অমর একুশে বইমেলা

একুশের জোয়ারের পর মেলায় ভাটার সুর

Daily Inqilab রাহাদ উদ্দিন

২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১৬ এএম | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১৬ এএম

১৯৫২ সালের ভাষাশহীদদের স্মরণে উৎসর্গিত বইমেলা ঘিরে থাকে বাঙালির নানান জল্পনা কল্পনা। তবে মেলা ঘিরে যতটা না আবেগ থাকে তারচেয়ে বেশি থাকে ২১ ঘিরে। তাই তো ২১ ফেব্রæয়ারি আসলেই মেলায় নামে হাজার হাজার বইপ্রেমীদের ঢল। এরই ধারাবাহিকতায় অমর একুশের দিন মেলা প্রাঙ্গণ ছিল কানায় কানায় পূর্ণ। ছিল না তিল ধারণের ঠাঁই। তবে একদিন পরেই বদলে গেল পুরো চিত্র। গতকাল অমর একুশে বইমেলার ২২ তম দিনে মেলা ছিল অনেকটাই পাঠকহীন।
এবছর শুরু থেকেই বেশ জমে উঠেছে বইমেলা। প্রথম সপ্তাহ থেকেই মেলায় নামে বইপ্রেমীদের ঢল। একুশে ফেব্রæয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তা পরিণত হয় জনসমুদ্রে। তবে গতকালের দৃশ্য ছিল ভিন্ন। সপ্তাহের অন্যান্য কর্মদিবসের মতো ছিল না জৌলুশ। এদিন হঠাৎ বৃষ্টিতে কিছুটা ক্রেতা খরায় কেটেছে মেলা। তবে বই কিনতে না আসলেও কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে এদিন মেলায় এসেছিলেন অনেক দর্শনার্থী।
এমনি একজনের সাথে কথা হয় সোহরাওয়ার্দী উদ্যানের লেকের পাড়ে। রাজধানীর ইডেন মহিলা কলেজে অধ্যয়নরত ফাতেমা ছোট বোন মুসলিমাকে নিয়ে মেলায় এসেছেন ঘুরতে। বলেন, এলাকা থেকে ছোট বোন এসেছে বেড়াতে। তাকে নিয়ে চলে আসলাম স্নিগ্ধ বাতাস খেতে। মেলা ঘুরে বোন মুসলিমাকে কিনে দিয়েছেন হিজাব আমার পরিচয় বইটি।
গতকাল বিকেলে হঠাৎ বৃষ্টিতে বদলে যায় আবহাওয়া। চারদিকে বিরাজ করে থমথমে পরিবেশ। মেলায় নামে কিছুটা পাঠকশ‚ন্যতা। মেলার আশপাশের রাস্তায় দেখা দেয় কাদা। সোহরাওয়ার্দী উদ্যানে বেশ কয়েকটি খানাখন্দে জমে পানি। তবে এক ফসলা বৃষ্টিতে ধুয়ে দেওয়ার পর মেলা ছিল অনেকটাই সবুজ। ছিল না ধুলাবালির দৌরাত্ম্য, ছিল না দূষিত বাতাস।
জিনিয়াস পাবলিকেশন্সের বিক্রয় প্রতিনিধি উন্মে প্রহর বলেন, নরমালি আমাদের এখানে সাপ্তাহিক ছুটির দিনে বেশি ভিড় থাকে। আর কর্মদিবসে বেশ ভালোই সমাগম হয়। তবে আজ গত কয়েকদিনের তুলনায় পাঠক সমাগম অনেকটাই কম দেখা যাচ্ছে। কারণ প্রথমত মানুষের কর্মব্যস্ততা, দ্বিতীয়ত হঠাৎ বৃষ্টিতে অনিশ্চিত আবহাওয়া।
অনিশ্চিত আবহাওয়া সত্তে¡ও এদিন মেলায় এসেছেন অনেক বইপ্রেমী। সন্ধ্যায় মেলা ঘুরে দেখা যায় প্রথমা প্রকাশন, অনুপম প্রকাশনী, কাকলী প্রকাশনী, তাম্রলিপি, পাঞ্জেরী পাবলিকেশন্স লি., মাতৃভাষা, অন্যধারার মতো প্রতিষ্ঠানগুলোতে পাঠকদের ভিড়।
প্রথমা প্রকাশনিতে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আনু মুহাম্মদের লেখা অর্থশাস্ত্র বইটি হাতে উল্টেপাল্টে দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আবু বকর। জানতে চাইলে তিনি বলেন, একজন অর্থনীতির শিক্ষার্থী হিসেবে এই বইটি আমাদের জন্য পড়া জরুরি মনে করছি। আনু মুহাম্মদ স্যার এই সময়ের অন্যতম অর্থনীতির টিচার।
গতকাল মেলার ২২তম দিনে নতুন বই এসেছে ৭৮টি।বিকেল ৪ টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় স্মরণ আসাদ চৌধুরী এবং স্মরণ: জাহিদুল হক শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন যথাক্রমে মাহমুদা আকতার এবং কামরুল হাসান। আলোচনায় অংশগ্রহণ করেন দিলারা হাফিজ, বায়তুল্লাহ কাদেরী এবং মনি হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. মুহম্মদ সামাদ।
আজ লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন কবি শিহাব সরকার, শিশুসাহিত্যিক তপংকর চক্রবর্তী, গবেষক হোসনে আরা এবং কথাসাহিত্যিক মিলটন রহমান।
বই-সংলাপ ও রিকশাচিত্র প্রদর্শন মঞ্চের আয়োজন এই মঞ্চে আজ বিকেলে দ্রাবিড় সৈকত রচিত ‹বাংলার চিত্রকলা: ইতিহাসের বিভ্রান্তি এবং মনন-মনীষায় ইউরোপমুখিনতার মর্মভেদ’ এবং ‹ফ্রয়েডিয় লিবিডো-তত্ত¡ এবং তান্ত্রিক দেহাত্মাবাদ: সমীক্ষণ ও তুলনামূলক বিচার› শীর্ষক দুটো বই নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি নূহ-উল-আলম লেনিন, হাসান হাফিজ, সৌরভ সিকদার, ওবায়েদ আকাশ, মেঘ অদিতি, রুহুল মাহবুব এবং বাবুল আনোয়ার। আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী হাসিব বিল্লাহ, মাসুম আজিজুল বাসার, জি এম মোর্শেদ, নাঈমা হোসেন এবং অনন্যা রানী সাহা। এছাড়াও ছিল মিলন কান্তি দে›র রচনায় ও নির্দেশনায় ‹দেশ অপেরা›র পরিবেশনায় যাত্রাপালা ‹বঙ্গমাতা›। আজ শুক্রবার ২৩তম দিনে মেলা শুরু হবে সকাল ১১টায়, শেষ হবে রাত ৯টায়।

