ঢাকা   রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪ | ৭ আশ্বিন ১৪৩১
ঢাকায় অফিস-আদালত-শিক্ষা প্রতিষ্ঠানের একই সময় ছুটি

রোজাদাররা তীব্র যানজটে নাকাল

Daily Inqilab স্টাফ রিপোর্টার

১৫ মার্চ ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ১৫ মার্চ ২০২৪, ১২:০৪ এএম

রাজধানীতে যানজটে রোজাদারদের নাকাল অবস্থা। এমনিতে প্রচন্ড গরম, এরমধ্যে প্রতিটি সড়কে ঘন্টার পর ঘন্টা যানজটে রোজাদারগণ চরম ভোগান্তি ভোগ করছেন। সরকারি অফিস আদালত, ব্যাংক বিমার মতো শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি একই সময়। এ কারণে দুপুরের পর রাজধানীতে তীব্র যানজট, ভোগান্তি বাড়ছে যাত্রীদের। অনেক স্কুল কলেজের শিক্ষক বিদ্যালয় ছুটি দিয়ে রাজধানীর বিভিন্ন রাস্তায় যানজটে পড়ে ইফতার করতে হচ্ছে। আবার অনেক সরকারি কর্মকর্তাকে যানজটে পড়ে রাস্তায় ইফতার করতে হচ্ছে। সব কিছু হচ্ছে যানজনটকে কেন্ত্রৃ করে তবুও রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস আদালতের সময় সূচি ভিন্ন কাঠামো হচ্ছে না। আগামী সপ্তাহে থেকে এ যানজট আরো বাড়বে বলে জানা গেছে।

সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের রাজধানীর বিভিন্ন সড়কে প্রতিদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত স্কুল ও বিদ্যালয়ে যাওয়া, বাসায় ফিরতে হচ্ছে যানজট নিয়ে। সড়কে যানজট একটি নিত্য ব্যাপার। গত ১৯৯৩ সাল থেকে রাজধানীর যানজট নিরসনের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের সময় সূচি পরিবর্তন করা হয়েছিল। সেই থেকে সময় ২০১৮ সাল পর্যন্ত ঠিক থাকলে গত ২০১৯ সালে এসে রাজধানীর শিক্ষার প্রতিষ্ঠানের সময় সূচি পরিবতন করে গ্রামের বিদ্যালয় গুলোর মতো একই নিয়ম রাজধানীতে চালু করা হয়। এছাড়া কয়েকযুগ ধরে রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান এক মাস বন্ধ রাখা হতো। সেটিও এবার আদালতের রায়ে ফলে প্রাথমিক বিদ্যালয় ২১ মার্চ এবং মাধ্যমিক বিদ্যালয় ২৫ মার্চ পর্যন্ত খোলা থাকছে। এছাড়া মাদরাসায় ২১ মার্চ এবং কলেজে ২৪ মার্চ পর্যন্ত ক্লাস চলবে। ক্ষণে ক্ষণে সিদ্ধান্ত পরিবর্তনে তটস্থ হয়ে পড়েন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা। সিদ্ধান্তে অনড় থেকে শেষ পর্যন্ত নিজেদের পক্ষেই আদালতের আদেশ পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রতি বছর রমজান এলে এটি কয়েকগুণ বেড়ে যায়। যার ব্যতিক্রম হয়নি এবারও। এ বছর রমজানের শুরু থেকেই রাজধানীর সড়কগুলোতে তীব্র যানজট দেখা গেছে। অফিস শুরুর সময় যানজটের তীব্রতা কিছুটা কম থাকলেও, অফিস শেষে সেটি ভয়াবহ আকার ধারণ করে। পবিত্র রমজানের তৃতীয় দিনেও দেখা গেছে একই চিত্র। সপ্তাহের শেষ কর্মদিবসের বিকেল সাড়ে তিনটায় এক সঙ্গে ছুটি হয় সরকারি অফিস আদালত, প্রাথমিক স্কুল, মাধ্যমিক স্কুল ও কলেজ এবং মাদরাসা গুলো। এ কারণে রাজধানীর বেশিরভাগ সড়কেই যানবাহনের ব্যাপক চাপ দেখা দেয় এবং সড়কগুলোতে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

এ দিকে শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণকল্পে ২০২৪ শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি আংশিক সংশোধন করা হয়েছে। পবিত্র রমজান মাসের প্রথম দশ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে নিয়মিত পাঠদান কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এর আগে গত বছরের ৩১ ডিসেম্বর প্রাথমিক বিদ্যালয়ের ছুটি বাড়িয়ে ৬০ দিন থেকে ৭৬ দিন করা হয়। এর আগে গত বছরের ৩১ ডিসেম্বর প্রাথমিক বিদ্যালয়ের ছুটি বাড়িয়ে ৬০ দিন থেকে ৭৬ দিন করা হয়। ওইদিন প্রাথমিক শিক্ষা অধিদফতর সংশোধিত ছুটির তালিকা প্রকাশ করা হয়।

এতে বলা হয়, পবিত্র রমজানসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু দিবস, দোলযাত্রা, স্বাধীনতা ও জাতীয় দিবস, ইস্টার সানডে, জুমাতুল বিদা, হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শবে কদর, ঈদুল ফিতর, বৈসাবি, চৈত্র সংক্রান্তি, বাংলা নববর্ষ উপলক্ষে ১১ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত ২৯ দিন বন্ধ থাকবে। গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদুল আজহা উপলক্ষে ১৩ জুন থেকে ২ জুলাই পর্যন্ত ১৪ দিন। দুর্গাপূজা, ফাতেহা ইয়াজদাহম, ল²ীপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ৯ থেকে ১৭ অক্টোবর ৭ দিন। শীতকালীন অবকাশ ও যিশু খ্রিস্টের জন্মদিন (বড়দিন) উপলক্ষে ১২ থেকে ২৬ ডিসেম্বর ১১ দিন। নতুন তালিকা অনুযায়ী, শুক্রবার ও শনিবার ছাড়া মোট ৭৬ দিন বন্ধ থাকার কথা প্রাথমিক বিদ্যালয়ে। ২০২৪ সালে পবিত্র রমজান মাস শুরু হতে পারে ১২ অথবা ১৩ মার্চ। তবে শাবান মাসের শেষে রমজানের চাঁদ দেখার ওপর নির্ভর করে এই তারিখ পরিবর্তন হতে পারে।

এদিকে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র শিহাব উদ্দিনের মা হাসনা বেগম রমজানে স্কুল বন্ধ রাখা উচিত ছিল। রমজান মাসটা মুসলমানদের কাছে অন্য রকম একটা মাস। আমার ছেলে রোজা রাখে। সেহরি শেষ করে ওরা আর ঘুমাতে চায় না। অথচ সকাল ৭টায় স্কুলের জন্য বের হতে হয়। রাতে সেহরি শেষ করে ভোরে উঠে স্কুলে নিয়ে যাওয়া খুবই কষ্টকর। এজন্য রোজার মধ্যে ১৫ দিন ক্লাস বন্ধ রাখলে খুব বেশি অসুবিধা হতো না।

রাজধানীর একটি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নাম-পরিচয় প্রকাশ না শর্তে ইনকিলাবকে বলেন, অষ্টম-নবম ও দশম শ্রেণির মুসলিম শিক্ষার্থীরা অনেকে রোজা রাখে। ষষ্ঠ-সপ্তমের শিক্ষার্থীরাও অনেকে রোজা রাখার চেষ্টা করে। এজন্য স্কুলে আসতে চায় না। রমজানে স্কুল খোলা রেখে খুব বেশি লাভ হয় না। আমরা মনে করি- পড়ালেখাটা মুখ্য নয়। সরকারের কিছু আমলারা এ সিদ্ধান্ত নেন। এটা শিক্ষকদের ওপর জুলুম করা ছাড়া আর কিছু নয়। গতকাল বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসের বিকেলে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায়, বেশিরভাগ সড়কেই যানবাহনের ব্যাপক চাপ রয়েছে। এতে সড়কগুলোতে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। গুরুত্বপূর্ণ সিগন্যালগুলোতে যানবাহনের চাপ সামলাতে ট্রাফিক পুলিশের কর্মকর্তা ও সদস্যদের হিমশিম খেতে দেখা গেছে।
রাজধানীর আসাদগেট, ধানমন্ডী, নিউ মাকের্ট, বনানী, মহাখালী, বিজয় সরণি, কারওয়ানবাজার, তেজগাঁও, সাতরাস্তা, মগবাজার, বাংলামোটর, মৌচাক, মালিবাগ, শান্তিনগর, কাকরাইল, মিন্টু রোড, রামপুরা, বাড্ডা, নতুনবাজার, পল্টন এলাকায় যানবাহনের তীব্র চাপ রয়েছে। সিগন্যালগুলোতে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে যানবাহনকে। তবে, মেট্রোরেল যেসব রুটে রয়েছে, সেসব রুটে তেমন যানজট নেই। সাভার-যাত্রাবাড়ী রুটে চলাচলকারী এম এম লাভলী পরিবহনের হেলপার শিমুল বলেন, ট্যানিক্যাল, কলেজগেট, আড়ং, কারওয়ান বাজারে ব্যাপক যানজট রয়েছে। সকালের তুলনায় বিকেলে যানজট বেশি থাকে। আধা ঘণ্টার রাস্তা যেতে দেড় দুই, ঘণ্টা চলে যায়।

