প্লাবিত উত্তরের নিম্নাঞ্চল : ভারত খুলে দিয়েছে বাঁধ-ব্যারাজ
২১ জুন ২০২৪, ১২:২০ এএম | আপডেট: ২১ জুন ২০২৪, ১২:২০ এএম
দেশের উত্তরাঞ্চলের প্রধান নদ-নদীগুলোর পানি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। একের পর এক প্লাবিত হচ্ছে নদ-নদী সংলগ্ন উত্তর জনপদের ব্যাপকাংশের চরাঞ্চল ও নিম্নাঞ্চল। আকস্মিক বন্যার মুখোমুখি রয়েছে উত্তরাঞ্চলের ৪টি জেলা লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম। উত্তর-পূর্ব ভারতে অতি বর্ষণ ও বন্যায় এবং বাঁধ-ব্যারাজ খুলে ‘অকাতরে’ পানি ছেড়ে দেয়ায় উজান থেকে ভারতের ঢলের পানি হু হু করে নেমে আসছে। সেই সাথে বিশেষত দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে টানা অতি বৃষ্টিতে বৃদ্ধি পাচ্ছে নদ-নদীর পানি। গতকাল বৃহস্পতিবার বিকাল পর্যন্ত পাউবো’র বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সূত্রে নদ-নদী প্রবাহের প্রাপ্ত তথ্যে, তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে আরও বেড়ে বিপদসীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তায় পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার মাত্র ২৪ সে.মি. নিচে রয়েছে। উজানে ভারতের গজলডোবা বাঁধ খুলে পানি ছেড়ে দেয়ায় বেড়েছে তিস্তার পানি। ২৪ ঘণ্টার মধ্যে তিস্তা নদী ডালিয়া পয়েন্টে বিপদসীমা অতিক্রম করার আশঙ্কা রয়েছে।
তাছাড়া উত্তরাঞ্চলের অন্যতম নদী ধরলার পানি কুড়িগ্রামে ৪০ সে.মি. নিচে এবং দুধকুমার নদীর পানি পাটেশ^রীতে মাত্র ৬ সে.মি. নিচে এসে গেছে। দেশের অন্যতম প্রধান অববাহিকা ব্রহ্মপুত্র-যমুনা নদের সবক’টি পয়েন্টে পানি ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে সতর্কসীমার কাছাকাছি ধাবিত হচ্ছে। গতকাল বিকাল পর্যন্ত ব্রহ্মপুত্র নদ নুনখাওয়া পয়েন্টে ৮৫ সে.মি. নিচে এবং যমুনা নদ সাঘাটায় ৬৭ সে.মি. নিচে অবস্থান করে। অন্যদিকে উত্তর-পূর্বাঞ্চলের সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ এবং ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলায় চলমান বন্যা পরিস্থিতি কোথাও অবনতি, কোথাও অপরিবর্তিত রয়েছে। সব মিলিয়ে দেশের উত্তর-পূর্ব ও উত্তরাঞ্চলের ৭টি নদ-নদী ১২টি পয়েন্টে বিপদসীমার ঊর্ধ্বে প্রবাহিত হচ্ছে।
গতকাল বিকাল পর্যন্ত দেশের উত্তর-পূর্বাঞ্চলে বিশেষত সিলেট বিভাগ ও নেত্রকোনা জেলায় নদ-নদীসমূহ এবং বন্যার পানি কোথাও হ্রাস, কোথাও বৃদ্ধি ও কোথাও অপরিবর্তিত ছিল। এর মধ্যে সুরমা নদী তিনটি পয়েন্টের সবক’টিতেই বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা নদীর পানি আরও বেড়ে চারটি পয়েন্টের সবকটিতে বিপদসীমার ঊর্ধ্বে ছিল। তাছাড়া মনু, পুরাতন-সুরমা ও নেত্রকোনায় সোমেশ^রী প্রতিটি নদী একটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
গতকাল পানি উন্নয়ন রোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র দেশের নদ-নদীর প্রবাহ পরিস্থিতি ও পূর্বাভাস বুলেটিনে কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানান, ব্রহ্মপুত্র ও যমুনা নদের পানি বৃদ্ধি পাচ্ছে। আগামী ৭২ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদের পানি অব্যাহতভাবে পানি বৃদ্ধি পেয়ে কতিপয় পয়েন্টে সতর্কসীমায় পৌঁছাতে পারে। গঙ্গা-পদ্মায় পানি বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। সুরমা ছাড়া দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদ-নদীগুলোর পানি বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ২৪ ঘণ্টায় অব্যাহত থাকতে পারে।
বৈশি^ক আবহাওয়া সংস্থাসূহের তথ্যানুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল (বিশেষত সিলেট বিভাগ, নেত্রকোনা জেলা) ও এর সংলগ্ন উজানে ভারতে মাঝারি থেকে ভারী বর্ষণ এবং আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চল ও এর সংলগ্ন উজানে উত্তর-পূর্ব ভারতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের নেত্রকোনা জেলার কতিপয় নিম্নাঞ্চলে এবং সিলেট, সুনামগঞ্জ জেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকতে পারে। অন্যদিকে হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় মনু, খোয়াই নদী সংলগ্ন নিম্নাঞ্চলের চলমান বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।
