মানবিকতার আড়ালে প্রতারণা

অবশেষে গ্রেফতার সেই ভয়ঙ্কর প্রতারক মিল্টন সমাদ্দার

Daily Inqilab স্টাফ রিপোর্টার

০৩ মে ২০২৪, ১২:২৮ এএম | আপডেট: ০৩ মে ২০২৪, ১২:২৮ এএম

বছরের পর বছর প্রতারণা করলেও পুলিশ জানতে পারে গণমাধ্যমে প্রকাশের পর
মানবিকতার আড়ালে অসহায় মানুষের কিডনিসহ বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি, চিকিৎসক সেজে মৃত সনদে প্রতারণা, টর্চার সেলে নির্যাতন এবং মানবপাচারের অভিযোগে অবশেষে গ্রেফতার হয়েছেন ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’ আশ্রমের সামলোচিত চেয়ারম্যান মিল্টন সমাদ্দার।

বছরের পর বছর ধরে তিনি প্রকাশ্যে এ ধরনের প্রতারণা করলেও স্থানীয় প্রশাসন কিংবা কোনো গোয়েন্দা সংস্থারই নজরে আসেনি বিষয়টি। সম্প্রতি একাধিক গণমাধ্যমে মিল্টনের প্রতারণা নিয়ে সংবাদ প্রকাশিত হলে তদন্তে নামে পুলিশ। অবশেষে গত বুধবার সন্ধ্যায় রাজধানীর মিরপুর থানাধীন পাইকপাড়ার নিজের প্রতিষ্টিত আশ্রম থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম। গ্রেফতার পরবর্তী সংবাদ সম্মেলনে ডিবি প্রধান পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন-অর-রশীদ বলেন, ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’ নামে আশ্রয়কেন্দ্রের প্রতিষ্ঠাতা মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো ‘ভয়ংকর’। তাকে রিমাÐে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া মামলা হলে মিল্টনের স্ত্রীকেও গ্রেফতার করা হবে।

মিল্টন সমাদ্দার মানবতার সেবক হিসেবে পরিচিত। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার সেবামূলক কর্মকাÐের রয়েছে ব্যাপক প্রচারণা। যেখানে দেখা যায়, অসহায়-দুস্থ মানুষের সেবায় তিনি গড়ে তুলেন ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ নামের একটি বৃদ্ধাশ্রম। রাস্তা থেকে অসুস্থ ও ভবঘুরেদের কুড়িয়ে ওই বৃদ্ধাশ্রমে আশ্রয় দিতেন। তবে মানবিকতার আড়ালে মিল্টন সমাদ্দার অসহায় মানুষকে আশ্রয় দেয়ার নামে তাদের কিডনিসহ বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ কেটে বিক্রি করতেন ।

চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার রাজধানীর মিরপুরের পাইকপাড়ায় অবস্থিত যেটিকে তিনি আশ্রম বলে তুলে ধরেছেন। তার পেইজগুলোতে সড়কে পড়ে থাকা অসহায় বৃদ্ধ কিংবা আশ্রয়কেন্দ্রের শিশুদের অনেক ছবি-ভিডিও শেয়ার করা রয়েছে। পাশাপাশি বিভিন্ন সময় দুস্থদের থাকার এ কেন্দ্র পরিদর্শনে আসা মন্ত্রী থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিদের ভিডিও পোস্ট করেছেন তিনি। অনেক ভিডিওতে তার আশ্রমের অধিবাসী বৃদ্ধ-বৃদ্ধাদের বাবা-মা ও শিশুদের সন্তান সম্বোধন করেন মিল্টন। এসব ভিডিওর পাশাপাশি তার ফেইসবুক পেজে ১০টির বেশি মোবাইল ব্যাংকিং নম্বর রয়েছে, যেগুলোর মাধ্যমে অনুদান সংগ্রহ করেন তিনি। এই অনুদানেই চলে এসব কেন্দ্র বলে দাবি তার।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর ভাইরাল হওয়া ভিডিওতে মিল্টন স্বীকার করেছেন, তার আশ্রয়কেন্দ্রে অপারেশন থিয়েটার রয়েছে। এর প্রেক্ষিতে পুলিশ জানিয়েছে, যদি অপারেশন থিয়েটার থাকে বা হাসপাতাল থাকে, সেটির লাইসেন্স থাকতে হয়। কিন্তু তিনি এ সংক্রান্ত কোনো লাইসেন্স দেখাতে পারেননি মিল্টন সমাদ্দার। তার আশ্রমে মৃত মানুষের লাশ দাফনের জন্য চিকিৎসা ও সিটি করপোরেশনের স্বাক্ষর ও সিল জাল করে মৃত সনদ দিতেন মিল্টন । সেই সিলগুলো উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক তদন্ত শেষে ডিবি প্রধান জানিয়েছেন, বরিশালের উজিরপুরে মিল্টনের গ্রামের বাড়ি। তিনি গ্রামে থাকাকালীন তার বাবাকে মারধর করায় তাকে এলাকাছাড়া করে স্থানীয়রা। এরপর মিল্টন ঢাকায় চলে আসে। কাজ শুরু করে শাহবাগের একটি ফার্মেসিতে । সেখানে ওষুধ চুরি করে বিক্রির কারণে মিল্টনকে বের করে দেয় ফার্মেসি মালিক। এরপর তিনি একজন মিঠু নামে এক নার্সকে বিয়ে করেন। স্বামী-স্ত্রী মিলে মিরপুর পাইকপাড়া এলাকায় তারা ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’ স্থাপন করেন।

