ঢাকা   সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪ | ৮ আশ্বিন ১৪৩১
সবুজের পরিমাণ কমছে ঢাকায়

রাজধানীতে অনুভূত হয় মরুভূমির তাপ

Daily Inqilab রফিক মুহাম্মদ

২৪ মে ২০২৪, ১২:১৫ এএম | আপডেট: ২৪ মে ২০২৪, ১২:১৫ এএম

ঢাকা মহানগরে ২০ শতাংশ সবুজ এলাকা থাকা প্রয়োজন আছে সাড়ে ৮ শতাংশের কম
রাজধানী ঢাকায় কমছে গাছপালা ও সবুজের পরিমাণ। এতে রাজধানীতে দিন দিন গরমের অনুভ’তি বাড়ছে। বর্তমানে তাপমাত্রা ৩৪ থেকে ৩৫ ডিগ্রী সেলসিয়াস থাকলেও গরম ৪০ ডিগ্রীর বেশি অনুভূত হয়। অর্থাৎ মরুভূমির তীব্র গরম এখন ঢাকায় অনুভূত হচ্ছে। পরিবেশবিদরা বলছেন, ঢাকায় দিন দিন গাছপালা, ডোবা-নালা এবং খালের পরিমাণ কমছে। এর ফলে এই রাজধানী এখন তীব্র গরম অনুভূত হচ্ছে। ইউএস এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সির তথ্য অনুসারে, গাছপালা ও সবুজ অঞ্চলে ছায়া থাকার কারণে ছায়াবিহীন অঞ্চলের তুলনায় তাপমাত্রা ১১ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস কম থাকে। এ কারণেই নগরের ঘরবাড়ির চারপাশে, রাস্তায় ও পার্কে সবুজায়ন জরুরি। ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি) ২০২০ সালের জরিপ বলছে, ১৯৯৯ সালে ঢাকার কেন্দ্রীয় এলাকায় সবুজ ও খোলা জায়গার পরিমাণ ছিল ২১ শতাংশ। ক্রমে তা কমে ২০২০ সালে ঢাকার সবুজ এলাকার পরিমাণ দাঁড়ায় ১৩ শতাংশ। বর্তমানে তা সাড়ে ৮ শতাংশে নেমে এসেছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের গবেষণা অনুসারে, ঢাকা মহানগরে ২০ শতাংশ সবুজ এলাকা থাকা প্রয়োজন, অথচ আছে সাড়ে ৮ শতাংশের কম। এসব কারণে গ্রীষ্মকালে চারপাশে সবুজ এলাকার তুলনায় ঢাকার অধিবাসীদের গরমের অনুভ‚তি ও কষ্ট বেশি হয়।

ঢাকায় পার্ক কিংবা উদ্যান ছাড়া সেই অর্থে কোনো সবুজ প্রান্তর নেই। কিছু প্রতিষ্ঠানে গাছপালা যা আছে সেটা বিক্ষিপ্ত। অথচ ঢাকার পার্কগুলোতেই পড়ছে উন্নয়ন প্রকল্পের থাবা। বাণিজ্যিক কার্যক্রমও এখন পার্ককে গিলে খাচ্ছে। অনেক পার্ক আবার সংস্কার করে সৌন্দর্যবর্ধনের পাশাপাশি বাণিজ্যিকীকরণ হচ্ছে।
আইন অনুযায়ী খেলার মাঠ, উন্মুক্ত স্থান, উদ্যান ও প্রাকৃতিক জলাধার হিসেবে চিহ্নিত জায়গার শ্রেণি পরিবর্তন করা বা ওই জায়গা অন্য কোনোভাবে ব্যবহার করা বা ব্যবহারের জন্য ভাড়া বা ইজারা দেওয়া নিষেধ। খেলার মাঠ, উন্মুক্ত স্থান, উদ্যান এবং প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন, ২০০০’-এর ৫ ধারা এই বিষয়টি স্পষ্ট করে উল্লেখ করা আছে। অথচ সরকারের বিভিন্ন সংস্থা ও সিটি করপোরেশন পার্ক বা লেকের পাড়ে রেস্তোরাঁ বসিয়ে এ আইন ভঙ্গ করে চলেছে।

