ঢাকা   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৫ আশ্বিন ১৪৩১

দক্ষিণ-পূর্ব এশিয়ায় ব্যবসাকেই প্রাধান্য দিচ্ছে জার্মানি

Daily Inqilab অনলাইন ডেস্ক

১৮ জানুয়ারি ২০২৪, ০৬:৪০ পিএম | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৪, ০৬:৪০ পিএম

 

 

 

সাম্প্রতিক মালয়েশিয়া সফরেও ইসরাইলের বিষয়ে জার্মানির অবস্থান পরিষ্কার করতে হয়েছে পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবককে৷ তবে মতপার্থক্য পাশ কাটিয়ে এই অঞ্চলের সঙ্গে বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক জোরদারেই কাজ করছে জার্মানি৷

 

মধ্যপ্রাচ্য থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া সফরের ষষ্ঠ দিনে গত ১২ জানুয়ারি কুয়ালালামপুরে পৌঁছান জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক৷ দেশটি থেকে গাজার দূরত্ব সাত হাজার ৬০০ কিলোমিটার হলেও ইসরাইল-হামাস যুদ্ধ তার এই সফরে মূল আলোচ্য বিষয় হয়ে ওঠে৷ বেয়ারবক নিজেও বলেছেন তিনি মুসলিম প্রধান একটি দেশের অবস্থান আরো ভালোভাবে বুঝতে চান এবং এই সংঘাতের বিষয়ে জার্মানির অবস্থান স্পষ্ট করতেও তিনি আগ্রহী৷

 

বেয়ারবক জার্মানির গণমাধ্যমকে বলেছেন, মালয়েশিয়ার বেশিরভাগ মানুষ এখনো জানেন না ৭ অক্টোবরের সন্ত্রাসী হামলার পর ইসলামি জঙ্গি গোষ্ঠী হামাস প্রায় ১৩০ জনকে এখনো বন্দি রেখেছে৷ এর মধ্যে সবচেয়ে ছোট শিশুটির বয়স সবে এক বছর হয়েছে৷

 

ইসরাইলের সঙ্গে মালয়েশিয়ার কোনো কূটনৈতিক সম্পর্ক নেই৷ বরং আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)-তে ইসরাইলের বিরুদ্ধে করা সাউথ আফ্রিকার মামলায় সমর্থন দিচ্ছে কুয়ালালামপুর৷ যুক্তরাষ্ট্র, জার্মানি, ইইউসহ কয়েকটি দেশ হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করলেও কুয়ালালামপুর তাদের কর্মকাণ্ডকে প্রতিরোধ আন্দোলন হিসেবে দেখে৷

 

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে হামাসের নেতাদের ভালো সম্পর্ক আছে বলে ধারণা করা হয়৷ ইসরাইল-হামাস সংঘাত নিয়ে জার্মানি ও মালয়েশিয়ার অবস্থানের পার্থক্য তাই বিস্তর৷

 

জার্মানির রক্ষণশীল বিরোধী দল ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন (সিডিইউ)-র সাংসবদ য়্যুর্গেন হার্ডট ডয়চে ভেলেকে বলেন, বার্লিনের উচিত মুসলিমপ্রধান দেশগুলোর কাছে এটি পরিষ্কার করা যে, ‘‘ইসরাইল মধ্যপ্রাচ্যে জার্মানির সবচেয়ে কাছের মিত্র৷''

 

২০০৫ সালের পরে মালয়েশিয়া সফর করা প্রথম জার্মান পররাষ্ট্রমন্ত্রী বেয়ারবক৷ দেশটি দক্ষিণ-পূর্ব এশিয়ায় জার্মানির অন্যতম বাণিজ্য অংশীদার৷

 

বেয়ারবক তার সফরে ইসরাইলের অস্তিত্ব ও নিজেদেরকে রক্ষার অধিকারের প্রতি জার্মানির সমর্থন ব্যক্ত করেছেন৷ একইসঙ্গে তিনি বলেন, জার্মানি গাজায় দুর্ভোগের অবসান চায় এবং ফিলিস্তিনের বেসামরিক মানুষকে রক্ষা ও ইসরাইলকে সংযম প্রদর্শনে তারা আহ্বান জানিয়েছেন৷

 

