বইমেলায় এখনো হুমায়ূন আহমেদের রাজত্ব

Daily Inqilab রাহাদ উদ্দিন

১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১৮ এএম | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১৮ এএম

প্রায় ১ যুগ আগে ২০১২ সালের ১৯ জুলাই ক্যান্সারে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মারা যান বাংলাদেশের তৎকালীন জনপ্রিয় কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ুন আহমেদ। ১ যুগ পরে এসে তিনি কি জনপ্রিয়তা হারিয়েছেন? এমন প্রশ্নের জবাবে নিঃসন্দেহে বলা যায়, না; বরং সাহিত্য প্রেমীদের কাছে তিনি এখনো কিংবদন্তি হিসেবে বেঁচে আছেন। দুই শতাধিক ফিকশন, নন-ফিকশন বইয়ের লেখক হুমায়ুন আহমেদ বাংলা সাহিত্যকে করেছেন অনেক বেশি সমৃদ্ধ। আধুনিক বাংলা সাহিত্যে রোমান্টিক ধারার উপন্যাসে তিনি হয়ে আছেন অমর। একযুগেও হুমায়ুনের বিকল্প পায়নি বাংলা সাহিত্য। তাই তো এখনো সেই হুমায়ূনে বুঁদ হয়ে থাকে পাঠক।
হুমায়ূন আহমেদের স্টাইল অনুসরণ করা নতুন অনেক লেখকের আবির্ভাব হলেও এখনো পাঠক প্রিয়তার শীর্ষে আছেন তিনি। প্রায় এক যুগ পেরিয়ে গেছে তিনি বইমেলায় আসেন না। তবু, প্রতিদিন অমর একুশে বইমেলায় তার হাজার হাজার কপি বই বিক্রি হচ্ছে। কারণ তিনি মেলায় না থাকলেও আছেন ভক্তদের হৃদয়ে। বিশেষ করে তরুণ বয়সী পাঠকদের হৃদয়ে তিনি বিশেষ স্থান দখল করে আছেন।

হুমায়ূনের বই প্রকাশ যেকোনো প্রকাশকের জন্য হয়ে উঠেছে লাভজনক। তাই প্রতিবছর অমর একুশে বইমেলায় অনেক প্রকাশনীই তার লেখা বই প্রকাশ করে থাকে। তবে অন্যপ্রকাশ ও কাকলীর মতো কয়েকটি বড় বড় প্রতিষ্ঠান সবচেয়ে বেশি প্রকাশ করে থাকেন কিংবদন্তি এই লেখকের বই। এই প্রকাশনীগুলোতে শুরু থেকেই হুমায়ুন আহমেদের বই রয়েছে বিক্রির শীর্ষে। কাকলী প্রকাশনীর প্রকাশক ও স্বত্বাধিকারী এ কে নাছির আহমেদ সেলিম জানান, হুমায়ূন আহমেদের বই সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। নতুন প্রজন্মের পাঠকরা হুমায়ূন আহমেদ ছাড়া অন্য বই পড়ে না। অন্য কোনো লেখক এখনো তার জায়গাটি দখল করতে পারেনি। হুমায়ূনের স্মৃতিচারণ করে প্রবীণ এই প্রকাশক বলেন, উনি যখন মেলায় আসতেন তখন দর্শনার্থীদের ভিড়ে প্যাভিলিয়ন ভেঙে পড়ার উপক্রম হতো।

গতকাল বৃহস্পতিবার বইমেলায় যেসব পাঠক হুমায়ূন আহমেদের বই কিনেছিলেন তারা বলেন, তার মতো আরেকজন লেখক সৃষ্টি না হওয়া পর্যন্ত বাংলা সাহিত্যে হুমায়ূন আহমেদের জনপ্রিয়তা এ রকমই থেকে যাবে। অন্যদিকে প্রকাশক ও বিক্রেতারা বলছেন, অমর একুশে গ্রন্থমেলায় হুমায়ূন আহমেদের বই এখনও পাঠকদের প্রথম পছন্দ ও বিক্রির শীর্ষে।

