চবিতে মধ্যরাতে শিক্ষার্থীদের মিছিলে ছাত্রলীগের হামলা
১৫ জুলাই ২০২৪, ০৮:০৫ এএম | আপডেট: ১৫ জুলাই ২০২৪, ০৮:০৫ এএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের বিরুদ্ধে বিক্ষুব্ধ কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে।
১৪ জুলাই (রোববার) রাত সাড়ে ১১ টায় কাটা পাহাড় সড়কে এ ঘটনা ঘটে। এসময় এক শিক্ষার্থীকে বেধড়ক মারধর করা হয়।
মারধরের শিকার ওই শিক্ষার্থীর নাম সুমন। তিনি বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
এর আগে রাত ১১টায় প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে জিরো পয়েন্টে সমবেত হয় শিক্ষার্থীরা। এসময় তারা ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’, ‘চেয়েছিলাম ন্যায়বিচার, হয়ে গেলাম রাজাকার’সহ নানা স্লোগান দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাড়ে ১১টায় ছাত্রলীগের কিছু নেতাকর্মী সেখানে এসে পটকা ফোটালে শিক্ষার্থীরা আতংকিত হয়ে শহীদ মিনারের উদ্দেশ্যে মিছিল নিয়ে বের হয়। কাটাপাহাড়ে এসে ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা হাতে তাদের ধাওয়া করেন। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। পরে ছাত্রলীগের নেতাকর্মী জিরো পয়েন্টে জড়ো হতে থাকে।
শিক্ষার্থীরা বলেন, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন করছিলাম। এমন সময় ছাত্রলীগের কিছু নেতাকর্মী এসে আমাদের নানাভাবে হুমকি দিতে থাকে। প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদস্বরুপ আমরা সুন্দর ও সাবলীলভাবে আমাদের অবস্থান জানাই৷ পরে জোরে ককটেল বিস্ফোরণ সদৃশ শব্দ হলে আমরা শহীদ মিনারের উদ্দেশ্যে মিছিল বের করি। কাটাপাহাড় রাস্তায় পৌছালে তারা লাঠি হাতে আমাদের বেশ কয়েকজনকে মারধর করে।
আন্দোলনের অন্যতম সমন্বয়কারী খান তালাত মাহমুদ রাফি বলেন, প্রধানমন্ত্রী আজকে যে কথাটা বলেছেন সেখানে যেটা মিন করা হয়েছে তাতে বুঝা যায় মুক্তিযোদ্ধা কোটা ছাড়া সবাই রাজাকার। এই বক্তব্যের প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সমন্বয় করে আমরা প্রায় সাড়ে ১১টার দিকে জিরোপয়েন্টে যাই এবং মিছিলের এক পর্যায়ে ছাত্রলীগ অতর্কিত হামলা চালায়। এতে আমাদের কয়েকজন আহত হয় এবং আমাদের মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।
হামলায় অংশ নেওয়া এক নেতার পরিচয় জানা গেছে। তিনি হলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আবরার শাহরিয়ার। তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনে কেন্দ্রীয় ছাত্রলীগের মতো আমাদেরও একই বক্তব্য। আমরা এতদিন পর্যন্ত কারো কোনো শিক্ষার্থীর গায়ে হাত তুলিনি। আজ শিক্ষার্থীরা আন্দোলন করছিল। তারা রাজাকার, রাজাকার বলে স্লোগান দিচ্ছিল। ছাত্রলীগের সভানেত্রী শেখ হাসিনাকে নিয়ে তারা উসকানিমূলক স্লোগান দিচ্ছিল। শেখ হাসিনা গদি ছাড়। আমরা তাদেরকে সাবধান করি। কিন্তু তারা বারবার বলছে তারা রাজাকার, শেখ হাসিনা গদি ছাড়।
তারা এসব বলে আমাদের দিকে তেড়ে আসে। তাই এবিষয়ে আমরা আপোষ করিনি।
প্রত্যক্ষদর্শী সূত্রে, রাত ১২ টা নাগাদ জিরো পয়েন্টে ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তবে হামলার এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির কাউকে দেখা যায়নি।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ঝিনাইদহে নিখোঁজের ৭দিন পর সেপটি ট্যাংকে মিললো যুবকের লাশ
ইসলামী আইনজীবী পরিষদের ১৩তম কেন্দ্রীয় সম্মেলন রবিবার
কমলনগরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৩
কুড়িগ্রামে জেলা বিএনপির ১২টি ইউনিট বিলুপ্ত ঘোষণা
তারাকান্দায় বাসের ধাক্কায় আহত-৪
কুয়েটে অনুষ্ঠিত হলো ন্যাশনাল আইডিয়া কেস কম্পিটিশন ‘বিজব্যাটেল’
ভারতের ড্রেসিংরুম চ্যাপেল যুগের মতো বিধ্বস্ত: হরভজন
জুনে জাফর-২ ও পায়া উপগ্রহ উৎক্ষেপণ করবে ইরান
আন্দোলনের ইমেজ বিশ্বকে জানাতে হবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব
সাতক্ষীরা কালিগঞ্জে বাঁশ ও বেত শিল্প প্রায় বিলুপ্ত
দুই যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ৪ সিএনজি চালকের বিরুদ্ধে- গ্রেপ্তার- ১
হবিগঞ্জে সাড়ে ৭ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি
ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি শুরু
শুরু হয়েছে 'শার্ক ট্যাঙ্ক বাংলাদেশ সিজন–২ এর রেজিষ্ট্রেশন; কি থাকবে এবারের পর্বে?
‘২০ বছরের অধিক সাজাখাটা বন্দিদের অবিলম্বে মুক্তি দিন’
বাংলাদেশে ঢুকে গাছের ডাল কাটল বিএসএফ, সীমান্তে উত্তেজনা
নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় ৬ জন গ্রেফতার, ড্রেজার জব্দ
ইরানের সুপ্রিম কোর্টের সামনে বন্দুকধারীর গুলিতে নিহত দুই বিচারক
কলাপাড়ায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, প্রকল্প পরিচালকের গাড়ী বহর আটকে দিল বিক্ষোভকারীরা
সাজিদ-নোমানের ঘূর্ণিতে ১৩৭ রানেই শেষ উইন্ডিজ