পাঠ্যবইয়ে ব্রা-পেন্টি বিক্রির কিউআরকোড
২৬ জুন ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ২৬ জুন ২০২৪, ১২:০২ এএম
নতুন শিক্ষাক্রমের পাঠ্যবই নিয়ে বিতর্ক থামছেই না। ‘শরীফ-শরীফা’র গল্প নিয়ে বিতর্কের মুখে সেই গল্প বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এরই মধ্যে দেখা দিয়েছে নতুন অসঙ্গতি। নবম শ্রেনীর জীবন ও জীবিকা বইয়ের একটি অধ্যায়ে মেয়েদের অন্তর্বাস (ব্রা-পেন্টি) বিক্রির ওয়েবসাইটের ঠিকানাযুক্ত একটি কিউআর কোড সংযুক্ত রয়েছে। যা অনেকটাই বিব্রতকর বলে মনে করছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। বিষয়টি নিয়ে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা।
তবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) বলেছে, পোডাক্টের ডিজিটাল প্রমোশনের অংশ বোঝাতে কিআরকোড দেওয়া হয়েছে। কিন্তু যেই কিউআরকোড দেওয়া হয়েছিলো সেটা ছিলো স্পোর্টস আইটেম বিক্রির দোকান। কিন্তু সম্প্রতি সেটা পরিবর্তন হয়ে গেছে।
সূত্র জানায়, নবম শ্রেণির ‘জীবন ও জীবিকা’ বইয়ের ৩৮ নম্বর পাতায় ‘ধাপ-৬: ব্যবসার ব্র্যান্ডিং, মার্কেটিং বা বিপণন পরিকল্পনা’ নামক অধ্যায়ে উদ্যোক্তা হিসেবে যাত্রার জন্য কীভাবে ব্যবসায় শুরু করতে সেটি উল্লেখ করা হয়েছে। তবে এই পাতার ‘চিত্র ২.১: বিভিন্ন মাধ্যমে পণ্যের বিজ্ঞাপনের নমুনা’র চিত্র তুলে ধরে সেখানে নিত্যদিন স্টোরের একটি ছবি দেওয়া হয়েছে। পাশাপাশি সেখানে ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম, গুগল প্লাস, ভাইবার, লিংকডইন এবং পিনটারেস্টের লোগো দেওয়া হয়েছে। এই লোগো এবং নিত্যদিন স্টোরের মাঝখানে একটি কিউআর কোড সংযুক্ত করা হয়েছে যেটা স্ক্যান করলে (Trucss.com.br) ট্রাক্স ডট কম ডট বিআর নামক ওয়েবসাইট চলে আসে। এটি পর্তুগিজ একটি নারীদের ব্রা-পেন্টি বিক্রির ওয়েবসাইট। যেখানে নারীদের ব্রা-পেন্টি পরে বিজ্ঞাপনের মডেল হতে দেয়া যাচ্ছে। খোঁজ নিয়ে এই ওয়েবসাইট পর্তুগিজ নারীদের অন্তর্বাস বিক্রির ওয়েবসাইট বলে নিশ্চিত হওয়া গেছে। অনলাইনে এই নামে বিজ্ঞাপনের শেষ নেই।
নবম শ্রেনীর জীবন ও জীবিকা বইটি রচনা ও সম্পাদনা করেছেন মো. মুরশীদ আকতার, মোসাম্মৎ খাদিজা ইয়াসমিন, হাসান তারেক খাঁন, মোহাম্মদ কবীর হোসেন, মো. সিফাতুল ইসলাম, মো. রুহুল আমিন, মো. তৌহিদুর রহমান, মো. মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ আবুল খায়ের ভূঁঞা।
এখন অনেকের প্রশ্ন, নবম শ্রেণির শিক্ষার্থীর বইয়ে এ ধরনের এডাল্ট ছবিসহ অন্তর্বাস বিক্রির ওয়েবসাইট কেন দেওয়া হয়েছে? এই অন্তর্বাস দিয়ে নবম শ্রেণির শিক্ষার্থীরা কী করবে?
