শ্রমিক দিনমজুরদের আয়-রোজগারে ভাটা

‘আল্লাহ মেঘ দে পানি দে...’

Daily Inqilab শফিউল আলম

১৯ এপ্রিল ২০২৪, ১২:০৮ এএম | আপডেট: ১৯ এপ্রিল ২০২৪, ১২:০৮ এএম

সর্বোচ্চ তাপমাত্রা যশোর-চুয়াডাঙ্গায় ৪০ দশমিক ৪ ডিগ্রি : রাতের তাপমাত্রাও ২৯ ডিগ্রিতে উঠে গেছে! বজ্র-কালবৈশাখীর সাথে কোথাও কোথাও বিক্ষিপ্ত বর্ষণে ক্ষণিকের স্বস্তি :: ছড়িয়ে পড়ছে নানাবিধ অসুখ-বিসুখ : ফল-ফসল নিয়ে কৃষকের কপালে চিন্তার ভাঁজ
‘আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে, আসমান হইল টুডা টুডা জমিন হইল ফাডা...’। কালজয়ী শিল্পী আব্বাসউদ্দীন আহমদ-এর হৃদয় নিংড়ানো দরদী কণ্ঠে গাওয়া পল্লী বা লোকগীতির আকুতিভরা কথাগুলো যেন আজ পুরোদমে খাটে! আল্লাহর পানে দু’হাত উঁচিয়ে তুলে খরতাপে দগ্ধ-ক্লিষ্ট-কাহিল মানুষ রহমতের মেঘ-বৃষ্টির জন্য আকুল প্রার্থনা করছে টেকনাফ থেকে তেঁতুলিয়া। চৈত্র মাসের মাঝামাঝি থেকেই অনাবৃষ্টি ও খরতপ্ত আবহাওয়ায় যেন সূর্যের আগুন ঝলসে পড়ছে মাটিতে। মরুর লু-হাওয়া বইছে চারদিকে। ফসলের চৌচির হয়ে যাওয়া জমি এবং তাপদহনে পুড়ে প্রায় খাক হয়ে যাওয়া আম-লিচু-কাঁঠাল-জাম প্রভৃতি ফল-ফলাদি গাছের দিকে করুণ চোখে তাকিয়ে কৃষক বৃষ্টির পানির আশায় আকাশপানে তাকিয়ে আছে। গৃহবধূ হাতের আঁজলা ভরে বৃষ্টির পানিতে স্বস্তির প্রহর গুনছে। শ্রমিক মজুর ও দিনে এনে দিনে খাওয়া নি¤œআয়ের মানুষেরা প্রচÐ গরমে-ঘামে কাহিল। তাদের আয় রোজগারে ভাটা পড়েছে। কষ্টদায়ক হয়ে উঠেছে তাদের জীবনধারণ। মাছশূন্য জেলের জাল। পুড়ছে শাক-সবজি ক্ষেত। গনগনে রোদে খাঁ করছে কৃষি-খামারগুলো। শিশু-বৃদ্ধ, নর-নারী, ধনী-গরিব সবার আকুল প্রার্থনাÑ মেঘ ও বৃষ্টির শীতল পরশে শরীর এবং এই ধরার প্রশান্তি চাই। চাতক পাখিরও যেন গলা শুকিয়ে ডাক বেরুচ্ছে না। টানা খরা-অনাবৃষ্টি এবং উচ্চ তাপপ্রবাহে কাহিল-ক্লান্ত-অসুস্থ মানুষজন, গাছপালা, প্রাণিকুল, প্রকৃতি ও পরিবেশ। নদ-নদী-খাল, পুকুর-দীঘি-জলাশয়, বিল-হাওর-বাওর পানিশূন্য। সবখানে একটু পানির জন্য হাহাকার এবং আকুল প্রার্থনা অনিঃশেষ।