মধ্যপ্রাচ্য সফরের অভিজ্ঞতার কথাও তিনি তুলে ধরেন৷ হামাসের হাতে বন্দিদের পরিবার, ফিলিস্তিনিদের চিকিৎসা দেয়া মিশরীয় ডাক্তার, ইহুদি বসতি স্থাপনকারীদের সহিংসতার শিকার ফিলিস্তিনি এবং গাজার মিশর ও রাফাহ সীমান্তে জাতিসংঘের সহায়তাকর্মীদের সঙ্গে সাক্ষাতের কথা তিনি জানান৷

 

দক্ষিণ-পূর্ব এশিয়ায় জার্মানির পুরোনো রাজনীতি

 

ইসরাইল-হামাস সংঘাত নিয়ে মালয়েশিয়ার মতো এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর সঙ্গে জার্মানির যোজন দূরত্ব থাকলেও তা সম্পর্কের লিটমাস পরীক্ষায় রূপ নেয়নি বলে মনে করেন জার্মান ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনার অ্যান্ড সিকিউরিটি অ্যাফেয়ার্সের এশিয়া বিশেষজ্ঞ ফেলিক্স হাইডুক৷ ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘‘ইন্দো-প্যাসিফিকের এই অঞ্চলকে জার্মানির নীতিনির্ধারকেরা ২১ শতকের বৈশ্বিক অর্থনীতির উপকেন্দ্র হিসেবে দেখে থাকেন, যেটি মার্কিন-চীনের মধ্যকার প্রধান সংঘাতভূমি৷''

 

দক্ষিণ-পূর্ব এশিয়ায় চীনের বাইরে এই অঞ্চলে জার্মানি তার অর্থনৈতিক সম্পর্ক বিস্তারের চেষ্টা চালাচ্ছে বলে জানান তিনি৷ অন্যদিকে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোও মার্কিন-চীন দ্বন্দ্বের বাইরে জার্মানিকে তাদের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করছে৷

 

বেয়ারবক ফিলিপাইন্সে সে দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেছেন৷ ফিলিপাইন্সের উপকূলরক্ষী বাহিনীর জন্য সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন তিনি৷ সেই সঙ্গে চীনের সঙ্গে ফিলিপাইন্সের দ্বন্দ্বের প্রেক্ষিতে বেইজিংকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বানও জানিয়ছেন৷ এই বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়ে চীন অন্য দেশকে আঞ্চলিক ইস্যু থেকে দূরে থাকতে বলেছে৷

 

তবে সেখানে বেয়ারবককে ইসরাইল ইস্যুতে জার্মানির অবস্থান বর্ণনা করতে হয়নি, কেননা ফিলিপাইন্স এরই মধ্যে হামাসের হামলার নিন্দা জানিয়েছে এবং ইসরাইলের অস্তিত্বের অধিকারের প্রতি সমর্থন জানিয়েছে৷

 

এশিয়া বিশেষজ্ঞ ফেলিক্স হাইডুক মনে করেন, ইসরাইল-হামাস সংঘাত নিয়ে মতপার্থক্য এই দেশগুলোর সঙ্গে জার্মানির বাণিজ্য ও বিনিয়োগে তেমন উল্লেখযোগ্য প্রভাব ফেলবে না৷ এমনকি সাম্প্রতিক বছরগুলোতেও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সাথে কূটনীতিতে এই ইস্যুটি তেমন প্রাধান্য পায়নি৷

 

ইউক্রেনের রাশিয়ার হামলা নিয়েও ভিয়েতনাম, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার সঙ্গে জর্মানির দূরত্ব রয়েছে৷ এই দেশগুলো রাশিয়ার বিপক্ষে জাতিসংঘে নিন্দা না জানিয়ে জার্মানিকে বিব্রত করেছে৷ কিন্তু তাতে বেয়ারবক দেশগুলোতে ভ্রমণ থেকে বিরত থাকেননি বলে উল্লেখ করেন হাইডুক৷

 

অন্যদিকে সিডিইউ-র রাজনীতিক হার্ডট বাণিজ্য সম্পর্ক বৃদ্ধিতে বেয়ারবকের সফরের প্রাপ্তিকে বড় করে দেখতে নারাজ৷ তিনি বলেন, ‘‘সবচেয়ে গুরুত্বপূর্ণ মুক্ত বাণিজ্য চুক্তির ইস্যুটি এই সফরে এক পাশে রয়ে গেছে''৷ এই গুরুত্বপূর্ণ বিষয়ে বর্তমান জোটের মধ্যে ঐকমত্যের অভাব আছে বলেও উল্লেখ করেন তিনি৷

 

