ঢাকা   রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪ | ৭ আশ্বিন ১৪৩১
কোন দেশেরই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নেই

বিএনপিই সরকারকে বিব্রত করতে সিন্ডিকেট করতে পারে : ওবায়দুল কাদের

Daily Inqilab স্টাফ রিপোর্টার

১৫ মার্চ ২০২৪, ১২:০৬ এএম | আপডেট: ১৫ মার্চ ২০২৪, ১২:০৬ এএম

বিএনপির আচরণে ভুগছেন খালেদা জিয়া
বিএনপি সরকারকে বিব্রত করতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়াতে বাজার সিন্ডিকেট করে থাকতে পারে বলে ধারনা করছেন ক্ষমতাশীন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবাদুল কাদের।

মজুদদারদের সঙ্গে বিএনপির যোগ সাজশ আছে কীনা তা খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে তিনি বলেছেন, তারাই (বিএনপি) সিন্ডিকেট করে সরকারকে বিব্রত করা, নির্বাচিত সরকারের যে অগ্রযাত্রা তা বাধাগ্রস্ত করার জন্য সিন্ডিকেট করতে পারে। আমাদের খতিয়ে দেখতে হবে সিন্ডিকেটের সঙ্গে বিএনপির সংযোগ আছে কি না। বিএনপির আচরণেই দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সাফার (ভুগছেন) করছেন বলেও এ সময় উল্লেখ করেন ওবায়দুল কাদের। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ যুব মহিলা লীগ এবং মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় শুরুর আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

বিএনপিই সিন্ডিকেট করতে পারে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, এখন রমজান মাসে সরকারকে বিব্রত করার জন্য সিন্ডিকেট থাকতে পারে। খতিয়ে দেখতে হবে এ ধরনের অপকর্মের সঙ্গে বিএনপির সম্পৃক্ততা আছে কি না। তারাই এসব সিন্ডিকেট করে সরকারকে বিব্রত করা এবং নির্বাচিত সরকারের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে অপচেষ্টা করতে পারে।সিন্ডিকেটের সঙ্গে বিএনপির সংযোগ আছে কিনা খতিয়ে দেখতে হবে।

কোন দেশেরই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নেই বলে দাবি করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ প্রসঙ্গে তিনি বলেন, সিঙ্গাপুরে বাজারের যে পরিস্থিতি পণ্যের দাম দুই গুন তিন গুন চার গুন বেড়ে গেছে। আমাদের দেশে আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ব্যাপারে চেষ্টা করছি। এখানে সরকার নিষ্কিয় নেই। কোথায় দুর্ভিক্ষ এমন প্রশ্নও রেখেছেন ক্ষমতাশীন দলের সাধারণ সম্পাদক। কোথায় দুর্ভিক্ষ এমন প্রশ্ন রেখে এ সময় ওবায়দুল কাদের বলেন, কোথায় দুর্ভিক্ষ? আমাদের (পার্চেজিং পাওয়ার) ক্রয় ক্ষমতার শক্তি আছে। আলোক সজ্জা শুরু হয়ে গেছে শহর থেকে গ্রাম পর্যন্ত। ঈদ শপিং শুরু হয়ে গেছে। হাতে তো পয়সা আছে। একটা লোক না খেয়ে মারা গেছে? তাহলে।

মজুদদারদের সঙ্গে বিএনপির যোগ সাজশ আছে কীনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সিন্ডিকেট কারা করে প্রশ্ন রেখে ওবায়দুল কাদের আরো বলেন, এই সরকার জনগণের প্রতিনিধি। শেখ হাসিনার সরকারের সব কর্মকাÐ জনস্বার্থকে সমন্বিত করে। এখন রমজান মাসে সরকারকে বিব্রত করার জন্য সিন্ডিকেট থাকতে পারে। এখন আমাদের খতিয়ে দেখতে হবে এসব অপকর্মের সঙ্গে বিএনপির সম্পৃক্ততা আছে কি না।

বিএনপি দেশে-বিদেশে নানা অপচেষ্টা করে সরকার হটাতে যখন ব্যর্থ, আন্দোলনে পারেনি, নির্বাচনেও তারা গণতান্ত্রিক নীতির বাইরে বিরোধিতা করেছে। সবকিছুতেই যখন তাদের ব্যর্থতা, আন্দোলন, নির্বাচনে, এখন একটা রাজনৈতিক দল হিসেবে বিরোধী দল হিসেবেও ব্যর্থতায় পর্যবসিত যখন, তখন অনেক কিছু জড়িয়ে সরকারের বাধাগ্রস্ত করার জন্য অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছে।