অন্যদিকে আগামী ৪৮ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা, দুধকুমার নদীসমূহের পানি আরো বৃদ্ধি পেতে পারে। এর ফলে কুড়িগ্রাম, লালমনিরহাট ও রংপুর জেলার কতিপয় নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তিস্তা নদী ডালিয়া পয়েন্টে স্বল্পমেয়াদে বিপদসীমা অতিক্রম করতে পারে।
নদ-নদীর পরিস্থিতি সম্পর্কে পাউবো জানায়, পাউবো’র পর্যবেক্ষণাধীন ১১০টি স্টেশনের মধ্যে গতকাল ৭৪টি পয়েন্টে পানি বৃদ্ধি পায়, ৩৪টিতে হ্রাস পায় এবং একটিতে অপরিবর্তিত ছিল। গতকাল সকাল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় নদ-নদী এলাকায় পাউবো উল্লেখযোগ্য ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রেকর্ড করেছে কুড়িগ্রামের পাটেশ^রীতে ১৫৮ মি.মি., শেরপুর-সিলেটে ১২০ মি.মি., নীলফামারীর ডালিয়ায় ১১২ মি.মি.। একই সময়ে উজানে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে পশ্চিমবঙ্গের কোচবিহারে ১৩৬ মি.মি., আসামের গোয়ালপাড়ায় ৮৭ মি.মি., পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে ৬৭ মি.মি.।
পাউবো’র বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সূত্রে পূর্বাভাসে জানা গেছে, তিস্তা, ধরলা, দুধকুমারসহ দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন নদ-নদীর পানি ক্রমাগত বৃদ্ধিতে চারটি জেলা লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম বন্যা কবলিত হওয়ার মুখে। গত ১২ জুন থেকে থেকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সিকিম রাজ্যে এবং তিস্তার উজান সংলগ্ন পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বর্ষণ হচ্ছে। বাড়ছে উজানে তিস্তা নদীর পানি। ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গ তিস্তা নদীর অববাহিকার উজানের অংশে ভারী বর্ষণ হলে তার প্রভাব সরাসরি তিস্তায় পড়ে। তলদেশ অনেকাংশে ভরাট হয়ে যাওয়ার ফলে তিস্তা নদীর পানি অস্বাভাবিক বেড়ে গেছে এবং উত্তরাঞ্চলের জেলাগুলোর নি¤œাঞ্চল ও চরাঞ্চল বন্যায় প্লাবিত হতে শুরু করেছে।
পাউবো’র বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র পূর্বাভাসে জানায়, ব্রহ্মপুত্র-যমুনা নদের পানি অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে। এ মাসের শেষ সপ্তাহে বিপদসীমা অতিক্রম করতে পারে। গতকাল বিকাল পর্যন্ত ব্রহ্মপুত্র ও যমুনা নদের পানি সবক’টি পয়েন্টে বৃদ্ধি পাচ্ছিল। পানি আরও বেড়ে গিয়ে আজ-কাল নাগাদ কয়েকটি পয়েন্টে সতর্কসীমায় পৌঁছাতে পারে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
শাহ্ সিমেন্ট-একেএস কাপ গলফ টুর্নামেন্ট শুরু
ভাঙ্গায় ঘনকুয়াশা আর শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত
চোটের কারণে কোর্ট ছাড়লেন জোকোভিচ,ফাইনালে জভেরেভ
কালীগঞ্জে ট্র্যাক-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পা হারালো নলকূপ মিস্ত্রী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হিসাব বিজ্ঞান সমিতির আনন্দ উৎসব
যুক্তরাষ্ট্রের ডব্লিউএইচও ত্যাগের সিদ্ধান্তে আফ্রিকার জনস্বাস্থ্য ঝুঁকিতে
হালুয়াঘাটে বিপুল পরিমাণ ভারতীয় জিরা আটক করেছে বিজিবি
গোয়ালন্দে ভার্মি কম্পোস্ট সার উৎপাদন করে স্বাবলম্বী গৃহবধূ
যুক্তরাষ্ট্রে প্রবেশ বন্ধ, ট্রাম্পের সিদ্ধান্তে ভেঙে পড়ল আফগান শরণার্থীরা
বাংলাদেশের সকল নাগরিকদের বৃহৎ স্বার্থে জাতীয় ঐক্য প্রয়োজন
সৈয়দপুরে শীতার্তদের মাঝে উপদেষ্টা সজিব ভুঁইয়ার পাঠানো শীতবস্ত্র বিতরণ
ড. ইউনূসের ‘থ্রি জিরো’ আন্দোলনের প্রশংসায় সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট
কিশোরগঞ্জে ট্রাফিক পুলিশ অফিসে ভয়াবহ আগুন, নথিপত্র ভস্ম
বাংলাদেশ সীমান্তে ‘অপস অ্যালার্ট’ জারি বিএসএফের, মহড়া বৃদ্ধির নির্দেশ
জাপানি স্কুলবাসে হামলার দায়ে চীনা নাগরিকের মৃত্যুদণ্ড
১১ মাস পর আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন শুরু
বাংলাদেশে প্রত্যেকটা খুনের বিচার চাই, কুড়িগ্রামে ডা. শফিকুর রহমান
আজ ঢাকা মাতাবে পাকিস্তানি ব্যান্ড কাভিশ
জাতীয় ঐক্য বিনষ্ট হলে ফিরে আসবে ফ্যাসিস্টরা- কুড়িগ্রামে জামায়াত আমির
ঝিনাইদহে প্রবাসীর স্ত্রী’র রহস্যজনক মৃত্যু, আদালতে মামলা