ঢাকা   মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪ | ৯ আশ্বিন ১৪৩১
ভারতে ও অভ্যন্তরে ভারী বৃষ্টিতে নদ-নদীর পানি বৃদ্ধি

সুরমা-কুশিয়ারা জনপদে বন্যা

Daily Inqilab শফিউল আলম

৩১ মে ২০২৪, ১২:০৯ এএম | আপডেট: ৩১ মে ২০২৪, ১২:০৯ এএম

দেশের মধ্যাঞ্চলে এগিয়ে এসেছে বর্ষার মৌসুমী বায়ু
উজানে উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন অঞ্চলে ও দেশের উত্তর-পূর্বাঞ্চলে অতি বৃষ্টিপাতের ফলে ঢল-বানের পানির তোড় বৃদ্ধি পেয়েছে। এ কারণে পানি বাড়ছে বিভিন্ন নদ-নদীর। পানিবন্দি হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত নদ-নদী পরিস্থিতি ও পূর্বাভাস সম্পর্কে বাপাউবো’র বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে জানা গেছে, ৩টি নদ-নদী চারটি পয়েন্টে বিপদসীমার ঊর্ধ্বে প্রবাহিত হচ্ছে।
এর মধ্যে সিলেটে সুরমা নদীর পানি গতকাল আরো বৃদ্ধি পেয়ে কানাইঘাট পয়েন্টে বিপদসীমার ১৪৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা নদী অমলশীদ পয়েন্টে বিপদসীমার ২১৭ সে.মি. এবং শেওলা পয়েন্টে ১৫ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উভয় নদ-নদীর পানি বিপদসীমা অতিক্রম ও আরো বৃদ্ধি পেয়েছে। এর ফলে সুরমা ও কুশিয়ারা নদীতীরের গ্রাম-জনপদে বন্যা পরিস্থিতি অবনতির দিকে রয়েছে। প্লাবিত হয়েছে সিলেটের ব্যাপক নিম্নাঞ্চল। এদিকে সারিগোয়াইন নদী সারিঘাটে বিপদসীমার ৬১ সে.মি ঊর্ধ্বে প্রবাহিত হচ্ছিল। উত্তর-পূর্বাঞ্চলের আরো বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তবে অভ্যন্তরীণ ভারী বৃষ্টি ও ভারতের উজানের ঢল কমে এলে বন্যা পরিস্থিতির শিগগিরই উন্নতি হতে পারে বলে জানান পাউবো কর্মকর্তারা।
গতকাল পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের ডিউটি অফিসার প্রকৌশলী সজল কুমার রায় নদ-নদীর প্রবাহ পরিস্থিতি ও পূর্বাভাস প্রতিবেদনে জানান, ব্রহ্মপুত্র-যমুনা নদের পানি বৃদ্ধি পাচ্ছে এবং আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদ-নদীসমূহের পানি বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায় সুরমা নদী সিলেট পয়েন্টে বিপদসীমা অতিক্রম করতে পারে এবং সিলেট জেলায় বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে। পরবর্তী সময়ে ২৪ থেকে ৪৮ ঘণ্টায় বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।
দেশের ১১০টি নদ-নদীর পানির সমতল পর্যবেক্ষণ স্টেশনের মধ্যে গতকাল ৪৮টি পয়েন্টে পানি বৃদ্ধি এবং ৫৭টিতে হ্রাস পায়। ৫টি স্থানে পানি অপরিবর্তিত থাকে। বিকাল নাগাদ ৩টি নদীর ৪টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
বাপাউবো’র বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, গতকাল সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় বৃহত্তর সিলেট অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। এরমধ্যে উল্লেখযোগ্য ভারী বৃষ্টিপাত হয়েছে সিলেটের জাফলংয়ে ৩৫৫ মিলিমিটার, লালাখালে ১৫০, কানাইঘাট ৭৯, জকিগঞ্জ ৬৬, লাটু ৬৫, মি.মি.। অন্যদিকে উজানে উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়। এর মধ্যে রয়েছে ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে ৬৩৪, আসামের সিলচরে ৯৪, ধুবরিতে ৫৯ মি.মি. বৃষ্টিপাত হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস : মৌসুমী বায়ুর আগমন : গতকাল বৃহস্পতিবার সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বর্ষণ, কোথাও কোথাও ভারী ও অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে শ্রীমঙ্গলে ১২২ মিলিমিটার। এ সময়ে সিলেটে ৭৫, নেত্রকোনায় ৪৭, রাজারহাটে ৫০, ডিমলায় ৩৯, ময়মনসিংহে ২০, সৈয়দপুরে ২১, রংপুরে ১৩ মিলিমিটারসহ এই তিন বিভাগের অনেক জায়গায় হালকা বৃষ্টিপাত হয়েছে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার তাপমাত্রা সর্বোচ্চ ৩৪.৮ এবং সর্বনিম্ন ২৯.৮ ডিগ্রি সে.। দেশের অধিকাংশ স্থানে রাতের ‘সর্বনিম্ন’ তাপমাত্রা ২৭ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে উঠে গেছে। যা অস্বাভাবিক বেশি। রাতেও ভ্যাপসা গরম অনুভ‚ত হচ্ছে অধিকাংশ জায়গায়।
এদিকে আবহাওয়া বিভাগ জানায়, পশ্চিমা লঘুুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু (বর্ষার মৌসুমী বায়ু) চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং ঢাকা বিভাগের পূর্বাংশ অর্থাৎ দেশের মধ্যভাগে পর্যন্ত এগিয়ে এসেছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু আরও এগিয়ে আসার জন্য পরিস্থিতি অনুক‚লে রয়েছে।
আজ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামী সপ্তাহে বর্ষার বাহক দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু আরো অগ্রসর হয়ে পর্যায়ক্রমে সারা দেশে ছড়িয়ে পড়তে পারে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

