ফিরতি হজ ফ্লাইটে ৪১৯ হাজী দেশে পৌঁছেছেন
২১ জুন ২০২৪, ১২:২০ এএম | আপডেট: ২১ জুন ২০২৪, ১২:২০ এএম

হজ শেষে গতকাল বৃহস্পতিবার জেদ্দার স্থানীয় সময় রাত ৮টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফিরতি হজ ফ্লাইট (বিজি-৩৩২) যোগে ৪১৯জন সরকারি ব্যবস্থাপনার হাজী আজ শুক্রবার ভোরে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছেছেন। তীব্র তাপপ্রবাহে চলতি বছর এখন পর্যন্ত ৯ শতাধিক হাজীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে মক্কা থেকে হাবের সিনিয়র সহসভাপতি মাওলানা ইয়াকুব শরাফতী ইনকিলাবকে জানান, বুধবার রাতেই সাউদিয়া এয়ারলাইন্সের শিডিউল ফ্লাইট যোগে এস এম ট্রাভেলসের বেসরকারি হজযাত্রী গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকায় পৌঁছেছে। আরো একাধিক শিডিউল ফ্লাইট যোগে বেসরকারি হাজী দেশে ফিরতে শুরু করেছে বলে তিনি জানান। ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ২২ জুলাই। বিমান বাংলাদেশ এয়ারলাইনস অর্ধেক হজযাত্রী পরিবহন করবে। বাকি অর্ধেক পরিবহন করবে সাউদিয়া এয়ারলাইনস ও ফ্লাইনাস এয়ারলাইন্স।
এদিকে চলতি বছর হজে গিয়ে সউদী আরবে আরও তিন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। এ পর্যন্ত বাংলাদেশি মোট ২১ জন হজযাত্রী মারা গেলেন। বুধবার হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। মঙ্গলবার রাত ৩টা পর্যন্ত বুলেটিনের তথ্য অনুযায়ী, সউদী আরবে মোট ২১ বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে পুরুষ ১৮ জন, নারী ৩ জন। মক্কায় ১৬ জন, মদিনায় ৪ জন ও জেদ্দায় একজন মারা গেছেন। এবার বাংলাদেশ থেকে সর্বমোট ৮৫ হাজার ২২৫ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) হজযাত্রী সউদী আরবে গেছেন। ৯ মে থেকে ১২ জুন পর্যন্ত সউদী আরব যাওয়ার হজ ফ্লাইট পরিচালিত হয়েছে ২১৮টি। বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট সংখ্যা ১০৬টি, সাউদিয়া এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট ৭৫টি ও ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট ৩৭টি।
তীব্র তাপপ্রবাহে চলতি বছর এখন পর্যন্ত ৯ শতাধিক হজযাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার অনেক হাজীই নিখোঁজ হওয়ায় তাদের পরিবারের সদস্য এবং স্বজনরা উদ্বিগ্ন হয়ে পড়েন। এবারের হজের সময় প্রচÐ তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছেন সউদীতে অবস্থানরত বিভিন্ন দেশের হাজীরা। খবর এএফপির। স্থানীয় সময় গত সোমবার পবিত্র মক্কা নগরীতে তাপমাত্রা রেকর্ড হয়েছে ৫১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস (১২৫ ডিগ্রি ফারেনহাইট)। এদিকে হজ করতে আসা অনেক হাজীকে খুঁজে না পেয়ে তাদের স্বজনরা হাসপাতালে খোঁজ নিতে শুরু করেন। অনেকেই সামাজিক মাধ্যমেও সাহায্য চেয়েছেন বলে জানা গেছে। চলতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৮ লাখ মানুষ হজের উদ্দেশ্যে সউদী আরবে সফর করছেন। তবে এদের মধ্যে অধিকাংশই বয়স্ক এবং দূর্বল। সউদীতে এবারের গ্রীষ্মের তাপমাত্রা অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। ফলে হজের বিভিন্ন আনুষ্ঠানিকতা পালন করতে গিয়ে প্রচÐ গরম এবং রোদের তাপে হাজীরা অসুস্থ হয়ে পড়েছেন। এক আরব ক‚টনীতিক বার্তা সংস্থা এএফপিকে বলেন, এ বছর হজে অংশ নেওয়া হাজীদের মধ্যে যারা মারা গেছেন তাদের মধ্যে অধিকাংশই মিশরের নাগরিক। চলতি বছর মিশরের কমপক্ষে ৬০০ হাজী মারা গেছেন। এদের মধ্যে অধিকাংশই তীব্র তাপপ্রবাহে অসুস্থ হয়ে প্রাণ হারিয়েছেন।
এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, সউদী আরবে হজ করতে আসা হজযাত্রীদের মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯২২ জনে। সউদী আরবে নিযুক্ত মিশরের কর্মকর্তারা জানিয়েছেন, তাদের ১৪০০ হজযাত্রী নিখোঁজ হয়েছে। পরবর্তীতে ৬০০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এদিকে তিউনিসিয়ার নাগরিক মোহাম্মদ বুধবার এএফপিকে জানিয়েছেন যে, শনিবার আরাফাতের ময়দানে হজের আনুষ্ঠানিকতার সময় নিখোঁজ হন তার স্ত্রী মাবরুকা বিনতে সালেম শুশানা (৭০)। তিনি বলেন, তার স্ত্রী নিবন্ধিত হজযাত্রী ছিলেন না এবং তার কাছে হজের আনুষ্ঠানিকতা পালনের অনুমতি ছিল না। সে কারণে যেসব এলাকা শীতাতপ নিয়ন্ত্রিত সেখানকার সুযোগ-সুবিধা নিতে পারেননি তিনি। মোহাম্মদ আফসোস করে বলেন, তিনি একজন বয়স্ক নারী। তিনি খুবই ক্লান্ত ছিলেন এবং তার খুব গরম লাগছিল। তিনি ঘুমানোর জন্যও কোনো জায়গা খুঁজে পাচ্ছিলেন না। আমরা সব হাসপাতাল খুঁজে দেখেছি কিন্তু কোথাও তার কোনো খোঁজ পাইনি।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কষ্ট আমরা বুঝি' - ড. ফায়েজ

