বন্যায় ২২ লাখ মানুষ পানিবন্দী
২১ জুন ২০২৪, ১২:১৯ এএম | আপডেট: ২১ জুন ২০২৪, ১২:১৯ এএম
৩২ হাজার ৭শ’ ৫৮ জন আশ্রয় কেন্দ্রে
কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, রংপুর, বগুড়া, সিরাজগঞ্জ, জামালপুর, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা, কিশোরগঞ্জ, শেরপুর, ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের ২৫ জেলার নদ-নদীগুলোর মধ্যে নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া বিদ্যুৎ সাবস্টেশন বন্যার হাত থেকে রক্ষার জন্য ইতোমধ্যে সেনাবাহিনীকে দায়িত্ব দেয়া হয়েছে। দুর্যোগ পরিস্থিতিতে উদ্ধার তৎপরতা ও ত্রাণ কার্যক্রম পরিচালনায় জেলা প্রশাসনের তত্ত¡াবধানে রেসকিউ বোট ও স্পিডবোট নেই। এসব জেলায় ২১ লাখ ৯শ’ ৭৭ জন বন্যায় ক্ষতিগ্রস্ত এবং পানি বন্দী রয়েছে। এছাড়া ৩২ হাজার ৭শ’ ৫৮ জন আশ্রয় কেন্দ্র আশ্রয় নিয়েছে। দেশের সার্বিক পরিস্থিতি এবং বন্যার ক্ষয়ক্ষতি চিত্র তুলে মন্ত্রিপরিষদ বিভাগ সচিব-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিবকে চিঠি দিয়েছে জেলা প্রশাসক (ডিসিরা)। ত্রাণ কার্যক্রম পরিচালনার রেসকিউ বোট ও স্পিডবোট চেয়েছে ডিসিরা। গতকাল মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো চাহিদা পত্রে এ তথ্য জানা গেছে। সিলেট জেলা প্রশাসকের চিঠিতে বলা হয়, সিলেট জেলার ১৩টি উপজেলা এবং সিলেট সিটি কর্পোরেশনের ২৩টি ওয়ার্ড ও ৪টি পৌরসভা এবং ১০৩টি ইউনিয়নের ১৬০২টি গ্রাম প্লাবিত হয়েছে। ৯ লাখ ৫৭ হাজার ৪৪৮ জন পানিবন্দী রয়েছে। বন্যা কবলিত লোকজনের জন্য ২১ হাজার ৭৮৬ জন আশ্রয় কেন্দ্র আশ্রয় গ্রহণ করেছে। বন্যার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য জেলা প্রশাসকের কার্যালয় ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কন্ট্রোলরুম স্থাপন করা হয়েছে। বন্যার্তদের স্বাস্থ্যসেবা প্রদানের জন্য ইউনিয়ন ভিত্তিক মেডিকেল টিম গঠন করা হয়েছে। সরকারি ও বেসরকারি উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের পাশাপাশি শুকনো ও রান্না করা খাবার এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট-বিশুদ্ধ পানি বিতরণ করা হচ্ছে।
হবিগঞ্জের জেলা প্রশাসকের চিঠিতে বলা হয়, জেলার চারটি উপজেলা ৪ হাজার ৭৪০ বন্যা কবলিত হয়েছে। এর মধ্যে ৩০৮ জন কেন্দ্রে নেয়া হয়েছে। বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য ৪২০.০০০ মে:টন জিআর চাল বরাদ্দ প্রদান করা হয়েছে। সুনামগঞ্জ জেলার ডিসির চিঠিতে বলা হয়, সুরমা-মেঘনা নদীর ছাতক পয়েন্টে বিপদসীমার ১২৯ সে.মিটার উপরে পানি প্রবাহিত হচ্ছে। এ জেলায় ১১টি উপজেলায় ৮৪২৫৯৬ পানিবন্দী রয়েছে। এর মধ্যে ২৩৮৪৯ জন আশ্রয় কেন্দ্র রয়েছে। সুনামগঞ্জ সদর উপজেলায় ৬৯৪টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। মৌলভীবাজার জেলা প্রশাসকের চিঠিতে বলা হয়, পুরো জেলার বন্যা পরিস্থিতি উপর সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে। ৭ উপজেলায় ২ লাখ ৮১ হাজার ৯২০ জন পানিবন্দী রয়েছে। এদের মধ্যে ৬২৫৩ জনকে আশ্রয় কেন্দ্রে নেয়া হয়েছে। সরকারি ও বেসরকারিভাবে ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। শুকনো খাবার ২৫০০ প্যাকেট, ১২০০ প্যাকেট রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। ৬৫,০০০ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে। নেত্রকোনা জেলার ডিসির চিঠিতে বলা হয়, জেলার দুইটি উপজেলা কলমাকান্দা ও খালিয়াজুরীতে ২০০ জন পানিবন্দী রয়েছে। এর মধ্যে ১২০ জনকে আশ্রয় কেন্দ্র নেয়া হয়েছে। বন্যা পরিস্থিতি অবনতি হলে দুর্যোগ মোকাবেলার জন্য ২৪৫টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।
লালমনিরহাট জেলা ডিসির চিঠিতে বলা হয়, জেলার ৫টি উপজেলা বন্যা দেখা দিয়েছে। হাতীবান্ধা উপজেলার ১৫০০টি পরিবার এবং পাটগ্রাম উপজেলার ১৭২৫ পরিবার পানিবন্দী হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলায় ৫০ হাজার টাকা ও ১০ মে:টন চাল বিতরণের জন্য বরাদ্দ করা হয়েছে। রংপুর জেলা ডিসির চিঠিতে বলা হয়, জেলা একটি উপজেলা কাউনিয়া তিস্তা নদীর পানি বিপদসীমার উপর প্রবাহিত হচ্ছে। এছাড়া গংগাচড়া উপজেলায় ১০ টন করে ত্রাণের চাল বরাদ্দ করা হয়েছে। ৩ লাখ ৮০ হাজার টাকা শুকনো খাবারে জন্য দেয়া হয়েছে এবং ১১টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।
কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ সই করা টিঠিতে বলা হয়, কুড়িগ্রামে ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। জেলার নদ-নদীগুলোর মধ্যে ধরলা ও তিস্তা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার ১০টি উপজেলার ৩৬৯১ জন বন্যায় ক্ষতিগ্রস্তের শিকার। ৫০ জনকে আশ্রয় কেন্দ্র আছে। এছাড়া ৫৩টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। জেলায় ১৭২ মে:টন চাল ও ১২ লাখ ৩৬ হাজার টাকা মজুদ রয়েছে। গতকাল সকালে তিস্তার পানি বেড়ে কাউনিয়া পয়েন্টে বিপদসীমার ১৬ সেন্টিমিটার ও ধরলা নদীর পানি তালুক শিমুলবাড়ী পয়েন্টে ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও এখনো বিপদসীমার সামান্য নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বাড়ার কারণে নদ-নদীর অববাহিকার নি¤œাঞ্চল ও চরাঞ্চলের ১৫ হাজারের বেশি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ভেঙে পড়েছে এসব এলাকার যোগাযোগব্যবস্থা। ডুবে গেছে সবজির খেতসহ বিভিন্ন উঠতি ফসল। গত বুধবার বিকেলে সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের প্রথম আলো চরে গিয়ে দেখা যায়, দুধকুমার নদের পানি কিছুটা কমেছে। তবে তীব্র স্রোতের কারণে প্রথম আলো চর থেকে নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের রসুলপুর পর্যন্ত প্রায় ১ কিলোমিটার এলাকাজুড়ে ভাঙন দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা দুধকুমার ও গঙ্গাধর নদের ভাঙনে ভেঙে যাওয়া ভিটা থেকে তাদের বসতবাড়ি অন্যত্র সরিয়ে নিচ্ছেন। চারদিকে বন্যার পানি থাকায় শুকনা জায়গার অভাবে এসব নদীভাঙা মানুষ প্রথম আলো চর আলোর পাঠশালা ও স্থানীয় ঈদগাহ মাঠ, আশ্রয়ণ প্রকল্পের ভিটায় আশ্রয় নিয়েছেন। গত এক সপ্তাহের ভাঙনে প্রায় ২০টি পরিবার ভিটেমাটি হারিয়েছে। ভাঙনের ঝুঁকিতে রয়েছে প্রথম আলো চর আলোর পাঠশালা, রসুলপুর মাদরাসা ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের দুটি সোলার পাম্পসহ প্রায় দুই শতাধিক পরিবার। গতকাল বিকেলে এসব নদীভাঙনের শিকার পরিবারের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫০ প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। কিশোরগঞ্জ জেলার ইটনা বাজার, ভৈরবে ধুন-বোলাই নদীর পানি বিপদসীমার নিচে অবস্থান করলে কিছু এলাকায় বন্যা দেখা দিয়েছে। এ জেলায় ৭৭৩টি আশ্রয় কেন্দ্র খেলা হয়েছে। ইতোমধ্যে ৬২ মে.টন চাল ও ১৬২ বান্ডিল ডেউটিন বরাদ্দ দেয়া হয়েছে। বগুড়া জেলা ডিসির পাঠানো চিঠিতে বলা হয়, যমুনা নদীর পানি ২৪ ঘণ্টায় ৩৯ সে.মিটার বেড়েছে। এ জেলায় বন্যা পরিস্থিতি মোকাবেলায় সার্বিক প্রস্তুত নেয়া হয়েছে। সিরাজগঞ্জ জেলার ডিসি স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, কাজিপুর স্টেশনে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এ জেলায় ৮৩টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। ১৮০টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ ইনকিলাবকে বলেন, কুড়িগ্রামে উজানের ঢলে নদ-নদীর পানি বেড়ে যাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বন্যার্তদের উদ্ধারের জন্য চারটি স্পিডবোট প্রস্তুত রয়েছে। বন্যার্তদের জন্য ১২ লাখ ৩৬ হাজার টাকা ও ১৭২ মেট্রিক টন চাল প্রস্তুত রয়েছে। চরে নদীভাঙনের শিকার ৫০টি পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
কাপ্তাই সুইডিশ মাদ্রাসা এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ
দীর্ঘ ১১ মাস পর আশুগঞ্জ সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু
শাহ্ সিমেন্ট-একেএস কাপ গলফ টুর্নামেন্ট শুরু
ভাঙ্গায় ঘনকুয়াশা আর শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত
চোটের কারণে কোর্ট ছাড়লেন জোকোভিচ,ফাইনালে জভেরেভ
কালীগঞ্জে ট্র্যাক-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পা হারালো নলকূপ মিস্ত্রী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হিসাব বিজ্ঞান সমিতির আনন্দ উৎসব
যুক্তরাষ্ট্রের ডব্লিউএইচও ত্যাগের সিদ্ধান্তে আফ্রিকার জনস্বাস্থ্য ঝুঁকিতে
হালুয়াঘাটে বিপুল পরিমাণ ভারতীয় জিরা আটক করেছে বিজিবি
গোয়ালন্দে ভার্মি কম্পোস্ট সার উৎপাদন করে স্বাবলম্বী গৃহবধূ
যুক্তরাষ্ট্রে প্রবেশ বন্ধ, ট্রাম্পের সিদ্ধান্তে ভেঙে পড়ল আফগান শরণার্থীরা
বাংলাদেশের সকল নাগরিকদের বৃহৎ স্বার্থে জাতীয় ঐক্য প্রয়োজন
সৈয়দপুরে শীতার্তদের মাঝে উপদেষ্টা সজিব ভুঁইয়ার পাঠানো শীতবস্ত্র বিতরণ
ড. ইউনূসের ‘থ্রি জিরো’ আন্দোলনের প্রশংসায় সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট
কিশোরগঞ্জে ট্রাফিক পুলিশ অফিসে ভয়াবহ আগুন, নথিপত্র ভস্ম
বাংলাদেশ সীমান্তে ‘অপস অ্যালার্ট’ জারি বিএসএফের, মহড়া বৃদ্ধির নির্দেশ
জাপানি স্কুলবাসে হামলার দায়ে চীনা নাগরিকের মৃত্যুদণ্ড
১১ মাস পর আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন শুরু
বাংলাদেশে প্রত্যেকটা খুনের বিচার চাই, কুড়িগ্রামে ডা. শফিকুর রহমান
আজ ঢাকা মাতাবে পাকিস্তানি ব্যান্ড কাভিশ