রোমানিয়ার শ্রমবাজারে শঙ্কা
০৭ জুলাই ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ০৭ জুলাই ২০২৪, ১২:০৪ এএম
. মানব-পাচারকারী চক্র সক্রিয়
.পালানো রোধে পদক্ষেপ নেয়া জরুরি
ইউরোপের রোমানিয়ার শ্রমবাজার হাত ছাড়া হবার আশঙ্কা দেখা দিচ্ছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের বিগত চার বছর ধরে বাংলাদেশ থেকে কর্মীরা যাচ্ছেন রোমানিয়ায়। তবে কর্মী যাওয়া শুরু হতে না হতেই সেখানকার শ্রমবাজার হারানোর শঙ্কাও উঠেছে। কারণ সেদেশে গিয়ে বাংলাদেশিরা ইউরোপের তৃতীয় কোনো দেশে চলে যাচ্ছেন। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে রোমানিয়া কর্তৃপক্ষ। দেশটিতে বর্তমানে প্রায় ৫ হাজার বাংলাদেশি কঠোর পরিশ্রম করে প্রচুর রেমিট্যান্স দেশে পাঠাচ্ছে। দেশটি থেকে ইউরোপের বিভিন্ন দেশে মানব-পাচারকারী চক্র সক্রিয় রয়েছে। চলতি বছরের ৩১ মার্চ থেকে সীমিত পরিসরে ইউরোপে অবাধ চলাচল অঞ্চল শেঞ্জেন জোনে প্রবেশের অনুমতি পেয়েছে রোমানিয়া। আপাতত আকাশপথেই সেই সুবিধা পাচ্ছে দেশটি। শেঞ্জেনে জোনে যুক্ত হতে গেল বছর থেকে অনিয়মিত অভিবাসন ও মানবপাচার বিরোধী অভিযান অব্যাহত রেখেছে বুখারেস্ট।
খোঁজ নিয়ে জানা গেছে, লাখ লাখ টাকা নিয়ে অভিবাসী বাংলাদেশিদের অন্যদেশে পাচার করছে হুন্ডি ব্যবসায় জড়িত দালাল চক্র। মানব-পাচারকারী এসব চক্রের সাথে দেশটির বুখারেস্টস্থ বাংলাদেশ দূতাবাসের একশ্রেণির অসাধু কর্মকর্তা কর্মচারীর সাথে দহরমহর সর্ম্পক রয়েছে বলে অভিযোগ উঠছে। এ ব্যাপারে বুখারেস্টেস্থ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা গাজী আনিসুর রহমান ও পিও মেহেদী হাসানের সাথে একাধিকবার যোগাযোগ করেও তাদের পাওয়া যায়নি। দেশটির ইমিগ্রেশন পুলিশ কর্তৃপক্ষ অবৈধ অভিবাসী এসব দালাল চক্রকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে জোরালো অভিযান চালাচ্ছে। বৃহস্পতিবার রাতে রোমানিয়ার ইমিগ্রেশন পুলিশ দেশটির মিলিটারি পাচি সেক্টর-৬ অভিযান চালিয়ে বাংলাদেশি মানব-পাচারকারী কুমিল্লার ইব্রাহিম মিয়াসহ ১০ অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বুখারেস্টের সেন্ট্রাল ইমিগ্রেশনের কারাগারে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রোমানিয়ার বুখারেস্ট থেকে রোমানিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স এর হেড অব ডিপাটমেন্ট এশিয়া ও আফ্রিকার প্রেসিডেন্ট মো.রফিকুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন। রফিকুল ইসলাম ইনকিলাবকে বলেন, রোমানিয়ার বিভিন্ন সেক্টরে প্রচুর বাংলাদেশি কর্মীর চাহিদা রয়েছে। কিন্ত এক শ্রেণির মানব-পাচারকারী দালাল চক্র বাংলাদেশি কর্মীদের রোমানিয়া থেকে পার্শ্ববর্তী দেশে পাচার করে রাতারাতি কালো টাকার মালিক বনে যাচ্ছে। এতে দেশে ভাব-মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে। তিনি এসব চিহ্নিত মানব-পাচারকারীদের তালিকা তৈরি করে গ্রেফতার-পূর্বক দেশে ফেরত পাঠাতো কার্যকরী উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছেন। অন্যথায় রোমানিয়ার শ্রমবাজার হাত ছাড়া হবার আশঙ্কা রয়েছে।
