নির্বাচনে নিষ্ক্রিয় ও সাবেক নেতারাই বেশি

কাউকে ছাড় দেবে না বিএনপি

Daily Inqilab স্টাফ রিপোর্টার

০৩ মে ২০২৪, ১২:২৮ এএম | আপডেট: ০৩ মে ২০২৪, ১২:২৮ এএম

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার ও বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মনে করে বিএনপি। এজন্য তাদের অধীনে কোন নির্বাচনেই আর অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে দলটির নীতি-নির্ধারকরা। দলের এই সিদ্ধান্ত মেনে চলতে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত দেয়া হয়েছে কঠোর নির্দেশনাও। কেউ এই সিদ্ধান্ত অমান্য করলে কঠোর শাস্তি দেয়ার হুশিয়ারি দিয়েছে দলটি। এই সিদ্ধান্তের বিপরীতে গিয়ে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় ইতোমধ্যে প্রায় শতাধিক সাবেক ও বর্তমান নেতাকর্মীকে বহিষ্কারও করা হয়েছে। আগামী দিনেও যারা অংশগ্রহণ করবে তাদের ব্যাপারেও একই সিদ্ধান্তের কথা জানিয়েছেন দলটির নেতারা।

বিএনপি সূত্রে জানা যায়, দলের শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থান নিয়েছে দলটি। দলের যে কোন সিদ্ধান্ত যেন কেন্দ্র থেকে ওয়ার্ড পর্যায় পর্যন্ত পালিত হয় সেই সংস্কৃতি চালু করতে চান শীর্ষ নেতারা। এজন্য এবার উপজেলা নির্বাচনে যেসব বর্তমান ও সাবেক নেতা অংশ নিয়েছেন তাদের সকলকেই শোকজ ও বহিষ্কার করা হয়েছে।

দলটির রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদকরা জানিয়েছেন, উপজেলা নির্বাচনে অংশগ্রহণ না করতে তৃণমূলের নেতাকর্মীরাই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে প্রস্তাব রেখেছেন। তাদের মতামতের ভিত্তিতেই দল সিদ্ধান্ত নিয়েছে। তবে যারা এই নির্বাচনে অংশ নিয়েছে তাদের বেশিরভাগই সাবেক নেতা ও নিষ্ক্রিয়। দলের গুরুত্বপূর্ণ পদে রয়েছে এবং সক্রিয় এমন কেউ এই নির্বাচনে অংশ নিচ্ছে না।

দলটির অঙ্গসংগঠনের একাধিক নেতা জানান, যারা নির্বাচনে অংশ নিচ্ছেন তারা প্রকৃতপক্ষে সরকারের এজেন্ডা বাস্তবায়ন করছেন। বিগত আন্দোলন-সংগ্রামেও তারা ছিলেন নিষ্ক্রিয় ভূমিকায়।
বিভিন্ন জেলা ও উপজেলার নেতারা বলেন, এবারের উপজেলা নির্বাচনে জনগণের তেমন সম্পৃক্ততা নেই। সেটি ভোটের মাঠ পর্যবেক্ষণ করলেই দৃশ্যমান হয়। সাধারণ মানুষের মধ্যে এই ভোটে তেমন আগ্রহ নেই। ভোটের পরিবেশও নেই। এ কারণে মানুষের মধ্যে দিন দিন আগ্রহ কমে আসছে। এই অবস্থায় প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিএনপি’র কেন্দ্রীয় তরফ থেকে দেয়া লিফলেট বিতরণ করা হচ্ছে। সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম জানিয়েছেন- সদরে উপজেলা নির্বাচন হচ্ছে কি না, সেটি বেশির ভাগ মানুষই জানে না। এই ভোট নিয়ে মানুষের মধ্যে কোনো আগ্রহ নেই। চায়ের আড্ডা নেই। কোনো আমেজ নেই।

পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ বলেন, দলের সক্রিয় কেউ নির্বাচনে অংশ নিচ্ছেন না। আর এই ভোটে কারো আগ্রহ নেই। তিনি বলেন, আমরা এখন সম্মিলিতভাবে ভোট বর্জন করতে সাধারণ মানুষের মাঝে প্রচারণা চালাচ্ছি। মানুষও এই ভোটের বিষয়ে কোন আগ্রহ দেখাচ্ছে না।

রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক বলেন, দল যে সিদ্ধান্ত নিয়েছে সক্রিয় নেতারা তা মেনে নির্বাচন থেকে বিরত রয়েছে।
বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু বলেন, সকলে একমত হয়েছেন যে, বর্তমান সরকারের অধীনে কোন নির্বাচনে যাবে না। যে লড়াই-সংগ্রাম করতে গিয়ে আমাদের অসংখ্য সহকর্মী আহত হয়েছেন, মারা গেছেন সেই সংগ্রাম সফল না হওয়া পর্যন্ত ভোটে অংশ নিলে তারা আত্মত্যাগ করলেন কেন? তিনি বলেন, যারা দলের প্রতি কমিটেড নয়, তারাই নির্বাচনে অংশ নিচ্ছেন। এরকম যারা আছেন তারা চিহ্নিত হলে দলের জন্যই ভালো।

ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, উপজেলা নির্বাচন সরকারের অসৎ রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার। একদফা ও বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন নস্যাত করতে সরকার এই ফাঁদ পেতেছে। এই ফাঁদে যারাই পা দেবে তারা আওয়ামী লীগের অসৎ এজেন্ডা বাস্তবায়নে সহযাত্রী হিসেবে বিবেচিত হবেন। তিনি বলেন, প্রশাসন ও আওয়ামী লীগের প্ররোচনায় কতিপয় নেতা-নেত্রী বিভ্রান্ত হয়ে সরকারের ফাঁদে পা দিলেও, বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা তাদের সাথে নেই। একদফা আন্দোলনে আওয়ামী সরকারের দমন নিপীড়নের শিকার নেতাকর্মী, সমর্থক, শুভানূধ্যায়ীরা সরকারের ফাঁদে পা দিতে পারে না। তার পরেও কেউ যদি এই প্রহসনে সম্পৃক্ত হন, তবে তারা বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও বিএনপির সাথে বেঈমানী করবেন। চিরদিনের জন্য দলের দরজা তাদের জন্য বন্ধ হয়ে যাবে।

বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বিগত আন্দোলন-সংগ্রামে যারা সক্রিয় ভূমিকা রেখেছেন, দীর্ঘদিন ধরে নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন এমন কেউ প্রার্থী হচ্ছে না। যারা সুবিধাবাদী, নিষ্ক্রিয় তারাই দলের নাম ব্যবহার করে দলকে বিব্রত করতে চায়। এরা দলের কেউ নয়, অনেকেই দলের পদেও নেই।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি যারা কমিটেড তারা কেউ দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নিতে পারে না। যারা অতীতে এমন সিদ্ধান্ত নিয়েছে তাদের কী পরিণতি হয়েছে সকলেই জানে। তিনি বলেন, আমরা দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর অবস্থান নিয়েছি। সিদ্ধান্ত অমান্য করলেই বহিষ্কার করা হচ্ছে। তবে কেউ যদি আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে নির্বাচন থেকে সরে আসে তাহলে দল তাদের বিষয়টি পুনর্বিবেচনা করবে।

৬১ নেতাকে শোকজ:
দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের ভোটে অংশ নেওয়া ৬১ জন সাবেক ও বর্তমান নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) করেছে বিএনপি। গতকাল কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো শোকজের চিঠিতে তাদের ৪৮ ঘণ্টার সময় দিয়ে জবাব দিতে বলা হয়েছে। শোকজের জবাব সন্তোষজনক না হলে বা কেউ জবাব না দিলে তাদের দলের প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে বহিষ্কার করা হবে। চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান পদে ভোটের মাঠে রয়েছেন এসব শোকজ পাওয়া নেতা। এর আগে প্রথম দফার ভোটে যাওয়া ৮০ নেতাকে বহিষ্কার করে দলটি। বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্রে জানা গেছে, দ্বিতীয় ধাপে শোকজ করা ৬১ নেতার মধ্যে চেয়ারম্যান পদে ২৫ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ২০ জন এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ১৬ জন রয়েছেন। এছাড়া এ ধাপের ভোটে মনোনয়নপত্র জমা দিয়ে প্রত্যাহার করে নিয়েছেন ১২ জন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা) পদে ৪ জন। জানা গেছে, দ্বিতীয় ধাপের ভোটে ঢাকা বিভাগে সবচেয়ে কমসংখ্যক নেতা ভোটে অংশ নিয়েছেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের সই করা শোকজ চিঠিতে বলা হয়, গত ১৫ এপ্রিল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নেওয়া হয়। বিএনপির নেতা হিসাবে আপনি দলীয় সিদ্ধান্ত অমান্য করে আগামী ২১ মে অনুষ্ঠেয় দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেননি। নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করা সম্পূর্ণরূপে দলীয় শৃঙ্খলা পরিপন্থি ও দলের প্রতি চরম বিশ্বাসঘাতকতা। সুতরাং দলের সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে অংশগ্রহণের জন্য আপনার বিরুদ্ধে কেন দলের গঠনতন্ত্র মোতাবেক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা ৪৮ ঘণ্টার মধ্যে যথাযথ কারণ দর্শিয়ে একটি লিখিত জবাব দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

