ঢাকা   মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪ | ৯ আশ্বিন ১৪৩১
ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতি পুষিয়ে দেবে সরকার

গণতন্ত্র আছে বলেই দেশে উন্নয়ন হচ্ছে : প্রধানমন্ত্রী

Daily Inqilab মো. জাকির হোসেন ও মিজানুর রহমান, কলাপাড়া (পটুয়াখালী) থেকে

৩১ মে ২০২৪, ১২:১০ এএম | আপডেট: ৩১ মে ২০২৪, ১২:১০ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঘূর্ণিঝড় রিমালে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সেই ক্ষতিগুলো পুষিয়ে দেয়ার জন্য যা যা করা দরকার আওয়ামী লীগ সরকার তা করবে। আজ ধারাবাহিক গণতন্ত্র আছে বলেই দুর্যোগ দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়াতে পারছি, ধারাবাহিকভাবে গণতন্ত্র আছে বলেই আজ মানুষের আর্থসামাজিক উন্নীত হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার পটুয়াখালীর কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রী কলেজ মাঠে ঘূর্ণিঝড় ‘রিমাল’ পরবর্তী দুর্যোগকবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ কার্যক্রমে জেলা প্রশাসন পটুয়াখালী আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সরকার গঠনের পরে আজ প্রথমবারের মতো দক্ষিণাঞ্চলে দুর্যোগ পরবর্তী ত্রাণ বিতরণ কার্যক্রমে এসে প্রধানমন্ত্রী বলেন, আমি কৃতজ্ঞতা জানাই আপনাদের কাছে, আপনারা নৌকা মার্কা ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করেছেন, আমাদের আবার সেবা করার সুযোগ দিয়েছেন। ঘূর্ণিঝড় রিমাল ঝড়ে এবার খুবই অস্বাভাবিক জলোচ্ছ¡াস হয়েছে। আমরা চাই এ অঞ্চলের মানুষ যেন দুর্যোগ থেকে মুক্ত পায়, এ অঞ্চল সব সময় দুর্যোগ প্রবণ। ইতোমধ্যেই যে সকল রাস্তাঘাট ভেঙে গেছে সেগুলোর মেরামতের ব্যবস্থা করা হয়েছে। পাশাপশি যে সব বাঁধ ভেঙে গেছে সে বাঁধগুলো নির্মাণের কাজ শুরু করে দিয়েছি, যাতে বর্ষার আগেই সে বাঁধগুলো নির্মাণ করে জলোচ্ছ¡াস বা পানির হাত থেকে মানুষকে রক্ষা করতে পারি। এছাড়া যাদের ঘরবাড়ি ভেঙে গেছে তারা যাতে আবার তাদের ঘরবাড়ি মেরামত করতে পারে নির্মাণ করতে পারে সেই ব্যবস্থা ইন শা আল্লাহ আমি করে দিব এটুকু ভরসা আপনারা আমার উপরে রাখেন।
তিনি আরো বলেন, জলোচ্ছ¡াসের কারণে পুকুরের পানি লবনাক্ত হয়ে গেছে, কোনো কোনো জায়গায় মাছের ঘের ভেসে গিয়েছে। আমাদের ভাগ্য ভালো ধান কাটা শেষ হয়ে গিয়েছিল, কিন্তু তারপরেও তরি-তরকারি, ফসল নষ্ট হয়ে গেছে। কৃষক যাতে আবার যেন সেগুলো বপন করতে পারে, তার জন্য বীজ সার যা লাগে সব ব্যবস্থা ইন শা আল্লাহ আমি করে দিব, যাতে নতুন উদ্যোগে যেন আবার চাষাবাদ করতে পারে। আমরা চাই আমাদের এক ইঞ্চি জমি যেন অনাবাদী না থাকে।
বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, মানুষের জীবনের যা যা চাহিদা অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা যা যা দরকার আওয়ামী লীগ সরকার তা করে যাচ্ছে। আমরা কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে ওষুধ ফ্রি দিচ্ছি, বিনাপয়সায় বই দিচ্ছি, উপবৃত্তি দিচ্ছি। হতদরিদ্রদের জন্য বিনা পয়সা খাদ্য সহায়তা দেই, দ্রব্যমূল্যের বৃদ্ধির জন্য যারা কিনতে পারছে না তাদের জন্য পারিবারিক কার্ডের মাধ্যমে অল্প টাকায় চাল, ডাল তেল কিনতে পারবে সে ব্যবস্থা আমরা করে দিয়েছি। দেশের মানুষ যাতে না খেয়ে কষ্ট না পায় সেটাই আমাদের লক্ষ্য।
দক্ষিণাঞ্চলের উন্নয়নে বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, আজ ঢাকা থেকে কলাপাড়ায় আসা যাচ্ছে যোগাযোগ ব্যবস্থা সহজ হয়ে যাওয়ার কারণে। একসময় পটুয়াখালী পর্যন্ত এসে কুয়াকাটা যেতে পারিনি, সড়ক অব্যবস্থার জন্য। ঢাকা থেকে আজ সাতঘণ্টায় কলাপাড়ায় আসা যাচ্ছে, বিভিন্ন নদীতে ব্রিজগুলো হয়ে যাওয়ার জন্য। আমরা দক্ষিণাঞ্চলের মানুষ সবসময় অবহেলিত ছিলাম, আমি দেশের সকল অঞ্চলের সাথে সুষম উন্নয়নের ধারাবাহিকতায় এখানে সেনানিবাস, পায়রা সমুদ্রবন্দর নেভাল বেইজ, এয়ারপোর্টে রাডার স্থাপন, পায়রা