কঠোর নিরাপত্তা ব্যবস্থা সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকায়
২৩ জুন ২০২৪, ০৪:৫৬ পিএম | আপডেট: ২৩ জুন ২০২৪, ০৪:৫৬ পিএম
দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের আয়োজন করেছে আওয়ামী লীগ। সমাবেশে যোগ দিতে সকাল থেকেই উদ্যান প্রাঙ্গণে ভিড় করতে থাকেন দলটির নেতাকর্মীরা। এরই মধ্যে নেতাকর্মীদের ভিড় প্রাঙ্গণ অতিক্রম করে মূল সড়কে পৌঁছে গেছে।
রোববার (২৩ জুন) বিকেল ৩টা ৪২ মিনিটে ‘গৌরবময় পথ চলার ৭৫ বছরে আওয়ামী লীগ, সংগ্রাম, সংকল্প, সততা, শপথে জনগণের সাথে’ শীর্ষক আলোচনা সভার মঞ্চে আসন গ্রহণ করেন প্রধানমন্ত্রী ও দলটির সভাপতি শেখ হাসিনা। এদিকে অনুষ্ঠানকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশে এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অনুষ্ঠানস্থলে আগতদের মধ্যে কাউকে সন্দেহজনক মনে হলে তল্লাশি করছেন তারা।
রোববার (২৩ জুন) বিকেলে সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশের এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে। সরেজমিনে দেখা যায়, সোহরাওয়ার্দী উদ্যানের অনুষ্ঠানকে কেন্দ্র করে শাহবাগ, মৎস্যভবন, হাইকোর্ট, দোয়েল চত্বর ও টিএসসি এলাকায় পর্যাপ্ত সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।
অন্যদিকে শাহবাগ এলাকায় পুলিশের সাঁজোয়া যান মোতায়েন করা হয়েছে। অনুষ্ঠানস্থল ও এর আশপাশ এলাকায় বিপুলসংখ্যক পুলিশ সদস্যরা নিরাপত্তার নিয়োজিত দায়িত্ব পালন করছে। পুলিশের পাশাপাশি র্যাবের একাধিক টহল দলকে মোতায়েন করা হয়েছে। অনুষ্ঠানস্থল যেতে কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী পার হয়ে যেতে হচ্ছে নেতাকর্মীদের।
সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশ করার টিএসসির গেটে দেখা যায়, নেতাকর্মীদের প্রথমে পুলিশের নিরাপত্তা বেষ্টনী পার হতে হচ্ছে। এরপর ভেতরে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন নেতাকর্মীদের তল্লাশি করে ঢুকার অনুমতি দিচ্ছেন। এছাড়া অনুষ্ঠানস্থলের বাইরে কাউকে সন্দেহজনক মনে হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তল্লাশি করছেন।
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দায়িত্ব পালন করা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, এই অনুষ্ঠানে বিশাল জনসমাবেশ হবে। আর সমাবেশকে মাথায় রেখেই সকল নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। এছাড়া অনুষ্ঠানস্থলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রীর শেখ হাসিনা। তাই গত কয়েক দিন আগে থেকেই অনুষ্ঠানস্থল ও এর আশপাশ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে নিরাপত্তার দায়িত্বে থাকা ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মো.ফারুক বলেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানকে কেন্দ্র করে সকাল থেকেই আমরা এখানে দায়িত্ব পালন করছি। অনুষ্ঠান যাতে নিরাপদে ও নির্বিঘ্নে হয় সেই লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পোশাকধারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি সাদা পোশাকেও পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়ন রয়েছেন। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ডেনমার্ক সরকারের আইএফইউ কর্তৃক একেএস খান ফার্মাসিউটিক্যালসে ১২.৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ
রাশিয়ার জনগণকে ভালোবাসেন ট্রাম্প!
বিমানবন্দরে রাতভর তল্লাশিতে মেলেনি কিছুই : শাহজালালে ফের বোমা হামলার হুমকি বার্তা
বিপুল কর্মী ছাঁটাই করতে যাচ্ছে সংবাদমাধ্যমগুলো
ইএফডি মেশিনের আগে সব ব্যবসায়ীদের ভ্যাটের আওতায় আনুন
বিএনপিতে চাঁদাবাজ অত্যাচারী ও দখলবাজের কোনো জায়গা নেই : আমান উল্লাহ আমান
নতুন বাংলাদেশ বিনির্মাণে ইসলাম-ই কার্যকর পন্থা শীর্ষক জেলা সম্মেলন অনুষ্ঠিত
বিশ্বনাথে সাবেক ছাত্রলীগ নেতা সুইট গ্রেফতার
সোনারগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের প্রধান কার্যালয় উদ্বোধন
রূপগঞ্জে শীতার্তদের ঘরে ঘরে কম্বল পৌঁছে দিলেন এসিল্যান্ড
চরনিখলা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ধামরাইয়ে ভাড়ারিয়া ইউনিয়ন ভূমি অফিসে ঝুলছে তালা
মাদক চাঁই রুবেল দেশীয় অস্ত্রসহ গ্রেফতার
দুর্নীতির মামলায় খুলনার সাবেক এমপি মিজানুর রহমান কারাগারে
সাধন চন্দ্র মজুমদারের আয়কর নথি জব্দ
জুলাই বিপ্লবে প্রত্যেকটি খুনের বিচার হতে হবে
এপ্রিলে অনুষ্ঠিত হচ্ছে ৫ম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট ট্যাম্পা বে-২০২৫
নারায়ণগঞ্জে কিউলেক্স মশার উপদ্রবে নাজেহাল নগরবাসী
স্বতন্ত্র বিধিমালা ও নিবন্ধন প্রক্রিয়া সহজ করার আহ্বান
নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন : নবীন পুলিশদের আইজিপি