জানা যায়, জীবিতাবস্থায় তিনি নিয়মিতই আসতেন একুশের বইমেলায়। পাঠক-দর্শনার্থীরা দীর্ঘ সারিতে দাঁড়িয়ে তার অটোগ্রাফ দেওয়া বই কিনতেন। বিশেষ করে অন্যপ্রকাশ প্রতিবছরই হুমায়ূন আহমেদের শতাধিক বই প্রকাশ করে থাকে। তাদের স্টলের সামনে এ দৃশ্য ছিল বইমেলার নিয়মিত চিত্র। কিন্তু গত একযুগ ধরে বইমেলায় হুমায়ূন আহমেদের অটোগ্রাফ দেওয়ার দৃশ্য দেখা না গেলেও অন্যপ্রকাশের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পাঠক-দর্শনার্থীদের হুমায়ূনের বই কেনার দৃশ্য এখনও নিয়মিত।

অন্যপ্রকাশ প্যাভিলিয়নের বিক্রয়কর্মী শাফায়েত হোসেন বলেন, হুমায়ূন আহমেদের অধিকাংশ বই অন্যপ্রকাশ থেকেই বের হয়। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন হুমায়ূন আহমেদের বইয়ের চাহিদা থাকবে। অন্যপ্রকাশ মানেই হুমায়ূন আহমেদ। তবে, হুমায়ূন ধারার তরুণ লেখক সাদাত হোসাইনের বইও ভালো চলছে বলে জানান তিনি।

সংশ্লিষ্টরা জানান, হুমায়ূন আহমেদের বই কিনতে বা দেখতে যারা আসছেন তাদের বেশিরভাগই তরুণ-তরুণী। বিশেষ করে, তরুণীর সংখ্যাটা বেশি। মেলার শুরু থেকে এই দুই প্রকাশনী ঘিরে তরুণীদের জটলা থেকেই কথাটির সত্যতা মিলে।

গতকাল অমর একুশে বইমেলার ১৫ তম দিনে নতুন বই এসেছে ৯৭টি। বিকেল ৪ টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় স্মরণ: আবদুল হালিম বয়াতি শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন জোবায়ের আবদুল্লাহ। আলোচনায় অংশগ্রহণ করেন মোঃ নিশানে হালিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাইদুর রহমান বয়াতি। সভাপতির বক্তব্যে সাইদুর রহমান বয়াতি বলেন, আবদুল হালিম বয়াতির মতো প্রতিভাবান সাধককবি এদেশে বিরল। বাংলার লোকসংগীতের ইতিহাসে তাঁর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাঁর সৃষ্টি ও সংগীতের মধ্য দিয়ে আবদুল হালিম ভক্তশ্রোতাদের অন্তরে চিরকাল বেঁচে থাকবেন।

আজ লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন কথাসাহিত্যিক মাসুদুল হক, কবি ও সম্পাদক এজাজ ইউসুফী এবং গবেষক কাজী সামিও শীশ এবং শিশুসাহিত্যিক রুনা তাসমিনা। সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি গোলাম কিবরিয়া পিনু, মিহির মুসার্কী, শফিক সেলিম, খোকন মাহমুদ এবং ইমরুল ইউসুফ। আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী এ বি এম রাশেদুল হাসান, শিরিন জাহান এবং তালুকদার মো. যোবায়ের আহম্মেদ টিপু।

আজ শুক্রবার বইমেলার ১৬ তম দিনে সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত মেলায় থাকবে শিশুপ্রহর। মেল চলবে রাত ৯টা পর্যন্ত। সকাল ১০টায় বইমেলার মূলমঞ্চে অমর একুশে শিশু-কিশোর আবৃত্তি প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। বিকেল ৪ টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে স্মরণ: ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিক শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন হারিসুল হক। আলোচনায় অংশগ্রহণ করবেন ফজিলাতুন নেছা মালিক এবং এস এম মোস্তফা জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রফেসর এ বি এম আবদুল্লাহ।