উন্নয়নের থাবায় পড়েছে রাজধানীর পান্থকুঞ্জ পার্ক। ঢাকার ব্যস্ততম এলাকা কারওয়ান বাজার, পান্থপথ, বাংলামোটর সংযোগ মোড়ের এক টুকরো সবুজ প্রাণ। কয়েক বছর আগেও যেখানে ছিল সারি সারি গাছপালা। সকালে শরীরচর্চা-প্রাতঃভ্রমণ, বিকেলে আড্ডায় জমজমাট থাকতো পার্কটি। পরিশ্রান্ত পথিক নিতো বিশ্রাম। পাখিরা কিচিরমিচির করতো ডালে ডালে। এসব এখন প্রায় অতীত। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি অংশ হাতিরঝিল হয়ে পান্থকুঞ্জ পার্ক থেকে পলাশী যাবে। সেই কাজের বলি পার্কের প্রায় দুই তৃতীয়াংশ। কাটা পড়েছে অধিকাংশ গাছ। নেই সবুজ প্রাণ। জীর্ণশীর্ণ অবস্থায় টিকে আছে কোনো রকম। পার্কের ভেতরে এক্সপ্রেসওয়ের কয়েকটি পিলার করার কাজ চলছে। গাছ কেটে পিলার বসানোয় অনেকটা কমেছে সবুজের উপস্থিতি। পার্কের পরিবেশ আর আগের জায়গায় ফেরানোর কোনো উপায় নেই।

শুধু পান্থকুঞ্জ পার্ক নয়, রাজধানীর প্রাণকেন্দ্র ফার্মগেটে অবস্থিত নগরবাসীর স্বস্তির জায়গা আনোয়ারা উদ্যানও হারিয়ে গেছে। এটি এখন মেট্রোরেলের দখলে। পুরো উদ্যানটি এখন গাছপালা শ‚ন্য। সবুজ উদ্যান এখন আর সবুজ নেই। মেট্রোরেল প্রকল্পের প্রয়োজনে সাময়িক ব্যবহারের জন্য নেওয়া হলেও আনোয়ারা উদ্যানে এবার স্থায়ী স্টেশন প্লাজা স্থাপন করতে চায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এরই মধ্যে গণপূর্ত অধিদপ্তর মেট্রোরেলের স্টেশন প্লাজা তৈরির জন্য ডিএমটিসিএলকে অনুমতি দিয়েছে। উদ্যানটি দখলের পর থেকে ক্ষোভ জানিয়ে আসছেন এলাকাবাসী। মানববন্ধনও হয়েছে উদ্যানটি ফিরে পেতে। কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না।

ফার্মগেটের তেজতুরী বাজার এলাকার বাসিন্দা আমিনুর রহমান ইনকিলাবকে বলেন, আনোয়ারা উদ্যানে প্রায় দুই শতাধিক গাছ-গাছালি ছিল। এখন সব বিলীন। একটা সময় পার্কে বসে বিশ্রাম, আড্ডা সব হয়েছে। সকালবেলা বন্ধুরা এসে ব্যায়াম করতাম। মেট্রোরেলের কাজ শুরু হওয়ার পর পার্কটি দখল হয়ে যায়। এরপর শুনছি কাজ শেষ হলে আবার পার্কটি আগের অবস্থায় ফিরবে। সিটি করপোরেশনের দেওয়া সাইনবোর্ডও আছে। কিন্তু এখানে স্টেশন প্লাজা নির্মাণ হলে এই পার্ক চিরতরে হারিয়ে যাবে।

জানা যায়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে পার্ক আছে ১৯টি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৮টি। আনোয়ারা উদ্যান, পান্থকুঞ্জের পাশাপাশি রমনা পার্ক, শহিদ মতিউর রহমান পার্কসহ বিভিন্ন পার্কে উন্নয়ন প্রকল্পের কারণে নির্বিচারে গাছ কাটা হয়েছে। পাশাপাশি সিটি করপোরেশনের পার্ক সংস্কার ও পার্কের ভিতর দোকান ইজারার কারণে বেড়েছে কংক্রিটের জঞ্জাল। ফলে সবুজ হারিয়ে চরিত্র পরিবর্তন হয়েছে পার্কগুলোর।

