ঢাকা   রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪ | ৭ আশ্বিন ১৪৩১

জিম্মি নাবিকদের পরিবারে উদ্বেগ-উৎকণ্ঠা, আহাজারি

Daily Inqilab ইনকিলাব ডেস্ক

১৫ মার্চ ২০২৪, ১২:০৬ এএম | আপডেট: ১৫ মার্চ ২০২৪, ১২:০৬ এএম

ভারত মহাসাগরে সোমালীয় জলদস্যুদের হাতে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর ২৩ নাবিক ও ক্রুর জিম্মি হওয়ার খবরে তাদের পরিবারে চলছে আহাজারি। তাদের স্বজনদের দুশ্চিন্তা ও উৎকণ্ঠার রয়েছে। আমাদের সংবাদদাতার পাঠানো তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদনÑ

বরিশাল ব্যুরো জানায়, ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি ‘এমভি আবদুল্লাহ’ জাহাজে দুই মাস আগে নাবিক হিসেবে যোগ দেয়া বরিশালের বানরীপাড়ার মো. আলী হোসেনের পরিবারে এখন উদ্বেগ-উৎকন্ঠা আর আহাজারি চলছে। আলী হোসেনের ঘরে সদ্য বিবাহিত স্ত্রী। কোরবানি ঈদে দেশে ফিরবেন কথা থাকলেও তার ফেরার সেই আশা ইতোমধ্যেই শঙ্কায় পরিণত হয়েছে। ‘এমভি আবদুল্লাহ’ নৌযানটি সোমালিয়ান নৌদস্যুর কবলে পড়ায়।

আলী বরিশালের বানরীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের উমারেরপাড় গ্রামের ইমাম হোসেন মোল্লার ছেলে। মেরিন একাডেমী থেকে পাশ করা আলী হোসেনের কিছুদিন আগেই ‘এমভি আবদুল্লাহ’য় চাকরি হয়েছে।
শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) থেকে জানান, ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মী তারিকুল ইসলামের গ্রামের বাড়িতে চলছে আহাজারি। সন্তÍানকে ফিরে পেতে কান্নাকাটি করছেন আল্লাহর কাছে। বৃহস্পতিবার দুপুরে তার গ্রামের বাড়ি ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের ছকড়িকান্দি গ্রামের বাড়িতে সরেজমিনে এ চিত্র দেখা যায়। সাংবাদিকদের নিকট এসময় তারা সন্তানকে ফিরে পাওয়ার জন্য সকলের সহায়তা কামনা করেন। একইসাথে সরকার যাতে ওই জাহাজের সকলকেই জীবিত উদ্ধার করতে পারে সেই আর্তি জানান। বন্দী নাবিকের পিতা দেলোয়ার হোসেন ও মা হাসিনা বেগম।

তার মা হাসিনা বেগম জানান, সাত বছর বয়স থেকে কখনো নামাজ-রোজা কামাই করেনি তারিকুল। এমন একটি সোনার ছেলের এমন দুর্দশার খবরে বারবার হুহু করে কেঁদে উঠছেন তার মা। ছেলের ছবি দেখে কান্না করছেন আর তাদের ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে বার্তা পৌঁছে দেয়ার অনুরোধ করছেন।

ফরিদপুর জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার বলেন, সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মিদের মধ্যে ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর এলাকার এক যুবক আছেন। বিষয়টা আমরা জানার পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে ঐ পরিবারের সাথে যোগ করছি। এছাড়া অপহৃত সকল ব্যক্তিকে মুক্তির বিষয়ে পররাষ্ট্র মন্ত্রাণালয় তৎপর রয়েছে। দ্রæততম সময়ের উদ্ধারের আশার কথা বলেন তিনি।

বুধবার সন্ধ্যায় মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুন আহমেদ অনিক তারিকুলের গ্রামের বাড়িতে আসেন তারিকুলের বাবা মায়ের সাথে কথা বলেন তাদের সাথে ঘণ্টাব্যাপী আলোচনা করেন এবং তাদেরকে আশ্বস্ত করেন দ্রæত পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে নাবিকদের উদ্ধার করা হবে।
এসময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুদেব দাস, রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন মিয়া।

ফেনী জেলা সংবাদদাতা জানান, ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর ২৩ নাবিকের একজনের বাড়ি হচ্ছে ফেনী জেলায়। জলদস্যুরা তাকে জিম্মি করে ফেলেছে এমন খবর গত বুধবার সকালে স্ত্রী সোনিয়াকে জানায় নাবিক ইব্রাহিম খলিল বিপ্লব। তিনি বলেছিলেন ‘বেঁচে থাকলে দেখা হবে’ আমার দুই ছেলেকে দেখে রেখ। এরপর থেকে আজ পর্যন্ত পরিবারের সঙ্গে তার আর কোনো যোগাযোগ হয়নি। এদিকে বিপ্লবের পরিবারে চলছে উদ্বেগ-উৎকন্ঠা ও আহাজারি।

বিপ্লবের স্ত্রী উম্মে ছালমা সোনিয়া জানান, জলদস্যুদের হাতে আটকের পর সর্বশেষ গত বুধবার সকাল ১০টার দিকে তার মোবাইলে কল আসে স্বামী বিপ্লবের। তিনি জানান, জাহাজের মধ্যে তারা সকলে নিরাপদে আছে। জলদস্যুরা তাদের সাথে কোনো ধরনের খারাপ আচরণ করছে না। তাদেরকে সোমালিয়ার দিকে নিয়ে যাচ্ছে জলদস্যুরা।

বিল্পব স্ত্রীকে আরো জানান, তার হাতে থাকা বড় মোবাইল ফোনটি জলদস্যুরা কেড়ে নেয়, তবে তার হাত বেগে থাকা একটি ছোট মোবাইল ফোন দিয়ে ওদের আড়াল থেকে লুকিয়ে তিনি বাড়িতে ফোন করেছেন। বেশি কথা বলতে পারছি না, আমার দুই ছেলেকে দেখে রেখ, বেঁচে থাকলে দেখা হবে বলার পর সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আমি আমার দুই সন্তানকে নিয়ে দুশ্চিন্তায় আছি। আমার স্বামী যেন নিরাপদে ফিরে আসতে পারে সবার কাছে দোয়া চাই।

বিপ্লবের বড় ছেলে রেদোয়ান বিন ইব্রাহিম জানান, মঙ্গলবার রাতে আব্বু আমার সাথে ফোনে কথা বলেছে। আব্বু আমাকে দুষ্টামি না করতে বলেছেন, মা’র কথামত চলতে বলেছেন। বাড়িতে আসার সময় আমার জন্য অনেক কিছু নিয়ে আসবে বলেছেন।
এদিকে বিপ্লবকে সুস্থভাবে ফিরিয়ে আনতে তার পরিবার সরকার এবং জাহাজ মালিকপক্ষের কাছে আবেদন করেছেন বলে জানান।

দাগনভ‚ঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবেদিতা চাকমা জানান, নাবিক বিপ্লবের বিষয়টি আমরা জেনেছি। প্রশাসনের পক্ষ থেকে তার পরিবারকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।

দাগনভ‚ঞা থানা ভারপ্রাপ্ত কর্মতর্কা (ওসি) মো. আবুল হাসিম বলেন, আমরা এ বিষয়টি জেনে তার বাড়িতে খোঁজ খবর নিয়েছি। তার পরিবারের পক্ষ থেকে আমাদের সাথে যোগাযোগ করছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

রামাল্লায় ভারী অস্ত্র নিয়ে আল জাজিরা অফিসে ইসরাইলি সেনাদের হানা

রামাল্লায় ভারী অস্ত্র নিয়ে আল জাজিরা অফিসে ইসরাইলি সেনাদের হানা

শান্ত-সাকিবের সাবধানী শুরু

শান্ত-সাকিবের সাবধানী শুরু

ট্রাম্পের সঙ্গে আবারো মুখোমুখি হতে চ্যালেঞ্জ কমলার

ট্রাম্পের সঙ্গে আবারো মুখোমুখি হতে চ্যালেঞ্জ কমলার

পরিচারককে অপমান! মেয়েকে ‘শিক্ষা’ দিতে গিয়ে বিপাকে রণবীরের বোন

পরিচারককে অপমান! মেয়েকে ‘শিক্ষা’ দিতে গিয়ে বিপাকে রণবীরের বোন

হার্ট অ্যাটাক করেছেন মাহমুদুর রহমান মান্না, হাসপাতালে ভর্তি

হার্ট অ্যাটাক করেছেন মাহমুদুর রহমান মান্না, হাসপাতালে ভর্তি

দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধে অচল তিন পার্বত্য জেলা

দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধে অচল তিন পার্বত্য জেলা

যুক্তরাষ্ট্র পৌঁছে প্রথম দিনেই বাইডেনের সঙ্গে বৈঠকে যে আলোচনা হলো মোদির

যুক্তরাষ্ট্র পৌঁছে প্রথম দিনেই বাইডেনের সঙ্গে বৈঠকে যে আলোচনা হলো মোদির

পাগড়ি বিতর্কে সাফাই দিয়ে বিজেপিকে তোপ রাহুলের

পাগড়ি বিতর্কে সাফাই দিয়ে বিজেপিকে তোপ রাহুলের

ড. ইউনূসকে মার্কিন চার সিনেটরের চিঠি, যা জানা গেল

ড. ইউনূসকে মার্কিন চার সিনেটরের চিঠি, যা জানা গেল

পাকিস্তান সফরে যাচ্ছেন ড. জাকির নায়েক

পাকিস্তান সফরে যাচ্ছেন ড. জাকির নায়েক

খালেদা জিয়া মানসিকভাবে অনেক শক্ত : মুশফিকুল আনসারী

খালেদা জিয়া মানসিকভাবে অনেক শক্ত : মুশফিকুল আনসারী

স্ত্রীকে কুপিয়ে হত্যার পর থানায় স্বামীর আত্মসমর্পণ

স্ত্রীকে কুপিয়ে হত্যার পর থানায় স্বামীর আত্মসমর্পণ

বৈরুতে ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৩৭

বৈরুতে ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৩৭

গাজায় ইসরায়েলি বর্বরতায় নিহত আরও শতাধিক ফিলিস্তিনি

গাজায় ইসরায়েলি বর্বরতায় নিহত আরও শতাধিক ফিলিস্তিনি

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে কুমারা দিসানায়েকে

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে কুমারা দিসানায়েকে

ড. ইউনূস-জো বাইডেন বৈঠক হবে নিউইয়র্কে

ড. ইউনূস-জো বাইডেন বৈঠক হবে নিউইয়র্কে

ফ্রিজের ভেতর থেকে মিলল তরুণীর ৩০ টুকরা লাশ

ফ্রিজের ভেতর থেকে মিলল তরুণীর ৩০ টুকরা লাশ

খলিস্তানপন্থীদের সঙ্গে বৈঠকে মার্কিন কর্তারা, সফরের আগেই অস্বস্তিতে মোদি

খলিস্তানপন্থীদের সঙ্গে বৈঠকে মার্কিন কর্তারা, সফরের আগেই অস্বস্তিতে মোদি

আওয়ামী দুর্বৃত্তায়ন ও দুর্নীতি র আতুঁড়ঘর ‘পল্লী সঞ্চয় ব্যাংক’

আওয়ামী দুর্বৃত্তায়ন ও দুর্নীতি র আতুঁড়ঘর ‘পল্লী সঞ্চয় ব্যাংক’

বড় ব্যবধানে হেরে এএফসি বাছাই শুরু যুবাদের

বড় ব্যবধানে হেরে এএফসি বাছাই শুরু যুবাদের