তবে হাইডুকের মতে, জার্মানি দেরিতে হলেও এই অঞ্চলের সাথে কূটনৈতিক সম্পর্ক জোরদারের পদক্ষেপ নিয়েছে৷ বেয়ারবকের সফর সেই ইঙ্গিতই দিচ্ছে৷ ইসরাইল, রাশিয়া, ইউক্রেন ইস্যুকে পাশ কাটিয়ে জার্মানি ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যকার সম্পর্ক এগিয়ে চলেছে৷ সেখানে গুরুত্ব পাচ্ছে চীন, বাণিজ্য ও বিনিয়োগ৷ সূত্র: ডয়চে ভেলে।

 


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

বিদেশে সাবেক ভুমিমন্ত্রীর আট হাজার কোটি টাকার সম্পত্তি

বিদেশে সাবেক ভুমিমন্ত্রীর আট হাজার কোটি টাকার সম্পত্তি

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

সময় থাকতে হাসিনাকে ফেরত পাঠান : ভারতকে দুদু

সময় থাকতে হাসিনাকে ফেরত পাঠান : ভারতকে দুদু

রুশ সেনা কুরস্কের দুটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে

রুশ সেনা কুরস্কের দুটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে

বিমানবন্দর এলাকা হবে শব্দদূষণ মুক্ত

বিমানবন্দর এলাকা হবে শব্দদূষণ মুক্ত

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ৭ দিনের রিমান্ডে

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ৭ দিনের রিমান্ডে

বিচার শুরু হলে হাসিনাকে ফেরত চাওয়া হবে : আইন উপদেষ্টা

বিচার শুরু হলে হাসিনাকে ফেরত চাওয়া হবে : আইন উপদেষ্টা

লোহাগড়ায় দিনে-দুপুরে বসতবাড়ি পুড়ে ছাই

লোহাগড়ায় দিনে-দুপুরে বসতবাড়ি পুড়ে ছাই

রাষ্ট্রীয় কল্যাণে অবদান রাখার সুযোগ দিন আলেমদেরকে

রাষ্ট্রীয় কল্যাণে অবদান রাখার সুযোগ দিন আলেমদেরকে

দুই মেডিকেল টেকনোলজিস্টের ওপর হামলার ঘটনায় বিএমটিএর নিন্দা

দুই মেডিকেল টেকনোলজিস্টের ওপর হামলার ঘটনায় বিএমটিএর নিন্দা

জিএম কাদের ও মজিবুল হক চুন্নুকে অবিলম্বে আটক করতে হবে : আবু হানিফ

জিএম কাদের ও মজিবুল হক চুন্নুকে অবিলম্বে আটক করতে হবে : আবু হানিফ

উপদেষ্টাদের আয় ও সম্পদ বিবরণী  প্রকাশের নীতিমালা অনুমোদন

উপদেষ্টাদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা অনুমোদন

সাবেক মন্ত্রী শ ম রেজাউল-এমপি হেনরিসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক মন্ত্রী শ ম রেজাউল-এমপি হেনরিসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

পটুয়াখালী মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সভাপতিকে একবছর ,সাধারন সম্পাদককে দুই বছর একাডেমীক কার্যক্রম থেকে বহিস্কারসহ উভয়কে হোস্টেল থেকে আজীবন বহিস্কার।

পটুয়াখালী মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সভাপতিকে একবছর ,সাধারন সম্পাদককে দুই বছর একাডেমীক কার্যক্রম থেকে বহিস্কারসহ উভয়কে হোস্টেল থেকে আজীবন বহিস্কার।

ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে ৫ শিক্ষার্থী গ্রেফতার

ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে ৫ শিক্ষার্থী গ্রেফতার

রাজউক চেয়ারম্যানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

রাজউক চেয়ারম্যানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইনের বিজয়ীদের নাম ঘোষণা করেছে মাস্টারকার্ড

‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইনের বিজয়ীদের নাম ঘোষণা করেছে মাস্টারকার্ড

সিটি ব্যাংক আনল অভূতপূর্ব ভিসা ইনফিনিট ক্রেডিট কার্ড

সিটি ব্যাংক আনল অভূতপূর্ব ভিসা ইনফিনিট ক্রেডিট কার্ড

শেখ হাসিনার কোনো ক্ষমা নেই, জবাব তাকে দিতেই হবে : মির্জা ফখরুল

শেখ হাসিনার কোনো ক্ষমা নেই, জবাব তাকে দিতেই হবে : মির্জা ফখরুল

ছাত্র-জনতার অভ্যুত্থানে খুনিদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে

ছাত্র-জনতার অভ্যুত্থানে খুনিদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে