ঢাকা   মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪ | ৯ আশ্বিন ১৪৩১

বেনজীর এখন দেশে আছেন কিনা আমি সুনিশ্চিত নই: স্বরাষ্ট্রমন্ত্রী

Daily Inqilab বিশ্ববিদ্যালয় রিপোর্টার

০১ জুন ২০২৪, ০৪:৫৩ পিএম | আপডেট: ০১ জুন ২০২৪, ০৪:৫৩ পিএম

 

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ এখন দেশে আছেন কিনা সে ব্যাপারে আমি সুনিশ্চিত নই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, বেনজীর এখন দেশে আছেন নাকি দেশের বাইরে চলে গেছেন তা আমি সুনিশ্চিতভাবে জানি না, আমাকে জেনে বলতে হবে।

আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক মিলনায়তন (টিএসসি) অডিটোরিয়ামে বাংলাদেশ ছাত্রলীগের আয়োজনে মাদরাসা শিক্ষার্থীদের নিয়ে 'আমাদের বঙ্গবন্ধু' শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সাবেক আইজিপির দুর্নীতির নিয়ে সাংবাদিকদের প্রশ্নে আসাদুজ্জামান কামাল বলেন, কেউ যদি কোনো অন্যায় করে থাকেন, দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিচার হবে। আমাদের পুলিশ বাহিনী অনেক ভালো কাজ করেছে, অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করেছে, করোনার সময়ে জীবন বাজি রেখে মানুষের পাশে দাঁড়িয়েছে। তবে কেউ যদি দুর্নীতি করে থাকে তার দায় পুরো পুলিশ বাহিনী নিবে না, এটা তার ব্যক্তিগত ব্যাপার।

বেনজীরের বিষয়ে তিনি বলেন, তার বিষয়টা এখনো তদন্তাধিন রয়েছে। আমরা এখনো সুনিশ্চিত করে বলতে পারি না সে কত টাকার কর ফাঁকি দিয়েছে, কত টাকা অবৈধভাবে আয় করেছে, পাচার করেছে কিংবা কী পরিমাণ সম্পদ গড়েছে। তদন্তে নিয়োজিত সংশ্লিষ্ট ইউনিট তদন্ত শেষ করার পূর্বে আমার কিছু বলা সঠিক হবে না।

বেনজীরের দেশত্যাগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাকে এখনো আমরা নিষেধাজ্ঞা দেই নাই। এর মধ্যে যদি সে চলে গিয়ে থাকে- তবে আমি এখনো পর্যন্ত সঠিক জানিনা সে আছে কিনা চলে গেছে। আমাকে জেনে কথা বলতে হবে।

 

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ড নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মূল হত্যাকাণ্ডটি ঘটেছে ভারতে। মূল হত্যাকাণ্ড অনুযায়ী মামলাটাও ভারতেই হয়েছে। আর ভারতের সাথে যুক্তরাষ্ট্রের একটা বন্দি বিনিময় প্রত্যাবর্তন চুক্তি আছে। কাজেই ভারত সরকার তাদের কাছে আবেদন করবেন। (আনারের পলাতক হত্যাকারীদের ফিরিয়ে দিতে) যেহেতু ঘটনাটি তাদের দেশে হয়েছে। আমাদের দেশে হলে আমরা আবেদন করতাম।

আনারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীসহ সবাই অনেক উদ্বিগ্ন। আর এরকম একজন মাননীয় সংসদ সদস্যকে নৃশংসভাবে হত্যা করবে আর আমরা বসে থাকবো এটা তো হতে পারে না। কাজেই আমাদের সকল ধরনের প্রচেষ্টা চলছে, যারা এ হত্যা করেছেন এবং হত্যায় সহযোগিতার করেছেন সবাইকে শাস্তির আওতায় আনা হবে। আর যিনি নেপালে আছেন তাকে ফিরিয়ে আনতে সব রকমের ব্যবস্থা আমরা করছি। এখনো তদন্ত চলছে, আমি সুনিশ্চিত ভাবে জানি না কে কোথায় আছে।

এর আগে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে মাদরাসা শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী। অনুষ্ঠানে সঞ্চালনা করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

ছাত্রলীগ আয়োজিত আমাদের বঙ্গবন্ধু শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেন রাজধানীর তামিরুল মিল্লাত কামিল মাদরাসার টঙ্গী শাখার শিক্ষার্থী শাহ হাসনাঈন রেজা। ২য় স্থান অধিকার করেন - দারুন্নাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার শিক্ষার্থী ইয়াসিনুর রহমান জিহাদ। এবং ৩য় স্থান অধিকারকার করেন বগুড়ার ঠনঠনিয়া নূরুল আলানূর ফাজিল মাদরাসার শিক্ষার্থী আব্দুল মুত্তালিব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বরাষ্ট্রমন্ত্রী বিজয়ীদের হাতে মূল্যবান পুরস্কার তুলে দেন।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ইংল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিকের লক্ষ্যে অস্ট্রেলিয়া

ইংল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিকের লক্ষ্যে অস্ট্রেলিয়া

চোটে পড়ে মৌসুম থেকে ছিটকেই গেলেন টের স্টেগেন

চোটে পড়ে মৌসুম থেকে ছিটকেই গেলেন টের স্টেগেন

ইন্টার মায়ামি ছাড়ছেন মেসি?

ইন্টার মায়ামি ছাড়ছেন মেসি?

ডেভিস কাপ দিয়ে কোর্টে ফিরছেন নাদাল

ডেভিস কাপ দিয়ে কোর্টে ফিরছেন নাদাল

দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে অনুমতি পাচ্ছে না ইউক্রেন

দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে অনুমতি পাচ্ছে না ইউক্রেন

গাজা-লেবাননে নিহত আরো ২২২

গাজা-লেবাননে নিহত আরো ২২২

আসাদের সঙ্গে বৈঠকের জন্য প্রস্তুত এরদোগান

আসাদের সঙ্গে বৈঠকের জন্য প্রস্তুত এরদোগান

জাবির সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা মামলায় রায়হানের দোষ স্বীকার

জাবির সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা মামলায় রায়হানের দোষ স্বীকার

গণহত্যাকারী কোন রাজনৈতিক দলের রাজনীতি করার অধিকার থাকে না: আসাদুজ্জামান রিপন

গণহত্যাকারী কোন রাজনৈতিক দলের রাজনীতি করার অধিকার থাকে না: আসাদুজ্জামান রিপন

ভোটের অধিকার ফিরিয়ে আনা জন্য আমাদের লড়াই চলছে : গয়েশ্বর চন্দ্র রায়

ভোটের অধিকার ফিরিয়ে আনা জন্য আমাদের লড়াই চলছে : গয়েশ্বর চন্দ্র রায়

ইনসি ইকো প্লাস সিমেন্ট নিয়ে এলো বাংলাদেশের সমূদ্র তীরবর্তী অঞ্চলের উপযোগী করে দীর্ঘস্থায়ী স্থাপনা নির্মাণের সমাধান

ইনসি ইকো প্লাস সিমেন্ট নিয়ে এলো বাংলাদেশের সমূদ্র তীরবর্তী অঞ্চলের উপযোগী করে দীর্ঘস্থায়ী স্থাপনা নির্মাণের সমাধান

হাত-পা ও চোখ বেঁধে ঝুলিয়ে পেটানো হয় --- আবু বাকের

হাত-পা ও চোখ বেঁধে ঝুলিয়ে পেটানো হয় --- আবু বাকের

দৈনিক রাজবাড়ী কন্ঠে" প্রকাশকের বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে ফরিদপুর সাংবাদিক জোটের প্রতিবাদ সভা

দৈনিক রাজবাড়ী কন্ঠে" প্রকাশকের বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে ফরিদপুর সাংবাদিক জোটের প্রতিবাদ সভা

ডাটা সেন্টারের সক্ষমতা বৃদ্ধির তাগিদ তথ্যপ্রযুক্তি উপদেষ্টার

ডাটা সেন্টারের সক্ষমতা বৃদ্ধির তাগিদ তথ্যপ্রযুক্তি উপদেষ্টার

শ্রীলঙ্কার চীনপন্থি প্রেসিডেন্ট দিশানায়েকে কি ভারতের জন্য চ্যালেঞ্জ?

শ্রীলঙ্কার চীনপন্থি প্রেসিডেন্ট দিশানায়েকে কি ভারতের জন্য চ্যালেঞ্জ?

ফুটবলের মাঠে চমক দেখাতে চান তাবিথ আউয়াল

ফুটবলের মাঠে চমক দেখাতে চান তাবিথ আউয়াল

এবার ফাঁস হলো রাবি শিবির সভাপতির পরিচয়

এবার ফাঁস হলো রাবি শিবির সভাপতির পরিচয়

নদী দখলকারীদের উচ্ছেদে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে - পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

নদী দখলকারীদের উচ্ছেদে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে - পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম কারাগারে

সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম কারাগারে

স্বৈরাচারের পতন হলেও দোসররা এখনো রয়ে গেছে : তারেক রহমান

স্বৈরাচারের পতন হলেও দোসররা এখনো রয়ে গেছে : তারেক রহমান