শেরপুরে সড়ক দূর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

শেরপুরে সড়ক দূর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

যুক্তরাজ্যে দুটি ব্র্যান্ডে পাওয়া গেলো ক্যান্সার সৃষ্টিকারী ইথিলিন অক্সাইড

যুক্তরাজ্যে দুটি ব্র্যান্ডে পাওয়া গেলো ক্যান্সার সৃষ্টিকারী ইথিলিন অক্সাইড

দুমকীতে কাপ পিরিচ মার্কার প্রার্থী ও সমর্থকদের ওপর হামলা, আহত-৫

দুমকীতে কাপ পিরিচ মার্কার প্রার্থী ও সমর্থকদের ওপর হামলা, আহত-৫

ইসলামী আন্দোলনের নেতা অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেনের ইন্তেকাল

ইসলামী আন্দোলনের নেতা অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেনের ইন্তেকাল

রাজবাড়ীতে ভোট চেয়ে বাড়ী ফেরার পথে একজনকে কুপিয়ে জখম

রাজবাড়ীতে ভোট চেয়ে বাড়ী ফেরার পথে একজনকে কুপিয়ে জখম

৫ দিনের ছুটির কবলে বেনাপোল স্থলবন্দর

৫ দিনের ছুটির কবলে বেনাপোল স্থলবন্দর

গোদাগাড়ীতে কৃষি মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন নবনির্বাচিত চেয়ারম্যান সোহেল

গোদাগাড়ীতে কৃষি মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন নবনির্বাচিত চেয়ারম্যান সোহেল

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী তৎপরতার তথ্য পেলেই অভিযান : র‌্যাব পরিচালক

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী তৎপরতার তথ্য পেলেই অভিযান : র‌্যাব পরিচালক

যুক্তরাষ্ট্রে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল

যুক্তরাষ্ট্রে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল

প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র ও ভারত

প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র ও ভারত

ফ্রান্সে ইহুদি উপাসনালয়ে আগুন, অভিযুক্তকে গুলি করে হত্যা

ফ্রান্সে ইহুদি উপাসনালয়ে আগুন, অভিযুক্তকে গুলি করে হত্যা

নৌযান চলাচল বন্ধ থাকবে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে

নৌযান চলাচল বন্ধ থাকবে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে

বেলজিয়াম-নেদারল্যান্ডস-জার্মানিকে হারিয়ে বিশ্বকাপের আয়োজক ব্রাজিল

বেলজিয়াম-নেদারল্যান্ডস-জার্মানিকে হারিয়ে বিশ্বকাপের আয়োজক ব্রাজিল

নদী ভাঙন আতঙ্কে নির্ঘূম রাত কাটে উপকূলবাসীর

নদী ভাঙন আতঙ্কে নির্ঘূম রাত কাটে উপকূলবাসীর

দিঘিতে মিলল এক মণ ওজনের কোরাল, বিক্রি ৪০ হাজারে

দিঘিতে মিলল এক মণ ওজনের কোরাল, বিক্রি ৪০ হাজারে

সুধা রানীর হাদিসের প্রভাষক পদে উত্তীর্ণ হওয়া নিয়ে তোলপাড়, যে ব্যাখ্যা এনটিআরসির

সুধা রানীর হাদিসের প্রভাষক পদে উত্তীর্ণ হওয়া নিয়ে তোলপাড়, যে ব্যাখ্যা এনটিআরসির

গাজায় ইসরায়েলের অভিযান বন্ধে আন্তর্জাতিক আদালতের নির্দেশ চেয়েছে দ. আফ্রিকা

গাজায় ইসরায়েলের অভিযান বন্ধে আন্তর্জাতিক আদালতের নির্দেশ চেয়েছে দ. আফ্রিকা

১০ হাজারের বেশি বাংলাদেশিকে ফেরত পাঠাবে যুক্তরাজ্য

১০ হাজারের বেশি বাংলাদেশিকে ফেরত পাঠাবে যুক্তরাজ্য

দৌলতপুরে পদ্মায় নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

দৌলতপুরে পদ্মায় নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

কলকাতায় ফের করোনা আতঙ্ক, এক সপ্তাহে আক্রান্ত ৫

কলকাতায় ফের করোনা আতঙ্ক, এক সপ্তাহে আক্রান্ত ৫