ঢাকা-রিয়াদ রাজনৈতিক সংলাপ আজ

Daily Inqilab অনলাইন ডেস্ক

০১ জুলাই ২০২৪, ১০:২৪ এএম | আপডেট: ০১ জুলাই ২০২৪, ১০:২৪ এএম

সৌদি আরবের রাজধানী রিয়াদে দ্বিতীয় রাজনৈতিক সংলাপে বসছে বাংলাদেশ ও সৌদি আরব। আজ সোমবার (১ জুলাই) অনুষ্ঠিত হতে যাওয়া সংলাপে বাণিজ্য ও বিনিয়োগ ইস্যু গুরুত্ব পাবে। এছাড়া রিজার্ভ সংকট মেটাতে সৌদি থেকে তহবিল চাওয়ার পাশাপাশি দেশটির যুবরাজের প্রস্তাবিত বাংলাদেশ সফর নিয়ে আলোচনা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আজ সোমবার রিয়াদে সৌদির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদির সঙ্গে রাজনৈতিক সংলাপে বসবেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। ওই সংলাপে বাংলাদেশ প্রতিনিধিদলে রয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ-বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, বৈঠকে দ্বিপক্ষীয় বিষয়ের মধ্যে দুই দেশের সম্পর্ক পর্যালোচনা, সৌদি যুবরাজের প্রস্তাবিত বাংলাদেশ সফর, জনশক্তি রপ্তানি, বেসরকারি খাতে ব্যবসা বাড়ানো, সৌদি উন্নয়ন তহবিলের (এসএফডি) মাধ্যমে বাংলাদেশে উন্নয়ন প্রকল্প গ্রহণ করা, যৌথ বিনিয়োগে বাংলাদেশ ইউরিয়া ও ডিএপি সার কারখানা স্থাপন, বাংলাদেশের পেট্রো-ক্যামিকেল ও পর্যটনে সৌদি বিনিয়োগের উদ্যোগ ও প্রস্তাবিত বিনিয়োগের মতো বিষয়গুলোতে আলোচনা হবে।

দ্বিপক্ষীয় ইস্যুর বাইরে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু উঠে আসবে আলোচনার টেবিলে। এগুলোর মধ্যে বিশেষ করে ফিলিস্তিন সংকট, মধ্যপ্রাচ্য পরিস্থিতি, ইয়েমেন পরিস্থিতি, পবিত্র মক্কা-মদিনাকে লক্ষ্যবস্তু বানিয়ে হুতিদের হামলা, রোহিঙ্গা সংকট, ইউক্রেন ও রাশিয়া যুদ্ধের প্রভাব। এছাড়া আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ করে জাতিসংঘের বিভিন্ন ফোরামে একে অপরকে সমর্থনের বিষয়টি আসতে পারে আলোচনায়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, দুই দেশের সম্পর্কের সামগ্রিক ইস্যুতে আলোচনা হবে। বাণিজ্য, বিনিয়োগ এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা হবে। সৌদি যুবরাজের প্রস্তাবিত বাংলাদেশ সফর নিয়ে আলোচনা হবে। মধ্যপ্রাচ্য ইস্যু বেশ গুরুত্ব পাবে। এক্ষেত্রে গাজা ইস্যু বেশি ফোকাসে থাকবে। এছাড়া রোহিঙ্গা ইস্যু আমরা তুলব।

রোববার পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ জানান, সৌদি আরব আমাদের বড় উন্নয়ন সহযোগী। সেখানে প্রায় ৩০ লাখ বাংলাদেশি বসবাস করে এবং দেশে রেমিট্যান্স পাঠায়। গ্রিন এনার্জি, সৌরশক্তি ও বন্দর ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে আমাদের সঙ্গে সৌদি সহযোগিতায় রয়েছে। শিল্প ক্ষেত্রে বিনিয়োগের জন্য আমরা তাদের বলব।

পাশাপাশি সৌদিরা যেহেতু বিভিন্ন দেশের ব্যাংকে অর্থ রাখে, আমাদের দেশের ব্যাংকগুলোর অফশোর অ্যাকাউন্টে অর্থ রাখার প্রস্তাব তাদেরকে দিতে পারি। তারা নিয়মানুযায়ী লাভ পাবে এবং সেই অ্যাকাউন্ট থেকে তারা তাদের মুদ্রায় লেনদেন করতে পারবে। বিদেশি ব্যক্তি, প্রতিষ্ঠান ও প্রবাসী বাংলাদেশিদের জন্য অফশোর অ্যাকাউন্ট সুবিধার জানালা আমরা উন্মুক্ত করেছি, এটি আমরা তুলে ধরতে চাই, বলেন মন্ত্রী।

সংলাপে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. নজরুল ইসলাম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ও মধ্য এশিয়া অনুবিভাগের মহাপরিচালক ও পরিচালক শফিকুর রহমান ও নাফিসা মনসুরসহ সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

বিতর্কে খারাপ করার কারণ ব্যাখ্যা দিলেন বাইডেন

বিতর্কে খারাপ করার কারণ ব্যাখ্যা দিলেন বাইডেন

হাথরাসে ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১২১

হাথরাসে ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১২১

ড. ইউনূসের সাজা চলমান থাকবে : হাইকোর্ট

ড. ইউনূসের সাজা চলমান থাকবে : হাইকোর্ট

সাপের চেয়েও ‘বিপজ্জনক’ যে প্রাণী আমাদের ঘরেই বসবাস করে

সাপের চেয়েও ‘বিপজ্জনক’ যে প্রাণী আমাদের ঘরেই বসবাস করে

৪০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার নিশ্চিতে করণীয় বিষয়ে পরিবেশমন্ত্রী ও বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বৈঠক

৪০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার নিশ্চিতে করণীয় বিষয়ে পরিবেশমন্ত্রী ও বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বৈঠক

ভাইরাল ব্যারিস্টার রুমিনের সঙ্গে নাজমার ঝগড়ার টকশো

ভাইরাল ব্যারিস্টার রুমিনের সঙ্গে নাজমার ঝগড়ার টকশো

হিলি স্থলবন্দর দিয়ে ৪৩ দিনে ১৬২৫ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি

হিলি স্থলবন্দর দিয়ে ৪৩ দিনে ১৬২৫ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি

বেনাপোল কাস্টমস হাউসে লক্ষ্যমাত্রার চেয়ে ২১৬ কোটি টাকার রাজস্ব আদায় বেশি

বেনাপোল কাস্টমস হাউসে লক্ষ্যমাত্রার চেয়ে ২১৬ কোটি টাকার রাজস্ব আদায় বেশি

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পৃথক ঘটনায় নিহত ৩

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পৃথক ঘটনায় নিহত ৩

সুনককে কি আর চান না ব্রিটেনবাসী?

সুনককে কি আর চান না ব্রিটেনবাসী?

নতুন চেহারায় থিয়েনচিন

নতুন চেহারায় থিয়েনচিন

ভারত-পাকিস্তান আবারও মুখোমুখি

ভারত-পাকিস্তান আবারও মুখোমুখি

ব্যাকটিরিয়াও কি ভাবের আদানপ্রদান করতে পারে?

ব্যাকটিরিয়াও কি ভাবের আদানপ্রদান করতে পারে?

শাহজালালে সাড়ে চার কোটি টাকার মূল্যের ৩৮ টি স্বর্ণের বার জব্দ

শাহজালালে সাড়ে চার কোটি টাকার মূল্যের ৩৮ টি স্বর্ণের বার জব্দ

কাভার্ডভ্যান উল্টে খাদে পড়ে চালক নিহত

কাভার্ডভ্যান উল্টে খাদে পড়ে চালক নিহত

উরুগুয়ের বিপক্ষে নিষিদ্ধ ভিনিসিউস

উরুগুয়ের বিপক্ষে নিষিদ্ধ ভিনিসিউস

চীনে নতুন প্রজাতির উদ্ভিদ ও প্রাণী আবিষ্কার!

চীনে নতুন প্রজাতির উদ্ভিদ ও প্রাণী আবিষ্কার!

কোপা আমেরিকার শেষ আটের সূচি

কোপা আমেরিকার শেষ আটের সূচি

চিলমারীতে বাড়ছে ব্রহ্মপুত্রের পানি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

চিলমারীতে বাড়ছে ব্রহ্মপুত্রের পানি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

আমেরিকা ও পশ্চিমাদের জন্য পরিস্থিতিকে জটিল করে তুলেছে ইয়েমেন

আমেরিকা ও পশ্চিমাদের জন্য পরিস্থিতিকে জটিল করে তুলেছে ইয়েমেন