বাজেট আলোচনায় সরকারি ও বিরোধী দল

কালো টাকা সাদা করার সুযোগে বৈধ করদাতাদের অনীহা তৈরি হবে

Daily Inqilab স্টাফ রিপোর্টার

২৩ জুন ২০২৪, ১২:২১ এএম | আপডেট: ২৩ জুন ২০২৪, ১২:২১ এএম

প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে কর দিয়ে কালোটাকা সাদা করার সুযোগ বৈধ করদাতাদের কর প্রদানে অনীহা তৈরি হবে বলে মনে করছেন সরকার ও বিরেধী দলীয় সংসদ সদস্যরা। তারা বলেছেন, বাজেটে সাদা ও কালোটাকা নিয়ে কথা হয়েছে। একজন করদাতা হিসেবে আমার ৩০ লাখ টাকা থাকলে ৩০ শতাংশের বেশি কর দিতে হচ্ছে। কিন্তু যিনি গত বছর টাকা দেখাননি, ১৫ শতাংশ কর দিয়ে সেই অপ্রদর্শিত আয়কে বৈধ করে নিচ্ছেন। এতে করে সঠিক করদাতারা কর দিতে অনিচ্ছা পোষণ করবেন।
গতকাল শনিবার জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপরে আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তারা। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে সরকার দলীয় সংসদ সদস্য প্রাণ গোপাল দত্ত বলেন, আমরা সবসময় কালো ও সাদা টাকা নিয়ে কথা বলি। কিন্তু ইনফরমাল গ্রে-মানি (কর ফাঁকি সম্পর্কিত) অনানুষ্ঠানিক অর্থনীতি, যার ট্যাক্স দেওয়া হয় না। যাকে কোনও অবস্থানে নিয়ন্ত্রণ করা যায় না। সেটা নিয়ে অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় কিছু বলেননি। গ্রে-মানি অপ্রদর্শিত আয়ের চেয়েও অনেক খারাপ। একে সংকুচিত না করা হলে অর্থপাচার বন্ধ করা যাবে না।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) প্রাণ গোপাল দত্ত বলেন, সবচেয়ে ব্যয়বহুল হচ্ছে স্বাস্থ্য খাত। যেখানে পরীক্ষা-নিরীক্ষা, গবেষণা, চিকিৎসা উপকরণের দাম আকাশচুম্বী। নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের ভাষায়— শিক্ষা ও চিকিৎসা থাকা উচিত সরকারি খাতে। একে বেসরকারিকরণ করা হলে শিক্ষা ও চিকিৎসার কোনও গুণগত মানের পরিবর্তন হয় না। তখন সেটা হয়ে যায় একটা পণ্য। এখন পৃথিবীজুড়ে এটা পণ্য হয়ে গেছে। সেক্ষেত্রে আপনার টাকা আছে চিকিৎসা পাবেন, টাকা না থাকলে চিকিৎসা পাবেন না। এক্ষেত্রে বাংলাদেশের নি¤œ-মধ্যবিত্ত শ্রেণির মানুষের জন্য দেখার কিছু নেই।
বাংলাদেশের চিকিৎসাসেবা উন্নতির জন্য চিকিৎসকদের বেতন-ভাতার পাশাপাশি গবেষণা, আবাসনসহ অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর প্রস্তাব করেন প্রাণ গোপাল দত্ত। মোবাইল ফোনের অপব্যবহারের কারণে নতুন প্রজন্ম প্রতিবন্ধী হওয়ার আশঙ্কা করেন তিনি। প্রাণ গোপাল দত্ত বলেন, কোন একটা অ্যাপ তৈরি করে রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে মোবাইল টাওয়ারগুলো নিষ্ক্রিয় করা যায় কিনা? অথবা সেই মোবাইল টাওয়ার যাতে ফ্রিল্যান্সিং বা বিদেশি মুদ্রা অর্জনের বিকল্প পথ ছাড়া অন্যান্য কোনও ক্ষেত্রে ব্যবহার