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, কোমল বাচ্চাদের শিক্ষার নামে ভিন্নপথে চালিত করার জন্যই কিছু মহল ইচ্ছাকৃতভাবে এইসব বাজে বিষয়গুলো পাঠ্যবইয়ে সংযোজন করেছেন। কারণ সপ্তম শ্রেণির একজন শিক্ষার্থী ‘শরীফ থেকে শরীফা’ হওয়ার গল্প পড়ে কী শিখবে? আর নবম শ্রেণির শিক্ষার্থীরাই বা অন্তর্বাস বিক্রির ওয়েবসাইটের ঠিকানা দিয়ে কী করবে? দেখে মনে হচ্ছে এটা কোনো অনিচ্ছাকৃত ভুল নয়; অনেকটা সুকৌশলে এই বিষয়টি সংযুক্ত করা হয়েছে।
জানতে চাইলে এনসিটিবি’র চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) প্রফেসর মো. মশিউজ্জামান বলেন, ‘ডিজিটালি কিভাবে প্রোমোশন করতে হয় সেটা বোঝাতে কিআরকোডের ছবি যুক্ত করা হয়েছিলো। কিন্তু আমরা যখন ওই কিউআরকোডটি নিয়েছিলাম, সেটা ছিলো তখন স্পোর্টস আইটেম বিশেষ করে জার্সির দোকান। কিন্তু তারা এখন রিসেন্টলি ব্যবসা চেঞ্জ করেছে। এখন আমরা বিব্রতকর পরিস্থিতিতে পড়েছি। আগামী বছরের বইতে এই কিআরকোড বাদ দেওয়া হবে। আর এ বছরও এটা নিয়ে কি করা যায় সেটা আমরা ভাবছি।’
এদিকে বিশেষজ্ঞ কমিটির সুপারিশ বিবেচনায় নিয়ে সপ্তম শ্রেণির পাঠ্যবইয়ের আলোচিত শরীফার গল্পে পরিবর্তন আনতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে (এনসিটিবি) চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
এ ব্যাপারে এনসিটিবির চেয়ারম্যান প্রফেসর মো. মশিউজ্জামান বলেন, ‘এ বছর যাতে এ গল্পটি না পড়ানো হয় আমরা সে ব্যাপারে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে সকল স্কুলকে জানিয়ে দেবো। আর আগামী বছর এই গল্পে পরিবর্তন এনে হিজরা জনগোষ্ঠীর জীবন নিয়ে অন্য গল্প সংযুক্ত করা হবে। তবে আমাদের মূল যে লার্নিং তা বাদ যাবে না।’
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
আবারও লাভ জিহাদের বলি হচ্ছেন সাইফ, দখল হচ্ছে পৈতৃক সম্পত্তি
কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি মশিউর গ্রেফতার
বাশার আসাদের বিরুদ্ধে ফ্রান্সের গ্রেপ্তারি পরোয়ানা
ট্রাম্পকে সউদী যুবরাজের ফোন, যুক্তরাষ্ট্রে ৬০ হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা
যথাযথ পদমর্যাদা চেয়ে রিভিউ আবেদন ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের
ভারতে আগুনের গুজবে ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আরেক ট্রেনের ধাক্কায় ১১ জনের মৃত্যু
রাজধানীর পান্থপথে বহুতল ভবনে আগুন
বিমানবন্দরে রাতভর তল্লাশি, এবারও পাওয়া গেল না কিছু
পাচারের অর্থ ফেরাতে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক প্রেসিডেন্টের সহায়তা কামনা
‘অপরাধ স্বীকার না করলে নির্বাচন করতে পারবে না আ.লীগ’
বায়ুদূষণের শীর্ষে চীনের তিন শহর, চার নম্বরে ঢাকা
মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ৭১ বাংলাদেশিসহ আটক ১৭৬
ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে মোদিকে চপেটাঘাত
উদ্যোক্তামুখী সমাজ নির্মাণে তরুণদের বিকল্প নেই: প্রধান উপদেষ্টা
লস অ্যাঞ্জেলেসে নতুন দাবানল, রেড-ফ্ল্যাগ জারি
তারাকান্দায় হ্যান্ড-ট্রলী ভর্তি রাসায়নিক সারের মালিকানা খুঁজছে পুলিশ
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ নিয়ে আলোচনা জয়শঙ্করের
জামায়াত নেতা আজহারের রিভিউ শুনানি ২০ ফেব্রুয়ারি
সরকারে ছাত্র প্রতিনিধি রেখে রাজনৈতিক দল করলে তা মানা হবে না : মির্জা ফখরুল
গাড়িতে কালো গ্লাস বন্ধে ডিএমপির নির্দেশনা