 


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

শাংহাইয়ে দেড় হাজার বছরের প্রাচীন মেলা

শাংহাইয়ে দেড় হাজার বছরের প্রাচীন মেলা

ইউনাইটেডের আরও এক লজ্জার রাত

ইউনাইটেডের আরও এক লজ্জার রাত

গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর

গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর

সিরিজ নিশ্চিতের অভিযানে শান্ত-হৃদয়রা

সিরিজ নিশ্চিতের অভিযানে শান্ত-হৃদয়রা

খুলনায় কাটলো তাপদাহ, নামলো বৃষ্টি

খুলনায় কাটলো তাপদাহ, নামলো বৃষ্টি

কুষ্টিয়ায় বিয়ের গাড়ি আটকে ভাঙচুর , আটক ৪

কুষ্টিয়ায় বিয়ের গাড়ি আটকে ভাঙচুর , আটক ৪

কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড মীরসরাই

কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড মীরসরাই

শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা

শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা

নিজ কক্ষে মিললো আওয়ামী লীগ নেতার ঝুলন্ত লাশ

নিজ কক্ষে মিললো আওয়ামী লীগ নেতার ঝুলন্ত লাশ

বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু

বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু

মধুখালি ডুমাইনের পঞ্চপল্লীতে দুই সহোদর হাফেজ খুন,স্বজনরা উল্টো আতঙ্কে কেটে গেল ১৮ প্রহর

মধুখালি ডুমাইনের পঞ্চপল্লীতে দুই সহোদর হাফেজ খুন,স্বজনরা উল্টো আতঙ্কে কেটে গেল ১৮ প্রহর

প্রশ্ন : প্রভিডেন্ট ফান্ডের টাকা ঋণ নিয়ে হজ্জ করা প্রসঙ্গে।

প্রশ্ন : প্রভিডেন্ট ফান্ডের টাকা ঋণ নিয়ে হজ্জ করা প্রসঙ্গে।

আমেরিকা ও ইউরোপের বহিষ্কৃত ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ইরান

আমেরিকা ও ইউরোপের বহিষ্কৃত ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ইরান

একটানা ৩৭ দিন তাপপ্রবাহে অতিষ্ট চুয়াডাঙ্গাবাসীর ভাগ্যে অবশেষে মিললো স্বস্তির শিলা বৃষ্টি

একটানা ৩৭ দিন তাপপ্রবাহে অতিষ্ট চুয়াডাঙ্গাবাসীর ভাগ্যে অবশেষে মিললো স্বস্তির শিলা বৃষ্টি

বজ্রপাতে মাদারীপুরে পৃথক স্থানে দুই জন নিহত

বজ্রপাতে মাদারীপুরে পৃথক স্থানে দুই জন নিহত

শম্ভুগঞ্জ ইউসি উচ বিদ্যালয়র সভাপতি মোক্তার হোসেনর বিরুদ্ধ দূর্নীতির অভিযাগ: ছয় সদস্যের পদত্যাগ

শম্ভুগঞ্জ ইউসি উচ বিদ্যালয়র সভাপতি মোক্তার হোসেনর বিরুদ্ধ দূর্নীতির অভিযাগ: ছয় সদস্যের পদত্যাগ

সিলেটে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি : বাড়ছে বজ্রসহ বৃষ্টিপাতের পরিমান

সিলেটে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি : বাড়ছে বজ্রসহ বৃষ্টিপাতের পরিমান

অপহরণের ১৩ ঘণ্টা পর চুয়েট স্কুলছাত্র উদ্ধার

অপহরণের ১৩ ঘণ্টা পর চুয়েট স্কুলছাত্র উদ্ধার

বরগুনায় গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধে কর্মশালা

বরগুনায় গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধে কর্মশালা

গৌরনদীতে লোডশেডিং ও তীব্র গরমে কদর বেড়েছে হাতপাখার

গৌরনদীতে লোডশেডিং ও তীব্র গরমে কদর বেড়েছে হাতপাখার