 


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

এখন প্রতি সপ্তাহে ২৫০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত সেভিংস খোলা যাচ্ছে বিকাশ অ্যাপে

এখন প্রতি সপ্তাহে ২৫০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত সেভিংস খোলা যাচ্ছে বিকাশ অ্যাপে

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি’র কৃষি সহায়তা প্রকল্প

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি’র কৃষি সহায়তা প্রকল্প

কুমিল্লায় উপজেলা নির্বাচনে এমপির ভূমিকায় ভোটের পরিবেশ বিঘ্নিতের আশঙ্কা

কুমিল্লায় উপজেলা নির্বাচনে এমপির ভূমিকায় ভোটের পরিবেশ বিঘ্নিতের আশঙ্কা

শীঘ্রই বাজারে আসছে টেকনো ক্যামন ৩০ সিরিজের ফোন

শীঘ্রই বাজারে আসছে টেকনো ক্যামন ৩০ সিরিজের ফোন

মাঝে মাঝে তার নম্বর খোলা পাওয়া যাচ্ছে, মাঝে মাঝে বন্ধ পাওয়া যাচ্ছে : ডিবি প্রধান

মাঝে মাঝে তার নম্বর খোলা পাওয়া যাচ্ছে, মাঝে মাঝে বন্ধ পাওয়া যাচ্ছে : ডিবি প্রধান

