ভুয়া নির্বাচনের মাধ্যমে সরকার সংসদ কুক্ষিগত করেছে : ড. মঈন খান
১২ জানুয়ারি ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ১২ জানুয়ারি ২০২৪, ১২:০৫ এএম
৭ জানুয়ারি ভূয়া ও প্রশাসনের নির্বাচনের মাধ্যক্ষে সরকার সংসদকে নিজেদের ইচ্ছেমত কুক্ষিগত করে নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। তিনি বলেন, এই সরকার, তারা সমস্ত সংসদকে নিজেদের ইচ্ছামত কুক্ষিগত করে নিয়েছে ভুয়া প্রহসনের নির্বাচনের মাধ্যমে। এটা আজকে স্পষ্ট হয়ে গেছে, ৭ জানুয়ারি কোনো নির্বাচন হয়নি। জাতীয় সংসদের ৩০০ সিটের মধ্যে ২৯৯ সিটে কে বিজয়ী, কে বিজেতা, কে জয়ী, কে পরাজিত সেগুলো নির্বাচনে নির্ধারিত হয়নি। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে আগেই নির্ধারিত করে দেওয়া হয়েছে কে কত ভোট পাবে, কে কত শতাংশ ভোট পাবে এবং কোন সিট থেকে কে নির্বাচিত হবে। এ বিষয়টি দেশে-বিদেশে প্রমাণসহ ‘উদ্ভাসিত হয়েছে’। গতকাল বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে ২ মাস ১৩ দিন পর গতকাল বেলা ১১টার দিকে দলীয় কার্যালয়ের মূল ফটকের তালা ভেঙে দলের নেতা-কর্মীরা ভেতরে প্রবেশ করেন। এরপর কার্যালয়টি পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। ২৮ অক্টোবর বিএনপির সমাবেশ পÐ হয়ে যাওয়ার পর থেকে এ কার্যালয়ে তালা ঝোলানো ছিল। এরপর সেখানে সংবাদ সম্মেলন হলো।
সংবাদ সম্মেলনে আবদুল মঈন খান অভিযোগ করেন, ২৮ অক্টোবর ক্র্যাক ডাউনের পরে নয়াপল্টন কার্যালয় বেদখল করে নিয়েছিল। দীর্ঘ ৭৫ দিন পরে আমাদের নয়া পল্টনের অফিস খোলা হয়েছে। আপনারা জানেন, ২৮ অক্টোবর ক্র্যাকডাউনের পরে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির কেন্দ্রীয় অফিসটি সরকার বেদখল করে নিয়েছিল। আজকে আমরা এখানে এসেছি জনগণের কথা বলার জন্য। আমরা রাজনীতি করি জনগণের জন্য, আমরা রাজনীতি করি জনগণকে নিয়ে এবং আমরা রাজনীতি করি জনগণের মঙ্গলের জন্য।
তিনি বলেন, আমরা জনগণের ভোটের অধিকার, জনগণের অর্থনৈতিক সাম্যের অধিকার এবং জনগণের গণতন্ত্রের অধিকার আমরা ইনশাল্লাহ জনগণের কাছে ফিরিয়ে দেব। ভবিষ্যতে আমরা এমন একটি পরিবেশ বাংলাদেশে সৃষ্টি করব, সেখানে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার বাংলাদেশে প্রতিষ্ঠা হয়।
৭ জানুয়ারি এই সরকারকে প্রত্যাখ্যান করে মানুষ ভোট বর্জন করেছে মন্তব্য করে তিনি বলেন, জনগণ শুধু বর্জন করেনি এই আওয়ামী লীগ বাকশালি সরকারকে বর্জন করেছে।
মঈন খান বলেন, এই সরকারের সবচেয়ে দুঃখজনক, লজ্জাজনক, কলঙ্কজনক বিষয় হচ্ছে, মানুষ ভোট চুরি করে গোপনে। এই সরকার ভোট ডাকাতি করেছে প্রকাশ্যে। তারা প্রকাশ্যে আলোচনা করেছে, সিট ভাগাভাগি করেছে, কে কোন সিটে নির্বাচিত হবে সেটা নির্ধারণ করেছে প্রকাশ্যে। আজকে এই সরকার কোথায় নেমেছে সেটা আর বলার অপেক্ষা রাখে না।
সরকারের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, দেশের মানুষের কাছে এবং বিশ্ববাসীর কাছে ৭ জানুয়ারি নির্বাচনে এটা প্রমাণিত যে, এই সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না, সরকার যেটাতে বিশ্বাস করে সেটা হচ্ছে একদলীয় বাকশালী শাসন। আমরা অতীতে বলেছি, এটা হচ্ছে অলিখিত বাকশাল। আজকে নির্বাচনের পরে যা দাঁড়িয়েছে সেটা অলিখিত বাকশাল ওয়ান।
দেশে ভুয়া ও প্রশাসনের নির্বাচন হয়েছে এই বিষয়টি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করেন বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য। তিনি বলেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন বলেছে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হয়নি। আওয়ামী লীগ যত দিন ক্ষমতায় আছে, তাদের অধীনে নির্বাচন কমিশন সুস্থ-নিরপেক্ষ নির্বাচন করতে পারবে না। আজকে বিশ্ববাসীর কাছে প্রমাণিত হয়নি আমরা যে আশঙ্কা করেছি, তা সত্যে পরিণত হয়েছে।
বিএনপি নেতা মঈন খান বলেন, আজকে প্রমাণিত হয়েছে এভাবে ভুয়া সাজানো নাটক করে নির্বাচনের একটা আবহ তৈরি করে দেশে-বিদেশে ভাঁওতা দিয়ে কোনো গণতন্ত্র হতে পারে না। এটা প্রমাণিত হয়েছে।
মঈন খান বলেন, সারা দেশের নির্বাচনী সহিংসতা এবং ভূয়া ভোটসহ যত অপকর্ম হয়েছে, সবগুলো ডকুমেন্টেড হয়ে গেছে। এসব হয় মিডিয়াতে এসেছে, না হয় সোশ্যাল মিডিয়াতে এসেছে। এই দেশের মানুষের কাছে বিশ্ববাসীর কাছে প্রমাণিত সরকার গণতন্ত্র বিশ্বাস করে না।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী. চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনিরুল হক চৌধুরী, জয়নুল আবদিন ফারুক, ফজলুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, আবদুস সালাম আজাদ, শিরিন সুলতানা, মীর নেওয়াজ আলী, সেলিম রেজা হাবিব, তাইফুল ইসলাম টিপু প্রমুখ।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সদরপুরে মোটরসাইকেল-অটোরিক্সার সংঘর্ষে প্রাণ গেল কলেজ ছাত্র আসিফের
রাউজানে সমন্বয়ক রাফির ওপর হামলা, থানায় অভিযোগ
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন বিকেলে শুরু
মনোহরদীতে যুবকের বস্তাবন্দী মরদেহ উদ্ধার
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে অংশ নিলেন প্রিন্সেস রিমা
মানবতাবিরোধী অপরাধীরা যেন নির্বাচন করতে না পারে : বদিউল আলম মজুমদার
মাগুরায় ৬ ইটভাটায় অভিযান: ১৩ লাখ টাকা জরিমানা, ২টি ভাঙ্গচুর
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে মাস্কের বিতর্কিত ইশারা নিয়ে তীব্র সমালোচনা
লাখ লাখ ভারতীয় হারাতে যাচ্ছেন মার্কিন নাগরিকত্ব
শরীয়তপুর পৌরসভার খাল উদ্ধার অভিযান শুরু
কলাপাড়ায় গভীর রাতে বসত ঘরে প্রবেশ করে গৃহবধূকে হত্যা করে দুর্ধর্ষ ডাকাতি
নির্বাচন ব্যবস্থা সংস্কারে ‘সুপারিশ’ নিয়ে যা বললেন বদিউল আলম মজুমদার
আমাদের একমাত্র লক্ষ্য আমেরিকার শত্রুদের পরাজিত করা: ট্রাম্প
সড়ক থেকে সরেছেন প্রবাসীরা, স্বাভাবিক হয়েছে যান চলাচল
হিজাববিহীন তাওয়াফ! কে এই পাকিস্তানি নারী?
চীনের যে অস্ত্রের ভয়ে কাঁপছে ভারত আমেরিকা
প্রথম সামাজিক অনুষ্ঠানে নাচলেন ট্রাম্প-মেলানিয়া
ফেসবুকে যা লিখলেন আলোচিত অভিনেতা জয়
শিল্পী সমিতি থেকে ফ্যাসিস্ট নিপুণের স্থায়ী বহিষ্কার
অভিবাসন নিয়ন্ত্রণে ট্রাম্পের কঠোর পদক্ষেপ, সিবিপি ওয়ান অ্যাপ বাতিল