বলকান যুদ্ধের পরিপ্রেক্ষিতে রোমানিয়ায় বাংলাদেশ থেকে কর্মী পাঠানো বন্ধ হয়ে যায়। তবে দুই দেশের মধ্যে আলোচনায় মূলত ২০২০ সাল থেকে ফের কর্মী নেওয়া শুরু করে রোমানিয়া। তখন থেকে দেশটিতে প্রতি বছর বাংলাদেশ থেকে কর্মীরা যাচ্ছেন। এই ধারা অব্যাহতও রয়েছে।
২০২১ সালে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন রোমানিয়া সফর করেন। সফরকালে তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রী বোগদান লুসিয়ান অ্যারেস্কুর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার জন্য অনুরোধ করেন। মূলত এই সফরের পর থেকেই রোমানিয়া কর্মী পাঠানোর পথ উন্মোচন হয়। দু’ বছর আগে রোমানিয়ার কনস্যুলার টিম ঢাকায় এসে প্রায় ৫ হাজার কর্মীকে ভিসাও দেয়। রোমানিয়া বাংলাদেশিদের জন্য ২০২০ সালে ৫৮০টি, ২০২১ সালে দুই হাজার ৮৬৯টি আর ২০২২ সালে ১২ হাজার ৯৬০টি ভিসা দিয়েছে। তবে সেখানে এখন অবস্থান করছেন মাত্র তিন হাজার ৯৬ জন বাংলাদেশি। বেশিরভাগই রোমানিয়া থেকে তাদের কাজের মেয়াদ শেষ না করেই অন্য দেশে পাড়ি জমিয়েছেন। এই কারণেই রোমানিয়ার শ্রমবাজার হারানোর শঙ্কায় রয়েছে বাংলাদেশ। কাজের মেয়াদ শেষ না করেই বাংলাদেশিদের ইউরোপের অন্য দেশে পাড়ি দেওয়া নিয়ে ইতোমধ্যেই অভিযোগ করেছে রোমানিয়া। বাংলাদেশে নিযুক্ত রোমানিয়ার অনাবাসী রাষ্ট্রদূত ড্যানিয়েলা সেজোনভ টেন ইতিপূর্বে ঢাকা সফরকালে অভিযোগ করেছেন, বাংলাদেশের বেশিরভাগ কর্মী রোমানিয়ায় পৌঁছে ইউরোপের অন্য দেশে চলে যান। এতে রোমানিয়া সরকার ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভিসার অপব্যবহার বন্ধে বাংলাদেশ সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহবান জানিয়েছেন তিনি।
এদিকে রোমানিয়া গিয়ে অনেক কর্মীর চুক্তি অনুযায়ী বেতন না পাওয়ারও অভিযোগ রয়েছে। তবে সেই অভিযোগ খুব কম। বাংলাদেশ থেকে বেশিরভাগ কর্মীর রোমানিয়া পৌঁছে ইউরোপের অন্য দেশে পাড়ি জমানোর প্রবণতাই বেশি। ইউরোপে জনশক্তি রফতানি-কারক দি জে কে ওভার-সীজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. কামাল হোসাইন গতকাল শনিবার ইনকিলাবকে বলেন, রোমানিয়ায় বাংলাদেশি কর্মীদের প্রচুর চাহিদা রয়েছে। দেশটিতে কর্মরত বাংলাদেশিরা কঠোর পরিশ্রম করে প্রচুর রেমিট্যান্স দেশে পাঠাচ্ছেন। এক প্রশ্নের জবাবে তরুণ জনশক্তিরফতানিকারী কামাল হোসাইন বলেন, এক শ্রেণির কর্মী অতিলোভে পড়ে দেশটি থেকে অন্য দেশে পালিয়ে যাওয়ায় জনশক্তি রফতানিতে শঙ্কার সৃষ্টি হচ্ছে। তিনি বলেন, কর্মী পালিয়ে যাওয়ার প্রবণতা রোধ করতে না পারলে দেশটির সম্ভাবনাময় শ্রমবাজারে বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। যেসব কর্মী দেশটি থেকে অন্যত্র পালিয়েছে তাদের জন্য জনপ্রতি ২ হাজার ইউরো জরিমানা গুনতে হচ্ছে রিক্রুটিং এজেন্সিগুলোকে। পালানোর প্রবণতা রোধে কোনো কোনো রিক্রুটিং এজেন্সি এক লাখ থেকে তিন লাখ টাকা জামানত রেখে দেশটিতে কর্মী পাঠাচ্ছে। বর্তমানে বাংলাদেশে বিভিন্ন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে রোমানিয়ার প্রায় ২ হাজার ওয়ার্ক-ভিসা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
