার
পর্তুগালে বাংলাদেশি মালিকানাধীন ভাষা শিক্ষা প্রতিষ্ঠান "গ্রিনফিল্ড একাডেমী"র যাত্রা শুরু