পুরান ঢাকার ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া পার্কও বাণিজ্যিকীকরণে এখন অস্তিত্ব সঙ্কটে। ‘ফুড ভ্যান’ প্রকল্পের নামে ২০২২ সালের অক্টোবরে পার্কটিকে বছরে তিন লাখ ৬১ হাজার টাকায় ইজারা দেওয়া হয় ডিএআর হোল্ডিং লিমিটেড নামে একটি কোম্পানিকে। ইজারাদার সেখানে স্থায়ী অবকাঠামো (দোকান ও গুদাম) তৈরি করেছেন। এখানেও গাছ কেটে ফুড ভ্যানগুলো বসানো হয়। এভাবে ৮৪ দশমিক ৩ কাঠা আয়তনের ছোট এ পার্কের তিন ভাগের এক ভাগ জায়গা চলে গেছে ইজারাদারের দখলে। পুরান ঢাকায় উন্মুক্ত স্থান না থাকায় ইতিহাসের সাক্ষী হয়ে থাকা পার্কটিতে নিয়মিত স্বস্তির নিশ্বাস নিতে আসেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তিপরীক্ষা, স্কুল-কলেজের বোর্ড পরীক্ষার জন্য আসা শিক্ষার্থী-অভিভাবকরা পার্কে অপেক্ষা করেন। ফুড ভ্যান বসানোর পর ঐতিহ্য হারিয়েছে পার্কটি। পার্কে চলাচল ও বিশেষ করে যারা নিয়মিত ব্যায়াম করেন তাদের কাজেও ব্যঘাত ঘটছে।

বাহাদুরশাহ পার্কের এই ফুড ভ্যানের ম্যানেজার জমির উদ্দিন সেন্টু বলেন, আমরা সবসময় পরিবেশ বজায় রাখার চেষ্টা করছি। প্রতিদিনই দোকানের চারপাশে পরিষ্কার রাখা হয়। পথচারীদের কোনো ক্ষতি হোক আমরা চাই না। পার্কের পরিবেশ যেন বজায় থাকে আমরা সেই অনুযায়ী চলি।

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক আলমগীর কবির ইনকিলাবকে বলেন, রাজধানীর এই পার্কগুলো সংস্কারে যারা পরিকল্পনা করেন তারা আসলে পরিবেশবান্ধব না। পার্ক-জলাধার সংস্কারে কিছু নীতিমালা রয়েছে সেটি তারা মানে না। আদালতের নির্দেশনা রয়েছে পার্কের ভিতরে কোনো স্থাপনা তৈরি করা যাবে না। বর্তমানে ঢাকার প্রাণকেন্দ্রের আনোয়ারা পার্ক ও পান্থকুঞ্জ পার্ক হারিয়ে যাচ্ছে শুধু সিটি করপোরেশনের অবহেলার কারণে। ভিক্টোরিয়া পার্কে (বাহাদুর শাহ) খাবারের দোকান করা হয়েছে। এটি এখন অস্তিত্ব সঙ্কটে। পার্ক হারিয়ে যাওয়া মানে সবুজ হারিয়ে যাওয়া। এতে ক্ষতির সম্মুখীন হচ্ছি আমরা নগরবাসী সবাই।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ইশরাত ইসলাম বলেন, আমাদের শহরটা আসলে পরিকল্পনামাফিক না। ঢাকাকে সবুজায়নের যে উদ্যোগ নেওয়া হয়েছে সেটিও সফল হচ্ছে না। বর্তমানে যে পার্ক ও মাঠগুলো সংস্কার হচ্ছে সেখানে আবার স্ট্রাকচার তৈরি করে ফেলা হচ্ছে। সেখানে কোনো স্থাপনা রাখাই উচিত না। পার্ক-মাঠ ছাড়াও প্রতিটি নাগরিক চাইলে তাদের বাড়ির আঙিনায় গাছ লাগাতে পারে। এক্ষেত্রে সরকারের যেমন দায়িত্ব আছে তেমনি প্রতিটি নাগরিকের দায়িত্ব আছে। সবুজায়ন বাড়ানোর আরেকটি সহজ উপায় হলো জলাভ‚মির পাশে গাছ লাগানো। আমাদের শহরে জলাভ‚মি তো দিন দিন দখল হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে।

 


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ব্র্যান্ডেনবুর্গের নির্বাচনে এক নম্বর দল হতে চলেছে এসপিডি

ব্র্যান্ডেনবুর্গের নির্বাচনে এক নম্বর দল হতে চলেছে এসপিডি

জম্মুর হিন্দুদের দিয়ে অধিকৃত কাশ্মীর জেতা বিজেপির পক্ষে সম্ভব হবে?