চলমান বৈশ্বিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, অর্থনৈতিক সংকট সারা বিশ্বে আজকে যে অস্থিরতা চলছে কখনো কখনো মনে হয় গোটা বিশ্বটাই রণক্ষেত্র। কথা হচ্ছে সরকার বিষয়টাকে কিভাবে হ্যান্ডেল করছে। ক্রাইসিস মোকাবেলা শেখ হাসিনার নেতৃত্বে সরকার ভালো করেই করছে।

কোন দেশেরই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নেই দাবি করে ওবায়দুল কাদের বলেন, সিঙ্গাপুরে বাজারের যে পরিস্থিতি পণ্যের দাম দুই গুন তিন গুন চার গুন বেড়ে গেছে। আমাদের দেশে আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ব্যাপারে চেষ্টা করছি। এখানে সরকার নিষ্কিয় নেই।

গ্যাস জ্বালানী ও দ্রব্যমূল্যের মুখোমুখি দুনিয়ার সব দেশ এমন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপ ব্যতিক্রম কিছু নয়। সারা দুনিয়ায় এ সংকট চলছে এ থেকে বিচ্ছিন্ন থাকবে বাংলাদেশে তা ভাবার সুযোগ নেই।

সোমালিয়ায় জাহাজ ছিনতাইয়ের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ক্ষমতাশীন দলের সাধারণ সম্পাদক বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় তৎপর আছে, জাহাজ ছিনতাইয়ের ব্যাপারে। যোগাযোগ রক্ষা করে চলছে। সরকার তাদের ফিরিয়ে আনতে কাজ করছে। সরকারের পক্ষ থেকে যোগাযোগের কোন ঘাটতি নেই।

বিএনপির আচরণেই দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সাফার (ভুগছেন) করছেন বলে মন্তব্যও করেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক। তত্ত¡াবধায়ক সরকারের আমলে করা মামলায় বিএনপি লিগ্যাল ব্যাটল করতে ব্যর্থ হয়েছে বলে মনে করেন তিনি।

স্বাস্থ্য পরীক্ষার জন্য যাওয়ার পর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গতকাল এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হলে তার বিদেশে উন্নত চিকিৎসার দাবি উঠে এমন বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বেগম জিয়াকে নিয়ে বিএনপি বড় বড় কথা বলে। সরকারের সমালোচনা করে কিন্তু বছরের পর বছর তত্ত¡াবধায়কের করা মামলায় আদালতে যখন ছিল বিএনপি লিগ্যাল ব্যাটল করতে ব্যর্থ হয়েছে। লিগ্যাল ব্যাটল তারা করেনি শুধু প্রলম্বিত করেছে দাবি করে ক্ষমতাশীন দলের সাধারণ সম্পাদক বলেন, বিচারকে বিলম্বিত করেছে। খালেদা জিয়ার বয়স হয়েছে। শারিরীকভাবে..তাদের যে বিলম্বিত আচরণ সেই আচরণে খালেদা জিয়া সাফার (ভুগছেন) করছে। চেকআপ ঘরে বসে হবে না জানিয়ে তিনি বলেন, হাসপাতালে যেতে হবে। বিদেশে যাওয়ার সাথে চেক-আপের কি সম্পর্ক? শেখ হাসিনার উদারতায় খালেদা জিয়া বাসায় বসে চিকিৎসা নিচ্ছেন। এটা উদারতার বিষয়।

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেয়ার দাবি করতেই পারে বলে মনে করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, দাবির যৌক্তিকতা কতটুকু সেটাও ভেবে দেখতে হবে।
বাংলাদেশী নোবেল বিজয়ী ও অর্থনীতিবিদ ড. ইউনূসের সাজা নিয়ে মার্কিন সম্পর্কে নেতিবাচক প্রভাব নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, তিনি একজন ব্যক্তি। জানতে চাই তিনি যুক্তরাষ্ট্রের কে? তিনি বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের আইন আদালত আছে। যা (আইন) সবার জন্য সমান। এখানে শ্রমিকেরা পাওনা না পাওয়ায় তার বিরুদ্ধে মামলা করেছেন। আইন আদালত সব দেশের নিজস্ব ব্যাপার।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, আফজাল হোসেন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়–য়া, প্রচার সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