এ বিষয়ে তেজগাঁও ট্রাফিক জোনের অতিরিক্ত ডিআইজি মোস্তাক আহমেদ ইনকিলাবকে বলেন, শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস আদালতের ছুটি একই সঙ্গে হওয়ার কারণে কিছু সমস্যা হচ্ছে। অফিস ছুটির পর সবাই ইফতার করতে একসঙ্গে বাড়ির পথ ধরে। তার উপর বৃহস্পতিবার শেষ কর্মদিবস। যার ফলে সড়কে যানবাহনের ব্যাপক চাপ রয়েছে। কারণ রাস্তার ধারণক্ষমতার তুলনায় যানবাহনের সংখ্যা অনেক বেশি। তারপরও কোথাও গাড়ি দাঁড়িয়ে নেই। আমাদের পর্যাপ্ত জনবল আছে। পাশাপাশি রমজান ঘিরে বিশেষ ট্রাফিক ব্যবস্থা নেওয়া হয়েছে। সবাই যেন ইফতারের আগে বাসায় পৌঁছাতে পারে আমরা সেই চেষ্টা করছি।

এদিকে যানজটের ঘণ্টার পর ঘণ্টা যানবাহন আটকে থাকলেও বেশিরভাগ গণপরিবহণে তিল ধারণের ঠাঁই নেই। বাসের গেটে অনেককে ঝুলতে দেখা গেছে। চৈত্রের গরমে ভিড় ও যানজটে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। অনেকে বিরক্ত হয়ে বাস থেকে নেমে হাঁটা ধরছেন। সারাদিন রোজা রাখার কারণে অনেকে তাও করতে পারছেন না। যানজটে বসে ভোগান্তি নিয়েই অপেক্ষা করছেন বাড়ি ফেরার। এবার রমজানে সরকারি অফিসগুলোর সময়সূচি ঠিক করা হয়েছে সকাল ৯টা থেকে বিকেল ৩টা। মূলত অফিস শেষে পরিবারের সঙ্গে ইফতার করতে বাসায় ফেরার তাড়া থাকে কর্মজীবীদের। যার চাপ পড়ে সড়কে। কারওয়ান বাজার বাসের জন্য অপেক্ষা করছিলনের খিলক্ষেতের বাসিন্দা তালেব আলী বলেন, পরিবারের সঙ্গে ইফতার করবো। তাই বাসায় যাচ্ছি। কিন্তু আধা ঘণ্টা দাঁড়িয়েও একটি বাসে উঠতে পারিনি। অনেক ভিড় আজকে। আবার যানজটের কারণে গাড়িও কম। একই কথা বলেন বাসের জন্য অপেক্ষা করা আরেক যাত্রী নিপা বলেন, প্রায় ১৫ মিনিট ধরে দাঁড়িয়ে আছি একটি বাস নেই। বাস এলেও উঠতে পারবো কিনা সন্দেহ। গায়ে গা লাগিয়ে দাঁড়াতে হয়, যা খুবই বিরক্তিকর। কিন্তু কিছু করার নেই। আবার এ জ্যামের কারণে ইফতারের আগে বাসায় পৌঁছাতে পারবো কিনা কে জানে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