তাপ বিদুৎ কেন্দ্র, তৃতীয় সমুদ্র পায়রা বন্দর করে দেয়া হয়েছে। এসব উন্নয়নের ফলে যে কোনো দুর্যোগ-দুর্বিপাকে মানুষ আশ্রয় নিতে পারে, যেখানে আমরা উন্নয়নমূলক কাজ করেছি সেখানে ক্ষতিগ্রস্ত মানুষদের আমরা আলাদাভাবে ঘরবাড়ি তৈরি করে দিচ্ছি। বাংলাদেশে একটি মানুষও ভ‚মিহীন, গৃহহীন থাকবে না। আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে বিনা পয়সায় ২ কাঠা জমিও উপক‚লীয় অঞ্চলে দুর্যোগ সহনীয় ঘর তৈরি করে দিচ্ছি। এবারের দুর্যোগেও সেই ঘরগুলো কোনো ক্ষতি হয়নি, সেই ঘরগুলো আজকে আমি আসার সময় দেখিছি সেই ঘরগুলো ক্ষতিগ্রস্ত হয়নি। আমরা চাই আজকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সেই ক্ষতিগুলো পুষিয়ে দেয়ার জন্য যা যা করা দরকার আওয়ামী লীগ সরকার তা করবো। এ অঞ্চলের সার্বিক উন্নয়নে আওয়ামী লীগ সরকার ছিল বলেই সম্ভব হয়েছে। অনেকেইতো ক্ষমতায় ছিল কিন্তু তারা তো দৃষ্টি দেয়নি। এ অঞ্চলের মানুষ প্রতিনিয়ত প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে থাকে, প্রতিনিয়ত জীবন যুদ্ধে লিপ্ত হয়। প্রাকৃতিক দুর্যোগ আসবেই, কিন্তু সেটাকে মোকাবেলা করে মানুষের জীবনমান রক্ষা করা সেটাই আমাদের লক্ষ্য, সেই কাজটাই আমরা করে যাচ্ছি।
প্রধানমন্ত্রী তার বক্তব্যের শেষে অত্যন্ত আবেগ প্রবণ হয়ে বলেন, ‘বিদায়ের আগে বলে যাই-নিঃস্ব আমি, রিক্ত আমি দেবার কিছু নাই, আছে শুধু ভালবাসা দিয়ে গেলাম তাই।’ তিনি আবেগ তাড়িতকন্ঠে বলেন, বাবা, মা ভাই-বোন সব হারিয়েছি, বাবা, মা-ভাইবোন হারিয়ে আসলে ইতো আমি নিঃস্ব রিক্ত। সবকিছু সহ্য করেই সেই শোক পাশে নিয়ে আমিতো আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি। কেননা আমার বাবা সারাজীবন দেশের মানুষের জন্যই কষ্ট করেছে, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। আজকে তাই আমরা দেশের দারিদ্রের হার কমাতে পেরেছি, খাদ্য নিরাপত্তা দিতে পেরেছি, চিকিৎসা, শিক্ষা, স্বাস্থ্য যোগাযোগ, বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন করেছি- সার্বিকভাবে একটা দেশের উন্নয়নে যা প্রয়োজন সেটা করে এই দেশটাকে আমরা উন্নত সমৃদ্ধ সোনার বাংলা করবো। ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি, আগামীতে স্মার্ট বাংলাদেশ করবো। তরুণ সমাজের কর্মসংস্থানের জন্য বিনা জামানতে ২ লাখ টাকা পর্যন্ত লোন দেয়া হচ্ছে কর্মসংস্থানের জন্য। অর্থনৈতিক জোন করা হয়েছে, শিল্প কলকারখানা গড়ে উঠবে। ফসল উৎপাদন হবে, উৎপাদনজাত প্রক্রিয়াজাত শিল্প গড়ে উঠবে, এখন বেকারের সংখ্যা তিনভাগ, সেটাও থাকবে না। চাকরির জন্য ঘুরে বেড়ানো যাবে না, নিজের উদ্যোক্তা হতে হবে, নিজেই চাকরি দিবেন -এটাই যুব সমাজের প্রতি আহŸান।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সুমন চন্দ্রদেবনাথ জানান, প্রধানমন্ত্রী আজ ২০০০ হাজার ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রিন্সিপাল মঞ্জুরুল আলম ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইদুর রহমানের সঞ্চালনায় দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী প্রিন্সিপাল মো. মহিব্বুর রহমান, পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জাতীয় সংসদের সাবেক চীপ হুইপ আসম ফিরোজ এমপি, শাম্মি আখতার এমপি, আওয়ামীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মেজর জেনারেল হাফিজ মল্লিক এমপি, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান, বাংলাদেশ ছাত্রলীগের সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন পটুয়াখালী সদর আসনের এমপি এবিএম রুহুল আমিন হাওলাদার, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাদ।
এর আগে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠ প্রধানমন্ত্রী আগমনের আগেই হাজার হাজার জনতার ভিড়ে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মাঠ ছাড়িয়ে পাশ্ববর্তী রাস্তা, ঘাটবাড়ীর ছাদে ভিড় করে মানুষ একনজর প্রধানমন্ত্রীকে দেখার জন্য।

 

 


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

চোটে পড়ে মৌসুম থেকে ছিটকেই গেলেন টের স্টেগেন

চোটে পড়ে মৌসুম থেকে ছিটকেই গেলেন টের স্টেগেন

ইন্টার মায়ামি ছাড়ছেন মেসি?

ইন্টার মায়ামি ছাড়ছেন মেসি?

ডেভিস কাপ দিয়ে কোর্টে ফিরছেন নাদাল

ডেভিস কাপ দিয়ে কোর্টে ফিরছেন নাদাল

দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে অনুমতি পাচ্ছে না ইউক্রেন

দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে অনুমতি পাচ্ছে না ইউক্রেন

গাজা-লেবাননে নিহত আরো ২২২

গাজা-লেবাননে নিহত আরো ২২২

আসাদের সঙ্গে বৈঠকের জন্য প্রস্তুত এরদোগান

আসাদের সঙ্গে বৈঠকের জন্য প্রস্তুত এরদোগান

জাবির সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা মামলায় রায়হানের দোষ স্বীকার

জাবির সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা মামলায় রায়হানের দোষ স্বীকার

গণহত্যাকারী কোন রাজনৈতিক দলের রাজনীতি করার অধিকার থাকে না: আসাদুজ্জামান রিপন

গণহত্যাকারী কোন রাজনৈতিক দলের রাজনীতি করার অধিকার থাকে না: আসাদুজ্জামান রিপন

ভোটের অধিকার ফিরিয়ে আনা জন্য আমাদের লড়াই চলছে : গয়েশ্বর চন্দ্র রায়

ভোটের অধিকার ফিরিয়ে আনা জন্য আমাদের লড়াই চলছে : গয়েশ্বর চন্দ্র রায়

ইনসি ইকো প্লাস সিমেন্ট নিয়ে এলো বাংলাদেশের সমূদ্র তীরবর্তী অঞ্চলের উপযোগী করে দীর্ঘস্থায়ী স্থাপনা নির্মাণের সমাধান

ইনসি ইকো প্লাস সিমেন্ট নিয়ে এলো বাংলাদেশের সমূদ্র তীরবর্তী অঞ্চলের উপযোগী করে দীর্ঘস্থায়ী স্থাপনা নির্মাণের সমাধান

হাত-পা ও চোখ বেঁধে ঝুলিয়ে পেটানো হয় --- আবু বাকের

হাত-পা ও চোখ বেঁধে ঝুলিয়ে পেটানো হয় --- আবু বাকের

দৈনিক রাজবাড়ী কন্ঠে" প্রকাশকের বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে ফরিদপুর সাংবাদিক জোটের প্রতিবাদ সভা

দৈনিক রাজবাড়ী কন্ঠে" প্রকাশকের বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে ফরিদপুর সাংবাদিক জোটের প্রতিবাদ সভা

ডাটা সেন্টারের সক্ষমতা বৃদ্ধির তাগিদ তথ্যপ্রযুক্তি উপদেষ্টার

ডাটা সেন্টারের সক্ষমতা বৃদ্ধির তাগিদ তথ্যপ্রযুক্তি উপদেষ্টার

শ্রীলঙ্কার চীনপন্থি প্রেসিডেন্ট দিশানায়েকে কি ভারতের জন্য চ্যালেঞ্জ?

শ্রীলঙ্কার চীনপন্থি প্রেসিডেন্ট দিশানায়েকে কি ভারতের জন্য চ্যালেঞ্জ?

ফুটবলের মাঠে চমক দেখাতে চান তাবিথ আউয়াল

ফুটবলের মাঠে চমক দেখাতে চান তাবিথ আউয়াল

এবার ফাঁস হলো রাবি শিবির সভাপতির পরিচয়

এবার ফাঁস হলো রাবি শিবির সভাপতির পরিচয়

নদী দখলকারীদের উচ্ছেদে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে - পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

নদী দখলকারীদের উচ্ছেদে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে - পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম কারাগারে

সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম কারাগারে

স্বৈরাচারের পতন হলেও দোসররা এখনো রয়ে গেছে : তারেক রহমান

স্বৈরাচারের পতন হলেও দোসররা এখনো রয়ে গেছে : তারেক রহমান

মালয়েশিয়ায় বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি মালিক গ্রেফতার

মালয়েশিয়ায় বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি মালিক গ্রেফতার