না হয়, সেক্ষেত্রে আমাদের নজর দেওয়া উচিত। না হয় আমার রোগীর সংখ্যা যেহারে বাড়ছে, ১০ বছর বয়সী থেকে শুরু করে সবার একটাই কথা— কান শোঁ শোঁ করে, ভোঁ ভোঁ করে। কানে শুনি না, লেখাপড়ায় মন দিতে পারি না। তাই এমন কোনও কিছু আবিষ্কার করা উচিত, যাতে করে রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত আমাদের তরুণ প্রজন্ম এ প্রযুক্তি থেকে দূরে থাকবে।
সংরক্ষিত মহিলা আসনে জাতীয় পার্টির সংসদ সদস্যনুরুন নাহার বেগম বলেন, বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকলো। এ সুযোগ নিয়ে অনেক অপরাধী দেশের বাইরে টাকা পাঠানোর পাশাপাশি দেশে কালো টাকা সাদা করতে পারবে। যা দেশের অর্থনীতির সংকট বাড়িয়ে দিবে।
কালো টাকা সাদা করার সুযোগের সমালোচনার জবাবে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, বাস্তবতা হচ্ছে, কালো টাকা আমাদের মার্কেটে আছে। এ টাকা কীভাবে ব্যবহার করবেন, সেই উপায় কেউ বাতলায় না, সমালোচনা করে। দেখলাম, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমালোচনা করে বলছেন, এতে নাকি দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। কিন্তু উনি বলেন না, ২০০৭ (২০০৬ হবে) সালে ওনার নেত্রী খালেদা জিয়া ৫ শতাংশ কর দিয়ে ১ কোটি ৩৩ লাখ ১৪ হাজার ৭১০ টাকা সাদা করেছেন। এটা বলেন না, এটা তাদের মনে থাকে না। এটা মনে রাখার জন্য বলবো।
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ১৯৭১ সালে দেশ স্বাধীন হবার পরে জাতীর পিতা বঙ্গবন্ধু যে স্বপ্ন নিয়ে দেশের উন্নয়ন করার চেষ্টা করে যাচ্ছিলেন। কিন্তু স্বাধীনতা বিরোধী একটি কুচক্রিদের চক্রান্তে তিনি স্বপরিবারে নিহত হবার পরে সে উন্নয়ন ধারা ব্যাহত হয়, সেটা তিনি শেষ করে যেতে পারেনি। কিন্তু তারই সুযোগ্য কন্যার হাত ধরে দেশে আজ উন্নয়নের রোল মডেল, দেশের প্রভূত উন্নয়ন ঘটেছে। শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, অবকাঠামো, আইসিটি সব খাতেই ব্যাপক উন্নয়ন ঘটেছে। স্বাক্ষরতার হার ২০০৬ সালে ৪৫ থেকে এখন বেড়ে দাড়িয়েছে ৭৬.৮ শতাংশ। তেমনি শিক্ষা খাতে নারীদের অগ্রগতি উল্লেখযোগ্য।
সরকার দলীয় সংসদ সদস্য নাহিদ বলেন, ২০১০ সাল থেকে কোটি কোটি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া একটা অভাবনীয় বিষয়, এর ফলে শিক্ষার্থীরা উজ্জীবিত হচ্ছে। এসময় তিনি সিলেটের বিভিন্ন জেলা উপজেলায় ব্যাপক বণ্যা, পানি বাড়ার কারণে মানুষের দুর্বিসহ অবস্থার কথা তুলে ধরেন। তিনি নদীগুলোর নাব্যতা বাড়িয়ে স্মার্ট নদীতে রুপ দেবার দাবি জানান। বন্যার জনগণের কষ্ট দ্রুততার সঙ্গে লাঘবে সরকারের সহযোগিতার আরো বাড়ানোর আহ্বাণসহ বন্যা প্রতিরোধে দীর্ঘমেয়াদী ব্যবস্থার দাবি জানান তিনি।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