চোটে পড়ে মৌসুম থেকে ছিটকেই গেলেন টের স্টেগেন

চোটে পড়ে মৌসুম থেকে ছিটকেই গেলেন টের স্টেগেন

ইন্টার মায়ামি ছাড়ছেন মেসি?

ইন্টার মায়ামি ছাড়ছেন মেসি?

ডেভিস কাপ দিয়ে কোর্টে ফিরছেন নাদাল

ডেভিস কাপ দিয়ে কোর্টে ফিরছেন নাদাল

দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে অনুমতি পাচ্ছে না ইউক্রেন

দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে অনুমতি পাচ্ছে না ইউক্রেন

গাজা-লেবাননে নিহত আরো ২২২

গাজা-লেবাননে নিহত আরো ২২২

আসাদের সঙ্গে বৈঠকের জন্য প্রস্তুত এরদোগান

আসাদের সঙ্গে বৈঠকের জন্য প্রস্তুত এরদোগান

জাবির সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা মামলায় রায়হানের দোষ স্বীকার

জাবির সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা মামলায় রায়হানের দোষ স্বীকার

গণহত্যাকারী কোন রাজনৈতিক দলের রাজনীতি করার অধিকার থাকে না: আসাদুজ্জামান রিপন

গণহত্যাকারী কোন রাজনৈতিক দলের রাজনীতি করার অধিকার থাকে না: আসাদুজ্জামান রিপন

ভোটের অধিকার ফিরিয়ে আনা জন্য আমাদের লড়াই চলছে : গয়েশ্বর চন্দ্র রায়

ভোটের অধিকার ফিরিয়ে আনা জন্য আমাদের লড়াই চলছে : গয়েশ্বর চন্দ্র রায়

ইনসি ইকো প্লাস সিমেন্ট নিয়ে এলো বাংলাদেশের সমূদ্র তীরবর্তী অঞ্চলের উপযোগী করে দীর্ঘস্থায়ী স্থাপনা নির্মাণের সমাধান

ইনসি ইকো প্লাস সিমেন্ট নিয়ে এলো বাংলাদেশের সমূদ্র তীরবর্তী অঞ্চলের উপযোগী করে দীর্ঘস্থায়ী স্থাপনা নির্মাণের সমাধান

হাত-পা ও চোখ বেঁধে ঝুলিয়ে পেটানো হয় --- আবু বাকের

হাত-পা ও চোখ বেঁধে ঝুলিয়ে পেটানো হয় --- আবু বাকের

দৈনিক রাজবাড়ী কন্ঠে" প্রকাশকের বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে ফরিদপুর সাংবাদিক জোটের প্রতিবাদ সভা

দৈনিক রাজবাড়ী কন্ঠে" প্রকাশকের বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে ফরিদপুর সাংবাদিক জোটের প্রতিবাদ সভা

ডাটা সেন্টারের সক্ষমতা বৃদ্ধির তাগিদ তথ্যপ্রযুক্তি উপদেষ্টার

ডাটা সেন্টারের সক্ষমতা বৃদ্ধির তাগিদ তথ্যপ্রযুক্তি উপদেষ্টার

শ্রীলঙ্কার চীনপন্থি প্রেসিডেন্ট দিশানায়েকে কি ভারতের জন্য চ্যালেঞ্জ?

শ্রীলঙ্কার চীনপন্থি প্রেসিডেন্ট দিশানায়েকে কি ভারতের জন্য চ্যালেঞ্জ?

ফুটবলের মাঠে চমক দেখাতে চান তাবিথ আউয়াল

ফুটবলের মাঠে চমক দেখাতে চান তাবিথ আউয়াল

এবার ফাঁস হলো রাবি শিবির সভাপতির পরিচয়

এবার ফাঁস হলো রাবি শিবির সভাপতির পরিচয়

নদী দখলকারীদের উচ্ছেদে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে - পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

নদী দখলকারীদের উচ্ছেদে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে - পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম কারাগারে

সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম কারাগারে

স্বৈরাচারের পতন হলেও দোসররা এখনো রয়ে গেছে : তারেক রহমান

স্বৈরাচারের পতন হলেও দোসররা এখনো রয়ে গেছে : তারেক রহমান

মালয়েশিয়ায় বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি মালিক গ্রেফতার

মালয়েশিয়ায় বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি মালিক গ্রেফতার