শান্ত-সাকিবের সাবধানী শুরু

শান্ত-সাকিবের সাবধানী শুরু

ট্রাম্পের সঙ্গে আবারো মুখোমুখি হতে চ্যালেঞ্জ কমলার

ট্রাম্পের সঙ্গে আবারো মুখোমুখি হতে চ্যালেঞ্জ কমলার

পরিচারককে অপমান! মেয়েকে ‘শিক্ষা’ দিতে গিয়ে বিপাকে রণবীরের বোন

পরিচারককে অপমান! মেয়েকে ‘শিক্ষা’ দিতে গিয়ে বিপাকে রণবীরের বোন

হার্ট অ্যাটাক করেছেন মাহমুদুর রহমান মান্না, হাসপাতালে ভর্তি

হার্ট অ্যাটাক করেছেন মাহমুদুর রহমান মান্না, হাসপাতালে ভর্তি

দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধে অচল তিন পার্বত্য জেলা

দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধে অচল তিন পার্বত্য জেলা

যুক্তরাষ্ট্র পৌঁছে প্রথম দিনেই বাইডেনের সঙ্গে বৈঠকে যে আলোচনা হলো মোদির

যুক্তরাষ্ট্র পৌঁছে প্রথম দিনেই বাইডেনের সঙ্গে বৈঠকে যে আলোচনা হলো মোদির

পাগড়ি বিতর্কে সাফাই দিয়ে বিজেপিকে তোপ রাহুলের

পাগড়ি বিতর্কে সাফাই দিয়ে বিজেপিকে তোপ রাহুলের

ড. ইউনূসকে মার্কিন চার সিনেটরের চিঠি, যা জানা গেল

ড. ইউনূসকে মার্কিন চার সিনেটরের চিঠি, যা জানা গেল

পাকিস্তান সফরে যাচ্ছেন ড. জাকির নায়েক

পাকিস্তান সফরে যাচ্ছেন ড. জাকির নায়েক

খালেদা জিয়া মানসিকভাবে অনেক শক্ত : মুশফিকুল আনসারী

খালেদা জিয়া মানসিকভাবে অনেক শক্ত : মুশফিকুল আনসারী

স্ত্রীকে কুপিয়ে হত্যার পর থানায় স্বামীর আত্মসমর্পণ

স্ত্রীকে কুপিয়ে হত্যার পর থানায় স্বামীর আত্মসমর্পণ

বৈরুতে ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৩৭

বৈরুতে ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৩৭

গাজায় ইসরায়েলি বর্বরতায় নিহত আরও শতাধিক ফিলিস্তিনি

গাজায় ইসরায়েলি বর্বরতায় নিহত আরও শতাধিক ফিলিস্তিনি

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে কুমারা দিসানায়েকে

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে কুমারা দিসানায়েকে

ড. ইউনূস-জো বাইডেন বৈঠক হবে নিউইয়র্কে

ড. ইউনূস-জো বাইডেন বৈঠক হবে নিউইয়র্কে

ফ্রিজের ভেতর থেকে মিলল তরুণীর ৩০ টুকরা লাশ

ফ্রিজের ভেতর থেকে মিলল তরুণীর ৩০ টুকরা লাশ

খলিস্তানপন্থীদের সঙ্গে বৈঠকে মার্কিন কর্তারা, সফরের আগেই অস্বস্তিতে মোদি

খলিস্তানপন্থীদের সঙ্গে বৈঠকে মার্কিন কর্তারা, সফরের আগেই অস্বস্তিতে মোদি

আওয়ামী দুর্বৃত্তায়ন ও দুর্নীতি র আতুঁড়ঘর ‘পল্লী সঞ্চয় ব্যাংক’

আওয়ামী দুর্বৃত্তায়ন ও দুর্নীতি র আতুঁড়ঘর ‘পল্লী সঞ্চয় ব্যাংক’

বড় ব্যবধানে হেরে এএফসি বাছাই শুরু যুবাদের

বড় ব্যবধানে হেরে এএফসি বাছাই শুরু যুবাদের

যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় নিহত ১

যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় নিহত ১