রেকর্ড ব্যবধানের জয়ে ইংলিশেদের বিপক্ষে 'হিসাব চুকিয়ে' ফাইনালে ভারত

রেকর্ড ব্যবধানের জয়ে ইংলিশেদের বিপক্ষে 'হিসাব চুকিয়ে' ফাইনালে ভারত

ভারতকে হারিয়ে ফাইনালে উঠতে ইংল্যান্ডের প্রয়োজন ১৭২ রান

ভারতকে হারিয়ে ফাইনালে উঠতে ইংল্যান্ডের প্রয়োজন ১৭২ রান

জীবনাচারে শুদ্ধাচার চর্চার জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান : আইজিপি

জীবনাচারে শুদ্ধাচার চর্চার জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান : আইজিপি

এবার প্রকাশ্যে এলেন ছাগলকাণ্ডে বিতর্কিত মতিউরের স্ত্রী লাকী

এবার প্রকাশ্যে এলেন ছাগলকাণ্ডে বিতর্কিত মতিউরের স্ত্রী লাকী

বাড়ছে ডিভোর্স, নেটদুনিয়ায় সমালোচনা

বাড়ছে ডিভোর্স, নেটদুনিয়ায় সমালোচনা

দুর্নীতিকে প্রশ্রয় না দেওয়ার মানসিকতা নিয়ে দেশের উন্নয়নে এগিয়ে আসতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী

দুর্নীতিকে প্রশ্রয় না দেওয়ার মানসিকতা নিয়ে দেশের উন্নয়নে এগিয়ে আসতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী

প্রবাসী মায়ের ইনকাম খরচ করা প্রসঙ্গে।

প্রবাসী মায়ের ইনকাম খরচ করা প্রসঙ্গে।

রবীন্দ্ররোত্তর বাংলা নাট্যসাহিত্য

রবীন্দ্ররোত্তর বাংলা নাট্যসাহিত্য

নতুন ধারার কবিতার ভাষা

নতুন ধারার কবিতার ভাষা

নজরুল সাহিত্যে মুসলিম ঐতিহ্য

নজরুল সাহিত্যে মুসলিম ঐতিহ্য

বন্যার অন্য নাম পবিত্রতা

বন্যার অন্য নাম পবিত্রতা

ছুটির দিনে শৈলকূপা রুটে বাস চাই

ছুটির দিনে শৈলকূপা রুটে বাস চাই

আধুনিক তথ্য প্রযুক্তির ক্ষেত্রে সাবমেরিন ক্যাবলের গুরুত্ব

আধুনিক তথ্য প্রযুক্তির ক্ষেত্রে সাবমেরিন ক্যাবলের গুরুত্ব

মোদি সরকারের পতন কি অনিবার্য?

মোদি সরকারের পতন কি অনিবার্য?

বিদ্যুতের লোডশেডিংয়ে জনদুর্ভোগ চরমে

বিদ্যুতের লোডশেডিংয়ে জনদুর্ভোগ চরমে

রাশিয়ান নেভি এ বছরই ৪০টিরও বেশি নতুন জাহাজ পাবে : পুতিন

রাশিয়ান নেভি এ বছরই ৪০টিরও বেশি নতুন জাহাজ পাবে : পুতিন

‘মাল্টি ওয়ারহেড’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা উত্তর কোরিয়ার

‘মাল্টি ওয়ারহেড’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা উত্তর কোরিয়ার

মালদ্বীপের পরিবেশ প্রতিমন্ত্রী গ্রেফতার

মালদ্বীপের পরিবেশ প্রতিমন্ত্রী গ্রেফতার

তীব্র তাপপ্রবাহ : পাকিস্তানে ছয়দিনে মৃত ৫৬৮

তীব্র তাপপ্রবাহ : পাকিস্তানে ছয়দিনে মৃত ৫৬৮

গাজার চিকিৎসা সংকট নিয়ে সতর্কবার্তা মার্কিন স্বাস্থ্য কর্মীদের

গাজার চিকিৎসা সংকট নিয়ে সতর্কবার্তা মার্কিন স্বাস্থ্য কর্মীদের