আজ জুমার নামাজে ইমাম-খতীবগণ লাখো-কোটি মুসল্লিকে নিয়ে দু’হাত তুলে আল্লাহ্র কাছে বৃষ্টির জন্য দোয়া করবেন।
গতকালও বৈশাখী প্রচÐ তাপদাহে জনজীবনে কষ্ট-দুর্ভোগ অব্যাহত থাকে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোর ও চুয়াডাঙ্গায় ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া কুষ্টিয়া ও মোংলায় ৪০, রাজশাহী ও সাতক্ষীরায় ৩৯.২, পাবনা ও খুলনায় ৩৯ ডিগ্রি সে. ছিল সর্বোচ্চ তাপমাত্রা। খুলনা বিভাগসহ বিভিন্ন জায়গায় রাতের ‘সর্বনিম্ন’ তাপমাত্রাও ২৮ থেকে ২৯ ডিগ্রির ঘরে উঠে গেছে! তাছাড়া বাতাসে আপেক্ষিক আর্দ্রতা অর্থাৎ জলীয়বাষ্পের পরিমাণ অত্যধিক বেশি রয়েছে। এর ফলে দিনে-রাতে গরমের তেজ সমানে ভোগাচ্ছে। গরমে ঘেমে দ্রæত কাহিল ও অসুস্থ হয়ে যাচ্ছে মানুষ। সর্দি-কাশি-জ্বর-শ^াসকষ্ট, ডায়রিয়া, চর্মরোগ, হঠাৎ হিটস্ট্রোক ও মূর্ছা যাওয়া, শরীরের পানিশূন্যতাসহ ছড়িয়ে পড়ছে নানাবিধ অসুখ-বিসুখ। খরার দহন ও অনাবৃষ্টিতে মাঠের ফল-ফসল, সবজি নিয়ে কৃষকের কপালে চিন্তার ভাঁজ। কেননা জমিতে সেচের পানি মিলছে না। বহু গভীরে চলে গেছে পানির স্তর। উচ্চ তাপপ্রবাহের কারণে আবহাওয়া বিভাগের দেয়া ৭২ ঘণ্টার হিট এলার্ট অব্যাহত রয়েছে। তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে।

এদিকে গতকাল ভোর, সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যাসহ বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি, বজ্রবৃষ্টির সাথে বিক্ষিপ্ত বর্ষণে ক্ষণিকের জন্য স্বস্তি আসে। তবে সাময়িক বৃষ্টি থেমে যাওয়ার পরই ভ্যাপসা গরম আরও উসকে উঠে ফিরে আসে। ফের শুরু হয় গরমের যাতনা। সেই সঙ্গে বিদ্যুতের লোডশেডিংয়ে জনজীবনে নানামুখী কষ্ট-দুর্ভোগ বহুগুণে বেড়েই চলেছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে দমকা বা ঝড়ো হাওয়া, বজ্র কিংবা কালবৈশাখীর সাথে বৃষ্টিপাত হয়েছেÑ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে ২২ মিলিমিটার (সর্বোচ্চ), চট্টগ্রামে ১৮, সীতাকুÐে ১৯, ফেনীতে ১৭, সিলেটে ৯, স›দ্বীপে ৫, কুমিল্লা ও বান্দরবানে ৪, পটুয়াখালীতে ৩ মি.মি.।

রাজধানী ঢাকায় এ সময়ে ছিঁটেফোঁটা বৃষ্টি হয়েছে। তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৩৬.৮ এবং সর্বনিম্ন ২৬.১ ডিগ্রি সে.।
আবহাওয়া বিভাগের ৭২ ঘণ্টার হিট এলার্ট বার্তায় বলা হয়, দেশের উপর দিয়ে চলমান তাপপ্রবাহ তিন দিন অব্যাহত এবং তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসমূহের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং দিনাজপুর, চাঁদপুর, খুলনা, সাতক্ষীরা, বরিশাল, পটুয়াখালী জেলাসহ ঢাকা ও রাজশাহী বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। বাতাসে অত্যধিক হারে জলীয়বাষ্প থাকায় গরমের তীব্রতায় অস্বস্তি বাড়ছে।

আজ শুক্রবার সন্ধ্যা পর্যন্তসহ আগামী ৭২ ঘণ্টার (তিন দিন) পূর্বাভাসে আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানান, আজ সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসমূহের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং দিনাজপুর, চাঁদপুর, খুলনা, সাতক্ষীরা, বরিশাল, পটুয়াখালী জেলাসহ ঢাকা ও রাজশাহী বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা আরো বৃদ্ধি এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে।
গতকাল সকালে রাজধানী ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা বা জলীয়বাষ্প ছিল ৮৯ শতাংশ এবং সন্ধ্যায় ৫১ শতাংশ। যা অস্বাভাবিক বেশি।

পরবর্তী ২ থেকে ৩ দিনে চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়বে। এর পরের ৫ দিনে আবহাওয়ায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
আবহাওয়া বিভাগ জানায়, পশ্চিমা লঘুচাপের একটি বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর সংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

চুয়াডাঙ্গা জেলা সংবাদদাতা জানান, চুয়াডাঙ্গায় তীব্র তাপপ্রবাহ চলমান রয়েছে। টানা ৩ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়। চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান জানান, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, ওই সময় বাতাসের আর্দ্রতা ছিল ৪২ শতাংশ। এদিন বেলা ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ১৫ শতাংশ এবং দুপুর ১২টায় রেকর্ড করা হয় ৩৯ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ১৫ শতাংশ। বৃষ্টি না হওয়া পর্যন্ত কোনভাবেই তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই বলে তিনি জানিয়েছেন। তিনি আরো জানান, গত বুধবার সন্ধ্যা ৬টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ৩৭ শতাংশ। এদিন বেলা ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ২২ শতাংশ এবং দুপুর ১২টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, সে সময় বাতাসের আর্দ্রতা ছিল ৩১ শতাংশ।