সিদ্ধিরগঞ্জে জালকুড়ি মার্কেটে অগ্নিকাণ্ডে ৮ দোকান পুড়ে ছাই

লাখো রোহিঙ্গাদের ইফতার স্থানে প্রবেশের হুড়োহুড়িতে নিহত ১ আহত ২

ভূরুঙ্গামারীতে নদ থেকে অবৈধ বালু উত্তোলন

বাংলাদেশের ব্যবসায়িদের ফল-মিষ্টি দিলেন আগরতলা পৌরসভার মেয়র

পতিত স্বৈরাচারের দোসররা একেক সময় একেক নামে আবির্ভাব হচ্ছে: খায়ের ভূঁইয়া

আল হিকমাহ ইসলামিক অলিম্পিয়াড পুরুষ্কারে ভূষিত হলো নোয়াখালী মেডিকেলের শিক্ষার্থীরা

মাগুরায় শিশু আছিয়ার নির্মম মৃত্যু: রাবি শিক্ষক ফোরামের বিচার দাবি

কানাডার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মার্ক কার্নি

ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে, নইলে সংকট বাড়বে: শিপন

কয়েকজন ছাত্রনেতা মনে করে ৫ আগষ্টের আগে বাংলাদেশ নামক রাষ্ট্রই ছিলো না: ইশরাক

ঐক্যবদ্ধ ও সুসংগঠিত থাকলে কেউ ক্ষতি করতে পারবে না - আমিনুল হক

আল-আকসা মসজিদে ৮০ হাজার মুসল্লির জুমার নামাজ আদায়

থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ বাছাই শুরু মেয়েদের

হটপটে মূত্রত্যাগ! চাপের মুখে ক্ষতিপূরণের ঘোষণা চীনের বিখ্যাত রেস্তরাঁর

রাহুল নয়, দিল্লির নেতৃত্বে প্যাটেল

কিছু ধর্মান্ধের জন্য রঙের উৎসব মুসলমানদের ভীতির কারণ: মেহেবুবা

আছিয়ার ধর্ষকদের অতিদ্রুত বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে টাঙ্গাইলে মশাল মিছিল

কুষ্টিয়ার দৌলতপুরে পুকুরে ডুবে ১৪ মাসের শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া নদীর দখলদার উচ্ছেদ না হওয়ায় হাতাশা