মিল্টন তার ভেরিফায়েড ফেইসবুক পেজে তিনটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হিসেবে নিজের পরিচয় তুলে ধরে। এগুলো হলো- চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার, চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার ফাউন্ডেশন ও মিল্টন হোম কেয়ার প্রাইভেট লিমিটেড। এর মধ্যে প্রথম দুটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এবং পরেরটি কোম্পানি। মিল্টন রাঙ্গামাটির চন্দ্রঘোনা খ্রিষ্টান হাসপাতাল থেকে নার্সিংয়ে ডিপ্লোমা সম্পন্ন করেছেন বলে নিজের পরিচয়ে তুলে ধরেন।

ডিবি প্রধান আরও বলেন, মিল্টনের বিরুদ্ধে অজস্র অভিযোগ পেয়েছি। তার স্বীকারোক্তিমতে, তার দুটো আশ্রম রয়েছে। সাভারের আশ্রমে ৫ থেকে ৭শ’ লোক রয়েছেন। কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে, সেখানে ২০-৩০ জনের বেশি লোক নেই। মিল্টন কত সংখ্যক মানুষকে চিকিৎসা দিয়েছিল। কত সংখ্যক মানুষ মারা গেল। তার আশ্রমে যে অপারেশন থিয়েটার রয়েছে এর মাধ্যমে কিডনি বিক্রি করেছেন কিনা সেটা তদন্ত করা হবে।

সোশ্যাল মিডিয়াতে এসেছে তার প্রতিষ্ঠানে অপারেশন থিয়েটার আছে। তবে তার সেই থিয়েটারের কোনো লাইসেন্স নেই। আরও অভিযোগ রয়েছে, তিনি রাতে লাশ দাফন করে থাকেন। মিল্টন ইতোমধ্যে ৯০০ লাশ দাফন করেছে বলে মিডিয়ায় এসেছে। এর মধ্যে ৮৩৫টি লাশেরই কোনো ডকুমেন্ট তিনিদেখাতে পারেননি।
মোহাম্মদ হারুন অর রশীদ আরও বলেন, মিল্টন সমাদ্দার নিজেই কেন ডেথ সার্টিফিকেট নিজের সাক্ষরে তৈরি করেছেন এবং সেখানে ডাক্তারের কোনো সিগনেচার কেন নেন নাই সেগুলো খুঁজে বের করা হবে।

বিভিন্ন অভিযোগের ভিত্তিতে মিল্টনকে গ্রেফতারের পর গতকাল বৃহস্পতিবার জালিয়াতির মাধ্যমে চিকিৎসক সেজে মৃত ব্যক্তির সনদ দেওয়াসহ নানা অপরাধমূলক কর্মকাÐে জড়িত থাকার অভিযোগে মিল্টনের বিরুদ্ধে বাদী হয়ে প্রথম মামলাটি করেন মিরপুর থানা-পুলিশ। এছাড়া মানবপাচার আইনে তার বিরুদ্ধে জিগাতলার বাসিন্দা এম রাকিব এবং নিজের আশ্রমের টর্চার সেলে মানুষজনকে মারধর করার অভিযোগে আরও একটি মামলা করেন একজন ভুক্তভোগী। প্রতারণা ও জালিয়াতির মামলায় গতকাল মিল্টন সমাদ্দারকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।

ডিবি প্রধান বলেন, আমরা তাকে রিমান্ডে এনে অভিযোগের বিষয়গুলো তদন্ত করব। রিমান্ড চলাকালে তার স্ত্রীকেও মুখোমুখি করা হবে। যদিও এ ঘটনায় তার স্ত্রীর বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে কেউ অভিযোগ দিলে তাকেও গ্রেফতার করা হবে।

প্রসঙ্গত, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ১ কোটি ৬০ লাখের বেশি অনুসারী রয়েছে মিল্টন সমাদ্দারের। এই বিশাল অনুসারীদের কাজে লাগিয়ে তার মূল টার্গেট ছিল বিভিন্ন মানবিক কাজ প্রচার করে মোটা অঙ্কের টাকা আদায় করা। তিনি ভালো কাজ যতটুকু করেছেন, প্রচার করেছেন তার চেয়েও কয়েক গুণ। মানুষের কিডনিসহ বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ কেটে বিক্রির মতো ভয়ংকর অপকর্মের পাশাপাশি রয়েছে বহু অভিযোগ।

মিল্টন সমাদ্দার হোমকেয়ার নামের ব্যবসা প্রতিষ্ঠান থেকে আয় করে ৬৬ লাখ টাকা বৃদ্ধাশ্রমে দান করেছেন বলে সাক্ষাতকার দিয়েছেন। কিন্তু বাস্তবে তার হোমকেয়ারের কোনো সার্ভিস নেই। শুধু লাইসেন্স আছে। এছাড়া তিনি সব সময় দুটি আশ্রমের কথা বলে এসেছেন। তবে একটি আশ্রমের তথ্য সব সময় গোপন রেখে এসেছেন বলে অভিযোগ রয়েছে।

 


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

দুমকীতে কাপ পিরিচ মার্কার প্রার্থী ও সমর্থকদের ওপর হামলা, আহত-৫

দুমকীতে কাপ পিরিচ মার্কার প্রার্থী ও সমর্থকদের ওপর হামলা, আহত-৫

ইসলামী আন্দোলনের নেতা অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেনের ইন্তেকাল

ইসলামী আন্দোলনের নেতা অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেনের ইন্তেকাল

রাজবাড়ীতে ভোট চেয়ে বাড়ী ফেরার পথে একজনকে কুপিয়ে জখম

রাজবাড়ীতে ভোট চেয়ে বাড়ী ফেরার পথে একজনকে কুপিয়ে জখম

৫ দিনের ছুটির কবলে বেনাপোল স্থলবন্দর

৫ দিনের ছুটির কবলে বেনাপোল স্থলবন্দর

গোদাগাড়ীতে কৃষি মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন নবনির্বাচিত চেয়ারম্যান সোহেল

গোদাগাড়ীতে কৃষি মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন নবনির্বাচিত চেয়ারম্যান সোহেল

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী তৎপরতার তথ্য পেলেই অভিযান : র‌্যাব পরিচালক

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী তৎপরতার তথ্য পেলেই অভিযান : র‌্যাব পরিচালক

যুক্তরাষ্ট্রে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল

যুক্তরাষ্ট্রে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল

প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র ও ভারত

প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র ও ভারত

ফ্রান্সে ইহুদি উপাসনালয়ে আগুন, অভিযুক্তকে গুলি করে হত্যা

ফ্রান্সে ইহুদি উপাসনালয়ে আগুন, অভিযুক্তকে গুলি করে হত্যা

নৌযান চলাচল বন্ধ থাকবে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে

নৌযান চলাচল বন্ধ থাকবে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে

বেলজিয়াম-নেদারল্যান্ডস-জার্মানিকে হারিয়ে বিশ্বকাপের আয়োজক ব্রাজিল

বেলজিয়াম-নেদারল্যান্ডস-জার্মানিকে হারিয়ে বিশ্বকাপের আয়োজক ব্রাজিল

নদী ভাঙন আতঙ্কে নির্ঘূম রাত কাটে উপকূলবাসীর

নদী ভাঙন আতঙ্কে নির্ঘূম রাত কাটে উপকূলবাসীর

দিঘিতে মিলল এক মণ ওজনের কোরাল, বিক্রি ৪০ হাজারে

দিঘিতে মিলল এক মণ ওজনের কোরাল, বিক্রি ৪০ হাজারে

সুধা রানীর হাদিসের প্রভাষক পদে উত্তীর্ণ হওয়া নিয়ে তোলপাড়, যে ব্যাখ্যা এনটিআরসির

সুধা রানীর হাদিসের প্রভাষক পদে উত্তীর্ণ হওয়া নিয়ে তোলপাড়, যে ব্যাখ্যা এনটিআরসির

গাজায় ইসরায়েলের অভিযান বন্ধে আন্তর্জাতিক আদালতের নির্দেশ চেয়েছে দ. আফ্রিকা

গাজায় ইসরায়েলের অভিযান বন্ধে আন্তর্জাতিক আদালতের নির্দেশ চেয়েছে দ. আফ্রিকা

১০ হাজারের বেশি বাংলাদেশিকে ফেরত পাঠাবে যুক্তরাজ্য

১০ হাজারের বেশি বাংলাদেশিকে ফেরত পাঠাবে যুক্তরাজ্য

দৌলতপুরে পদ্মায় নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

দৌলতপুরে পদ্মায় নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

কলকাতায় ফের করোনা আতঙ্ক, এক সপ্তাহে আক্রান্ত ৫

কলকাতায় ফের করোনা আতঙ্ক, এক সপ্তাহে আক্রান্ত ৫

মুখোমুখি বিতর্কে রাজি বাইডেন ও ট্রাম্প, কবে হবে জোড়া বাকযুদ্ধ?

মুখোমুখি বিতর্কে রাজি বাইডেন ও ট্রাম্প, কবে হবে জোড়া বাকযুদ্ধ?

তিন দশকের মধ্যে গড় আয়ু পাঁচ বছর বাড়বে

তিন দশকের মধ্যে গড় আয়ু পাঁচ বছর বাড়বে