গত বছর তিন বাংলাদেশি কর্মী রোমানিয়ায় কাজের জন্য গিয়ে ইউরোপের অন্য দেশে পালানোর চেষ্টা-কালে আটক হন। পরে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়। একইসঙ্গে তাদের পাঁচ বছরের জন্য রোমানিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞাও দেওয়া হয়। সে কারণে বাংলাদেশ ও রোমানিয়া সরকার বিষয়টি নিয়ে উদ্বেগে রয়েছে।
উল্লেখ্য, রোমানিয়ায় অনেক অভিবাসী কর্মীর চাহিদা রয়েছে। ২০২৩ সালে রোমানিয়া এক লাখ কর্মী নেওয়ার ঘোষণা দিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য-সংখ্যক কর্মী বাংলাদেশ থেকে নিতেও আগ্রহী দেশটি। বিশেষ করে নির্মাণসহ অন্যান্য খাতে সেখানে কর্মীদের সুযোগ রয়েছে।
রোমানিয়ায় গিয়ে ইউরোপের অন্য দেশে পাড়ি জমানোর বিষয়ে জানতে চাইলে বায়রার সাবেক ইসি সদস্য মোহাম্মদ আলী ইনকিলাবকে বলেন, আমরা চাই বাংলাদেশি কর্মীরা রোমানিয়ায় গিয়ে চুক্তি অনুযায়ী কাজ করবেন। তাহলে সেদেশে আমাদের ইমেজ ভালো থাকবে। আর সেটা হলে, বাংলাদেশ থেকে আরও কর্মী রোমানিয়া যাওয়ার সুযোগ পাবেন। এছাড়া গত ২২ জানুয়ারি রোমানিয়ার অভিবাসী পাচারে জড়িত বাংলাদেশিসহ ২১ জনকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। হাঙ্গেরি সীমান্তবর্তী আরাদ, বিহোর, ব্রাইলা, ডলজ এবং ভরান্সিয়া কাউন্টিতে মানবপাচার চক্রের ব্যবহার করা ৩৫টি বাড়িতে অভিযান শেষে মোট ২১ জনকে আটক করা হয়েছে। তাদের সবাইকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে। প্রবাসীদের বিরুদ্ধে একটি সংগঠিত অপরাধী গোষ্ঠী গঠন, অভিবাসী পাচার এবং জাল পরিচয় ব্যবহার করে অপরাধ কার্যক্রমে জড়িত থাকার অভিযোগের তদন্ত করা হচ্ছে। রোমানিয়া বর্ডার পুলিশ এ বিষয়টি নিশ্চিত করেছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে আসামিরা রোমানিয়া, সিরিয়া, আফগানিস্তান, বাংলাদেশ, ফিলিপাইন, নেপাল, মিশর, তুরস্ক, বেলারুশ, ইতালি এবং অস্ট্রিয়ার নাগরিক। তারা বিভিন্ন স্তরে ভাগ হয়ে একটি অপরাধমূলক গোষ্ঠী গঠন করেছিলেন। এর মূল উদ্দেশ্য ছিলো অভিবাসী পাচার। চার সদস্যের দলে আছেন এক বাংলাদেশি
রোমানিয়ার সীমান্ত পুলিশ জানিয়েছিলেন, আসামিরা ২০২৩ সালের মার্চ থেকে ২০২৪ সালের জানুয়ারির মধ্যে ২৫০ জনেরও বেশি অভিবাসীকে রোমানিয়া থেকে পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশে পাচার করেছেন। এসব কার্যক্রমে অগ্রণী ভূমিকা রাখেন চক্রটির চার সদস্যের একটি ছোট দল। এই চারজন বাংলাদেশ, আফগানিস্তান, সিরিয়া এবং অস্ট্রিয়ার নাগরিক। তারা মূলত রাজধানী বুখারেস্ট ও সীমান্তবর্তী তিমি-সোয়ারা অঞ্চল থেকে অনিয়মিত অভিবাসীদের গ্রাহক হিসেবে খুঁজে নেয়। সীমান্ত পার করানোর আগে চক্রটি অভিবাসীদের রোমানিয়ার পশ্চিমাঞ্চলের বিভিন্ন বাড়িতে লুকিয়ে রাখত। তদন্তে সূত্র আরো জানিয়েছে, রোমানিয়ার পশ্চিম সীমান্তের স্টেশন থেকে ছেড়ে যাওয়া আন্তর্জাতিক ট্রেনের মালবাহী বগিতে লুকিয়েও তারা কিছু অভিবাসীকে পাচার করেছে। অভিযানে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কারিগরি ও ফরেনসিক ব্যুরো এবং রোমানিয়ান পুলিশের স্পেশাল অপারেশন ডিরেক্টরেট সহায়তা দিয়েছে। অভিবাসীরা কত দিন নেটওয়ার্কটির আওতায় আবাসন এবং খাবার সুবিধা নিত সেটির ওপর নির্ভর করে জনপ্রতি দুই থেকে তিন হাজার ইউরো পর্যন্ত আদায় করেছে চক্রটি। অভিবাসীদের পিক-আপ, গাইডিং, এসকর্টিং, পরিবহন এবং বাসস্থানসহ পাচারের শুরু থেকে শেষ পর্যন্ত নানা খরচ যোগ করে প্যাকেজ নির্ধারণ করত চক্রটি। ৩৫টি বাড়িতে তল্লাশি চালিয়ে নগদ ২২ হাজার ৪৮৫ ইউরো, ২৬ হাজার ৮০৯ রোমানীয় মুদ্রা, ৪০টি সিমা কার্ডসহ ফোন, একটি ঘড়ি, ২৫০টি বিদেশি পাসপোর্ট ও ভুয়া বসবাসের অনুমতিপত্র, দুটি ল্যাপটপ, মেমরি স্টিক, পাচারে ব্যবহৃত ছয়টি গাড়ি এবং অন্যান্য নথি জব্দ করেছে কর্তৃপক্ষ। আসামিদের আরাদ অঞ্চলের আদালতে তোলা হয়েছে। আদালত নয় জনকে কারাগারে এবং বাকিদের গৃহবন্দি করে জি
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
প্রেসক্লাবের সামনে মানববন্ধন, সন্ত্রাসীদের গ্রেফতারের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ অনির্দিষ্টকাল হতে পারে না: ড. মোশাররফ
টিকটক ও ক্যাপকাটকে টক্কর দিতে মোক্ষম চাল মেটার!
৩৩ বছরের পুরনো পত্রিকা ‘ভোরের কাগজ’ বন্ধের ঘোষণা
তারেক রহমান ৩১ দফা দিয়েছে হাসিনার মত স্বৈরাচার সরকার আর যাতে আসতে না পারে - ব্যারিস্টার মীর হেলাল
ফেরার সময় তিন ইসরাইলি বন্দীকে কী উপহার দিল হামাস?
মানুষকে স্বস্তি দিতে অন্তবর্তীকালীন সরকার ব্যর্থ হচ্ছে : আমিনুল হক
পিঠার নাম হৃদয়হরণ, মুখচাহনি
শেরপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শীতার্তদের মাঝে যুবদলের কম্বল বিতরণ
গুরুদাসপুরে চিরকুট লিখে চুরি হচ্ছে বাণিজ্যিক মিটার
রাজনীতিতে স্লোগান নয়, মেধা ও বুদ্ধির প্রতিযোগিতা চলছে: মির্জা ফখরুল
মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেলেন সৈয়দপুর বিজ্ঞান কলেজের ৫৩ শিক্ষার্থী
হজ ও ওমরাহ যাত্রীদের বিশেষ নির্দেশনা শাহজালাল বিমানবন্দরের
দলে মেধাবীদের দেখতে চান তারেক রহমান
গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে শহীদ জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা
শরণখোলায় হোলি কুরআন অ্যাওয়ার্ড ও হিফজুল কুরআন প্রতিযোগীতা অনুষ্ঠিত
ইসরাইল ছাড়া অন্য কোন দেশের জাহাজে হামলা করবে না হুথিরা
ডোনাল্ড ট্রাম্পকে শুভ কামনা জানালেন ড. ইউনূস
সুন্দরগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
নিকলীতে যুবলীগ নেতা গ্রেফতার