এমপি আনোয়ারুল আজিমের ব্যবহৃত নম্বরটি খুলছেন আবার বন্ধ করছেন: ডিবি

এমপি আনোয়ারুল আজিমের ব্যবহৃত নম্বরটি খুলছেন আবার বন্ধ করছেন: ডিবি

লুটপাট করে গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে আ'লীগ: প্রিন্স

লুটপাট করে গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে আ'লীগ: প্রিন্স

অ্যাকাডেমিক ব্যাংকিং সেবা ‘প্রাইমঅ্যাকাডেমিয়া’ চালু করলো প্রাইম ব্যাংক পিএলসি

অ্যাকাডেমিক ব্যাংকিং সেবা ‘প্রাইমঅ্যাকাডেমিয়া’ চালু করলো প্রাইম ব্যাংক পিএলসি

বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতি মামুন সম্পাদক মুহাম্মদ মোরশেদ

বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতি মামুন সম্পাদক মুহাম্মদ মোরশেদ

পোশাকখাতের উন্নয়নে ইইউকে সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান বিজিএমইএর

পোশাকখাতের উন্নয়নে ইইউকে সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান বিজিএমইএর

দেশের অর্থনৈতিক দুরবস্থা ও রিজার্ভ সংকট জাতির জন্য অশনি সংকেত: ১২ দলীয় জোট

দেশের অর্থনৈতিক দুরবস্থা ও রিজার্ভ সংকট জাতির জন্য অশনি সংকেত: ১২ দলীয় জোট

সংকট গভীর হওয়ার আগেই রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের স্থায়ী সমাধান জরুরি : পররাষ্ট্রমন্ত্রী

সংকট গভীর হওয়ার আগেই রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের স্থায়ী সমাধান জরুরি : পররাষ্ট্রমন্ত্রী

ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত : চলছে অনুসন্ধান

ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত : চলছে অনুসন্ধান

পর্তুগাল বাংলা প্রেস ক্লাবে যুক্ত হলেন একদল নতুন সদস্য

পর্তুগাল বাংলা প্রেস ক্লাবে যুক্ত হলেন একদল নতুন সদস্য

কাল থেকে ২৩ জুলাই পর্যন্ত দেশের সামুদ্রিক জলসীমায় মৎস্য আহরণ নিষিদ্ধ

কাল থেকে ২৩ জুলাই পর্যন্ত দেশের সামুদ্রিক জলসীমায় মৎস্য আহরণ নিষিদ্ধ

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কারিগরি শিক্ষার বিকল্প নেই : মহিলা ও শিশু প্রতিমন্ত্রী

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কারিগরি শিক্ষার বিকল্প নেই : মহিলা ও শিশু প্রতিমন্ত্রী

মিডিয়ার কন্ঠরোধ করে দেশকে বাকশালের দিকে নিয়ে যাচ্ছে সরকার

মিডিয়ার কন্ঠরোধ করে দেশকে বাকশালের দিকে নিয়ে যাচ্ছে সরকার

ইনফ্লেমেটরি বাওয়েল ডিজিজ নিয়ে গবেষণা চলছে: বিএসএমএমইউ উপাচার্য

ইনফ্লেমেটরি বাওয়েল ডিজিজ নিয়ে গবেষণা চলছে: বিএসএমএমইউ উপাচার্য

বৈষম্য কমিয়ে শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরিসহ অধিকার নিশ্চিত করতে হবে : ড. খলীকুজ্জমান

বৈষম্য কমিয়ে শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরিসহ অধিকার নিশ্চিত করতে হবে : ড. খলীকুজ্জমান

২৪ ঘন্টা থেকে সাত দিনের মধ্যে মৃত বীমা দাবি পরিশোধ করবে এনআরবি ইসলামিক লাইফ ইনসুরেন্স কোম্পানি

২৪ ঘন্টা থেকে সাত দিনের মধ্যে মৃত বীমা দাবি পরিশোধ করবে এনআরবি ইসলামিক লাইফ ইনসুরেন্স কোম্পানি