বিপিডিবির প্রিপেইড মিটার ক্রয়ে অনিয়ম
২৪ জুলাই ২০২৪, ১২:০৬ এএম | আপডেট: ২৪ জুলাই ২০২৪, ১২:০৬ এএম
সরকারের অতিরিক্ত ব্যয় বাড়বে ১৭ কোটি টাকা
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) দুই লাখ ১০ হাজার স্মার্ট প্রিপেইড মিটার ক্রয়াদেশ নিয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বোর্ডের একশ্রেণির অসাধু কর্মকর্তা ও বিদেশি দুই কোম্পানির বিরুদ্ধে। বিপিডিরি একশ্রেণির অসাধু কর্মকর্তা ও বিদেশি দুই কোম্পানির রেষারেষিতে দীর্ঘদিন ফাইল বন্ধী আছে মিটার ক্রয়ের কাজ। সর্বনিম্ন দরদাতাকে কাজ না দিয়ে অধিকমূল্যে বিতর্কিত অন্য কোম্পানিকে মিটার ক্রয়ের আদেশ দেওয়ার যাবতীয় ব্যবস্থা নেয়া হয়েছে। এদিকে পূর্বে বিদেশি ওই কোম্পানি ঋণপত্র খোলার মাধ্যমে অর্থপাচার করার প্রমাণ রয়েছে। টেকনিক্যাল রিপোর্ট অনুত্তীর্ণ হওয়া সত্তে¡ও বেশিমূল্যে মিটার ক্রয়ে কার্যাদেশ প্রদানের উদ্যোগ নিয়েছে। সর্বনিম্ন দরদাতার চেয়ে মিটারপ্রতি প্রায় ৭ ডলার অর্থাৎ ৮১০ টাকা বেশি। এতে এক প্রকল্পেই সরকারের অতিরিক্ত ১৭ কোটি টাকা ব্যয় বাড়বে বলে জানা গেছে। নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) এক কর্মকর্তা ইনকিলাবকে বলেন, ইনহে ও হেক্সিং ইলেক্ট্রনিক্স দীর্ঘদিন যাবৎ একচেটিয়া অবৈধ ব্যবসা করে আসছে। পূর্বে তারা একটি মিটার ৪২ ডলার পর্যন্ত মূল্য নিয়েছে। এখন প্রতিযোগিতা আরো কয়েকটি কোম্পানি চলে আসায় তারা নানারকম কূটকৌশলের আশ্রয় নিয়ে সর্বনিম্ন দরদাতাকে কাজ না দেওয়ার ফন্দি করছে। এর সাথে পিডিবির অনেকে কর্মকর্তা একাজে জড়িত রয়েছে। তদন্ত করলে সঠিক তথ্য বেরিয়ে আসবে।
এ বিষয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি)’র চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান ইনকিলাবকে বলেন, দুই লাখ ১০ হাজার স্মার্ট প্রিপেইড মিটার ক্রয়াদেশ এখনো কাউকে দেয়া হয়নি। এ নিয়ে অনিয়ম ও দুর্নীতি করার সুযোগ নেই।
বিপিডিবি সূত্রে জানা গেছে, গত বছর আগস্টে দুই লাখ ১০ হাজার স্মার্ট প্রিপেইড মিটার ক্রয়ের উদ্দেশ্যে ৫টি আন্তর্জাতিক দরপত্র আহŸান করা হয়। এ দরপত্রে ৮টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এরমধ্যে কারিগরি মূল্যায়নে ৫টি কোম্পানিকে নির্বাচন করা হয়। তাদের মধ্যে চাইনিজ কোম্পানি নিংবো স্যানজিং স্মার্ট প্রতিটি মিটারে ২৫ দশমিক ৯৭ ডলার মূল্য প্রস্তাব করে। কাছাকাছি মূল্য দিয়েছে আইডিয়াল ইলেক্ট্রনিক্সসহ অন্য কোম্পানিগুলো। কিন্তু সর্বনিম্ন দরদাতার বিষয়গুলো পাশ কাটিয়ে অধিক দরদাতা অপর চাইনিজ কোম্পানি ইনহে-কে ৩২ দশমিক ৯০ ডলারে কাজ দেওয়ার গোপন আয়োজন করেছে পিডিবি। এ কাজে পিডিবির একশ্রেণির অসাধু কর্মকর্তা ইনহের সঙ্গে যোজসাজশ করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। সম্প্রতি বিপিডিবির প্রিপেইড মিটার ক্রয়ে ৫টি দরপত্রে নিংগবো সানজিং কোম্পানি সর্বনিম্ন দরদাতা বিবেচিত হয়েছে। এরমধ্যে