গত মঙ্গলবার সন্ধ্যা ৬টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ৪৭ শতাংশ। এদিন বেলা ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ২৭ শতাংশ এবং ওই দিন বেলা ১২টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ৪৩ শতাংশ।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

মানবপাচার-অবৈধভাবে মরদেহ দাফন, সবকিছু বিবেচনায় নেবে ডিবি

মানবপাচার-অবৈধভাবে মরদেহ দাফন, সবকিছু বিবেচনায় নেবে ডিবি

হারাম রিজিক খেয়ে ইবাদত কবুল হবেনা-পীর সাহেব বায়তুশ শরফ আল্লামা আব্দুল হাই নদবী

হারাম রিজিক খেয়ে ইবাদত কবুল হবেনা-পীর সাহেব বায়তুশ শরফ আল্লামা আব্দুল হাই নদবী

মোদির ভারতে এবার মসজিদের ভেতরে ইমামকে পিটিয়ে হত্যা, ক্ষোভ সর্বত্র

মোদির ভারতে এবার মসজিদের ভেতরে ইমামকে পিটিয়ে হত্যা, ক্ষোভ সর্বত্র

ফরিদপুরের শ্রমিক হত্যার দায় প্রশাসনকেই নিতে হবে : প্রিন্সিপাল শেখ ফজলে বারী মাসউদ

ফরিদপুরের শ্রমিক হত্যার দায় প্রশাসনকেই নিতে হবে : প্রিন্সিপাল শেখ ফজলে বারী মাসউদ

শিক্ষকরাই আগামী দিনের স্মার্ট নাগরিক গড়ার কারিগর : শিল্পমন্ত্রী

শিক্ষকরাই আগামী দিনের স্মার্ট নাগরিক গড়ার কারিগর : শিল্পমন্ত্রী

৫ মে হেফাজতের জাতীয় শিক্ষা সেমিনার, সফল করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

৫ মে হেফাজতের জাতীয় শিক্ষা সেমিনার, সফল করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইরানি নারীদের অনুর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়

ইরানি নারীদের অনুর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়

বঞ্চিত মেহনতী-শ্রমিক জনতাই ফ্যাসিবাদী এই সরকারের পতন ঘটাবে- এবি পার্টির আলোচনা সভায় বক্তারা

বঞ্চিত মেহনতী-শ্রমিক জনতাই ফ্যাসিবাদী এই সরকারের পতন ঘটাবে- এবি পার্টির আলোচনা সভায় বক্তারা

মিল্টন সমাদ্দার গ্রেপ্তার

মিল্টন সমাদ্দার গ্রেপ্তার

টেকনাফে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৬

টেকনাফে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৬

চলমান আন্দোলন বিএনপির একার সংগ্রাম নয়, সকলের : মির্জা ফখরুল

চলমান আন্দোলন বিএনপির একার সংগ্রাম নয়, সকলের : মির্জা ফখরুল

হাসপাতালে পৌঁছেছেন বেগম খালেদা জিয়া

হাসপাতালে পৌঁছেছেন বেগম খালেদা জিয়া

রাজশাহীর মোহনপুরে সড়ক দূর্ঘটনায় বাইক আরোহী নিহত

রাজশাহীর মোহনপুরে সড়ক দূর্ঘটনায় বাইক আরোহী নিহত

ধান উৎপাদনে গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমাতে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির উদ্যোগ নেয়া হবে : পরিবেশমন্ত্রী

ধান উৎপাদনে গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমাতে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির উদ্যোগ নেয়া হবে : পরিবেশমন্ত্রী

রাজশাহীর বাঘায় স্ত্রীর লাঠির আঘাতে স্বামীর মৃত্যু

রাজশাহীর বাঘায় স্ত্রীর লাঠির আঘাতে স্বামীর মৃত্যু

রাজশাহীতে বাস শ্রমিকদের চারকোটি টাকা আত্মসাতের অভিযোগে বিক্ষোভ

রাজশাহীতে বাস শ্রমিকদের চারকোটি টাকা আত্মসাতের অভিযোগে বিক্ষোভ

চকলেটের লোভ দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক-১

চকলেটের লোভ দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক-১

চুয়াডাঙ্গায় আবারো দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস

চুয়াডাঙ্গায় আবারো দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস

র‌্যাঙ্কিংয়ে বাবর-আফ্রিদির উন্নতি

র‌্যাঙ্কিংয়ে বাবর-আফ্রিদির উন্নতি

‘বাংলাদেশ-সউদী যৌথ উদ্যোগে ইউরিয়া সার কারখানার সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন’

‘বাংলাদেশ-সউদী যৌথ উদ্যোগে ইউরিয়া সার কারখানার সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন’