বাংলাদেশকে নিয়ন্ত্রণে রাখতে সকল কার্যক্রম পরিচালনা করছে ভারত : মির্জা ফখরুল
১৭ মে ২০২৪, ১২:১০ এএম | আপডেট: ১৭ মে ২০২৪, ১২:১০ এএম
বাংলাদেশকে নিয়ন্ত্রণে রাখতে ভারত তাদের সকল কার্যক্রম পরিচালনা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগী। তিনি বলেন, তারা (ভারত) সবসময় বাংলাদেশটাকে একটা নিয়ন্ত্রণে রাখার জন্যে তাদের সকল কার্যক্রম পরিচালনা করেছে। শুধু ফারাক্কা বাধ নয়, গঙ্গার পানি নয়, বাংলাদেশের ১৫৪টি অভিন্ন নদীর পানিবন্টনের ক্ষেত্রে তারা (ভারত) সবসময়ই গড়িমসি করেছে এবং তারা এই সমস্যার সমাধান করেনি, করছে না।
বিএনপি মহাসচিব বলেন, তিস্তা নদীর পানি আপনারা সবাই জানেন, দীর্ঘকাল ধরে তিস্তা নদীর পানি বন্টন নিয়ে এই চুক্তি করছি, এই হয়ে যাবে, এখন ভালো অবস্থায় আছে এই করে করে এই সরকার সময় পার করেছে। এই যে ব্যর্থতা এর মূল কারণ হচ্ছে যে, সরকার এখন আছে সেই সরকার পুরোপুরিভাবে একটা নতজানু সরকার। তারা কখনোই জনগনের স্বার্থে যে একটা স্ট্যান্ড নেয়া সেই স্ট্যান্ড নিতে ব্যর্থ হচ্ছে। ব্যর্থ হচ্ছে কারণ তারা (সরকার) তাদের (ভারত) কাছে অত্যন্ত দূর্বল।
গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ভাসানী অনুসারি পরিষদের উদ্যোগে ‘ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ফারাক্কা লং মার্চের দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আজকে তিস্তা সমস্যার সমাধান হবে কি করে হবে, অন্যান্য অভিন্ন নদীগুলোর সমস্যার সমাধান কি করে হবে? কারণ তারা তো এখানে দখলদারিত্ব করছে। তারা (সরকার) তো বিশেষ দায়িত্ব নিয়ে এই সরকার ক্ষমতায় বসে আছে। কারণ এই সরকার জনগণের সরকার নয়। তারা কোনো নির্বাচন করে না। নির্বাচন করলে জানে যে, তাদের পরাজয় হবে, তারা নিশ্চিহ্ন হয়ে যাবে, সেই কারণে বিভিন্ন কৌশলে তারা এখানে একটা নির্বাচন দেখিয়ে ক্ষমতায় টিকে থাকছে।
তিনি বলেন, বাংলাদেশের মানুষকে তার অধিকার আদায়ের জন্য তাদের নিজের পায়ে দাঁড়াতে হবে। আমরা আমাদের গণতান্ত্রিক অধিকারকে হারিয়ে ফেলেছি, গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য সংগ্রাম করছি, লড়াই করছি, আমরা সকল রাজনৈতিক গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য সংগ্রাম করছি। এজন্য আমাদের অনেকে প্রাণ দিয়েছেন, অনেককে নিপীড়ন-নির্যাতন সহ্য করতে হচ্ছে।
বিএনপি মহাসচিব বলেন, আমাদের সামনে আর কেনো বিকল্প পথ নেই। বাংলাদেশকে যদি আমরা রক্ষা করতে চাই, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব যদি আমরা ফিরিয়ে আনতে চাই, বাংলাদেশের জনগণকে যদি আমরা রক্ষা করতে চাই, গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করবার যে আকাক্সক্ষা তা যদি আমরা রক্ষা করতে চাই, তাহলে সকল দলমত নির্বিশেষে, সমস্ত ভেদাভেদ ভুলে একত্র হয়ে এই ভয়াবহ দানবীয়, মনোস্টার সরকারকে সরাতে হবে। যার একমাত্র কাজ হচ্ছে তাদের নিজেদের বিত্ত তৈরি করা, আর অন্য দেশের প্রভৃত্ব মেনে নিয়ে তাদের স্বার্থ রক্ষা করা। আজকে আমাদের স্বার্থে আমাদের লক্ষ্যে এগিয়ে যেতে হবে। আমাদেরকে কেউ করে দিয়ে যাবে না, আমাদের নিজেদের সেটা করতে হবে।
আজ হোক কাল হোক সরকার বদলাবেই:
নাগরিক ঐক্যে সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, আজ হোক কাল হোক এই সরকার তো বদলাবেই। কেউ কেউ মনে করেন যে, শেখ হাসিনাকে পাঁচ বছর কেউ কিছু করতে পারবে না, আবার কেউ কেউ বলেন, যতদিন জীবিত আছেন তাকে নড়াতে পারবেন না। কিন্তু আমি দেখি সরকার এমনিই নড়ছে। কারণ রিজার্ভ নেই। সরকার ভয়াবহ রকমের একটা অর্থনৈতিক সংকটে আছে।
তিনি বলেন, ৭ জানুয়ারি আমরা জিতেছি না হেরেছি, সেই বির্তক বাদ দেন। কিন্তু মানুষ এখন আমাদের পক্ষে আছে। মানুষ এখন সমর্থন করছে এই জন্য না যে, ভারতকে দেখতে পারে না। আমার এখানে নির্বাচন হবে ভারত এখানে বলে আমরা সিকিউরিটি প্রশ্ন বিবেচনোয় রেখে নির্বাচন করতে হবে। সে (ভারত) কে?
মান্না বলেন, আমাদের দেশের জনগণ ভোট দেবে কাকে? মানুষ ঠিক করবে। জনগণ যাকে ভোট দেবে সে ক্ষমতায় যাবে। ভারতের যদি দরকার লাগে আমাদের সেই সরকারের সাথে অথবা যেকোনো সরকারের সাথে সম্পর্ক ঠিক করবে। ওরা কি রকম সরকার চায় তার ভিত্তিতে নির্বাচন হবে এখানে? এটা হতে পারে না। লড়াইটা তাই অনেক বড়। লড়াই অনেক বেশি দৃঢ়, লড়াইটা অনেক বেশি শক্ত এবং লড়াইটা হতেও পারে একটু দীর্ঘ।
‘সীমান্ত হত্যা : অসম সম্পর্কের দায় শোধ করছে ওরা’:
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সীমান্ত হত্যার প্রসঙ্গে টেনে বলেন, যখন আমরা বলছি বাংলাদেশ-ভারতের সম্পর্ক সর্বোচ্চ শিখরে, তখন প্রায় প্রতিদিন সীমান্ত হত্যা হচ্ছে। শুধু সম্পর্কের কথা বলেই শেষ করেনি। বলেছে কি? ভারতের সাথে বাংলাদেশের রক্তের সম্পর্ক, রক্তের বাঁধন। তারা এই রক্তের বাঁধনের জন্য প্রতিদিন সীমান্তে বাংলাদেশীদের হত্যা করে, জীবন দিয়ে, রক্ত দিয়ে এই অসম সম্পর্কের দায় শোধ করতে হচ্ছে। খুবই লজ্জার, খুবই অপমানের। নিজেদের স্বদেশী হত্যা হচ্ছে তার উপযুক্ত প্রতিবাদ পর্যন্ত হয় না। আমার এখানে লাশ ফেরত পাবো কিনা এটার জন্য পতাকা বৈঠক হয়, এটা খুব লজ্জার, দুঃখের এবং অপমানের।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, আমাদের দেশের পররাষ্ট্র নীতি বলে কিছু নেই। পররাষ্ট্র মন্ত্রীর কোনো কাজ নেই। দিল্লী আছে আমরা আছি, আমেরিকার দিল্লীকে দরকার, দিল্লীরও আমেরিকার দরকার। দিল্লী আছে, আমরা আছি- বাংলাদেশের পররাষ্ট্র নীতি ওবায়দুল কাদের সাহেব পরিস্কার করে ঘোষণা করে দিয়েছেন। এরকম একটা পররাষ্ট্র নীতিতে চলা মানে হচ্ছে, বাংলাদেশ যে রাষ্ট্র রক্ত দিয়ে একটা সার্বভৌম রাষ্ট্র অর্জিত হয়েছে সেই রাষ্ট্রকে দাসত্বের দিকে পরিস্কারভাবে ঠেলে দিয়ে আবার ঘোষণা করা হয়েছে। এটা বাংলাদেশের বর্তমান পরিণতি, ৫৪ বছরে এসে রাজনৈতিক দিক থেকে সার্বভৌমত্বের দিক থেকে আমরা দাসত্বের কবলে পড়েছি। বাংলাদেশের মানুষকে আজকে মওলানা ভাসানী যেভাবে এদেশের মানুষের আত্ম মর্যাদা, এদেশের মানুষের অধিকার এদেশের সকল মানুষের অধিকার ও মর্যাদা নিয়ে কথা বলেছেন সেই জায়গা থেকে আমাদেরকে আজকে নতুন করে আন্দোলন করতে হবে বাংলাদেশকে রক্ষা করার জন্য, আমাদের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমাদের রাজনৈতিক ব্যবস্থাকে ওই জায়গায় নিয়ে যেতে হবে।
ভাসানী অনুসারী পরিষদের আহŸায়ক শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও সদস্য সচিব আবু ইউসুফ সেলিমের সঞ্চালনায় আলোচনা সভায়- জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুব উল্লাহ, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, জেএসডির তানিয়া রব, ভাসানী অনুসারি পরিষদের বাবুল বিশ্বাস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আসিফ নজরুল বক্তব্য রাখেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
যাকাত বোর্ডের ১১ কোটি টাকা বিতরণের প্রস্তাব অনুমোদিত
১৬ বছরে নির্বাচন ব্যবস্থা নির্বাসনে চলে গিয়েছিল : সংস্কার কমিশন প্রধান
জিনিসের দাম একবার বাড়লে কমানো কঠিন: পরিকল্পনা উপদেষ্টা
স্বৈরাচারের দোসর শাহরিয়ার আলমের স্ত্রী-সন্তানসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা
মুজিবল্যান্ড বানিয়ে হিন্দুস্তানে থাকুক আ.লীগ : রাশেদ প্রধান
মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়িয়ে সম্মানহানী
আওয়ামী দুঃশাসনের বিচার না হলে জুলাই আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী হবে: ডা. জাহিদ হোসেন
বাঘায় মেয়াদ উত্তীর্ণ ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ
লক্ষ্মীপুরে চুরির অপবাদে জনসম্মুখে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, নাকে খত
নকল পণ্য প্রতিরোধে আমদানির উপর শুল্ক কমানোর দাবি বাজারের ২০ শতাংশ খাদ্য মানহীন
আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ কাজের আহ্বান: এমরান আহমদ চৌধুরী
রানার অটোমোবাইলস পিএলসির এজিএম সম্পন্ন
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তরুণদের প্রস্তুতি নিতে হবে : পরিবেশ উপদেষ্টা
২০২৫ সালে নিম্নমাধ্যমিক-মাধ্যমিকে ৭৬ দিনের ছুটির তালিকা প্রকাশ
খুলনা থেকে পদ্মাসেতু হয়ে ঢাকার পথে যুক্ত হচ্ছে ট্রেন জাহানাবাদ
প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত গ্রহনযোগ্য নির্বাচন দিন
আশুলিয়ায় কিশোর গ্যাং এর হামলায় আহত ৩
মাদারীপুরে পরকীয়ার জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রেসিডেন্টের প্রেস সচিব হলেন সরওয়ার আলম
তোমাদের হাতে উড়তে থাকবে সমৃদ্ধ স্বনির্ভর বাংলাদেশের বিজয় কেতন - সাভার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ মঈন খান