নিংগবোকে একটি মাত্র দরপত্রের বিপরীতে কার্যাদেশ প্রদান করা হয়। বাকি ৪টি দরপত্রের কার্যাদেশ প্রদান না করার জন্য হেক্সিং কোম্পানি নামক অপর একটি দরপত্রদাতা প্রতিদ্ব›দ্বী কোম্পানির সঙ্গে বিপিডিবির একটি কুচক্রী মহল তৎপরতা চালাচ্ছে এবং নিংগবো সানজিংয়ের দরপত্রগুলো বাতিল করার পাঁয়তারা করছে। সানক্সিং নিংগবো কোম্পানিকে একটি কার্যাদেশ দেওয়ার পরই হেক্সিং ও ইনহে নামক কোম্পানি একটি অভিযোগ করেছে। পরে বিপিডিবির বোর্ড সভায় এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জোরালো তদবির চলছে। এ বিষয়ে বিপিডিবির চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান বলেন
দীর্ঘদিন যাবৎ সিন্ডিকেটের মাধ্যমে হেক্সিং এবং ইনহে বিপিডিবিতে উচ্চ মূল্যে কারিগরি ত্রুটিযুক্ত মিটার সরবরাহ করে আসছে। তাছাড়া হেক্সিং ইলেকট্রিক্যাল কোম্পানী কারিগরি স্যাম্পল টেস্টে অনুত্তীর্ণ হয়। জমাকৃত স্যাম্পল মিটারে পিএফসি ফিচার এবং ক্রেডিট ডিডাক্ট ফিচার কাজ করার কথা থাকলেও স্যাম্পল পরীক্ষায় প্রমাণিত হয় যে, হেক্সিং ব্র্যান্ডের মিটারের মাধ্যমে গ্রাহক আজীবন রিচার্জ না করেই বিদ্যুৎ ব্যবহার করতে পারবে। অন্যদিকে হেক্সিং ব্র্যান্ডের মিটারে যদি নেগেটিভ ব্যালান্স থাকে তাহলে রিচার্জ না করেও বিদ্যুৎ ব্যবহার করা সম্ভব। এভাবে গ্রাহক পর্যায়ে দুর্নীতির মাধ্যমে সরকার কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। ইতোমধ্যে চট্টগ্রামের একটি বিদ্যুৎ অফিসে এমন চুরির ঘটনা ঘটেছে, যেখানে বিশাল অংকের বিদ্যুৎ ব্যবহারের টাকা সিস্টেম হতে মুছে দেয়া হয়েছে, যা এখনও তদন্তাধীন আছে। দীর্ঘদিন পর বিপিডিবির কিছু সৎ কর্মকর্তার প্রচেষ্টায়, নিংগো সানজিং টেন্ডারে যোগ্য বলে বিবেচিত হয়েছে এবং তাদের মিটারগুলোর পূর্ণ কারিগরি স্পেসিফিকেশন অনুসরণ করেই যথাযথ বলে বিবেচিত হয়েছে। তাদের প্রস্তাবিত মিটারপ্রতি ইউনিট মূল্য ২৫.৯৭ ডলার। অথচ ইনহে কোম্পানি কর্তৃক সরবরাহকৃত মিটারের মূল্য দিয়েছে ৩২.৯০ ডলার। কিন্তু বিপিডিবির কিছু অসৎ বিপিডিবি কর্মকর্তা এখন হেক্সিং এর পক্ষে কাজ করছেন, যাতে সানক্সিং এর মিটারগুলো নিম্নমানের প্রমাণিত করা যায় এবং হেক্সিংকে কার্যাদেশ দিতে পারেন।
বিপিডিবি মিটার সরবরাহের পূর্বে ফ্যাক্টরি পরিদর্শন করে এবং মিটার টেস্টে পাশ করলেই কেবল মিটার সরবরাহের অনুমতি দেয়। বাংলাদেশে মিটার পৌঁছানোর পর পোস্ট ল্যান্ডিং ইন্সপেকশন করে মিটার গ্রহণ করা হয়। তাই কোন সরবরাহকারীর নি¤œমানের মিটার সরবরাহের কোন সুযোগ নেই বলে তারা মনে করেন। যদি নিংগবো সানজিং কোম্পানিকে মিটার সরবারহের কার্যাদেশ না দেয়া হয়, তাহলে একদিকে বিপিডিবিকে ৩ লাখ ৮৯ হাজার ডলার অধিক মূল্যে হেক্সিং হতে মিটার ক্রয় করতে হবে। এতে হেক্সিং এবং ইনহে আবারও তাদের কারিগরি ত্রæটিযুক্ত মিটার সরবরাহ করে মনোপলি ব্যবসার সযোগ পাবে। হেক্সিং শুধুমাত্র তাদের মনোপলি ব্যবসা কবজায় আনতে এবং নতুন কোম্পানির সাথে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য বাজারে বিভ্রান্তিমূলক অপপ্রচার চালাচ্ছে। হেক্সিংয়ের প্ররোচনায় বিপিডিবি বাকি ৪টি দরপত্রের কার্যাদেশ প্রদান না করে, দরপত্রগুলো বাতিল করার প্রক্রিয়া প্রায় সম্পন্ন করে এনেছে। বিপিডিবির আগামী বোর্ড সভায় তা অনুমোদনের জন্য পাঠানো হবে। হেক্সিং ইলেকট্রিক্যাল কোম্পানি এর আগেও বড়অঙ্কের অর্থ পাচারের সঙ্গে জড়িত এই মর্মে প্রমাণ পায় খোদ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এ প্রতিবেদনে বলা হয়, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে এলসি করে হেক্সিং ইলেকট্রিক্যাল কোম্পানি ৩৩ কোটি ৪০ লাখ টাকা আত্মসাতের মাধ্যমে পাচার করেছে। এ নিয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) একটি তদন্ত চলমান রয়েছে। এর আগেও হেক্সিং ও ইনহে এবং পিডিবির কয়েকজন কর্মকর্তা একত্রে একটি চক্র করে বিপুল পরিমাণের অর্থ আত্মসাত করেছে। তারপরও কারিগরী মূল্যায়নে অনুত্তীর্ণ হওয়ার পরও তাদেরকে কাজ প্রিপেইড মিটার কাজ দেওয়ার জোর চেষ্টা চলছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
১৯ জানুয়ারি ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সম্মেলন সফলের আহ্বান
ঘোষণাপত্রকে কেন্দ্র করে যেন ফাটল সৃষ্টি না হয় : সালাহউদ্দিন
জুলাই-আগস্ট নৃশংসতা: জাতিসংঘে পূর্ণাঙ্গ তথ্য পাঠিয়েছে সরকার
ইসলামি আদর্শের প্রতি বিদ্বেষ রেখে কোন দল ক্ষমতার চিন্তা করতে পারবে না: এএমএম বাহাউদ্দীন
দুদকের মহাপরিচালক ও পরিচালক পদে পদোন্নতি
বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে সৈয়দপুরে রেস্তোরাঁ মালিকদের মানববন্ধন
ব্যর্থ ও দুর্নীতিবাজদের ক্ষমতায় চায় না: ইসলামী আন্দোলন
কুষ্টিয়ায় প্লাইউড বোর্ড কারখানায় আগুন
চাঁদাবাজির তকমা থেকে পরিবহন সেক্টরকে বের হতে হবে : শিমুল বিশ্বাস
ফরিদপুরের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হলেন জাফর ইকবাল
প্রথম ম্যাচের অর্থ পুরস্কার দাবানলে ক্ষতিগ্রস্তদের দিলেন ফ্রিটজ
শুধু ঘোষণাপত্র নয়, ১৬ বছরের আন্দোলনের স্বীকৃতি চায় ১২ দলীয় জোট
‘আল্লাহর প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস’ হতে হবে সংবিধানের অন্যতম মূলনীতি - খেলাফত মজলিস
পাহাড় কাটা মনিটরিংয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করার উদ্যোগ নিয়েছে সরকার : রিজওয়ানা হাসান
মেট্রোরেলের শুক্রবারের সময়সূচি পরিবর্তন
লৌহজংয়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নবাব সলিমুল্লাহ অসংখ্য নেতা তৈরির মৌলিকক্ষেত্র সৃষ্টি করেছেন : বাংলাদেশ মুসলিম লীগ
আগামী সপ্তাহে সুইজারল্যান্ড সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা
নালিতাবাড়ীতে মোবাইল কোর্টে ৭ ব্যক্তির কারাদন্ড
জমির শ্রেণি পরিবর্তন করলে সে জমি খাস হিসেবে রূপান্তর করা হবে : ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন