হরিরামপুরের চরাঞ্চলে ফের নদীভাঙন : ইসলামপুরে ভাঙন আতঙ্কে মানুষ
২১ জুন ২০২৪, ১২:২০ এএম | আপডেট: ২১ জুন ২০২৪, ১২:২০ এএম
জামালপুরের ইসলামপুর উপজেলা থেকে প্রায় এক কিলোমিটার দূরে অবস্থিত পৌর শহরের মৌজাজাল্লা গ্রামে ব্রক্ষপুত্র শাখা নদীর পানি বৃদ্ধিতে হুমকিতে ফসলি জমি, ঘরবাড়ি ও নবনির্মিত ব্রিজ। এতে আতঙ্কে এলাকাবাসি। এদিকে পদ্মা নদীতে বর্ষার জোয়ারের পানি বৃদ্ধি পেতে না পেতেই মানিকগঞ্জের হরিরামপুরের দুর্গম চরাঞ্চল আজিমনগর ইউনিয়নের হাতিঘাটা নদী তীরবর্তী এলাকায় ফের ভাঙন দেখা দিয়েছে। এতে নতুন করে নদী ভাঙন আতঙ্কে রয়েছে চরাঞ্চলের কয়েক হাজার মানুষ।
জ. ই. আকাশ, হরিরামপুর (মানিকগঞ্জ) থেকে জানান, প্রায় পঞ্চাশ দশক থেকে অনবদ্য পদ্মার ভাঙনে এ উপজেলার আজিমনগর, সুতালড়ী ও লেছড়াগঞ্জ তিনটি ইউনিয়ন সম্পূর্ণরূপে নদী গর্ভে বিলীন হয়ে যায়। সত্তর দশকের শেষের দিকে চর জেগে উঠলে তিনটি ইউনিয়নে আবার জনবসতি শুরু হয়। বর্তমানে চরাঞ্চলের তিনটি ইউনিয়নে প্রায় ৫০ হাজারেরও অধিক মানুষের বসবাস। তবে এখনও ভাঙা গড়ার মধ্য দিয়ে বসবাস করছেন চরাঞ্চলের জনগণ। ২০২২ সালের দিকে তীব্র ভাঙন শুরু হলে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম জরুরি ভিত্তিতে চরাঞ্চলে নদী শাসনের উদ্যোগ গ্রহণ করেন।
পানি উন্নয়ন বোর্ড সূত্র জানা যায়, ২০২২/২৩ অর্থ বছরে ৬০ লাখ টাকা ব্যয়ে আজিমনগরে ৪০০ মিটার এলাকা জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ডাম্পিং এর কাজ করা হয়। চলতি বর্ষা মৌসুমে পদ্মার পানি বৃদ্ধির ফলে প্রবল স্রোত আর ঢেউয়ের আঘাতে আজিমনগরের হাতিঘাটা এলাকায় দুই দিন ধরে নতুন করে আবার ভাঙন দেখা দিয়েছে। এতে করে জিও ব্যাগ ধসে নদীর তীরের মাটি বের হয়ে আসছে। নদী ভাঙন আতঙ্কে রয়েছে এ এলাকার শতশত পরিবার। এছাড়াও ভাঙনের হুমকির মুখে রয়েছে সুয়াখাড়া আশ্রয়ণ প্রকল্প, হাতিঘাটা বাজার, বসতভিটাসহ শত শত বিঘা ফসলি জমি।
আজিমনগর ইউনিয়নের এনায়েতপুর গ্রামের মো. শহিদুল ইসলাম জানান, গত বুধবার বিকেলে নদীর পাড়ে গিয়ে ভাঙন কবলিত জায়গা নজরে পড়ে। দুই বছর আগে যে জিওব্যাগগুলো ফেলা হয়েছিল, প্রবল স্রোত আর ঢেউয়ের আঘাতে সেই জিওব্যাগ ধসে মাটি বের হয়ে আসছে। প্রায় ৮ মিটার এরিয়া ভেঙে ভেতরে ঢুকে গেছে। দ্রæত পদক্ষেপ না নিলে ভয়াবহ ভাঙনে রূপ নিতে পারে। একই গ্রামের নাসির উদ্দীন জানান, নদীর পানি বৃদ্ধির সাথে প্রবল স্রোত আর ঢেউয়ের আঘাতে আবার ভাঙন দেখা দিয়েছে। জিওব্যাগ ধসে যাচ্ছে। এখনই ব্যবস্থা গ্রহণ করা না চরাঞ্চলের ফসলি জমি সহ ঘরবাড়ি ঝুঁকিতে পড়ে যাবে।
মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দীন ইনকিলাবকে জানান, ‘হরিরামপুরের বেশিরভাগ এলাকায় জিওব্যাগ ফেলে নদী শাসনের কাজ বাস্তবায়ন করা হয়েছে। তবে কিছুদিন পূর্বে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে তীব্র ঢেউয়ের কারণে পদ্মার তীরে কিছু কিছু জায়গায় জিওব্যাগ ¯øাইড করে। স¤প্রতি উজানে ভারী বৃষ্টিপাতের কারণে পদ্মা ও যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। ফলে জেলার যমুনা ও পদ্মা নদীর পাড়ে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। গতকাল বৃহস্পতিবার হরিরামপুর উপজেলার ভাঙনকবলিত স্থানগুলো সরেজমিন পরিদর্শন করছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে যতদ্রæত সময়ের মধ্যে সম্ভব জিওব্যাগ ডাম্পিং কাজ শুরু করার ব্যবস্থা গ্রহণ হবে। তবে পদ্মা নদী পৃথিবীর দ্বিতীয় খরস্রোতা নদী। বন্যাকালীন সময়ে এখানে বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিতে পারে। আমরা সচেষ্ট আছি যাতে এলাকাগুলো রক্ষা করতে পারি।’
ফিরোজ খান লোহানী, ইসলামপুর (জামালপুর) থেকে জানান, জামালপুরের ইসলামপুর উপজেলা থেকে প্রায় এক কিলোমিটার দূরে অবস্থিত পৌর শহরের মৌজাজাল্লা গ্রামে ব্রক্ষপুত্র শাখা নদীর পানি বৃদ্ধিতে ভাঙন আতঙ্কে এলাকাবাসী, হুমকিতে ফসলি জমি, ঘরবাড়ি ও নবনির্মিত ব্রিজ। গত কয়েক দিনে ভারী বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ২৮ থেকে ৩০টি পরিবার ভাঙন আতঙ্কে রয়েছে ও প্রায় ৭ কোটি টাকা ব্যায়ে ইসলামপুর থেকে বকশীগঞ্জ নবনির্মিত ব্রিজটি হুমকির সম্মুখীন।
স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলম মন্ডল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন ২৮-৩০টি পরিবার হুমকির সম্মুখীন; ভাঙন প্রতিরোধে প্রশাসন যেন দ্রæত ব্যবস্থা গ্রহণ করে। উপজেলা প্রকৌশলী আমিনুল হক জানান, সরজমিনে গিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. আব্দুস সালাম জানান, নদী ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ডের একটি প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। ধর্মমন্ত্রীকে অবহিত করলে জরুরী ভিত্তিতে প্রায় ৭ লাখ টাকার টিআর এর বরাদ্দ দিয়ে জরুরী ভিত্তিতে কাজটি শুরু করা হয়। কাজটি এখন চলমান রয়েছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
দীর্ঘ ১১ মাস পর আশুগঞ্জ সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু
শাহ্ সিমেন্ট-একেএস কাপ গলফ টুর্নামেন্ট শুরু
ভাঙ্গায় ঘনকুয়াশা আর শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত
চোটের কারণে কোর্ট ছাড়লেন জোকোভিচ,ফাইনালে জভেরেভ
কালীগঞ্জে ট্র্যাক-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পা হারালো নলকূপ মিস্ত্রী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হিসাব বিজ্ঞান সমিতির আনন্দ উৎসব
যুক্তরাষ্ট্রের ডব্লিউএইচও ত্যাগের সিদ্ধান্তে আফ্রিকার জনস্বাস্থ্য ঝুঁকিতে
হালুয়াঘাটে বিপুল পরিমাণ ভারতীয় জিরা আটক করেছে বিজিবি
গোয়ালন্দে ভার্মি কম্পোস্ট সার উৎপাদন করে স্বাবলম্বী গৃহবধূ
যুক্তরাষ্ট্রে প্রবেশ বন্ধ, ট্রাম্পের সিদ্ধান্তে ভেঙে পড়ল আফগান শরণার্থীরা
বাংলাদেশের সকল নাগরিকদের বৃহৎ স্বার্থে জাতীয় ঐক্য প্রয়োজন
সৈয়দপুরে শীতার্তদের মাঝে উপদেষ্টা সজিব ভুঁইয়ার পাঠানো শীতবস্ত্র বিতরণ
ড. ইউনূসের ‘থ্রি জিরো’ আন্দোলনের প্রশংসায় সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট
কিশোরগঞ্জে ট্রাফিক পুলিশ অফিসে ভয়াবহ আগুন, নথিপত্র ভস্ম
বাংলাদেশ সীমান্তে ‘অপস অ্যালার্ট’ জারি বিএসএফের, মহড়া বৃদ্ধির নির্দেশ
জাপানি স্কুলবাসে হামলার দায়ে চীনা নাগরিকের মৃত্যুদণ্ড
১১ মাস পর আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন শুরু
বাংলাদেশে প্রত্যেকটা খুনের বিচার চাই, কুড়িগ্রামে ডা. শফিকুর রহমান
আজ ঢাকা মাতাবে পাকিস্তানি ব্যান্ড কাভিশ
জাতীয় ঐক্য বিনষ্ট হলে ফিরে আসবে ফ্যাসিস্টরা- কুড়িগ্রামে জামায়াত আমির