জম্মুর হিন্দুদের দিয়ে অধিকৃত কাশ্মীর জেতা বিজেপির পক্ষে সম্ভব হবে?

রাজবাড়ীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু স্বামী আটক

রাজবাড়ীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু স্বামী আটক

কর্মস্থলে অনুপস্থিত পুলিশ সদস্যদের বিধি অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে: ডিএমপি

কর্মস্থলে অনুপস্থিত পুলিশ সদস্যদের বিধি অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে: ডিএমপি

কক্সবাজারে বৈষম্যবিরোধী ছাত্র জনতার মিছিলে গুলি বর্ষণকারী চেয়ারম্যান আব্দুল্লাহ আটক

কক্সবাজারে বৈষম্যবিরোধী ছাত্র জনতার মিছিলে গুলি বর্ষণকারী চেয়ারম্যান আব্দুল্লাহ আটক

মহিপুরে ইটালী পরিবহন রাস্তার বাইরে আহত -১৫

মহিপুরে ইটালী পরিবহন রাস্তার বাইরে আহত -১৫

কমবে গরম, বাড়বে বৃষ্টি

কমবে গরম, বাড়বে বৃষ্টি

কুলাউড়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে কর্মচারী নিয়োগে ঘুষ বাণিজ্যের অভিযোগ

কুলাউড়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে কর্মচারী নিয়োগে ঘুষ বাণিজ্যের অভিযোগ

রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত করেছিল ইসরাইল

রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত করেছিল ইসরাইল

হাসিনা-রেহানাসহ ৭১ জনের নামে মামলা, তদন্তে পিবিআই

হাসিনা-রেহানাসহ ৭১ জনের নামে মামলা, তদন্তে পিবিআই

ঢাকাসহ সব মেট্রোপলিটনে সাতদিনই বাসে হাফ ভাড়া দিতে পারবেন শিক্ষার্থীরা

ঢাকাসহ সব মেট্রোপলিটনে সাতদিনই বাসে হাফ ভাড়া দিতে পারবেন শিক্ষার্থীরা

রাজধানীর খিলগাঁওয়ে একজনকে কুপিয়ে হত্যার অভিযুক্ত গ্রেপ্তার

রাজধানীর খিলগাঁওয়ে একজনকে কুপিয়ে হত্যার অভিযুক্ত গ্রেপ্তার

রাতের ভোটের কারিগর হেলাল উদ্দিন এখনো গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ কক্সবাজার বাসী

রাতের ভোটের কারিগর হেলাল উদ্দিন এখনো গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ কক্সবাজার বাসী

খুলনার ডিসি সাইফুলকে প্রত্যাহারের দাবিতে মানব বন্ধন

খুলনার ডিসি সাইফুলকে প্রত্যাহারের দাবিতে মানব বন্ধন

পুলিশের বিভিন্ন ইউনিটে ৩০ কর্মকর্তার বদলি

পুলিশের বিভিন্ন ইউনিটে ৩০ কর্মকর্তার বদলি

মোহাম্মদপুরে পূর্ব শত্রুতার জের ধরে খুনের ঘটনায় গ্রেপ্তার ১

মোহাম্মদপুরে পূর্ব শত্রুতার জের ধরে খুনের ঘটনায় গ্রেপ্তার ১

শ্রমিক বিক্ষোভে আশুলিয়ায় ৩৯ পোশাক কারখানা বন্ধ, সড়ক অবরোধ

শ্রমিক বিক্ষোভে আশুলিয়ায় ৩৯ পোশাক কারখানা বন্ধ, সড়ক অবরোধ

বরিশাল রেঞ্জের আনসারের উপ-মহাপরিচালক ফখরুলকে বরখাস্ত

বরিশাল রেঞ্জের আনসারের উপ-মহাপরিচালক ফখরুলকে বরখাস্ত

সৈয়দপুরে তাপমাত্রা ৩৯ ডিগ্রি ঘরে ঘরে, হাঁসফাঁস জীবন

সৈয়দপুরে তাপমাত্রা ৩৯ ডিগ্রি ঘরে ঘরে, হাঁসফাঁস জীবন

গাজীপুরে ১২ দফা দাবি জানিয়ে কারখানা শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরে ১২ দফা দাবি জানিয়ে কারখানা শ্রমিকদের বিক্ষোভ