পশ্চিমবঙ্গ রাজ্য কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরীর পদত্যাগ

পশ্চিমবঙ্গ রাজ্য কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরীর পদত্যাগ

হেলিকপ্টারের তেল শেষ! ভোটপ্রচারে যেয়ে বিপাকে ভারতের প্রতিরক্ষামন্ত্রী

হেলিকপ্টারের তেল শেষ! ভোটপ্রচারে যেয়ে বিপাকে ভারতের প্রতিরক্ষামন্ত্রী

নির্বাচনের পর শ্রীলঙ্কায় কারফিউ জারি

নির্বাচনের পর শ্রীলঙ্কায় কারফিউ জারি

রামাল্লায় ভারী অস্ত্র নিয়ে আল জাজিরা অফিসে ইসরাইলি সেনাদের হানা

রামাল্লায় ভারী অস্ত্র নিয়ে আল জাজিরা অফিসে ইসরাইলি সেনাদের হানা

শান্ত-সাকিবের সাবধানী শুরু

শান্ত-সাকিবের সাবধানী শুরু

ট্রাম্পের সঙ্গে আবারো মুখোমুখি হতে চ্যালেঞ্জ কমলার

ট্রাম্পের সঙ্গে আবারো মুখোমুখি হতে চ্যালেঞ্জ কমলার

পরিচারককে অপমান! মেয়েকে ‘শিক্ষা’ দিতে গিয়ে বিপাকে রণবীরের বোন

পরিচারককে অপমান! মেয়েকে ‘শিক্ষা’ দিতে গিয়ে বিপাকে রণবীরের বোন

হার্ট অ্যাটাক করেছেন মাহমুদুর রহমান মান্না, হাসপাতালে ভর্তি

হার্ট অ্যাটাক করেছেন মাহমুদুর রহমান মান্না, হাসপাতালে ভর্তি

দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধে অচল তিন পার্বত্য জেলা

দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধে অচল তিন পার্বত্য জেলা

যুক্তরাষ্ট্র পৌঁছে প্রথম দিনেই বাইডেনের সঙ্গে বৈঠকে যে আলোচনা হলো মোদির

যুক্তরাষ্ট্র পৌঁছে প্রথম দিনেই বাইডেনের সঙ্গে বৈঠকে যে আলোচনা হলো মোদির

পাগড়ি বিতর্কে সাফাই দিয়ে বিজেপিকে তোপ রাহুলের

পাগড়ি বিতর্কে সাফাই দিয়ে বিজেপিকে তোপ রাহুলের

ড. ইউনূসকে মার্কিন চার সিনেটরের চিঠি, যা জানা গেল

ড. ইউনূসকে মার্কিন চার সিনেটরের চিঠি, যা জানা গেল

পাকিস্তান সফরে যাচ্ছেন ড. জাকির নায়েক

পাকিস্তান সফরে যাচ্ছেন ড. জাকির নায়েক

খালেদা জিয়া মানসিকভাবে অনেক শক্ত : মুশফিকুল আনসারী

খালেদা জিয়া মানসিকভাবে অনেক শক্ত : মুশফিকুল আনসারী

স্ত্রীকে কুপিয়ে হত্যার পর থানায় স্বামীর আত্মসমর্পণ

স্ত্রীকে কুপিয়ে হত্যার পর থানায় স্বামীর আত্মসমর্পণ

বৈরুতে ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৩৭

বৈরুতে ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৩৭

গাজায় ইসরায়েলি বর্বরতায় নিহত আরও শতাধিক ফিলিস্তিনি

গাজায় ইসরায়েলি বর্বরতায় নিহত আরও শতাধিক ফিলিস্তিনি

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে কুমারা দিসানায়েকে

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে কুমারা দিসানায়েকে

ড. ইউনূস-জো বাইডেন বৈঠক হবে নিউইয়র্কে

ড. ইউনূস-জো বাইডেন বৈঠক হবে নিউইয়র্কে

ফ্রিজের ভেতর থেকে মিলল তরুণীর ৩০ টুকরা লাশ

ফ্রিজের ভেতর থেকে মিলল তরুণীর ৩০ টুকরা লাশ